কবি জয় গোস্বামীর কাব্যগ্রন্থের নাম ও প্রকাশকাল লিখে তাঁর কবিতার বিশেষত্ব আলোচনা করো

কবি জয় গোস্বামীর কাব্যগ্রন্থের নাম ও প্রকাশকাল লিখে তাঁর কবিতার বিশেষত্ব আলোচনা করো

কবি জয় গোস্বামীর কাব্যগ্রন্থের নাম ও প্রকাশকাল লিখে তাঁর কবিতার বিশেষত্ব আলোচনা করো
কবি জয় গোস্বামীর কাব্যগ্রন্থের নাম ও প্রকাশকাল লিখে তাঁর কবিতার বিশেষত্ব আলোচনা করো

কাব্যগ্রন্থ ও প্রকাশকাল: কবি জয় গোস্বামীর কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল-‘ক্রীসমাস ও শীতের সনেটগুচ্ছ’ (১৯৭৭), ‘প্রত্নজীব’ (১৯৭৮), ‘উন্মাদের পাঠক্রম’ (১৯৮৬), ‘ভুতুমভগবান’ (১৯৮৮), ‘ঘুমিয়েছো, ঝাউপাতা?’ (১৯৮৯), ‘আজ যদি আমাকে জিজ্ঞেস করো’ (১৯৯১), ‘পাগলী, তোমার সঙ্গে’ (১৯৯৪) ইত্যাদি।

বিশেষত্ব: সাম্প্রতিক কালের বলিষ্ঠ জীবনবাদী কবি হলেন জয় গোস্বামী। এই কবির কবিতা আজকের কবিতাপ্রেমী পাঠক-পাঠিকাদের মধ্যে জনপ্রিয়। কোনো কবিতা যে আসলে শিল্পিত প্রত্নপ্রতিমা, তা জয় গোস্বামীর কবিতায় সুস্পষ্ট। বিশ শতকের সত্তর দশকের কবি জানেন কবিতা দিয়ে ছবি আঁকতে, সে ছবির মধ্যে যুগযন্ত্রণার চিত্র ধরা পড়লেও সেগুলি আদ্যন্ত রোমান্টিক। তাঁর কবিতায় রোমান্টিকতা ও প্রতিবাদী বক্তব্যের দিক যেমন ধরা পড়েছে তেমনই অপ্রচলিত শব্দ, প্রতীকী চিত্রকল্পের ভিড়ও রয়েছে। কবিতার মধ্যে উচ্চকণ্ঠের প্রকাশ নয়, উচ্চারণে তীক্ষ্ণতার সঙ্গে সুমিষ্ট কণ্ঠস্বর একত্র করে নিজস্ব কাব্যের ভিত্তিভূমি নির্মাণ করেন জয় গোস্বামী। হতদরিদ্র মানুষদের জীবনের দুঃখের কথা বলতে গিয়ে কবি বলেছেন- “শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায় চাল তোলো গো মাসিপিসি লালগোলা বনগাঁয়-” কবি যেন যুগজীবনের নীলকণ্ঠ-তাই তাঁর অনুভবের গভীরে আছে উপলব্ধির জগৎ, যে জগৎ তাঁকে যন্ত্রণা জয় করতে শিখিয়েছে।

আরও পড়ুন – নুন কবিতার নামকরণের সার্থকতা

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment