ঔপনিবেশিক বাংলার নবজাগরণ বাঙালির শিক্ষায় কীভাবে প্রভাব ফেলেছিল

ঔপনিবেশিক বাংলার নবজাগরণ বাঙালির শিক্ষায় কীভাবে প্রভাব ফেলেছিল

ঔপনিবেশিক বাংলার নবজাগরণ বাঙালির শিক্ষায় কীভাবে প্রভাব ফেলেছিল
ঔপনিবেশিক বাংলার নবজাগরণ বাঙালির শিক্ষায় কীভাবে প্রভাব ফেলেছিল

মুদ্রণযন্ত্রের আবিষ্কার

উনবিংশ শতাব্দীর নবজাগরণ বাঙালির শিক্ষাসংস্কারে যথেষ্ট প্রভাব ফেলেছিল। পঞ্চদশ শতকে জার্মানির জোহানেস গুটেনবার্গ আবিষ্কৃত মুদ্রণযন্ত্র বা ছাপাখানা, শিক্ষায় এক নতুন মাত্রা আনে। এই মুদ্রণযন্ত্র ভারতে প্রবেশ করার পর এদেশে তার সাহায্যে প্রথম মুদ্রিত হয় পর্তুগিজ মিশনারি ‘মানোএল-দা-আসুম্পসাঁউ’ রচিত পোর্তুগিজ-বাংলা অভিধান ও ব্যাকরণ (পোর্তুগিজ নাম-Vocabulario em idioma Bengalla e Portuguez) এবং ‘কৃপার শাস্ত্রের অর্থভেদ’ (Creper Xaxtrer Orth Bued) নামের দুটি পুস্তিকা-যা রোমান হরফে লেখা।

কলকাতায় প্রথম মুদ্রণযন্ত্র স্থাপন

উনবিংশ শতাব্দীর নবজাগরণ বাঙালির শিক্ষাসংস্কারে সুগভীর প্রভাব বিস্তার করেছিল। পঞ্চদশ শতকে জার্মানিতে, জোহানেস গুটেনবার্গ আবিষ্কৃত মুদ্রণযন্ত্র কলকাতায় এসে পৌঁছোয় ১৭৬৮ সালে। উইলিয়ম বেল্টেস্ নামের এক ইংরেজ কর্মচারী তা স্থাপন করেন। ১৭৭৮ সালে পঞ্চানন কর্মকার প্রথম, মুদ্রণের উপযোগী ধাতুর তৈরি বাংলা হরফের ছাঁচ তৈরি করেন। প্রসঙ্গত বলা যায়, হ্যালহেডের ‘আ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ’ নামক বাংলা ব্যাকরণ গ্রন্থের উদাহরণ ও উদ্ধৃতিতে বাংলা ছাপার অক্ষর প্রথম ব্যবহৃত হয়।

আধুনিক যুগে বাংলা রচনা

ঔপনিবেশিক বাংলার শিক্ষাসংস্কারের ক্ষেত্রে উল্লেখযোগ্য ‘ফোর্ট উইলিয়ম কলেজ’ প্রতিষ্ঠিত হয় ১৮০০ সালে। এই প্রতিষ্ঠান থেকেই আধুনিক যুগের বাংলা রচনার আরম্ভ।

স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠা

ইংরেজি ও বাংলা পাঠ্যপুস্তক রচনা ও আদর্শ বিদ্যালয় গঠনের লক্ষ্য নিয়ে ১৮১৭ সালে তৈরি হয় ‘স্কুল বুক সোসাইটি’। রাজা রাধাকান্ত দেব ও ডেভিড হেয়ার ছিলেন এই সমিতির কর্মকর্তা।

কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা

প্রেসিডেন্সি কলেজ (১৮৫৫), শ্রীরামপুর কলেজ (১৮১৮), সংস্কৃত কলেজ (১৮২৪), বিশপ্স কলেজ (১৮২০) তৈরির পাশাপাশি ১৮৫৭ সালের জানুয়ারিতে স্থাপিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয়-যা বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করে।

আরও পড়ুন – বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment