বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের অবদান আলোচনা করো

বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের অবদান আলোচনা করো

বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের অবদান আলোচনা করো
বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের অবদান আলোচনা করো

অবদান: বাংলা গদ্যের সূচনালগ্নে আত্মপ্রত্যয়, আধুনিক যুক্তিবাদ, বিজ্ঞানমনস্কতা এবং উদার মানবতাবোধ নিয়ে রামমোহন তাঁর সাহিত্যে সমাজ ও জীবনমুখী তাৎপর্যকে বড়ো করে তুলেছেন। বাঙালির কুসংস্কারাচ্ছন্নতার বিরুদ্ধে নিজস্ব জ্ঞান, বোধ, যুক্তি প্রকাশের উদ্দেশ্যে তিনি গদ্য রচনা করেছেন। বিষয়বৈচিত্র্যের দিক থেকে রামমোহনের রচনাকে প্রধান তিনটি ভাগে বিন্যস্ত করা যায়। যথা- সাকারবাদের বিরুদ্ধে, হিন্দু দর্শনের পক্ষে, সতীদাহের বিরুদ্ধে।

সাকারবাদের বিরুদ্ধে: হিন্দুধর্মের মূর্তিপূজা তথা পৌত্তলিকতার বিরুদ্ধে রামমোহনের রচনাগুলি বাংলার সম্পদ। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য- ‘উৎসবানন্দ বিদ্যাবাগীশের সহিত বিচার’ (১৮১৬-১৭), ‘ভট্টাচার্যের সহিত বিচার’ (১৮১৭), ‘গোস্বামীর সহিত বিচার’ (১৮১৮), ‘কবিতাকারের সহিত বিচার’ (১৮২০), ‘সুব্রহ্মণ্য শাস্ত্রীর সহিত বিচার’।

হিন্দু দর্শনের পক্ষে : রামমোহনের সঙ্গে রক্ষণশীল হিন্দুদের এবং আগ্রাসী খ্রিস্টান পাদরিদের সংঘাত হয়েছিল। এক্ষেত্রে ‘ব্রাহ্মণ সেবধি’ পত্রিকার নাম উল্লেখযোগ্য।

সতীদাহের বিরুদ্ধে: রামমোহনের অবিস্মরণীয় কীর্তি সতীদাহপ্রথা রদ করা। এই প্রসঙ্গে তাঁর যে রচনাগুলি জনমতগঠনে সহায়ক হয়েছিল, সেগুলি হল-‘সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ’ (১৮১৮) এবং ‘সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের দ্বিতীয় সম্বাদ’ (১৮১৯)।

এ ছাড়া তাঁর উল্লেখ্য অনুবাদ গ্রন্থগুলি হল- ‘বেদান্তগ্রন্থ’ (১৮১৫), ‘বেদান্তসার’ (১৮৮৫), বিভিন্ন উপনিষদের অনুবাদ (ঈশ, কঠ, কেন, মাণ্ডুক্য, মুন্ডক ইত্যাদি)। জনচেতনা জাগরণের উদ্দেশ্যে তিনি ‘সম্বাদ কৌমুদী’, ‘ব্রাহ্মণ সেবধি’ ইত্যাদি পত্রিকা সম্পাদনা করেন। এ ছাড়াও তিনি বাংলা ব্যাকরণের উন্নতির উদ্দেশ্যে ‘গৌড়ীয় ব্যাকরণ’ (১৮৩৩) রচনা করেন।

আরও পড়ুন – বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর

Leave a Comment