সাম্যবাদী কবিতার MCQ একাদশ শ্রেণি বাংলা 1 Sem

সাম্যবাদী কবিতার MCQ একাদশ শ্রেণি

সাম্যবাদী কবিতার MCQ একাদশ শ্রেণি
সাম্যবাদী কবিতার MCQ একাদশ শ্রেণি

সাম্যবাদী কবিতার MCQ একাদশ শ্রেণি

সাম্যবাদী’ কবিতাটি লিখেছেন-

(ক) কাজী নজরুল ইসলাম

(খ) মাইকেল মধুসূদন দত্ত

(গ) সত্যেন্দ্রনাথ দত্ত

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর।

‘সাম্যবাদী’ কবিতাটি প্রথম প্রকাশিত হয়-

(ক) বিজলী প্রত্রিকায়

(খ) লাঙল পত্রিকায়

(গ) সওগাত পত্রিকায়

(ঘ) গণবাণী প্রত্রিকায়।

‘সাম্যবাদী’ কবিতাটি প্রথম কবে প্রকাশিত হয়?

(ক) ১৯২১ খ্রিস্টাব্দের ১২ মে

(খ) ১৯২২ খ্রিস্টাব্দের ১৫ মার্চ

(গ) ১৯১৯ খ্রিস্টাব্দের ২০ সেপ্টেম্বর

(ঘ) ১৯২৫ খ্রিস্টাব্দের ২৫ ডিসেম্বর।

‘সাম্যবাদী’ কবিতাটি পরে কোন্ কাব্যগ্রন্থে সংকলিত হয়?

(ক) দোলনচাঁপা

(খ) ঝিঙে ফুল

(গ) সর্বহারা

(ঘ) বিষাদ।

‘সর্বহারা’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়-

(ক) ১৯২৭ খ্রিস্টাব্দের মে মাসে

(খ) ১৯২৬ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে

(গ) ১৯২৮ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে

(ঘ) ১৯২৬ খ্রিস্টাব্দের জুন মাসে।

নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা হল-

(ক) বিষের বাঁশি

(খ) বিদ্রোহী

(গ) বাউন্ডুলের আত্মকাহিনী

(ঘ) সর্বহারা।

নজরুল ইসলামের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল-

(ক) দোলনচাঁপা

(খ) ঝিঙে ফুল

(গ) ‘ক’ ও ‘খ’ দুটিই

(ঘ) বিষাদ।

কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ-

(ক) অগ্নিবীণা

(খ) বিষের বাঁশি

(গ) ফণি-মনসা

(ঘ) ভাঙার গান।

নজরুল ইসলামের প্রথম প্রকাশিত নাটকের নাম-

(ক) ঝড়

(খ) পুতুলের বিয়ে

(গ) আলেয়া

(ঘ) ঝিলিমিলি।

নজরুল ইসলামের যে কাব্যগ্রন্থে মূলত ছোটোদের কবিতা প্রকাশিত হয়-

(ক) ভাঙার গান

(খ) ঝিঙে ফুল

(গ) নতুন চাঁদ

(ঘ) ছায়ানট।

জরথুস্ট্রপন্থী যে জাতির কথা ‘সাম্যবাদী’ কবিতায় আমরা পাই-

(ক) ইহুদি

(খ) পার্সি

(গ) জৈন্য

(ঘ) বৌদ্ধ।

চিনের যে ধর্মগুরুর কথা আমরা ‘সাম্যবাদী’ কবিতায় পাই-

(ক) জরথুস্ট্র

(খ) গৌতম বুদ্ধ

(গ) মহাবীর

(ঘ) কনফুসিয়াস্।

জরথুস্ট্র প্রণীত পারসিকদের ধর্মগ্রন্থ হল-

(ক) ত্রিপিটক

(খ) জেন্দাবেস্তা

(গ) গ্রন্থসাহেব

শিখদের সুবৃহৎ ধর্মগ্রন্থের নাম-

(ঘ) বাইবেল।

(ক) গ্রন্থসাহেব

(খ) ত্রিপিটক

(গ) জেন্দাবেস্তা

(ঘ) কোরান।

সব শাস্ত্রের জ্ঞানের কথার খোঁজ যেখানে পাওয়া যাবে বলে সাম্যবাদী কবিতায় কবি জানিয়েছেন 

(ক) ধর্মগ্রন্থে

(খ) মন্দিরে

(গ) মসজিদে

(ঘ) নিজের প্রাণে।

মানুষ দেবতা-ঠাকুরকে যেখানে খোঁজে বলে ‘সাম্যবাদী কবিতায় কবি জানিয়েছেন –

(ক) বদ্ধ ঘরে

(খ) মৃত-পুথি-কঙ্কালে

(গ) মন্দিরের দেয়ালে

(ঘ) খোলা মাঠে।

‘মৃত-পুথি-কঙ্কাল’ বলতে কবি বোঝাতে চেয়েছেন-

(ক) পুরোনো ধ্যানধরণা

(খ) বই-খাতার জঞ্জাল

(গ) যজ্ঞের সরঞ্জাম

(ঘ) তন্ত্রসাধনার বস্তু।

বিভিন্ন যুগে যে মহাপুরুষ অবতীর্ণ হন তাকে বলা হয়-

(ক) গৌতম বুদ্ধ

(খ) দেবতা

(গ) যুগাবতার

(ঘ) শক্তি।

‘সাম্যবাদী’ কবিতা অনুসারে সত্যের পরিচয় পেয়েছে-

(ক) ঈসা মুসা

(খ) কবি নজরুল ইসলাম

(গ) হিন্দু ধর্মাবলম্বীরা

(ঘ) গৌতম বুদ্ধ।

‘সাম্যবাদী’ কবিতা অনুসারে মহা-গীতা গাইছেন-

(ক) নজরুল ইসলাম

(খ) চার্বাক মুনি

(গ) বাঁশির কিশোর

(ঘ) নবিরা।

‘সাম্যবাদী’ কবিতা অনুসারে বাঁশির কিশোর মহা-গীতা গাইছেন কোথায় বসে?

(ক) রণভূমিতে

(খ) নদীর ধারে

(গ) মন্দিরে

(ঘ) মসজিদে।

‘সাম্যবাদী’ কবিতা অনুসারে মাঠে বসে খোদার মিতা হল-

(ক) কাজী নজরুল ইসলাম

(গ) বৌদ্ধ ধর্মাবলম্বীরা

(খ) নবিরা

(ঘ) মদিনাযাত্রীরা।

আরও পড়ুন – পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণি

3 thoughts on “সাম্যবাদী কবিতার MCQ একাদশ শ্রেণি বাংলা 1 Sem”

Leave a Comment