সমাজতান্ত্রিক গণতন্ত্র কাকে বলে? সমাজতান্ত্রিক গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো
সমাজতান্ত্রিক গণতন্ত্র
সমাজতান্ত্রিক গণতন্ত্র হল আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থার একটি বিশেষ রূপ। মার্কসবাদী এবং লেনিনবাদী আদর্শের উপর সমাজতান্ত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠিত। সমাজতান্ত্রিক গণতন্ত্র হল পুঁজিবাদ থেকে সমাজতন্ত্রে ও সাম্যবাদে উত্তরণের এক মধ্যবর্তী পর্যায়। এইরূপ গণতন্ত্রে সর্বহারা শ্রেণি রাষ্ট্রক্ষমতা দখল করে এবং সমাজের সকল ক্ষেত্রেই প্রাধান্য বিস্তার করে। সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা প্রভৃতি আদর্শ সমাজতান্ত্রিক গণতন্ত্রের মূল আদর্শরূপে পরিচিত। রাজনৈতিক ক্ষেত্রেই নয় বরং সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও সাম্য প্রতিষ্ঠিত হয় বলেই এখানে প্রকৃত অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। একেই সমাজতান্ত্রিক গণতন্ত্র বলা হয়।
সমাজতান্ত্রিক গণতন্ত্রের বৈশিষ্ট্য
সমাজতান্ত্রিক গণতন্ত্রের কতকগুলি বৈশিষ্ট্য নিম্নে আলোচনা করা হল-
[1] সকলের জন্য সমান অধিকারের স্বীকৃতি: নাগরিক জীবনের সকল প্রকার পৌর, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকারগুলি সমাজতান্ত্রিক গণতন্ত্রে সুরক্ষিত থাকে। এইরূপ শাসনব্যবস্থায় নাগরিকগণ শিক্ষার অধিকার, কর্মের অধিকার, বিশ্রামের অধিকার, অবসরকালীন সুযোগসুবিধা ইত্যাদি ভোগের সুযোগ লাভ করে থাকে।
[2] ব্যক্তিগত মালিকানা ও সম্পত্তির বিলোপসাধন: সমাজতান্ত্রিক গণতন্ত্রে উৎপাদনের উপকরণের উপর সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে ও ব্যক্তিগত মালিকানার পরিবর্তে রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হয়।
[3] অর্থনৈতিক সাম্যের অস্তিত্ব: সমাজতান্ত্রিক গণতন্ত্র বলতে এমন এক শাসনব্যবস্থাকে বোঝায় যেখানে বর্তমানে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সাম্য দেখতে পাওয়া যায়। অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে সমাজতান্ত্রিক গণতন্ত্র শ্রেণিহীন, শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করতে চায়।
[4] ধর্মনিরপেক্ষতার আদর্শ: সমাজতান্ত্রিক গণতন্ত্র এক নতুন ধরনের মূল্যবোধের জন্ম দেয়। এই মূল্যবোধ সকল প্রকার ধর্মীয় গোঁড়ামির ঊর্ধ্বে। এইরূপ গণতন্ত্রে কুসংস্কার এবং অন্ধ ধর্মবিশ্বাস থেকে মানুষের মন মুক্ত হয়। জনগণের মধ্যে এক প্রগতিশীল চিন্তাভাবনার জন্ম হয়, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির ব্যাপক সম্প্রসারণ ঘটে। এর ফলে সমাজতান্ত্রিক গণতন্ত্রেই যথার্থ ধর্মনিরপেক্ষ সমাজ গড়ে ওঠে।
[5] একদলীয় শাসনব্যবস্থা: সমাজতান্ত্রিক গণতন্ত্রের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল একটিমাত্র রাজনৈতিক দলের উপস্থিতি। সমাজ ও প্রশাসনের সর্বস্তরে এই রাজনৈতিক দলের প্রাধান্য পরিলক্ষিত হয়।
[6] সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার : গণতন্ত্রের মূল আদর্শ গণসার্বভৌমত্বের ধারণার বাস্তব ও যথাযথ প্রয়োগ একমাত্র সমাজতান্ত্রিক গণতন্ত্রেই সম্ভব বলে মার্কসীয় তাত্ত্বিকরা মনে করেন। এরূপ শাসনব্যবস্থায় সংবিধানিক নিয়মানুসারে নির্দিষ্ট সময় অন্তর প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন প্রক্রিয়া সংঘটিত হয়। তাই জনগণকেই যাবতীয় রাষ্ট্রীয় ক্ষমতার উৎস বলে মনে করা হয়। এখানে সংখ্যাগরিষ্ঠের শাসন তথা সমষ্টিমূলক প্রতিনিধিত্ব সাফল্যলাভ করে এবং নাগরিকদের ভোটাধিকার সার্থক হয়। ফলে, রাষ্ট্রপরিচালনার যাবতীয় কার্যাবলিতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয়।
[7] সর্বহারার আন্তর্জাতিকতা: সমাজতান্ত্রিক গণতন্ত্র বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে সাম্রাজ্যবাদ এবং ঔপনিবেশিকতাবাদের বিরুদ্ধে মানুষের জাতীয় মুক্তি আন্দোলনকে সমর্থন এবং দুনিয়ার শ্রমজীবী মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়। তাই বলা যায় যে, সর্বহারার আন্তর্জাতিকতা হল সমাজতান্ত্রিক গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
[৪] সমগ্র জনগণের গণতন্ত্র: সমাজতান্ত্রিক গণতন্ত্রে এক নতুন ধরনের রাষ্ট্রব্যবস্থার জন্ম হয়। এই রাষ্ট্রব্যবস্থাকে বলা হয় সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা। সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা এই ধরনের শাসনব্যবস্থার চরম লক্ষ্য। সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রের অবলুপ্তি হবে বলে ঘোষণা করা হয়।
[9] গণমাধ্যমের উপর সরকারি নিয়ন্ত্রণ: সমাজতান্ত্রিক গণতন্ত্রে জনমতকে গুরুত্ব দেওয়া হয়। বিভিন্ন গণমাধ্যম, যেমন- রেডিয়ো, টিভি, সংবাদপত্র প্রভৃতির মাধ্যমে জনগণ তাদের মতামতকে তুলে ধরে।
[10] মেহনতি মানুষের স্বার্থ সংরক্ষণ: বলা হয়, সংখ্যাগরিষ্ঠ মেহনতি মানুষের স্বার্থরক্ষা করাই হল সমাজতান্ত্রিক গণতান্ত্রিক সরকারের মুখ্য উদ্দেশ্য।
১। ব্যাপক ও সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে কী বোঝায়? গণতন্ত্রের সর্বাধুনিক সংজ্ঞাগুলি আলোচনা করো
২। গণতন্ত্রের উদ্ভবের কারণগুলি ব্যাখ্যা করো
৩। গণতন্ত্রের বিকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো
৪। গণতন্ত্রের প্রকৃতি আলোচনা করো
৫। গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো
৬। গণতন্ত্র কাকে বলে? এর বিভিন্ন রূপগুলি আলোচনা করো
৭। প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কী বোঝো? এইরূপ গণতন্ত্রের গুণ বা সুবিধাগুলি আলোচনা করো
৮। প্রত্যক্ষ গণতন্ত্রের দোষ বা অসুবিধাগুলি আলোচনা করো
৯। প্রতিনিধিত্বমূলক বা পরোক্ষ গণতন্ত্র বলতে কী বোঝায়? এইরূপ গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো
১০। পরোক্ষ গণতন্ত্রের সপক্ষে যুক্তিগুলি আলোচনা করো