রবীন্দ্রনাথের হাস্যরসাত্মক নাটকগুলির পরিচয় দাও

রবীন্দ্রনাথের হাস্যরসাত্মক নাটকগুলির পরিচয় দাও

রবীন্দ্রনাথের হাস্যরসাত্মক নাটকগুলির পরিচয় দাও
রবীন্দ্রনাথের হাস্যরসাত্মক নাটকগুলির পরিচয় দাও

হাস্যরসাত্মক নাটক: হাস্যরসাত্মক নাট্যসৃষ্টিতেও রবীন্দ্রনাথ সাফল্য লাভ করেছেন। তাঁর হাস্যরসাত্মক নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য হল- ‘গোড়ায় গলদ’, ‘বৈকুণ্ঠের খাতা’, ‘হাস্যকৌতুক’ ও ‘ব্যঙ্গকৌতুক’, ‘চিরকুমার সভা’, ‘শোধবোধ’।

গোড়ায় গলদ’: পাঁচ অঙ্কবিশিষ্ট ‘গোড়ায় গলদ’ নাটকটি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সংগীত সমাজের অভিনয়ের প্রয়োজনে রচিত হয়। বঙ্গদেশের পারিবারিক চালচিত্রে কৌতুক ও করুণার সমন্বয়ে মিলনান্তক একটি মধুর কমেডি।

‘বৈকুণ্ঠের খাতা’: মাত্র তিন অঙ্কবিশিষ্ট ‘বৈকুণ্ঠের খাতা’ নাটকটিতে স্বচ্ছ হাস্যরসের উৎসারণ ঘটেছে এবং তার মধ্যেই রয়েছে করুণরসের অন্তঃসলিলা ফল্গুধারা।

‘হাস্যকৌতুক’ ও ‘ব্যঙ্গকৌতুক’ : ‘হাস্যকৌতুক’ ও ‘ব্যঙ্গকৌতুক’ নাটক শিশুদের নিছক হাস্যরস পরিবেশনের মাধ্যমে আমোদ দেওয়ার জন্য রচিত।

‘হাস্যকৌতুক’ পনেরোটি ছোটো ছোটো নাটকের সমষ্টি। এর মধ্যে উল্লেখযোগ্য হল ‘খ্যাতির বিড়ম্বনা’ এবং ‘রোগীর মৃত্যু’। অন্যদিকে ‘ব্যঙ্গকৌতুক’-এর সর্বাপেক্ষা উজ্জ্বল নাটক হল ‘বশীকরণ’।

‘চিরকুমার সভা’: চিরকুমারদের বিয়ে না করার শপথ কীভাবে কিশোরীদের সামনে ভঙ্গ হয়-তারই কৌতুককর বর্ণনা ‘চিরকুমার সভা’ নাটকটি।

আরও পড়ুন – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment