মোবাইল ফোনের সুফল-কুফল – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
- ভূমিকা
- মোবাইল ফোনের ইতিহাস
- মোবাইল ফোনে প্রাপ্ত নানা সুবিধা
- সুফল
- উপসংহার
ভূমিকা
আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির শুভঙ্কর অগ্রগতির পথে নবতম বিস্ময়কর সংযোজন মোবাইল ফোন। এক লহমায় গোটা পৃথিবী আমাদের একবারে নিকটবর্তী হয়, পৃথিবীর যে-কোনো প্রান্তে আত্মজনের সঙ্গে যোগাযোগ সম্ভব হয় মোবাইল ফোনের মাধ্যমে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের কাজের পরিধি বেড়েছে। প্রয়োজন অসীম, ব্যস্ততা এখন সীমাহীন। এই সব কিছুর সঙ্গে পা মিলিয়ে চলতেই বড়ো প্রয়োজন আধুনিক বিজ্ঞানের নবতম উপকরণটির।
মোবাইল ফোনের ইতিহাস
মোটোরোলা সেলুলার ফোনের গবেষক মার্টিন কুবার ১৯৭৩ খ্রিস্টাব্দে হ্যান্ডফোনের ব্যবহার করেন। ১৯৭৯ খ্রিস্টাব্দে জাপানের টোকিও শহরে পুরোপুরি ব্যবসায়িক পদ্ধতিতে মোবাইল ফোনের ব্যবহার শুরু হয়। ১৯৮০ খ্রিস্টাব্দ থেকে আমেরিকা, কানাডা, মেক্সিকো, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড প্রভৃতি দেশে মোবাইল ফোন দ্রুত ছড়িয়ে পরে। পৃথিবীর নানা প্রান্তে মোবাইল ফোনের ব্যবহার ও ব্যবসায়িক প্রসার এরপর বহুবিস্তারী হয়।
মোবাইল ফোনে প্রাপ্ত নানা সুবিধা
মোবাইল ফোন আবিষ্কারের পর থেকে আজ পর্যন্ত নানা বিবর্তন এসেছে। মোবাইলের শৈশবে শুধুমাত্র আলাপচারিতার বিষয়টিই ছিল। বর্তমানে আরো বিভিন্ন সুবিধা আমরা পেয়ে থাকি। (ক) মেসেজ পাঠানো, (খ) ছবি তোলার ব্যবস্থা, (গ) গান, আবৃত্তি ইত্যাদি শোনার ব্যবস্থা, (ঘ) প্রয়োজনীয় ছবি বা তথ্য পাঠানোর ব্যবস্থা, (ঙ) ব্লুটুথ প্রযুক্তি ব্যবস্থা ইত্যাদি। এছাড়াও ইন্টারনেট ব্যবস্থার প্রচলনের মাধ্যমে মোবাইল এখন সবচেয়ে বড়ো সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম। বন্ধুত্বের এক নতুন দিশা।
সুফল
মোবাইল ফোন ব্যবহারে বিভিন্ন সুফল রয়েছে। মোবাইল ফোন অতি অল্প সময়ে সেই দূরত্ব ঘুচিয়ে দেয়। যোগাযোগের মাধ্যম হিসেবে তাই আজ এর গ্রহণযোগ্যতা সর্বজনবিদিত। ইন্টারনেটের সৌজন্যে অফিসে, আদালতে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তথা কর্মক্ষেত্রে এবং ব্যবসায়িক ক্ষেত্রে মোবাইল এখন অপরিহার্য। শুধুমাত্র শহরাঞ্চলেই নয়, গ্রামে-গ্রামান্তরেও মোবাইল আজ অত্যন্ত প্রয়োজনীয় ব্যবহারিক উপকরণ।
কুফল
মোবাইলের নানা শুভ দিকগুলোর পাশাপাশি এর বিভিন্ন অশুভ তথা কুফলের দিকও রয়েছে। ছাত্রসমাজে তথা যুব সমাজের কুপ্রভাব অত্যন্ত বেশি। কোমলমতির ছাত্রছাত্রীরা অনেক সময়েই বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়ে মোবাইলের মাধ্যমে। অনেক সময়েই দেখা যায় ছাত্র-ছাত্রীরা মোবাইল ফোনে এত বেশি মগ্ন থাকে যে তাদের প্রকৃত লক্ষ্য তথা শিক্ষাগ্রহণের দিকটা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পরে। সাম্প্রতিককালে পথদুর্ঘটনার অন্যতম কারণ পথচলতি মানুষের মোবাইল ফোন কানে নিয়ে হেঁটে চলা বা রাস্তা পারাপার হওয়া। এছাড়া অপরাধ জগতের কাছে মোবাইল ফোন অত্যন্ত প্রয়োজনীয় উপকরণ। এর কৌশলগত প্রয়োগে অপরাধ জগৎ নিয়ন্ত্রিত হয়।
বিশেষত মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার মানবশরীরে দীর্ঘস্থায়ী কুভাব ফেলে। বধিরতা, মস্তিষ্কে ক্যানসার, স্নায়ুরোগ, হার্টের অসুখ ইত্যাদিতে মোবাইলের যথেষ্ট প্রভাব রয়েছে।
উপসংহার
বিজ্ঞান ও প্রযুক্তির আবিষ্কারসমূহের আশীর্বাদ ও অভিশাপ দুটি দিক থাকবেই। মোবাইল কীভাবে ব্যবহার করা হবে তার ওপরেই নির্ভর করে এর সুফল ও কুফলের দিক। সচেতনতাই সবচেয়ে বড়ো কথা। আমরা যদি মোবাইলের ভালো দিকগুলোর যথাযথ প্রয়োগ করতে পারি তবে তার অনিবার্য সুফল পেতে পারি। তাই ইতিবাচক মানসিকতা নিয়ে বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কারটির হাত ধরে আমরা চলতে শিখব-এটাই কাম্য।
আরও পড়ুন –
১। পরিবেশ দূষণ ও তার প্রতিকার – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা
২। পরিবেশ রক্ষায় অরণ্য – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা
৩। পরিবেশ বনাম উন্নয়ন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৪। বিশ্ব উষ্ণায়ন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৫। বন্যপ্রাণী সংরক্ষণ – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৬। মানবজীবনে পরিবেশের প্রভাব – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৭। বিজ্ঞানচেতনার প্রসারের প্রয়োজনীয়তা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৮। বিজ্ঞানচেতনা ও কুসংস্কার – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৯। কম্পিউটার ও আধুনিক জীবন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১০। খেলাধুলার প্রয়োজনীয়তা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১১। দেশভ্রমণ – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১২। রক্তদান জীবনদান – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৩। বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৪। প্রাকৃতিক দুর্যোগে ছাত্রসমাজের ভূমিকা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৫। ভূমিকম্প – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৬। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৬। মাতৃভাষায় বিজ্ঞানচর্চা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৭। পঞ্চায়েতী ব্যবস্থা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৮। বৈচিত্র্যের মধ্যে ঐক্য – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা