আধুনিক যুগের প্রবন্ধসাহিত্যের সংক্ষিপ্ত বর্ণনা দাও
বঙ্কিমচন্দ্রের অবদান: আধুনিক যুগের বাংলা প্রবন্ধসাহিত্য বাংলা সাহিত্যের ইতিহাসকে বিষয়বৈচিত্র্যে সমৃদ্ধ করেছে। ফোর্ট উইলিয়ম কলেজের গদ্যধারা, মুদ্রণযন্ত্রের প্রচলন ও সাময়িক পত্রপত্রিকার বিকাশের পথ ধরে প্রবন্ধসাহিত্য ক্রমে তার যথাযোগ্য স্থানে পৌঁছে যায়। আধুনিক বাংলা প্রবন্ধসাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য, ইতিহাস, দর্শন, সমাজনীতি, ধর্ম, শিল্পতত্ত্ব, শাস্ত্র প্রভৃতি বিষয়ে রচিত প্রবন্ধসমূহ, বাংলা গদ্যসাহিত্যের সম্পদ। ‘বিজ্ঞান রহস্য’, ‘সাম্য’, ‘বিবিধ প্রবন্ধ’, ‘কৃয়চরিত্র’, ‘ধর্মতত্ত্ব’, ‘কমলাকান্তের দপ্তর’, ‘লোকরহস্য’ প্রভৃতি গ্রন্থের অজস্র প্রবন্ধে বঙ্কিমী জ্ঞানগর্ভ ভাব প্রকাশমাধুর্যে অভিনবত্ব লাভ করেছিল।
রবীন্দ্রনাথের প্রবন্ধসমূহ: আধুনিক বাংলা প্রবন্ধসাহিত্যের আর-এক জ্যোতিষ্ক রবীন্দ্রনাথ ঠাকুর। ভাষা, সাহিত্য, স্বদেশ, রাজনীতি, সমাজ, বিজ্ঞান, ইতিহাস, শিল্পতত্ত্ব, ধর্ম, দর্শন, অধ্যাত্মতত্ত্ব ও ব্যক্তিগত বিষয়ে লিখিত রবীন্দ্র প্রবন্ধাবলি সমুদ্রের মতো বিস্তৃত। ‘প্রাচীন সাহিত্য’, ‘আধুনিক সাহিত্য’, ‘সাহিত্য’, ‘লোকসাহিত্য’, ‘সাহিত্যের স্বরূপ’, ‘সভ্যতার সংকট’, ‘ধর্ম’, ‘পঞ্চভূত’ প্রভৃতি শ্রেষ্ঠ রবীন্দ্র প্রবন্ধগ্রন্থবিশেষ।
অন্যান্য রচনাসমূহ: প্রবন্ধসাহিত্যের অন্যতম উজ্জ্বল শিল্পী ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদক প্রমথ চৌধুরী। বিষয়গত দিক থেকে তিনি বাংলা প্রবন্ধ সাহিত্যে নবযুগের প্রবর্তন করেন। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি প্রবন্ধ হল-‘কাব্যে অশ্লীলতা’, ‘বইপড়া’ ইত্যাদি। ভাবালুতা বর্জন করে ভাষা, সাহিত্য, সমাজ, রাজনীতি ও অন্যান্য অনেক বিষয়ে তিনি প্রবন্ধ রচনা করতেন। চলিতভাষার স্বতন্ত্রতায় এবং মজলিশি ঢঙে রচিত তাঁর প্রবন্ধগুলি বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। শিল্পাচার্য অবনীন্দ্রনাথ ঠাকুর ভাষার অসাধারণ চিত্রধর্মিতা দিয়ে যেসব প্রবন্ধ রচনা করেছিলেন, তা অসামান্য। ‘ভারতশিল্প’, ‘বাংলার ব্রত’, ‘বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী’ ইত্যাদি তাঁর শ্রেষ্ঠ প্রবন্ধগ্রন্থ।
উপসংহার: আলোচ্য প্রাবন্ধিকদের প্রবন্ধসাহিত্য বাংলা সাহিত্যের ধারায় যে মসৃণ পথ উন্মোচন করে, আধুনিক যুগের পরবর্তী অজস্র গদ্যশিল্পী তাকে শতধারায় বিকশিত করেন। এর পরবর্তী পর্যায়ের প্রাবন্ধিক হিসেবে সত্যেন্দ্রনাথ বসু, দীনেশচন্দ্র সেন, বলেন্দ্রনাথ ঠাকুর, অতুলচন্দ্র গুপ্ত, বেগম রোকেয়া, মোহিতলাল মজুমদার, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, সুকুমার সেন, অসিতকুমার বন্দ্যোপাধ্যায় প্রমুখের নাম স্মরণীয়।
আরও পড়ুন – বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর