সাময়িকপত্রের বিকাশে সোমপ্রকাশ পত্রিকাটির অবদান লেখো

সাময়িকপত্রের বিকাশে সোমপ্রকাশ পত্রিকাটির অবদান লেখো

সাময়িকপত্রের বিকাশে সোমপ্রকাশ পত্রিকাটির অবদান লেখো
সাময়িকপত্রের বিকাশে সোমপ্রকাশ পত্রিকাটির অবদান লেখো

প্রকাশ: দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্পাদনায় ১৮৫৮ সালের ১৫ নভেম্বর প্রকাশিত হয় ‘সোমপ্রকাশ’ পত্রিকা।

অবদান: ‘সোমপ্রকাশ’ পত্রিকাটি সাপ্তাহিকরূপে আত্মপ্রকাশ করে। প্রত্যেক সোমবার এটি প্রকাশিত হত বলে এর এইরূপ নামকরণ। অন্যান্য পত্রিকার মতো এই পত্রিকাটিরও বিশেষ কিছু অবদান রয়েছে-
• জমিদার ও নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে।
• হিন্দু ও ব্রাহ্ম-উভয় ধর্মের মধ্যে সংযোগ স্থাপন করে, উদারনৈতিক মানবতাবাদী আন্দোলন গড়ে তুলতে সহায়তা করে।
• এই পত্রিকার মাধ্যমে সাহিত্য ও ভাষার শ্রীবৃদ্ধি ঘটে।
• সাহিত্য, দর্শন, বিজ্ঞান, সমাজতত্ত্ব প্রভৃতি বিষয় সম্পর্কিত প্রবন্ধ এই পত্রিকায় প্রকাশিত হত। এমনকি, সাময়িকপত্রের যুগে বিশুদ্ধ রাজনীতির সূত্রপাতও ঘটে এই পত্রিকার মধ্য দিয়েই। এই পত্রিকাকে কেন্দ্র করেই
সম্পাদক দ্বারকানাথের সাংবাদিক ব্যক্তিত্ব বিকশিত হয়।
• মাতৃভাষায় শিক্ষাদান ও বিজ্ঞানচর্চার প্রতি গুরুত্ব প্রদান করে এই পত্রিকা।
বিধবাবিবাহ আন্দোলনে এবং স্ত্রীশিক্ষার বিস্তারে এই পত্রিকা প্রগতিশীল চিন্তাধারার পরিচয় দেয়।

আরও পড়ুন – বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment