ভারতী নামক বাংলা সাময়িকপত্রটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো

ভারতী নামক বাংলা সাময়িকপত্রটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো

অথবা, ভারতী’ পত্রিকার প্রকাশকাল ও সম্পাদকের নাম উল্লেখ করে পত্রিকাটির গুরুত্ব লেখো।

ভারতী নামক বাংলা সাময়িকপত্রটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো
ভারতী নামক বাংলা সাময়িকপত্রটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো

প্রকাশকাল ও সম্পাদক: ‘ভারতী’ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় ১৮৭৭ সালে। এর প্রথম সম্পাদক ছিলেন রবীন্দ্রনাথের জ্যেষ্ঠ ভ্রাতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর।

গুরুত্ব: পত্রিকাটির মূল উদ্দেশ্য ছিল ঠাকুরবাড়ির সদস্যদের সাহিত্যিক আত্মপ্রকাশ ঘটানো। এই পত্রিকা প্রকাশের পিছনে  জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অসামান্য অবদান  ছিল। বিভিন্ন সময়ে এই পত্রিকাটির সম্পাদনার দায়িত্বভার গ্রহণ করেছেন স্বর্ণকুমারী দেবী, হিরণ্ময়ী দেবী, সরলা দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর, মণিলাল গঙ্গোপাধ্যায়, সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় প্রমুখ বহু প্রথিতযশা ব্যক্তিত্ব। নানাদিক দিয়ে এই পত্রিকাটির গুরুত্ব অনস্বীকার্য। এই পত্রিকার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হল-

  • এই পত্রিকার উদ্দেশ্য ছিল সাহিত্যসৃষ্টিতে গতানুগতিকতার পথ পরিত্যাগ করে রচনারীতিকে যথাসম্ভব সরল করে তোলা।
  • রবীন্দ্রনাথের বহু ছোটোগল্প এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এ ছাড়াও স্বর্ণকুমারী দেবীর বহু উপন্যাস ও গল্প এই পত্রিকার পাতায় আত্মপ্রকাশ করে।
  • বহু প্রবন্ধ, কবিতা, রসরচনা ইত্যাদি ‘ভারতী’-র পাতায় নিয়মিত প্রকাশিত হত।
  • বাংলা গদ্যরীতির বিবর্তনের ক্ষেত্রে ‘ভারতী‘-র গুরুত্ব অপরিসীম। স্বদেশি ভাষা অর্থাৎ মাতৃভাষার আলোচনা ছিল এই পত্রিকা প্রকাশের
    মুখ্য উদ্দেশ্য।
  • সংবাদ ও গ্রন্থ সমালোচনার ক্ষেত্রেও এই পত্রিকা এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। রবীন্দ্রনাথ-কৃত ‘মেঘনাদবধ কাব্য’-এর সমালোচনা এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল।

আরও পড়ুন – বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment