শ্রীমদ্ভগবতগীতা-নিষ্কাম কর্মের ধারণা বড়ো প্রশ্ন উত্তর (Marks 6) | XI WBCHSE 2nd Semester
১। নিষ্কাম কর্মের প্রেক্ষাপট আলোচনা করো।
২। ভারতীয় চিন্তাধারায় কর্মের গুরুত্ব কী?
৩। কর্মের প্রকারভেদ আলোচনা করো।
৪। ভারতীয় নীতিশাস্ত্রে কর্মবাদ ও জন্মান্তরবাদের ধারণা কীভাবে পরস্পর সম্পর্কিত তা ব্যাখ্যা করো।
৫। কর্মবাদ কি মোক্ষপ্রাপ্তির সঙ্গে সংগতিপূর্ণ?
৬। গীতায় বর্ণিত নিষ্কাম কর্মতত্ত্ব ব্যাখ্যা করো।
৮। নিষ্কাম কর্মযোগ কীভাবে সম্পাদন করতে হবে সেবিষয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে কী উপদেশ দেন?
৯। গীতায় বর্ণিত কর্মযোেগ ধারণাটি ব্যাখ্যা করো।
১০। গীতায় কর্ম কথাটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? আলোচনা করো।
১১। সকাম কর্মের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
১২। নিষ্কাম কর্মের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
১৩। নিষ্কাম কর্ম ব্যাখ্যার্থে কীভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার স্বরূপ প্রসঙ্গে অবগত করেছেন?
১৪। সকাম কর্ম অপেক্ষা নিষ্কাম কর্ম উন্নততর কেন?
১৬। ফলের আশা না করে ব্যক্তি কীভাবে কোনো কর্ম করতে পারবে? নিষ্কাম কর্ম কি সমর্থনযোগ্য?
১৭। নিষ্কাম কর্মের সাধন কি আদৌ সম্ভব? সংক্ষেপে এই ধারণাটির মূল্যায়ন করো।
১৮। গীতার দ্বিতীয় অধ্যায়ের নাম ‘সাংখ্য-যোগ’ কেন? এই শিরোনামের তাৎপর্য ব্যাখ্যা করো।
১৯। নৈষ্কর্মা শব্দের অর্থ কী তা ব্যাখ্যা করো।
২০। নিষ্কাম কর্ম কাকে বলে? নিষ্কাম কর্ম কীভাবে মোক্ষলাভের সহায়ক হয়?
২১। কর্ম, অকর্ম, বিকর্ম বলতে কি বোঝো তা লেখো।
২২। গীতা অনুসারে নিষ্কাম কর্ম কী? এই তত্ত্ব কি গ্রহণীয়?
২৩। ভারতীয় নীতিতত্ত্বে নিষ্কামতত্ত্বের যে ভূমিকা রয়েছে তা পর্যালোচনা করো।
২৪। শ্রীমদ্ভগবদ্গীতার নিষ্কাম কর্মের সঙ্গে কান্ট-এর নৈতিক নিয়মের তুলনা করো।
২৫। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বলতে কি বোঝো? ব্যাখা করো।
২৬। স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কী? ব্যাখ্যা করো।
২৭। মানুষের আধ্যাত্মিক জীবনে কর্মযোগের ভূমিকা আলোচনা করো।
২৮। সমাজজীবনে কর্মযোগের উপযোগিতা কী?