অন্ধকার লেখাগুছ MCQ ক্লাস 12 তৃতীয় সেমিস্টার | Ondhokar Lekhaguccha MCQ Class 12 3rd Semester
১। পাঠ্য ‘অন্ধকার লেখাগুচ্ছ’ কবিতাটির রচয়িতা কে?
(ক) শঙ্খ ঘোষ
(গ) নীরেন্দ্রনাথ চক্রবর্তী
(খ) শ্রীজাত
(ঘ) জয় গোস্বামী।
উত্তরঃ (খ) শ্রীজাত ✓
২। কবি শ্রীজাত-র পদবি-
(ক) চট্টোপাধ্যায়
(খ) বন্দ্যোপাধ্যায়
(গ) গঙ্গোপাধ্যায়
(ঘ) সেনগুপ্ত।
উত্তরঃ (খ) বন্দ্যোপাধ্যায় ✓
৩। কবি শ্রীজাত-র লেখা প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
(ক) ‘ধ্বংস’
(খ) ‘বান্ধবীগাছ’
(গ) ‘অন্ধকার লেখাগুচ্ছ’
(ঘ) ‘শেষচিঠি’।
উত্তরঃ (ঘ) ‘শেষচিঠি’। ✓
৪। কবি শ্রীজাত-র লেখা প্রথম কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছিল?
(ক) ২০০৫
(খ) ১৯৯৯
(গ) ১৯৯২
(ঘ) ২০১২।
উত্তরঃ (খ) ১৯৯৯ ✓
৫। কবি শ্রীজাত-র লেখা একটি বিখ্যাত কাব্যগ্রন্থ হল-
(ক) বাবরের প্রার্থনা
(খ) ধুম লেগেছে হৃদকমলে
(গ) ছাই রঙের গ্রাম
(ঘ) আজ যদি আমাকে জিজ্ঞেস করো।
উত্তরঃ (গ) ছাই রঙের গ্রাম ✓
৬। কোন্ কাব্যগ্রন্থ রচনার জন্য শ্রীজাত আনন্দ পুরস্কার পেয়েছিলেন?
(ক) ‘উড়ন্ত সব জোকার’
(খ) ‘ছোটদের চিড়িয়াখানা’
(গ) ‘ছাই রঙের গ্রাম’
(ঘ) ‘কর্কটক্রান্তির দেশ’।
উত্তরঃ (ক) ‘উড়ন্ত সব জোকার’ ✓
৭। পাঠ্য ‘অন্ধকার লেখাগুচ্ছ’ কবিতাটির উৎস কোন্ কাব্যগ্রন্থ –
(ক) ‘বান্ধবীগাছ’
(খ) ‘কফির নামটি আইরিশ’
(গ) ‘এমনি বই’
(ঘ) ‘অন্ধকার লেখাগুচ্ছ’।
উত্তরঃ (ঘ) ‘অন্ধকার লেখাগুচ্ছ’। ✓
৮। পাঠ্য ‘অন্ধকার লেখাগুচ্ছ’ কবিতাটি কী জাতীয় কবিতা?
(ক) পত্রকাব্য
(খ) ব্যঙ্গ কবিতা
(গ) সনেট
(ঘ) রূপক কবিতা।
উত্তরঃ (গ) সনেট ✓
৯। ‘অন্ধকার লেখাগুচ্ছ’ প্রথম কোন্ মাধ্যমে পাঠকের কাছে আসে?
(ক) ফেসবুকের মাধ্যমে
(গ) ম্যাগাজিনের মাধ্যমে
(খ) বইয়ের মাধ্যমে
(ঘ) বেতারের মাধ্যমে।
উত্তরঃ (ক) ফেসবুকের মাধ্যমে ✓
১০। ‘অন্ধকার লেখাগুচ্ছ’ বই আকারে কবে প্রকাশিত হয়?
(ক) ২০০৫ সালে
(খ) ২০০৮ সালে
(গ) ২০১৫ সালে
(ঘ) ২০১৪ সালে।
উত্তরঃ (গ) ২০১৫ সালে ✓
১১। কোন্ প্রকাশনী সংস্থা থেকে ‘অন্ধকার লেখাগুচ্ছ’ বই আকারে প্রকাশিত হয়েছিল?
(ক) আনন্দ পাবলিশার্স
(খ) দে’জ পাবলিশিং
(গ) সিগনেট প্রেস
(ঘ) মিত্র ও ঘোষ পাবলিশার্স।
উত্তরঃ (ক) আনন্দ পাবলিশার্স ✓
১২। পরবর্তীকালে কবি শ্রীজাত-র কোন্ বইতে ‘অন্ধকার লেখাগুচ্ছ’ স্থান পায়?
(ক) শেষ চিঠি
(খ) অকালবৈশাখী
(গ) বর্ষামঙ্গল
(ঘ) কবিতা সমগ্র, তৃতীয় খণ্ড।
উত্তরঃ (ঘ) কবিতা সমগ্র, তৃতীয় খণ্ড। ✓
১৩। ‘অন্ধকার লেখাগুচ্ছ’ বইটি মোট কতগুলি কবিতার সংকলন?
(ক) ৪৩টি
(খ) ১০০টি
(গ) ২৬টি
(ঘ) ৩৭টি।
উত্তরঃ (ক) ৪৩টি ✓
১৪। পাঠ্য ‘অন্ধকার লেখাগুচ্ছ’ কবিতাটি কোন্ ছন্দে রচিত?
(ক) অমিত্রাক্ষর ছন্দ
(গ) দলবৃত্ত ছন্দ
(খ) মুক্তক ছন্দ
(ঘ) অক্ষরবৃত্ত ছন্দ।
উত্তরঃ (ঘ) অক্ষরবৃত্ত ছন্দ। ✓
১৫। পাঠ্য ‘অন্ধকার লেখাগুচ্ছ’ কবিতাটির প্রথম পঙ্ক্তি কী?
(ক) “আবদুল করিম খাঁ-র ধর্ম ছিল গান।”
(খ) “কবীরের ধর্ম ছিল সত্যের বয়ান।”
(গ) “তোমার ধর্মের পথে কেন অপব্যয়?”
(ঘ) “জেনো সে ধর্মই নয়। প্রাতিষ্ঠানিকতা।”
উত্তরঃ (ক) “আবদুল করিম খাঁ-র ধর্ম ছিল গান।” ✓
১৬। পাঠ্য ‘অন্ধকার লেখাগুচ্ছ’ কবিতাটির শেষ পঙ্ক্তি কোনটি?
(ক) “বাতাসের ধর্ম শুধু না-থামা কখনও।”
(খ) “আগুনের ধর্ম আজও ভস্মের চরিত।”
(গ) “জেনো সে ধর্মই নয়। প্রাতিষ্ঠানিকতা।”
(ঘ) “তোমার ধর্মের পথে কেন অপব্যয়?”
উত্তরঃ (গ) “জেনো সে ধর্মই নয়। প্রাতিষ্ঠানিকতা।” ✓
১৭। “আবদুল করিম খাঁ-র ধর্ম ছিল…”- আবদুল করিম খাঁর ধর্ম কী ছিল?
(ক) দান করা
(খ) দেশজয় করা
(গ) ছবি আঁকা
(ঘ) গান।
উত্তরঃ (ঘ) গান। ✓
১৮। আবদুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন?
(ক) কলকাতা
(খ) উত্তরপ্রদেশ
(গ) পাঞ্জাব
(ঘ) হরিয়ানা।
উত্তরঃ (খ) উত্তরপ্রদেশ ✓
১৯। আবদুল করিম খাঁ কোন্ ঘরানার সংগীতশিল্পী ছিলেন?
(ক) ইংরেজি রকসংগীত
(খ) লোকসংগীত
(গ) রবীন্দ্রসংগীত
(ঘ) হিন্দুস্তানি শাস্ত্রীয়সংগীত।
উত্তরঃ (ঘ) হিন্দুস্তানি শাস্ত্রীয়সংগীত। ✓
২০। “আইনস্টাইনের ধর্ম ছিল…”-আইনস্টাইনের ধর্ম কী ছিল?
(ক) দিগন্ত পেরনো
(গ) মানুষের পাশে থাকা
উত্তরঃ (ক) দিগন্ত পেরনো ✓
২১। কবীর মানুষকে কোন্ পথে থাকতে বলেছিলেন?
(গ) সত্য
(ঘ) অচেনা।
(ক) মিথ্যা
(খ) অহং
উত্তরঃ (গ) সত্য ✓
২২। “… ধর্ম ছিল সত্যের বয়ান”- কার ধর্ম ছিল সত্যের বয়ান?
(ক) গার্সিয়া লোরকার
(গ) কবীরের
(খ) বিদ্যাসাগরের
(ঘ) গান্ধিজির।
উত্তরঃ (গ) কবীরের ✓
২৩। “… শুধু না-থামা কখনও”- কার ধর্ম ছিল থেমে না যাওয়া?
(ক) রাস্তার
(খ) বাতাসের
(গ) জলের
(ঘ) আলোর।
উত্তরঃ (খ) বাতাসের ✓
২৪। পাঠ্য ‘অন্ধকার লেখাগুচ্ছ’ কবিতা অনুসারে বাতাসের ধর্ম কী?
(ক) আগুন লাগানো
(গ) আগুন নেভানো
(খ) না-থামা কখনও
(ঘ) বায়ুবিদ্যুৎ উৎপাদন।
উত্তরঃ (খ) না-থামা কখনও ✓
২৫। ‘অন্ধকার লেখাগুচ্ছ’ অনুসারে উন্মাদনা, আঁকা কার ধর্ম ছিল?
(ক) আইনস্টাইনের
(গ) ভ্যান গঘের
(খ) পেত্রার্কের
(ঘ) কিটসের।
উত্তরঃ (গ) ভ্যান গঘের ✓
২৬। ‘ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা’- ভ্যান গঘ ছিলেন একজন—
(ক) কবি
(খ) সাহিত্যিক
(গ) চিত্রশিল্পী
(ঘ) সংগীত বিশারদ।
উত্তরঃ (গ) চিত্রশিল্পী ✓
২৭। ভ্যান গঘ কোন্ দেশের শিল্পী ছিলেন?
(ক) স্পেন
(খ) নেদারল্যান্ড
(গ) ইতালি
(ঘ) সুইডেন।
উত্তরঃ (খ) নেদারল্যান্ড ✓
২৮। গার্সিয়া লোরকার ধর্ম কী ছিল?
(ক) গান গাওয়া
(গ) প্রতিবাদ
(খ) কবিতার জিৎ
(ঘ) ভেদাভেদ ঘোচানো।
উত্তরঃ (খ) কবিতার জিৎ ✓
২৯। “… ধর্ম কবিতার জিত”- ‘কবিতার জিত’ কার ধর্ম ছিল?
(ক) গার্সিয়া লোরকা
(খ) শেকসপিয়র
(গ) ওয়ার্ডসওয়ার্থ
(ঘ) রবার্ট ব্রাউনিং।
উত্তরঃ (ক) গার্সিয়া লোরকা ✓
৩০। লোরকা ছিলেন একজন-
(ক) চিত্রশিল্পী
(খ) গীতিকার
(গ) রাজনীতিবিদ
(ঘ) কবি।
উত্তরঃ (ঘ) কবি। ✓
৩১। লোরকা কোন্ দেশের কবি?
(ক) স্পেন
(খ) ফ্রান্স
(গ) সুইডেন
(ঘ) লিবিয়া।
উত্তরঃ (ক) স্পেন ✓
৩২। ‘অন্ধকার লেখাগুচ্ছ’ কবিতা অনুসারে ‘নতুন পতাকা’ কথাটি যাঁর প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে তিনি হলেন-
(ক) লেনিন
(খ) স্ট্যালিন
(গ) লোরকা
(ঘ) হিমেনেথ।
উত্তরঃ (ক) লেনিন ✓
৩৩। ‘অন্ধকার লেখাগুচ্ছ’ কবিতা অনুসারে লেনিনের ধর্ম কী ছিল?
(ক) উচ্চশিক্ষার বিকাশ
(খ) নতুন দেশ আবিষ্কার
(গ) নতুন পতাকা
(ঘ) সত্যের বয়ান।
উত্তরঃ (গ) নতুন পতাকা ✓
৩৪। লেনিন-এর পুরো নাম কী?
(ক) উইলিয়াম লেনিন
(খ) ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ
(গ) আলফ্রেড লেনিন
(ঘ) ইলিয়াস নিকোলয়েভিচ্।
উত্তরঃ (খ) ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ ✓
৩৫। নতুন পতাকা’ বলতে এখানে কী বোঝানো হয়েছে?
(ক) স্বাধীনতা দিবস উদ্যাপন
(খ) ভক্তের আগমন
(গ) নতুন দিনের সূচনা
(ঘ) নতুন মন্দির প্রতিষ্ঠা।
উত্তরঃ (গ) নতুন দিনের সূচনা ✓
৩৬। “… ধর্ম আজও ভস্মের চরিত”- কবিতা অনুসারে ‘ভস্মের চরিত’ লেখা কার ধর্ম?
(ক) জলের
(খ) বাতাসের
(গ) আলোর
(ঘ) আগুনের।
উত্তরঃ (ঘ) আগুনের। ✓
৩৭। ‘অন্ধকার লেখাগুচ্ছ’ কবিতা অনুসারে আগুনের ধর্ম কী?
(ক) উত্তাপ দান
(খ) রান্না করা
(গ) ভস্মের চরিত রচনা
(ঘ) আলো দ্বারা পথ দেখানো।
উত্তরঃ (গ) ভস্মের চরিত রচনা ✓
৩৮। ‘ভস্মের চরিত’ লেখে কে?
(ক) আগুন
(খ) চিতা
(গ) হৃদয়
(ঘ) মৃত্যু।
উত্তরঃ (ক) আগুন ✓
৩৯। আগুনের ধর্ম কীসের চরিত?
(ক) তাপের
(খ) প্রদীপের
(গ) ভস্মের
(ঘ) পোড়া কয়লার।
উত্তরঃ (গ) ভস্মের
৪০। “আগুনের ধর্ম আজও ভস্মের চরিত”-এখানে ‘চরিত’ শব্দটির অর্থ হল-
(ক) চরিত্র
(খ) চিতা
(গ) চিন্তা
(ঘ) আখ্যান।
উত্তরঃ (ঘ) আখ্যান। ✓
৪১। “এত এত ধর্ম কিন্তু…”-বহু ধর্ম একত্রে কী করে?
(ক) মন্দিরে থাকে
(খ) মানুষের মনে থাকে
(গ) একই গ্রহে থাকে
(ঘ) মানুষের কল্পনায় থাকে।
উত্তরঃ (গ) একই গ্রহে থাকে ✓
৪২। “এ-ওকে, সে-তাকে আরও জায়গা করে দেয়।”- এখানে কীসের কথা বলা হয়েছে?
(ক) নানান ধর্মের
(খ) ভিন্ন মানসিকতার মানুষের
(গ) সমাজের কবিদের
(ঘ) সমাজের অপরাধীদের।
উত্তরঃ (ক) নানান ধর্মের ✓
৪৩। “… কিন্তু একই গ্রহে থাকে।”- এখানে কাদের একই গ্রহে থাকার কথা বলা হয়েছে?
(ক) বহু ধর্মের
(খ) পাখিদের
(গ) প্রজাপতিদের
(ঘ) গাছেদের।
উত্তরঃ (ক) বহু ধর্মের ✓
৪৪। পাঠ্য ‘অন্ধকার কবিতাগুচ্ছ’ কবিতায় বিভিন্ন ধর্ম কী করে?
(ক) ভেদাভেদ সৃষ্টি করে
(খ) গৃহত্যাগ করতে বলে
(গ) এ-ওকে, সে-তাকে আরও জায়গা করে দেয়
(ঘ) ধর্মান্ধতা সৃষ্টি করে।
উত্তরঃ (গ) এ-ওকে, সে-তাকে আরও জায়গা করে দেয় ✓
৪৫। “তবে কেন অন্য পথ ভাষায় তোমাকে?”- এখানে ‘অন্য পথ’ বলতে বোঝানো হয়েছে-
(ক) ধর্মের প্রাতিষ্ঠানিক পথ
(খ) রাজপথ
(গ) নরকের পথ
(ঘ) উপরোক্ত সবকটিই সঠিক।
উত্তরঃ (ক) ধর্মের প্রাতিষ্ঠানিক পথ ✓
৪৬। “… কেন অপব্যয়”- কোথায় অপব্যয় হয়েছে বলে কবি বলেছেন?
(ক) জীবনের পথে
(খ) পথে প্রান্তরে
(গ) শিল্পের পথে
(ঘ) প্রাতিষ্ঠানিক ধর্মের পথে।
উত্তরঃ (ঘ) প্রাতিষ্ঠানিক ধর্মের পথে। ✓
৪৭। ‘অন্ধকার লেখাগুচ্ছ’ কবিতা অনুসারে প্রাতিষ্ঠানিক ধর্মের পথে যা পরিদৃশ্যমান, তা হল-
(ক) অভাব
(খ) অন্যায়
(গ) অপব্যয়
(ঘ) ধ্বংস।
উত্তরঃ (গ) অপব্যয় ✓
৪৮। কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কী বলেছেন?
(ক) প্রতিষ্ঠান বিরোধিতা
(খ) প্রতিষ্ঠান নিরপেক্ষতা
(গ) প্রতিষ্ঠান সহমর্মিতা
(ঘ) প্রতিষ্ঠান আনুগত্য।
উত্তরঃ (ঘ) প্রতিষ্ঠান আনুগত্য। ✓
৪৯। “যে তোমাকে শিখিয়েছে…” এখানে কী শেখানোর কথা বলা হয়েছে?
(ক) হিংসা-হানাহানি
(খ) মিলেমিশে থাকতে
(গ) দখলের কথা
(ঘ) এক হয়ে যেতে।
উত্তরঃ (গ) দখলের কথা ✓
৫০। “জেনো সে ধর্মই নয়…”- ধর্ম না হলে, তা আসলে কী?
(ক) সামাজিকতা
(খ) স্বদেশ ভাবনা
(গ) দখলের কথা
(ঘ) প্রাতিষ্ঠানিকতা।
উত্তরঃ (ঘ) প্রাতিষ্ঠানিকতা।
৫১। পাঠ্য ‘অন্ধকার লেখাগুচ্ছ’ কবিতায় ‘ধর্ম’ শব্দটি কত বার ব্যবহৃত হয়েছে?
(ক) ৯ বার
(খ) ১০ বার
(গ) ১১ বার
(ঘ) ১২ বার।
উত্তরঃ (গ) ১১ বার ✓
৫২। ‘অন্ধকার লেখাগুচ্ছ’ কবিতাটিতে কোন্ ব্যক্তির উল্লেখ নেই?
(ক) লেনিন
(খ) ভ্যান গঘ
(গ) সোমেন চন্দ
(ঘ) গার্সিয়া লোরকা।
উত্তরঃ (গ) সোমেন চন্দ ✓
আরও পড়ুন : পর্যটকদের দৃষ্টিতে ভারত MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : আঞ্চলিক রাজধানী ও রাজ্যগঠন MCQ প্রশ্ন উত্তর