মঙ্গলকাব্য MCQ ১ম সেমিস্টার | একাদশ শ্রেণি বাংলা

মঙ্গলকাব্য MCQ ১ম সেমিস্টার | একাদশ শ্রেণি বাংলা

মঙ্গলকাব্য MCQ ১ম সেমিস্টার | একাদশ শ্রেণি বাংলা
মঙ্গলকাব্য MCQ ১ম সেমিস্টার | একাদশ শ্রেণি বাংলা

১। ষোড়শ শতাব্দীর ভাগবত অনুসারী কৃষ্ণলীলা বিষয়ক একটি কাব্য –

(ক) দ্বিজ নরহরি দাসের উদ্ধব সংবাদ

(খ) ভক্তরাম দাসের গোকুল মঙ্গল

(গ) শ্রীকৃষ্ণদাসের শ্রীকৃষ্ণবিলাস

(ঘ) কবি বল্লভের রসকদম্ব।

২। ‘গোপালবিজয়’ গ্রন্থটি কার লেখা?

(ক) কবিশেখর রায়

(খ) গোবিন্দ আচার্য

(গ) দ্বিজ রামেশ্বর

(ঘ) ভবানন্দ।

৩। ভবানন্দ রচিত কৃষ্ণলীলা বিষয়ক কাব্যের নাম –

(ক) কৃষ্ণমঙ্গল

(খ) গোপালবিজয়

(গ) হরিবংশ

(ঘ) গোবিন্দবিলাস।

৪। সপ্তদশ শতাব্দীর একটি কৃষ্ণমঙ্গল কাব্য

(ক) দ্বিজ কবিরত্নের ‘শ্রীকৃয়মঙ্গল’

(খ) রসিক শেখরের ‘পারিজাতহরণ’

(গ) দীন হরিদাসের ‘মুকুন্দমঙ্গল’

(ঘ) নরহরি দাসের ‘কেশব মঙ্গল’।

৫। ‘মঙ্গল’ শব্দটি ব্যবহৃত হত –

(ক) মাহাত্ম্য প্রচারমূলক যে-কোনো রচনা বোঝাতে

(খ) মঙ্গলবারে রচিত যে-কোনো কাব্য বোঝাতে

(গ) ‘মঙ্গল’ নামক কোনো কবি দ্বারা রচিত কোনো রচনা বোঝাতে

(ঘ) ‘মঙ্গল’ নামক দেবতার মাহাত্ম্যকীর্তন বোঝাতে।

৬। মঙ্গলকাব্যের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল –

(ক) এই কাব্যগুলিতে বাংলাদেশের সাম্প্রদায়িক ধর্মবিশ্বাস প্রকাশ পেয়েছে।

(খ) সাম্প্রদায়িক ধর্মবিশ্বাসের পরিবর্তে লৌকিক ও বহিরাগত বিভিন্ন ধর্মমতের সমন্বয় লক্ষ করা গিয়েছে।

(গ) এই কাব্যগুলি বাংলাদেশের সনাতন ধর্মবোধের বিরোধিতা করেছে।

(ঘ) কাব্যগুলিতে মানুষ উপেক্ষিত হয়েছে।

৭। কবে থেকে মঙ্গলগান রচিত হওয়া শুরু হয়?

(ক) খ্রিস্টীয় একাদশ শতাব্দী

(খ) খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দী

(গ) খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী

(ঘ) খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দী।

৮। কোন্ ধরনের মঙ্গলকাব্যে শিব উপাখ্যান সংযোজিত হয়েছে? প্রসঙ্গের পরিবর্তে হরিশ্চন্দ্র

(ক) মনসামঙ্গল

(খ) ধর্মমঙ্গল

(গ) চণ্ডিমঙ্গল

(ঘ) অন্নদামঙ্গল।

৯। গঠনশৈলীর দিক দিয়ে মঙ্গলকাব্যের ক-টি বিভাগ?

(ক) চারটি

(খ) একটি

(গ) দুটি

(ঘ) তিনটি।

১০। বর্ণনার শেষে মঙ্গলকাব্যের কবিগণ নিজের নাম পরিচয়জ্ঞাপক যে বিবরণ দিতেন, তাকে বলা হত

(ক) চৌতিশা

(খ) বারোমাস্যা

(গ) ভণিতা

(ঘ) গৌরচন্দ্রিকা।

মঙ্গলকাব্য MCQ ১ম সেমিস্টার | একাদশ শ্রেণি বাংলা

১১। ‘বারমাস্যা’ কোন্ শ্রেণির কাব্যধারার বৈশিষ্ট্য?

(ক) অনুবাদকাব্য

(খ) বৈঘ্নবকাব্য

(গ) জীবনীকাব্য

(ঘ) মঙ্গলকাব্য।

১২। মঙ্গলকাব্যের নায়িকার সারা বছরের দুঃখের কথা বর্ণনা হল-

(ক) বারোমাস্যা

(খ) প্রহেলিকা

(গ) চৌতিশা

(ঘ) জন্মান্তরবাদ।

১৩। মঙ্গলকাব্যে ‘চৌতিশা’ কী?

(ক) বর্ণানুক্রমিক চৌত্রিশ অক্ষরে দেবতার স্তব

(খ) নায়িকার চৌত্রিশ বছরের দুঃখের কথা

(গ) বর্ণানুক্রমিক চৌত্রিশটি স্থানের বর্ণনা

(ঘ) বর্ণানুক্রমিক চৌত্রিশটি ব্যঞ্জনের বর্ণনা।

১৪। মঙ্গলকাব্যগুলির দ্বিতীয় অংশে বর্ণিত হয়েছে

(ক) গ্রন্থ উৎপত্তির কারণ

(খ) বন্দনা

(গ) দেবখন্ড

(ঘ) নরখণ্ড।

১৫। বাংলা সাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীনতম মঙ্গলকাব্য কোন্টি?

(ক) মনসামঙ্গল

(খ) ধর্মমঙ্গল

(গ) চণ্ডীমঙ্গল

(ঘ) শীতলামঙ্গল।

১৬। মনসামঙ্গলের দেবী হলেন-

(ক) দুর্গা

(খ) চণ্ডী

(গ) অন্নপূর্ণা

(ঘ) মনসা।

১৭। মনসামঙ্গলের আদি কবির নাম-

(ক) নারায়ণ গুপ্ত

(খ) হরিদত্ত

(গ) নারায়ণ দেব

(ঘ) গঙ্গাদাস সেন।

১৮। চৈতন্যপূর্ব যুগের একজন মনসামঙ্গলকার হলেন–

(ক) বিপ্রদাস পিপলাই

(খ) কেতকাদাস ক্ষেমানন্দ

(গ) দ্বিজ বংশীদাস

(ঘ) জীবন মৈত্র।

১৯। চৈতন্য পরবর্তী যুগের একজন মনসামঙ্গলকার হলেন

(ক) বিজয়গুপ্ত

(খ) নারায়ণদেব

(গ) কেতকাদাস ক্ষেমানন্দ

(ঘ) বিপ্রদাস পিপলাই।

২০। মনসামঙ্গল কাব্যগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় কাব্যের নাম-

(ক) পদ্মাপুরাণ

(খ) মনসামঙ্গল

(গ) কালিকাপুরাণ

(ঘ) এর মধ্যে কোনোটিই নয়।

মঙ্গলকাব্য MCQ ১ম সেমিস্টার | একাদশ শ্রেণি বাংলা

২১। নারায়ণ দেবের মনসামঙ্গল কী নামে পরিচিত?

(ক) পদ্মাপুরাণ

(খ) কালিকাপুরাণ

(গ) মনসামঙ্গল

(ঘ) অভয়ামঙ্গল।

২২। নারায়ণ দেব কবে মনসামঙ্গল কাব্য রচনা করেছিলেন?

(ক) আনুমানিক পঞ্চদশ শতাব্দী

(খ) আনুমানিক ষোড়শ শতাব্দী

(গ) আনুমানিক সপ্তদশ শতাব্দী

(ঘ) আনুমানিক চতুর্দশ শতাব্দী।

২৩। কোন্ কবির মনসামঙ্গল সর্বপ্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করেছিল?

(ক) হরিদত্তের কালিকাপুরাণ

(খ) কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল

(গ) বিজয়গুপ্তের পদ্মাপুরাণ

(ঘ) তন্ত্রবিভূতির মনসামঙ্গল।

২৪। কবি কেতকাদাস ক্ষেমানন্দের সময়কাল হল-

(ক) পঞ্চদশ শতাব্দী

(খ) সপ্তদশ শতাব্দী

(গ) ষোড়শ শতাব্দী

(ঘ) অষ্টাদশ শতাব্দী।

২৫। অষ্টাদশ শতাব্দীর একটি মনসামঙ্গল কাব্য –

(ক) বিজয় গুপ্তের পদ্মাপুরাণ

(খ) তন্ত্রবিভূতির মনসামঙ্গল

(গ) বিপ্রদাসের মনসামঙ্গল

(ঘ) বাণেশ্বর রায়ের মনসামঙ্গল।

২৬। মনসামঙ্গল কাব্যের নায়ক কে ছিলেন –

(ক) কালকেতু

(খ) ধনপতি

(গ) লখিন্দর

(ঘ) চাঁদ সদাগর।

২৭। স্বর্গের নর্তকী ঊষা জন্ম নিল উজানী নগরে, তার নাম হল

(ক) ফুল্লরা

(খ) খুল্লনা

(গ) সনকা

(ঘ) বেহুলা।

২৮। ঊষার স্বামী অনিরুদ্ধ জন্ম নিয়েছিল

(ক) চাঁদ সদাগর রূপে

(খ) বিজয় সাধু রূপে

(গ) লখিন্দর রূপে

(ঘ) কালকেতু রূপে।

২৯। চন্ডীমঙ্গল কাব্যধারার আদি কবি কে?

(ক) কানা হরিদত্ত

(খ) মানিক দত্ত

(গ) ময়ূরভট্ট

(ঘ) রামানন্দ যতি।

৩০। চন্ডীমঙ্গল কাব্যধারার আদি কবি মানিক দত্ত কোন্ অঞ্চলের বলে অনুমান করা হয়?

(ক) মেদিনীপুর

(খ) বর্ধমান

(গ) মালদহ

(ঘ) নদীয়া।

মঙ্গলকাব্য MCQ ১ম সেমিস্টার | একাদশ শ্রেণি বাংলা

৩১। দ্বিজমাধব কোন্ শতাব্দীর কবি?

(ক) সপ্তদশ

(খ) ষোড়শ

(গ) অষ্টাদশ

(ঘ) পঞ্চদশ।

৩২। কোন্ অঞ্চল থেকে দ্বিজমাধবের পুথি আবিষ্কৃত হয়েছে?

(ক) সপ্তগ্রাম

(খ) দামুন্যা

(গ) আড়রা

(ঘ) চট্টগ্রাম।

৩৩। চন্ডীমঙ্গলের একজন কবির নাম

(ক) ঘনরাম চক্রবর্তী

(খ) রূপরাম চক্রবর্তী

(গ) রামপ্রসাদ সেন

(ঘ) দ্বিজমাধব।

৩৪। কবি দ্বিজমাধব রচিত চন্ডীমঙ্গলটি কী নামে পরিচিত?

(ক) সারদাচরিত

(গ) অভয়ামঙ্গল

(খ) মঙ্গলচণ্ডীর গীত

(ঘ) সারদামঙ্গল।

৩৫। চন্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি কে?

(ক) মানিক দত্ত

(গ) মুকুন্দ চক্রবর্তী

(খ) দ্বিজ রামদেব

(ঘ) রামানন্দ যতি।

৩৬। বর্ধমান জেলার দামুন্যা গ্রামে কোন্ কবির আদি বাসস্থান ছিল?

(ক) মুকুন্দ চক্রবর্তী

(খ) দ্বিজমাধব

(গ) জগজ্জীবন ঘোষাল

(ঘ) দ্বিজ বংশীদাস।

৩৭। ‘কবিকঙ্কণ’ উপাধিতে ভূষিত হতেন কোন্ কবি?

(ক) মুকুন্দ চক্রবর্তী

(খ) কেতকাদাস ক্ষেমানন্দ

(গ) বিপ্রদাস পিপলাই

(ঘ) দ্বিজমাধব।

৩৮। মুকুন্দ চক্রবর্তীর কাব্যে কোন্ কোন্ অংলকারের প্রয়োগ ঘটেছে?

(ক) উপমা-রূপক-উৎপ্রেক্ষা

(খ) অনুপ্রাস-শ্লেষ-বক্রোক্তি

(গ) যমক-অতিশয়োক্তি-ব্যতিরেক

(ঘ) নিদর্শনা-দৃষ্টান্ত-দীপক।

৩৯। মুকুন্দ চক্রবর্তীর কাব্যটি কী নামে পরিচিত?

(ক) মঙ্গলচণ্ডীর গীত

(খ) সারদামঙ্গল

(গ) অভয়ামঙ্গল

(ঘ) অন্নদামঙ্গল।

৪০। মুকুন্দ চক্রবর্তীর পিতার নাম কী ছিল?

(ক) জগন্নাথ মিশ্র

(খ) সনাতন মিশ্র

(গ) রূপরাম মিশ্র

(ঘ) হৃদয় মিশ্র।

মঙ্গলকাব্য MCQ ১ম সেমিস্টার | একাদশ শ্রেণি বাংলা

৪১। কবি মুকুন্দ চক্রবর্তীর চন্ডীমঙ্গল সর্বপ্রথম মুদ্রিত হয় –

(ক) ১৭৪৫ শকে

(খ) ১৭৫৪ শকে

(গ) ১৮৫৪ শকে

(ঘ) ১৬৪৫ শকে।

৪২। মুকুন্দ চক্রবর্তীর কাব্যে সর্বপ্রথম সাহিত্যের কোন্ শাখার লক্ষণ দেখা যায়?

(ক) উপন্যাস

(খ) নাটক

(গ) প্রবন্ধ

(ঘ) ছোটোগল্প।

৪৩। মুকুন্দরাম কার অত্যাচারে বাস্তুভিটা পরিত্যাগ করে মেদিনীপুরে আসেন?

(ক) হোসেন শাহ

(খ) বখতিয়ার খলজি

(গ) মামুদ সরিফ

(ঘ) বাবর।

৪৪। ‘শাকে রস রস বেদ শশাঙ্ক গণিতা’ – কোন্ গ্রন্থের শেষে কালজ্ঞাপক এই ছত্র রয়েছে?

(ক) দ্বিজমাধবের সারদামঙ্গল

(খ) মুকুন্দ চক্রবর্তীর অভয়ামঙ্গল

(গ) হরিরামের চণ্ডীমঙ্গল

(ঘ) ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গল।

৪৫। কবি মাধবানন্দ রচিত চন্ডীমঙ্গলটির নাম হল –

(ক) সারদাচরিত

(খ) সারদামঙ্গল

(গ) অভয়ামঙ্গল

(ঘ) মঙ্গলচণ্ডীর গীত।

৪৬। সপ্তদশ শতাব্দীর একজন চন্ডীমঙ্গল রচয়িতা হলেন –

(ক) মানিক দত্ত

(খ) দ্বিজমাধব

(গ) দ্বিজ রামদেব

(ঘ) ভবানীশঙ্কর।

৪৭। বাসুলীমঙ্গল-এর রচয়িতা –

(ক) মুকুন্দ মিশ্র

(খ) রাধাকৃষ্ণ দাস

(গ) ভারতচন্দ্র রায়

(ঘ) মুক্তারাম সেন।

৪৮। গোসানীমঙ্গল-এর রচয়িতা হলেন-

(ক) মুক্তারাম সেন

(খ) রামানন্দ যতি

(গ) দ্বিজ রামদেব

(ঘ) রাধাকৃষ্ণ দাস।

৪৯। চন্ডীমঙ্গলের আখেটিক খন্ডের নায়ক কে?

(ক) ধনপতি সদাগর

(খ) কালকেতু

(গ) ভবানন্দ মজুমদার

(ঘ) চাঁদ সদাগর।

৫০। চন্ডীমঙ্গলের বণিক খন্ডের নায়ক হল

(ক) ভবানন্দ মজুমদার

(খ) চাঁদ সদাগর

(গ) ধনপতি সদাগর

(ঘ) হরিহর।

মঙ্গলকাব্য MCQ ১ম সেমিস্টার | একাদশ শ্রেণি বাংলা

৫১। অষ্টাদশ শতকের একজন চন্ডীমঙ্গল রচয়িতা হলেন-

(ক) মানিক দত্ত

(খ) দ্বিজ রামদেব

(গ) হরিরাম

(ঘ) মুকুন্দ চক্রবর্তী।

৫১। রাঢ়ের জাতীয় মহাকাব্য কাকে বলা হয়?

(ক) চণ্ডীমঙ্গল কাব্যকে

(খ) অন্নদামঙ্গল কাব্যকে

(গ) মনসামঙ্গল কাব্যকে

(ঘ) ধর্মমঙ্গল কাব্যকে।

৫২। ময়ূরভট্ট রচিত ধর্মমঙ্গল কাব্যের নাম

(ক) হাকন্দ পুরাণ

(খ) অনাদিমঙ্গল

(গ) শূন্যপুরাণ

(ঘ) ধর্মমঙ্গল।

৫৩। ধর্মমঙ্গল ধারার আদি কবি কে?

(ক) ময়ূরভট্ট

(গ) কানা হরিদত্ত

(খ) মানিক দত্ত

(ঘ) শ্রীধর।

৫৩। ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবি হলেন –

(ক) ময়ূরভট্ট

(খ) খেলারাম

(গ) শ্যাম পণ্ডিত

(ঘ) ঘনরাম চক্রবর্তী।

৫৪। ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য কোন্ শতাব্দীতে রচিত?

(ক) পঞ্চদশ

(খ) ষোড়শ

(গ) সপ্তদশ

(ঘ) অষ্টাদশ।

৫৫। ‘অনাদিমঙ্গল’ নামে পরিচিত কোন্ কবির কাব্য –

(ক) ময়ূরভট্ট

(খ) ঘনরাম চক্রবর্তী

(গ) শ্রীধর

(ঘ) নারায়ণ দেব।

৫৬। সপ্তদশ শতাব্দীর একজন ধর্মমঙ্গল রচয়িতা হলেন-

(ক) মানিকরাম গাঙ্গুলী

(খ) রাজারাম দাস

(গ) সহদেব চক্রবর্তী

(ঘ) নরসিংহ বসু।

৫৮। কোন্টি ধর্মমঙ্গলের চরিত্র নয়?

(ক) ইছাই ঘোষ

(খ) লাউসেন

(গ) হরিশচন্দ্র

(ঘ) ধনপতি।

৫৯। ‘মহারাষ্ট্রপুরাণ’ গ্রন্থের রচয়িতা –

(ক) নরসিংহ বসু

(খ) কৃষ্ণরাম দাস

(গ) বলরাম চক্রবর্তী

(ঘ) গঙ্গারাম।

৬০। ‘মহারাষ্ট্রপুরাণ’ গ্রন্থটি কোন্ বিষয়কে কেন্দ্র করে রচিত?

(ক) বর্গি আক্রমণ

(গ) পোর্তুগিজ আক্রমণ

(খ) তুর্কি আক্রমণ

(ঘ) মগ আক্রমণ।

মঙ্গলকাব্য MCQ ১ম সেমিস্টার | একাদশ শ্রেণি বাংলা

৬১। অষ্টাদশ শতাব্দীতে মঙ্গলকাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি কে ছিলেন?

(ক) সহদেব চক্রবর্তী

(খ)

৬২। কোন্ কবি রায়গুণাকর’ উপাধি লাভ করেছিলেন?

(ক) মানিকরাম গাঙ্গুলী

(খ) মুকুন্দরাম চক্রবর্তী

(গ) ভারতচন্দ্র রায়

৬৩। ভারতচন্দ্র রায় জন্মগ্রহণ করেন

(ক) পেঁড়ো গ্রামে

(খ) কাঁকিল্যা গ্রামে

(গ)দামুন্য

৬৪। ভারতচন্দ্র রায়ের জন্মস্থান পেঁড়ো গ্রাম যে জেলায় অবস্থিত-

(ক) নদিয়া

(খ) বাঁকুড়া

(গ) বীরভূম

(ঘ) হাওড়া।

৬৫। ভারতচন্দ্র রায়ের পিতার নাম –

(ক) নরেন্দ্রনারায়ণ রায়

(খ) সোমনাথ রায়

(গ) গোবিন্দ রায়

(ঘ) কৃষ্ণরাম রায়।

৬৬। রায়গুণাকর ভারতচন্দ্র রায় কার পৃষ্ঠপোষকতায় ‘অন্নদামঙ্গল’ কাব্য লেখেন?

(ক) কৃষ্ণচন্দ্রে

(খ) সহদেব চক্রবর্তীর

(গ) রামচন্দ্র বন্দ্যোপাধ্যায়

(ঘ) নিধিরাম আচার্যের।

৬৭। ‘নূতন মঙ্গল’ নামে অভিহিত ভারতচন্দ্রের কোন্ কাব্য?

(ক) নাগাষ্টক

(খ) চৌর পঞ্চাশিকা

(গ) অন্নদামঙ্গল

(ঘ) রসমঞ্জরী।

৬৮। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে?

(ক) মুকুন্দ চক্রবর্তী

(খ) ভারতচন্দ্র রায়

(গ) দ্বিজমাধব

(ঘ) ঘনরাম।

৬৯। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যটি ক-টি খণ্ডে বিভক্ত?

(ক) একটি

(খ) দুটি

(গ) তিনটি

(ঘ) চারটি।

৭০। ‘বিদ্যাসুন্দর’ গ্রন্থটির রচয়িতা হলেন

(ক) গোবিন্দদাস

(খ) প্রাণরাম চক্রবর্তী

(গ) ভারতচন্দ্র রায়

(ঘ) নিধিরাম আচার্য।

মঙ্গলকাব্য MCQ ১ম সেমিস্টার | একাদশ শ্রেণি বাংলা

৭১। অন্নদামঙ্গল কাব্যের তৃতীয় অংশে আছে –

(ক) হরিহোড়ের কাহিনি

(খ) ভবানন্দের কাহিনি

(গ) মানসিংহের কাহিনি

(ঘ) জালু-মালুর কাহিনি।

৭২। ‘কালিকামঙ্গল কাব্যটির সৃষ্টি-

(ক) পঞ্চদশ শতকে

(খ) ষোড়শ শতকে

(গ) সপ্তদশ শতকে

(ঘ) অষ্টাদশ শতকে।

৭৩। কালিকামঙ্গলের আদি কবি কে?

(ক) সাবিরিদ খান

(খ) রামপ্রসাদ সেন

(গ) গোবিন্দ দাস

(ঘ) কবি কঙ্ক।

৭৪। কালিকামঙ্গলের বিদ্যাসুন্দর উপাখ্যান মূলত –

(ক) পূর্ব-পশ্চিম ভারতের কাহিনি

(খ) উত্তর-পূশ্চিম ভারতের কাহিনি

(গ) দক্ষিণ-পশ্চিম ভারতের কাহিনি

(ঘ) ভারতের বাইরের কাহিনি।

৭৫। কাশ্মীরের কবি বিহ্লনের লেখা সংস্কৃত খণ্ডকাব্য হল –

(ক) মহারাষ্ট্রপুরাণ

(খ) রসমঞ্জুরী

(গ) চৌর পঞ্চাশিকা

(ঘ) নাগাষ্টক।

৭৬। বিদ্যাসুন্দরের কাহিনি কোন্ কাব্যের আদর্শে লেখা হয়েছে?

(ক) চৌর পঞ্চাশিকা

(খ) সত্যপীরের কথা

(গ) রসমঞ্জুরী

(ঘ) নাগাষ্টক।

৭৭। বাংলায় বিদ্যাসুন্দর কাহিনি রচনার সূত্রপাত হয় যে শতাব্দী থেকে-

(ক) পঞ্চদশ

(খ) ষোড়শ

(গ) সপ্তদশ

(ঘ) অষ্টাদশ।

৭৮। বিদ্যাসুন্দর আখ্যানের প্রথম কবি –

(ক) দ্বিজ শ্রীধর

(খ) কৃষ্ণরাম দাস

(গ) বলরাম চক্রবর্তী

(ঘ) রামপ্রসাদ সেন।

৭৯। বিদ্যাসুন্দর আখ্যানের শ্রেষ্ঠ কবি হলেন

(ক) দ্বিজ শ্রীধর

(খ) নিধিরাম আচার্য

(গ) গোবিন্দদাস

(ঘ) ভারতচন্দ্র রায়।

৮০। সপ্তদশ শতাব্দীর একজন বিদ্যাসুন্দর কাহিনি রচনাকার হলেন-

(ক) সাবিরিদ খান

(খ) গোবিন্দ দাস

(গ) ভারতচন্দ্র রায়

(ঘ) নিধিরাম আচার্য।

মঙ্গলকাব্য MCQ ১ম সেমিস্টার | একাদশ শ্রেণি বাংলা

৮১। অষ্টাদশ শতাব্দীর একজন বিদ্যাসুন্দর কাহিনি রচনাকার হলেন-

(ক) কঙ্ক

(খ) প্রাণরাম চক্রবর্তী

(গ) ভারতচন্দ্র রায়।

(ঘ) কৃষ্ণরাম দাস।

৮২। একজন শীতলামঙ্গল রচয়িতার নাম লেখো।

(ক) নিত্যানন্দ চক্রবর্তী

(খ) কৃষ্ণরাম দাস

(গ) মাধব অচার্য

(ঘ) দয়ারাম দাস।

৮৩। ষষ্ঠীমঙ্গল-এর রচয়িতা হলেন

(ক) রুদ্ররাম চক্রবর্তী

(খ) দ্বিজ গৌরাঙ্গ

(গ) বিজয়রাম সেন

(ঘ) শিবানন্দ কর।

৮৪। একজন রায়মঙ্গল-এর রচয়িতার নাম লেখো।

(ক) রুদ্ররাম চক্রবর্তী

(খ) মাধব আচার্য

(গ) বিজয়রাম সেন

(ঘ) দ্বিজ কমলাকান্ত।

৮৫। সারদামঙ্গল-এর রচয়িতা হলেন

(ক) নিত্যানন্দ চক্রবর্তী

(খ) মালাধর বসু

(গ) দয়ারাম দাস

(ঘ) বিজয়রাম সেন।

৮৬। ‘সূর্যের পাঁচালী’ গ্রন্থটির রচয়িতা হলেন

(ক) রামজীবন

(খ) মালাধর বসু

(গ) দ্বিজ কালিদাস

(ঘ) দুর্গাপ্রসাদ মুখুটি।

৮৭। একজন গঙ্গামঙ্গল-এর রচয়িতা হলেন-

(ক) দ্বিজ কমলাকান্ত

(খ) মাধব দাস

(গ) নন্দকিশোর

(ঘ) প্রাণবল্লভ।

৮৮। দ্বিজ রঘুনন্দন কোন্ জাতীয় মঙ্গলকাব্যের রচয়িতা?

(ক) সুবচনীমঙ্গল

(খ) পঞ্চাননমঙ্গল

(গ) কপিলামঙ্গল

(ঘ) কামাখ্যামঙ্গল।

৮৯। সুবচনীমঙ্গল-এর রচয়িতা হলেন –

(ক) রুদ্রদেব

(খ) রামজীবন

(গ) দয়ারাম দাস

(ঘ) দ্বিজ রামজীবন।

৯০। তীর্থমঙ্গলের রচয়িতা হলেন

(ক) মাধব আচার্য

(খ) দ্বিজ কালিদাস

(গ) বিজয়রাম সেন

(ঘ) অকিঞ্চন চক্রবর্তী।

মঙ্গলকাব্য MCQ ১ম সেমিস্টার | একাদশ শ্রেণি বাংলা

৯১। কবি শিবানন্দ কর কোন্ জাতীয় মঙ্গলকাব্যের রচয়িতা?

(ক) লক্ষ্মীমঙ্গল

(খ) কপিলামঙ্গল

(গ) বরদামঙ্গল

(ঘ) কামাখ্যামঙ্গল।

৯২। কবি নন্দকিশোের কোন্ জাতীয় মঙ্গলকাব্যের রচয়িতা?

(ক) কামাখ্যামঙ্গল

(খ) সুবচনীমঙ্গল

(গ) লক্ষ্মীমঙ্গল

(ঘ) বরদামঙ্গল।

৯৩। কোন্ সময় থেকে শিবের কাহিনি মঙ্গলকাব্য থেকে বিচ্ছিন্ন হয়ে শিবায়ন বা শিবমঙ্গল কাব্য নামে পরিচিত লাভ করে?

(ক) পঞ্চদশ শতক

(খ) ষোড়শ শতক

(গ) সপ্তদশ শতক

(ঘ) অষ্টাদশ শতক।

৯৪। প্রথম স্বয়ংসম্পূর্ণ শিবমঙ্গল কাব্য রচনা করেন –

(ক) রামকৃষ্ণ রায়

(খ) শঙ্কর কবিচন্দ্র

(গ) রামকৃষ্ণ দাস

(ঘ) রামেশ্বর ভট্টাচার্য।

৯৫। শিবায়ন কাব্যগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় কার রচনা?

(ক) শঙ্কর কবিচন্দ্র

(খ) রামকৃষ্ণ দাস

(গ) রামকৃষ্ণ রায়

(ঘ) রামেশ্বর ভট্টাচার্য।

৯৬। সপ্তদশ শতাব্দীর একজন উল্লেখযোগ্য শিবায়নের কবি হলেন-

(ক) রামেশ্বর ভট্টাচার্য

(খ) শঙ্কর কবিচন্দ্র

(গ) দ্বিজ মণিরাম

(ঘ) দ্বিজ কালিদাস।

৯৭। শঙ্কর কবিচন্দ্রের নিবাস ছিল-

(ক) বীরভূম

(খ) পুরুলিয়া

(গ) বিষ্ণুপুর

(ঘ) নবদ্বীপ।

৯৮। কোন্ কবির শিবায়নে ‘শঙ্খপরা’ ও ‘মাছধরা’ শীর্ষক পালা দুটি পাওয়া গিয়েছে?

(ক) শঙ্কর কবিচন্দ্র

(খ) রামেশ্বর ভট্টাচার্য

(গ) রামকৃষ্ণ দাস

(ঘ) রামকৃষ্ণ রায়।

৯৯। কালিদাসের ‘কুমারসম্ভব’ কাব্যের দ্বারা কোন্ শিবায়নের কবি প্রভাবিত হয়েছিলেন?

(ক) রামকৃষ্ণ রায়

(খ) শঙ্কর কবিচন্দ্র

(গ) দ্বিজ মণিরাম

(ঘ) রামেশ্বর ভট্টাচার্য।

১০০। রামকৃষ্ণ রায়ের শিবায়ন কাব্য ক-টি পালায় বিভক্ত?

(ক) ২০ টি

(খ) ২২ টি

(গ) ২৫ টি

(ঘ) ২৬ টি।

মঙ্গলকাব্য MCQ ১ম সেমিস্টার | একাদশ শ্রেণি বাংলা

১০১। গদ্য-দৃষ্টান্তের উপস্থাপনা কার শিবায়ন কাব্যের বৈশিষ্ট্য?

(ক) রামেশ্বর ভট্টাচার্য

(খ) শঙ্কর কবিচন্দ্র

(গ) রামকৃষ্ণ রায়

(ঘ) দ্বিজ কালিদাস।

১০২। কোন্ দেবতার মহিমা বিষয়ক কাহিনির উপধারা ‘মৃগলুব্ধ’ নামে পরিচিত?

(ক) শিব

(খ) সূর্য

(গ) নারায়ণ

(ঘ) ইন্দ্র।

১০৩। মৃগলুব্ধ-র পুথিপত্র কার প্রচেষ্টায় পাওয়া গিয়েছে?

(ক) মুনশি আবদুল করিম

(খ) মহম্মদ শহিদুউল্লাহ

(গ) মহম্মদ করিম

(ঘ) মহম্মদ ইকবাল।

১০৪। মৃগলুব্ধ’-র একজন কাহিনিকার হলেন

(ক) দ্বিজ গৌরাঙ্গ

(খ) রামরাজা

(গ) শঙ্কর

(ঘ) প্রাণবল্লভ।

আরও পড়ুন – ধর্ম ও কুসংস্কার রচনা

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment