নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য MCQ । WBCHSE XI 1st Semester Philosophy
1. সবিকল্পক প্রত্যক্ষ কোন্ প্রকারের জ্ঞান?
সপ্রকারক জ্ঞান
নিষ্প্রকারক জ্ঞান
যে-কোনো প্রকারের জ্ঞান
কোনোটিই নয়
2. নির্বিকল্পক প্রত্যক্ষ কোন্ প্রকারের জ্ঞান?
সপ্রকারক জ্ঞান
নিষ্প্রকারক জ্ঞান
যে-কোনো প্রকারক জ্ঞান
কোনোটিই নয়
3. ন্যায় মতে কোন্ ধরনের প্রত্যক্ষে অনুব্যবসায় হয় না?
নির্বিকল্পক
সবিকল্পক
প্রত্যভিজ্ঞা
জ্ঞান-লক্ষণ
4. এটা একটা কিছু-এই ধরনের প্রত্যক্ষকে কী বলা হয়?
সবিকল্পক প্রত্যক্ষ
সংশয়াত্মক প্রত্যক্ষ
নির্বিকল্পক প্রত্যক্ষ
বিশিষ্ট প্রত্যক্ষ
5. ন্যায় মতে সবিকল্পক প্রত্যক্ষের উৎস কী?
বিশেষণযুক্ত প্রত্যক্ষ
অভাব প্রত্যক্ষ
বিশেষণহীন প্রত্যক্ষ
কোনোটিই নয়
6. নির্বিকল্পক প্রত্যক্ষ কী?
বিশেষণযুক্ত প্রত্যক্ষ
বিশেষণহীন প্রত্যক্ষ
সংযোগযুক্ত প্রত্যক্ষ
সংযোগবিহীন প্রত্যক্ষ
7. সবিকল্পক প্রত্যক্ষ কাকে বলে?
বিশেষণযুক্ত প্রত্যক্ষকে
বিশেষণহীন প্রত্যক্ষকে
সন্নিকর্ষযুক্ত প্রত্যক্ষকে
সন্নিকর্ষহীন প্রত্যক্ষকে
৪. ন্যায়দর্শনে ‘বিকল্প’ শব্দের অর্থ হল-
বিশেষ্য
বিশেষণ
পদার্থ
দ্রব্য
9. ‘অব্যাপদেশ্যম্’ শব্দটির অর্থ হল
শাব্দ
অশাব্দ
মিতি
মাতৃ
10. ন্যায়দর্শনে ‘পট’ শব্দের অর্থ হল-
অস্ত্র
শস্ত্র
তন্ত্র
বস্ত্র
11. দূরের বস্তুটিকে মানুষ অথবা মুড়ো গাছ ভাবা হল-
প্রমা
সংশয়
তর্ক
বিপর্যয়
12. সবিকল্পক জ্ঞান প্রকাশ পায়-
অনুমানের দ্বারা
শব্দের দ্বারা
স্বজ্ঞার দ্বারা
বাক্যের দ্বারা
13. নির্বিকল্পক জ্ঞান প্রকাশিত হয়-
বাক্যের দ্বারা
উপমানের দ্বারা
বচনের দ্বারা
কোনো কিছুর দ্বারা নয়
14. পূর্ব প্রত্যক্ষ + সংস্কার + বর্তমান প্রত্যক্ষ = কী বলা যায়?
প্রত্যক্ষ
নির্বিকল্পক প্রত্যক্ষ
সবিকল্পক প্রত্যক্ষ
প্রত্যভিজ্ঞা
15. নির্বিকল্পক প্রত্যক্ষ ছাড়া সবিকল্পক প্রত্যক্ষ সম্ভব নয়-এটি হল—
সত্য
মিথ্যা
সন্দেহমূলক
আপতিক
16. নির্বিকল্পক প্রত্যক্ষকে স্বীকারের যুক্তি হল-
প্রত্যভিজ্ঞা
উপমান
সবিকল্পক প্রত্যক্ষ
অনুমান
17. বেদের বাক্যকেই বলা হয়-
বিশ্বাসযোগ্য বাক্য
বৈদিক বাক্য
নিঃসন্দেহ বাক্য
অবৈদিক বাক্য
18. ন্যায়দর্শন যে সম্প্রদায়ভুক্ত, তা হল-
আস্তিক
নাস্তিক
আংশিক আস্তিক
আংশিক নাস্তিক
19. ন্যায় মতে, স্পষ্টতার দিক থেকে প্রত্যক্ষ-
দু-প্রকার
তিনপ্রকার
চারপ্রকার
পাঁচপ্রকার
20. বিশেষণহীন প্রত্যক্ষকে বলা হয়-
সবিকল্পক
নির্বিকল্পক
প্রত্যভিজ্ঞা
অলৌকিক
21. প্রকারযুক্ত প্রত্যক্ষ হল-
সবিকল্পক
নির্বিকল্পক
অলৌকিক
যোগজ
22. পূর্ব প্রত্যক্ষ, সংস্কার এবং বর্তমান প্রত্যক্ষের দ্বারা উৎপন্ন হয়-
প্রত্যক্ষ
নির্বিকল্পক প্রত্যক্ষ
সবিকল্পক প্রত্যক্ষ
প্রত্যভিজ্ঞা
23. ন্যায় মতে, কোন্ প্রত্যক্ষ হল একপ্রকার বিশিষ্ট জ্ঞান?
সবিকল্পক
নির্বিকল্পক
যোগজ
অলৌকিক
24. সবিকল্পক প্রত্যক্ষের আগে যে প্রত্যক্ষ হয়, তা হল-
নির্বিকল্পক
বিশিষ্ট
অভাব
সামান্য
25. ন্যায় মতে নির্বিকল্পক প্রত্যক্ষের ক্ষেত্রে প্রমাণ হল-
প্রত্যক্ষ
অনুমান
উপমান
শব্দ
26. ‘সপ্রকার’ ধর্মটি যে প্রত্যক্ষে প্রযুক্ত হয়, তা হল-
প্রত্যক্ষ
সবিকল্পক
নির্বিকল্পক
প্রত্যভিজ্ঞা
27. ‘নিষ্প্রকার’ শব্দটি যে প্রত্যক্ষের ক্ষেত্রে প্রযোজ্য, তা হল-
প্রত্যক্ষ
অনুমান
প্রত্যভিজ্ঞা
নির্বিকল্পক
28. নির্বিকল্পক প্রত্যক্ষের বাচনিক আকার-
সম্ভব
সম্ভব নয়
সন্দেহজনক
স্বতঃসত্য
29. সবিকল্পক প্রত্যক্ষের বাচনিক আকার-
সম্ভব
সম্ভব নয়
সন্দেহজনক
স্বতঃমিথ্যা
30. প্রাথমিক অনুভবরূপে যে প্রত্যক্ষ উঠে আসে, তা হল-
সবিকল্পক প্রত্যক্ষ
নির্বিকল্পক প্রত্যক্ষ
সাধারণ প্রত্যক্ষ
প্রত্যভিজ্ঞা
31. অনুসারী অনুভবরূপে যে প্রত্যক্ষ উঠে আসে, তা হল-
সাধারণ প্রত্যক্ষ
নির্বিকল্পক প্রত্যক্ষ
সবিকল্পক প্রত্যক্ষ
প্রত্যাভিজ্ঞা
32. যে প্রত্যক্ষের বিচার করা যায়, তা হল-
সাধারণ
নির্বিকল্পক
প্রত্যভিজ্ঞা
সবিকল্পক
33. যে প্রত্যক্ষের বিচার সম্ভব নয়, তা হল
সবিকল্পক
প্রত্যভিজ্ঞা
সবগুলিই
34. আমাদের সব প্রত্যক্ষই হল সবিকল্পক-বিবৃতিটি হল-
সত্য
মিথ্যা
সংশয়পূর্ণ
নিশ্চিত
আরও পড়ুন – শিক্ষার বিভিন্ন রূপ MCQ ১ম সেমিস্টার