ভারতের বৈদেশিক নীতি MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টার

ভারতের বৈদেশিক নীতি MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টার | HS 3rd Semester Political Science MCQ 6th Chapter

ভারতের বৈদেশিক নীতি MCQ প্রশ্ন উত্তর
ভারতের বৈদেশিক নীতি MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টার | HS 3rd Semester Political Science MCQ 6th Chapter

১. ভারতের পররাষ্ট্রনীতি প্রণয়নের সূত্রপাত ঘটে—
(ক) ১৯৪০-এর দশকের মাঝামাঝি সময়
(খ) ১৯৫০-এর দশকের মাঝামাঝি সময়
(গ) ১৯৬০-এর দশকের মাঝামাঝি সময়
(ঘ) ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়
উত্তর: (ক) ১৯৪০-এর দশকের মাঝামাঝি সময়

২. আধুনিক ভারতের পররাষ্ট্রনীতির জনক—
(ক) নেহরু
(খ) ইন্দিরা গান্ধি
(গ) লালবাহাদুর শাস্ত্রী
(ঘ) মোরারজি দেশাই
উত্তর: (ক) নেহরু

৩. ভারতের পররাষ্ট্রনীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন—
(ক) রাষ্ট্রপতি
(খ) উপরাষ্ট্রপতি
(গ) প্রধানমন্ত্রী
(ঘ) বিদেশ সচিব
উত্তর: (গ) প্রধানমন্ত্রী

৪. ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য হল—
(ক) শিক্ষার প্রসার
(খ) অন্য রাষ্ট্রকে অধীনে আনা
(গ) পঞ্চশীল নীতির অনুসরণ
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) পঞ্চশীল নীতির অনুসরণ

৫. বিদেশনীতির প্রধান উদ্দেশ্য হল—
(ক) ক্ষমতা প্রদর্শন
(খ) জাতীয় স্বার্থরক্ষা
(গ) অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ
(ঘ) ভীতি প্রদর্শন
উত্তর: (খ) জাতীয় স্বার্থরক্ষা

৬. ভারতের বিদেশনীতির তাত্ত্বিক ভিত্তি হল—
(ক) জোটবদ্ধতা
(খ) জোটনিরপেক্ষতা
(গ) অনাক্রমণ
(ঘ) স্বয়ম্ভরতা
উত্তর: (খ) জোটনিরপেক্ষতা

৭. পররাষ্ট্রনীতি রচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল—
(ক) রাষ্ট্রনীতি
(খ) মতাদর্শ
(গ) জাতীয় স্বার্থ
(ঘ) জাতীয় ঐতিহ্য
উত্তর: (গ) জাতীয় স্বার্থ

৮. পররাষ্ট্রনীতির একটি অভ্যন্তরীণ নির্ধারক হল—
(ক) ভৌগোলিক অবস্থান
(খ) বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি
(গ) বিশ্বজনমত
(ঘ) প্রতিবেশী রাষ্ট্রের প্রতিক্রিয়া
উত্তর: (ক) ভৌগোলিক অবস্থান

৯. ভারতের পররাষ্ট্রনীতি সংক্রান্ত গণপরিষদে নেহরু প্রদত্ত ভাষণটি কী নামে পরিচিত?
(ক) Trust with Reality
(খ) Tryst with Destiny
(গ) Dare with Destiny
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) Tryst with Destiny

১০. কত খ্রিস্টাব্দে নেহরু গণপরিষদে Tryst with Destiny ভাষণটি দেন?
(ক) ১৯৪৬ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট
(খ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট
(গ) ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি
(ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট
উত্তর: (ক) ১৯৪৬ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট

১১. গুজরাল ডক্ট্রিন কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কর্তৃক গৃহীত পররাষ্ট্রনীতি?
(ক) ভারত
(খ) পাকিস্তান
(গ) শ্রীলঙ্কা
(ঘ) নেপাল
উত্তর: (ক) ভারত

১২. রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতির ৫১ নং অনুচ্ছেদ অনুযায়ী বলা হয়েছে—
(ক) বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার কথা
(খ) যুদ্ধাস্ত্র বৃদ্ধির কথা
(গ) পরিবেশ নিরাপত্তার কথা
(ঘ) খাদ্য নিরাপত্তার কথা
উত্তর: (ক) বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার কথা

১৩. সার্ক একটি—
(ক) আঞ্চলিক সংগঠন
(খ) রাজ্যভিত্তিক সংগঠন
(গ) আন্তর্জাতিক সংগঠন
(ঘ) সর্বভারতীয় সংগঠন
উত্তর: (ক) আঞ্চলিক সংগঠন

১৪. সার্ক গঠিত হয়েছে—
(ক) দক্ষিণ এশিয়ার দেশগুলির দ্বারা
(খ) পশ্চিম এশিয়ার দেশগুলির জন্য
(গ) মধ্যপ্রাচ্যের সম্পদ দখলের উদ্দেশ্যে
(ঘ) শুধু ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের জন্য
উত্তর: (ক) দক্ষিণ এশিয়ার দেশগুলির দ্বারা

১৫. সার্ক গঠনের ব্যাপারে সর্বপ্রথম যে রাষ্ট্রটি উদ্যোগ নিয়েছিল সেটি হল—
(ক) বাংলাদেশ
(খ) ভারত
(গ) মালদ্বীপ
(ঘ) শ্রীলঙ্কা
উত্তর: (ক) বাংলাদেশ

১৬. সার্ক প্রতিষ্ঠিত হয়—
(ক) ১৯৮৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৯০ খ্রিস্টাব্দে
(ঘ) ২০১৫ সালে
উত্তর: (ক) ১৯৮৫ খ্রিস্টাব্দে

১৭. বর্তমানে সার্ক-এর সদস্যসংখ্যা হল—
(ক) ৭
(খ) ৮
(গ) ১০
(ঘ) ১২
উত্তর: (খ) ৮

১৮. দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক-এর সনদ স্বাক্ষরিত হয়েছিল—
(ক) ১৯৮৩ খ্রিস্টাব্দের ৮ ডিসেম্বর
(খ) ১৯৮৫ খ্রিস্টাব্দের ৮ ডিসেম্বর
(গ) ১৯৮১ খ্রিস্টাব্দের ৮ ডিসেম্বর
(ঘ) ২০০৭ সালের ৮ ডিসেম্বর
উত্তর: (ক) ১৯৮৩ খ্রিস্টাব্দের ৮ ডিসেম্বর

১৯. সার্কের স্থায়ী সচিবালয় অবস্থিত—
(ক) নয়া দিল্লিতে
(খ) ঢাকায়
(গ) কাঠমান্ডুতে
(ঘ) কলম্বোতে
উত্তর: (গ) কাঠমান্ডুতে

২০. নেইবরহুড ফার্স্ট পলিসি ভারতের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে ওঠে—
(ক) ১৯৯১ খ্রিস্টাব্দ থেকে
(খ) ১৯৯৬ খ্রিস্টাব্দ থেকে
(গ) ২০০৪ সাল থেকে
(ঘ) ২০১৪ সাল থেকে
উত্তর: (ঘ) ২০১৪ সাল থেকে

২১. “আমরা কোনো পক্ষ বা সামরিক একটি পক্ষেরই অন্তর্ভুক্ত এবং তা জোটের অন্তর্ভুক্ত নই, আমরা কেবল হল শান্তির পক্ষ।” —উক্তিটি করেন—
(ক) ইন্দিরা গান্ধি
(খ) উড্রো উইলসন
(গ) জওহরলাল নেহরু
(ঘ) উইনস্টন চার্চিল
উত্তর: (গ) জওহরলাল নেহরু

২২. ভারত-শ্রীলঙ্কার জল সীমান্ত নির্ধারিত—
(ক) পক্ প্রণালী দ্বারা
(খ) মালাক্কা প্রণালী দ্বারা
(গ) হরমুজ প্রণালী দ্বারা
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) পক্ প্রণালী দ্বারা

২৩. তামিল জঙ্গিগোষ্ঠী LTTE এর পুরো নাম হল–
(ক) Liberal Treaty and Tigers Elam
(খ) Liberation Tigers of Tamil Ealm
(গ) Local Tamil Tigers Elam
(ঘ) Live the Tamil Tigers Elam
উত্তর: (খ) Liberation Tigers of Tamil Ealm

২৪. কত খ্রিস্টাব্দে ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধি শ্রীলঙ্কায় ভারতীয় শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করেন?
(ক) ১৯৮৪ খ্রিস্টাব্দে
(খ) ১৯৮৭ খ্রিস্টাব্দে
(গ) ১৯৮৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৯০ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) ১৯৮৭ খ্রিস্টাব্দে

২৫. নিম্নের কোন্ দেশের সঙ্গে ১৯৮৭ খ্রিস্টাব্দে ভারতের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়?
(ক) শ্রীলঙ্কা
(খ) পাকিস্তান
(গ) বাংলাদেশ
(ঘ) আফগানিস্তান
উত্তর: (ক) শ্রীলঙ্কা

২৬. ভারত-শ্রীলঙ্কা মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকরী (ISFTA) হয়–
(ক) ২০০০ সালে
(খ) ২০০৪ সালে
(গ) ২০১০ সালে
(ঘ) ২০১৫ সালে
উত্তর: (ক) ২০০০ সালে

২৭. ভারত-শ্রীলঙ্কার মধ্যে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা CEPA স্বাক্ষরিত হয়–
(ক) ২০০৩ সালে
(খ) ২০০৪ সালে
(গ) ২০১০ সালে
(ঘ) ২০২৪ সালে
উত্তর: (ক) ২০০৩ সালে

২৮. হল–ভারত-শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়াটির নাম–
(ক) পবন শক্তি
(খ) যুদ্ধ শক্তি
(গ) মিত্র শক্তি
(ঘ) সম্প্রীতি শক্তি
উত্তর: (গ) মিত্র শক্তি

২৯. সামপুর সৌরবিদ্যুৎ প্রকল্প কোন্ কোন্ দেশের মধ্যে গড়ে উঠেছে?
(ক) ভারত-নেপাল
(খ) ভারত-ভুটান
(গ) ভারত-বাংলাদেশ
(ঘ) ভারত-শ্রীলঙ্কা
উত্তর: (ঘ) ভারত-শ্রীলঙ্কা

৩০. কাশ্মীর সমস্যা ভারতের সঙ্গে কোন্ দেশের প্রধান সমস্যা?
(ক) চিন
(খ) মার্কিন যুক্তরাষ্ট্র
(গ) পাকিস্তান
(ঘ) নেপাল
উত্তর: (গ) পাকিস্তান

৩১. কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয়–
(ক) Instrument of Accession-এর মাধ্যমে
(খ) Instrument of Annexation-এর মাধ্যমে
(গ) Instrument of Affiliation-এর মাধ্যমে
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) Instrument of Accession-এর মাধ্যমে

৩২. ‘Instrument of Accession’ স্বাক্ষরিত হয়–
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট
(খ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট
(গ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৬ অক্টোবর
(ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৬ নভেম্বর
উত্তর: (গ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৬ অক্টোবর

৩৩. ভারত ও পাকিস্তান সম্পর্কিত জাতিপুঞ্জের কমিশনটি স্থাপিত হয়–
(ক) কাশ্মীর সমস্যা মীমাংসার জন্য
(খ) উদ্‌দ্বাস্তু সমস্যাসমাধান কল্পে
(গ) দুটিই সঠিক
(ঘ) কোনোটিই সঠিক নয়
উত্তর: (ক) কাশ্মীর সমস্যা মীমাংসার জন্য

৩৪. কোন্ চুক্তির মাধ্যমে ভারত-পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধের সাময়িক যুদ্ধবিরতি ঘটে?
(ক) লাহোর চুক্তি
(খ) করাচি চুক্তি
(গ) দিল্লি চুক্তি
(ঘ) তাসখন্দ চুক্তি
উত্তর: (খ) করাচি চুক্তি

৩৫. কাশ্মীর সমস্যাসমাধানে ভারত ও পাকিস্তান সম্পর্কিত জাতিপুঞ্জের কমিশনের প্রস্তাবটি হল–
(ক) আগ্রাসন নীতিগ্রহণ
(খ) হস্তক্ষেপ নীতিগ্রহণ
(গ) পারস্পরিক আলোচনার মাধ্যমে সহযোগিতা
(ঘ) গণভোট আয়োজন করা
উত্তর: (ঘ) গণভোট আয়োজন করা

৩৬. ভারত-পাক প্রথম যুদ্ধ হয়–
(ক) ১৯৫০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৬৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৭১ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৯৪৭ খ্রিস্টাব্দে

৩৭. ভারত-পাকিস্তানের মধ্যে তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়–
(ক) ১৯৬৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯৭২ খ্রিস্টাব্দে
(গ) ১৯৯৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৯৮ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৯৬৬ খ্রিস্টাব্দে

৩৮. কাদের মধ্যে তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়?
(ক) নেহরু-জিন্নাহ
(খ) লিয়াকৎ আলি খান-নেহরু
(গ) লালবাহাদুর শাস্ত্রী-আয়ুব খান
(ঘ) ইন্দিরা গান্ধি-জুলফিকার আলি ভুট্টো
উত্তর: (গ) লালবাহাদুর শাস্ত্রী-আয়ুব খান

৩৯. ১৯৬৫ খ্রিস্টাব্দের যুদ্ধের পর ভারত-পাকিস্তানের শাস্তি পুনঃস্থাপন হয়েছিল–
(ক) তাসখন্দে
(খ) ইসলামাবাদে
(গ) দিল্লিতে
(ঘ) আমেরিকায়
উত্তর: (ক) তাসখন্দে

৪০. তাসখন্দে চুক্তির মাধ্যমে অবসান হয়–
(ক) ভারত-ইন্দোনেশিয়া যুদ্ধের
(খ) ভারত-পাক যুদ্ধের
(গ) ভারত-চিন যুদ্ধের
(ঘ) ইরাক-ইরান যুদ্ধের
উত্তর: (খ) ভারত-পাক যুদ্ধের

৪১. ভারত-পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কত খ্রিস্টাব্দে?
(ক) ১৯৬৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯৭২ খ্রিস্টাব্দে
(গ) ১৯৭৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৭৮ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) ১৯৭২ খ্রিস্টাব্দে

৪২. ভারত-পাকিস্তান সিমলা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
(ক) নেহরু-লিয়াকৎ আলি খান
(খ) বল্লভভাই প্যাটেল-জিন্নাহ
(গ) ইন্দিরা গান্ধি-জুলফিকার আলি ভুট্টো
(ঘ) মনমোহন সিং-নওয়াজ শরিফ
উত্তর: (গ) ইন্দিরা গান্ধি-জুলফিকার আলি ভুট্টো

৪৩. সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল–
(ক) ভারত ও চিনের মধ্যে
(খ) চিন ও রাশিয়ার মধ্যে
(গ) ভারত ও পাকিস্তানের মধ্যে
(ঘ) কোরিয়া ও জাপানের মধ্যে
উত্তর: (গ) ভারত ও পাকিস্তানের মধ্যে

৪৪. কার্গিল যুদ্ধ কবে সংঘটিত হয়?
(ক) ১৯৯৯ খ্রিস্টাব্দে
(খ) ২০০০ সালে
(গ) ২০০১ সালে
(ঘ) ২০০৫ সালে
উত্তর: (ক) ১৯৯৯ খ্রিস্টাব্দে

৪৫. কার্গিল দিবস পালিত হয়–
(ক) ২৬ আগস্ট
(খ) ২৬ জুলাই
(গ) ২৫ ডিসেম্বর
(ঘ) ২৬ জানুয়ারি
উত্তর: (খ) ২৬ জুলাই

৪৬. কত সালে দিল্লি-লাহোর সামঝোতা এক্সপ্রেস চালু হয়?
(ক) ১৯৭৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯৬০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৭১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৮ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৯৭৬ খ্রিস্টাব্দে

৪৭. ভারত-পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন–
(ক) বেনজির ভুট্টো
(খ) নওয়াজ শরিফ
(গ) পারভেজ মোশারফ
(ঘ) আশফাক গিয়ানি
উত্তর: (খ) নওয়াজ শরিফ

৪৮. দিল্লি-লাহোর সমঝোতা এক্সপ্রেস চালু হয়–
(ক) রাজীব গান্ধির আমলে
(খ) অটলবিহারী বাজপেয়ীর আমলে
(গ) মনমোহন সিং-এর আমলে
(ঘ) ইন্দিরা গান্ধির আমলে
উত্তর: (ঘ) ইন্দিরা গান্ধির আমলে

৪৯. কাদের মধ্যে ১৯৬০ খ্রিস্টাব্দে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয়?
(ক) ভারত-শ্রীলঙ্কা
(খ) ভারত-নেপাল
(গ) ভারত-পাকিস্তান
(ঘ) ভারত-ভুটান
উত্তর: (গ) ভারত-পাকিস্তান

৫০. ভারতের দ্বিতীয় পরমাণু অস্ত্রের পরীক্ষামূলক বিস্ফোরণের প্রতিক্রিয়াস্বরূপ পাকিস্তান যে পরমাণু অস্ত্রের সফল পরীক্ষা করে তার নাম ছিল–
(ক) অপারেশন শক্তি
(খ) চাগাই-১
(গ) লিটিল বয়
(ঘ) ফ্যাট ম্যান
উত্তর: (খ) চাগাই-১

৫১. ১৯৯৯ খ্রিস্টাব্দে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত লাহোর ঘোষণা স্বাক্ষরিত হয়–
(ক) নওয়াজ শরিফ-বাজপেয়ী
(খ) এ পি জে আব্দুল কালাম-নওয়াজ শরিফ
(গ) মনমোহন সিং-জুলফিকার আলি ভুট্টো
(ঘ) ইমরান খান-নরেন্দ্র মোদি
উত্তর: (ক) নওয়াজ শরিফ-বাজপেয়ী

৫২. আগ্রা সম্মেলন অনুষ্ঠিত হয় কাদের মধ্যে?
(ক) পাক রাষ্ট্রপতি পারভেজ মুশারফ ও ভারতের প্রধানমন্ত্রী বাজপেয়ী
(খ) পাক রাষ্ট্রপ্রধান মুশারফ ও ভারতের মনমোহন সিং
(গ) পাক রাষ্ট্রপ্রধান জুলফিকার আলি ভুট্টো ও ভারতের ইন্দিরা গান্ধি
(ঘ) পাক রাষ্ট্রপ্রধান জিন্নাহ ও ভারতের নেহরু
উত্তর: (ক) পাক রাষ্ট্রপতি পারভেজ মুশারফ ও ভারতের প্রধানমন্ত্রী বাজপেয়ী

৫৩. ২০০১ সালে আগ্রা সম্মেলন অনুষ্ঠিত হয়–
(ক) ভারত-ভুটানের মধ্যে
(খ) ভারত-পাকিস্তানের মধ্যে
(গ) ভারত-চিন-এর মধ্যে
(ঘ) ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র-এর মধ্যে
উত্তর: (খ) ভারত-পাকিস্তানের মধ্যে

৫৪. ভারত কবে পাকিস্তানের সঙ্গে Most Favoured Nation (MFN) চুক্তি স্বাক্ষর করে?
(ক) ১৯৯০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৯৪ খ্রিস্টাব্দে
(গ) ১৯৯৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৯৯ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৯৯৬ খ্রিস্টাব্দে

৫৫. দিল্লি-লাহোর বাস পরিসেবা চালু হয়–
(ক) ইন্দিরা গান্ধির আমলে
(খ) মনমোহন সিং-এর আমলে
(গ) নরেন্দ্র মোদির আমলে
(ঘ) বাজপেয়ীর আমলে
উত্তর: (ঘ) বাজপেয়ীর আমলে

৫৬. ভারত-পাকিস্তান সম্পর্ককে কে অঘোষিত যুদ্ধের অবস্থা বা ‘a state of undeclared war’ বলে অভিহিত করেছেন?
(ক) ভিপি দত্ত
(খ) পাইলি
(গ) মাইকেল ব্রেচার
(ঘ) বার্কার
উত্তর: (গ) মাইকেল ব্রেচার

৫৭. মোদি সরকার ২০১৯ সালের আগস্ট মাসে ভারতীয় সংবিধানের কোন্ ধারাটি বিলোপের কারণে ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে এসে ঠেকে?
(ক) ৩৬৫ নং ধারা
(খ) ৩৬০ নং ধারা
(গ) ৩৭০ নং ধারা
(ঘ) ৩৫২ নং ধারা
উত্তর: (গ) ৩৭০ নং ধারা

৫৮. ১৯৭১ খ্রিস্টাব্দে ভারত কোন্ দেশের মুক্তিযুদ্ধে সাহায্য করে?
(ক) শ্রীলঙ্কা
(খ) মালদ্বীপ
(গ) নেপাল
(ঘ) বাংলাদেশ
উত্তর: (ঘ) বাংলাদেশ

৫৯. বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত-বাংলাদেশ যৌথ সামরিক বাহিনীর নাম ছিল–
(ক) মিশ্র বাহিনী
(খ) শক্তি বাহিনী
(গ) মুক্তি বাহিনী
(ঘ) যোদ্ধা বাহিনী
উত্তর: (গ) মুক্তি বাহিনী

৬০. মুক্তি বাহিনী দ্বারা পরিচালিত অপারেশনটির নাম হল–
(ক) অপারেশন শক্তি
(খ) অপারেশন জ্যাকপট
(গ) অপারেশন পরাক্রম
(ঘ) অপারেশন পবন
উত্তর: (ক) অপারেশন শক্তি

৬১. নতুন স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশের জন্ম হয়–
(ক) ১৯৬৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯৬৬ খ্রিস্টাব্দে
(গ) ১৯৭০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৭১ খ্রিস্টাব্দে
উত্তর: (ঘ) ১৯৭১ খ্রিস্টাব্দে

৬২. ইন্দিরা গান্ধি ও মুজিবর রহমানের নেতৃত্বে ভারত-বাংলাদেশ মৈত্রী, সহযোগিতা ও শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়–
(ক) ১৯৭১ খ্রিস্টাব্দে
(খ) ১৯৭২ খ্রিস্টাব্দে
(গ) ১৯৮০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৮২ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) ১৯৭২ খ্রিস্টাব্দে

৬৩. ভারত-বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়–
(ক) ১৯৭৪ খ্রিস্টাব্দে
(খ) ১৯৭৬ খ্রিস্টাব্দে
(গ) ২০০০ খ্রিস্টাব্দে
(ঘ) ২০০৫ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৯৭৪ খ্রিস্টাব্দে

৬৪. ভারত-বাংলাদেশ ছিটমহল হস্তান্তর সংক্রান্ত চুক্তি সম্পাদিত হয়–
(ক) ২০০১ সালে
(খ) ২০০৫ সালে
(গ) ২০১৫ সালে
(ঘ) ২০১৯ সালে
উত্তর: (গ) ২০১৫ সালে

৬৫. তিস্তা জলবন্টন সমস্যা কোন্ দুই দেশের মধ্যে সমস্যা?
(ক) ভারত-মালদ্বীপ
(খ) ভারত-পাকিস্তান
(গ) ভারত-চিন
(ঘ) ভারত-বাংলাদেশ
উত্তর: (ঘ) ভারত-বাংলাদেশ

৬৬. পেট্রাপোল বেনাপোল কোন্ দুই দেশের মধ্যে অবস্থিত?
(ক) ভারত-চিন
(খ) ভারত-বাংলাদেশ
(গ) ভারত-মায়ানমার
(ঘ) ভারত-পাকিস্তান
উত্তর: (খ) ভারত-বাংলাদেশ

৬৭. ভারত-বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতার নাম–
(ক) মৈত্রী শক্তি
(খ) সম্প্রীতি মহড়া
(গ) বন্ধন মহড়া
(ঘ) একুভেরিন
উত্তর: (খ) সম্প্রীতি মহড়া

৬৮. ভারত-বাংলাদেশ মৈত্রী দিবস’ হিসেবে পালিত হয় কোন্ দিনটি?
(ক) ১৪ আগস্ট
(খ) ১৫ আগস্ট
(গ) ৬ ডিসেম্বর
(ঘ) ১০ ডিসেম্বর
উত্তর: (গ) ৬ ডিসেম্বর

৬৯. ভারত ও বাংলাদেশের মধ্যে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সবথেকে বড়ো সমস্যা–
(ক) ভারতের ধর্মীয় সমস্যা
(খ) উদ্বাস্তু সমস্যা
(গ) দক্ষিণ এশিয়ায় ভারতের আগ্রাসী মনোভাব
(ঘ) বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সংযোগ
উত্তর: (খ) উদ্বাস্তু সমস্যা

৭০. ভারত-নেপাল শান্তি ও বন্ধুত্বের চুক্তি সম্পাদিত হয়–
(ক) ১৯৫০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫২ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৬০ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৯৫০ খ্রিস্টাব্দে

৭১. ভারত-নেপাল যাত্রার জন্য ভারত গৌরব ট্রেন চালু করা হয়?
(ক) ২০০০ সালে
(খ) ২০১০ সালে
(গ) ২০২০ সালে
(ঘ) ২০২৪ সালে
উত্তর: (ঘ) ২০২৪ সালে

৭২. ভারতের সঙ্গে কোন দেশের শক্তি বাণিজ্য চুক্তি (২০১৪) স্বাক্ষরিত হয়েছে?
(ক) নেপাল
(খ) ভুটান
(গ) শ্রীলঙ্কা
(ঘ) চিন
উত্তর: (ক) নেপাল

৭৩. ভারতের সঙ্গে কোন দেশের সম্পর্ককে ‘রোটি বেটি কা রিস্তা’ বলে আখ্যা দেওয়া হয়?
(ক) ভুটান
(খ) মালদ্বীপ
(গ) নেপাল
(ঘ) বাংলাদেশ
উত্তর: (গ) নেপাল

৭৪. ভারত ও ভুটানের মধ্যে মৈত্রী ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়–
(ক) ১৯৬৮ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫০ খ্রিস্টাব্দে
(গ) ২০০৫ সালে
(ঘ) ২০০৭ সালে
উত্তর: (ঘ) ২০০৭ সালে

৭৫. ভারত ভুটানের মধ্যে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়–
(ক) ১৯৪৯ খ্রিস্টাব্দে
(খ) ১৯৬৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯৯৮ খ্রিস্টাব্দে
(ঘ) ২০০৭ সালে
উত্তর: (খ) ১৯৬৮ খ্রিস্টাব্দে

৭৬. কোন্ দেশের সঙ্গে ভারতের জলবিদ্যুৎ শক্তির ক্ষেত্রে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে?
(ক) নেপাল
(খ) শ্রীলঙ্কা
(গ) ভুটান
(ঘ) বাংলাদেশ
উত্তর: (গ) ভুটান

৭৭. কোন দেশ সর্বপ্রথম ভারতের অনলাইন পেমেন্ট অ্যাপলিকেশন BHIM-কে গ্রহণ করেছে?
(ক) ভুটান
(খ) পাকিস্তান
(গ) বাংলাদেশ
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) ভুটান

৭৮. ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূটান সফরের উদ্দেশ্য ছিল–
(ক) দু’দেশের মধ্যে অর্থনৈতিক বন্ধন দৃঢ় করা
(খ) ভুটানের সঙ্গে চিনের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতাকে কিছুটা রোধ করা
(গ) ভুটানের জলবিদ্যুৎ উৎপাদনের বৃহৎ উৎসকে নিজেদের দেশের পক্ষে কাজে লাগানো
(ঘ) উপরের সবকটিই ঠিক
উত্তর: (ঘ) উপরের সবকটিই ঠিক

৭৯. ভারত-মালদ্বীপ সামুদ্রিক সীমানা সংক্রান্ত চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
(ক) ১৯৭৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯৮২ খ্রিস্টাব্দে
(গ) ১৯৮৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৯০ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৯৭৬ খ্রিস্টাব্দে

৮০. মালদ্বীপের পানীয় জলের সংকট দূরীকরণের জন্য ভারত কর্তৃক গৃহীত উদ্যোগটি হল–
(ক) অপারেশন জল
(খ) অপারেশন পানি
(গ) অপারেশন নীর
(ঘ) অপারেশন জলশক্তি
উত্তর: (গ) অপারেশন নীর

৮১. ভারত-মালদ্বীপ স্বাক্ষরিত সর্বশেষ চুক্তিটি হল–
(ক) Maritime Boundary Agreement
(খ) India Maldives Trade Agreement
(গ) Currency Swap Agreement
(ঘ) সবকটি সঠিক
উত্তর: (গ) Currency Swap Agreement

৮২. PL480 কর্মসূচির অধীনে কোন দেশ ভারতকে খাদ্যশস্য সরবরাহ করে সাহায্য করেছিল?
(ক) জাপান
(খ) অস্ট্রেলিয়া
(গ) ব্রিটেন
(ঘ) আমেরিকা
উত্তর: (ঘ) আমেরিকা

৮৩. ভারতে ১৯৯১ খ্রিস্টাব্দে কোন্ প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে?
(ক) জওহরলাল নেহরু
(খ) ইন্দিরা গান্ধি
(গ) নরসিমা রাও
(ঘ) মনমোহন সিং
উত্তর: (গ) নরসিমা রাও

৮৪. আমেরিকা ভারতকে ‘Major Defence Partner’ হিসেবে চিহ্নিত করে কখন?
(ক) ২০০৫ সালে
(খ) ২০০৭ সালে
(গ) ২০১৪ সালে
(ঘ) ২০১৬ সালে
উত্তর: (ঘ) ২০১৬ সালে

৮৫. ভারত কোন্ দেশের সঙ্গে ২০২৪ সালে ‘মহাকাশ আন্তঃবাবহার যোগ্যতা বৃদ্ধির জন্য ‘Space Flight Agreement’ স্বাক্ষর করেছে?
(ক) রাশিয়া
(খ) মার্কিন যুক্তরাষ্ট্র
(গ) চিন
(ঘ) ফ্রান্স
উত্তর: (খ) মার্কিন যুক্তরাষ্ট্র

৮৬. বিনিময় চুক্তি GSOMIA-র পুরো কথা হল–
(ক) Group Security Organisation of Military Information Agreement
(খ) General Security of Military Information Agreement
(গ) Grand Social Organised of Military Interchange Agreement
(ঘ) উক্ত কোনোটিই নয়
উত্তর: (খ) General Security of Military Information Agreement

৮৭. ভারত ও আমেরিকার মধ্যে Logistic Exchange Memorandum of Agreement (LEMOA) স্বাক্ষরিত হয়–
(ক) ২০১৬ সালে
(খ) ২০১৮ সালে
(গ) ২০২০ সালে
(ঘ) ২০২৪ সালে
উত্তর: (ক) ২০১৬ সালে

৮৮. ভারত ও আমেরিকার সশস্ত্র বাহিনীর মধ্যে সুরক্ষিত যোগাযোগ সম্পর্কিত চুক্তিটি হল–
(ক) BECA
(খ) LEMOA
(গ) COMCASA
(ঘ) GSOMIA
উত্তর: (গ) COMCASA

৮৯. COMCASA-র পূরো কথা হল–
(ক) Computer, Communication and Security Agreement
(খ) Connection, Military Communication and Survival Agreement
(গ) Communications Compatibility and Security Agreement
(ঘ) কোনোটিই সঠিক নয়
উত্তর: (গ) Communications Compatibility and Security Agreement

৯০. BECA এর পূর্ণরূপ কি?
(ক) ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য সহযোগিতা চুক্তি
(খ) ভারত আমেরিকার মধ্যে স্বাক্ষরিত সামরিক চুক্তি
(গ) ভারত চিনের মধ্যে স্বাক্ষরিত সামরিক সহযোগিতা চুক্তি
(ঘ) ভারত ও তার প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তি
উত্তর: (খ) ভারত আমেরিকার মধ্যে স্বাক্ষরিত সামরিক চুক্তি

৯১. BECA-এর পুরো কথাটি হল–
(ক) Broad and Exchange Cooperation Agreement
(খ) Basic Exchange and Cooperation Agreement
(গ) Basic Explore and Communication Agreement
(ঘ) Broad Extension and Coordinating Agreement
উত্তর: (খ) Basic Exchange and Cooperation Agreement

৯২. ভারত মহাসাগরে চিনা শক্তিকে প্রতিরোধের উদ্দেশ্যে ভারত-আমেরিকার মধ্যে সম্পাদিত দ্বিপাক্ষিক নৌ-মহড়ার নামটি হল–
(ক) মালাবার অনুশীলন
(খ) বজ্র প্রহার
(গ) কোয়াড
(ঘ) মৈত্রী শক্তি
উত্তর: (ক) মালাবার অনুশীলন

৯৩. ভারত হল মার্কিন কৌশলের লিচপিন অর্থাৎ অপরিহার্য অঙ্গ, উক্তিটি করেছেন–
(ক) রেগান
(খ) বুশ
(গ) ওবামা
(ঘ) ম্যাকনামারা
উত্তর: (গ) ওবামা

৯৪. লিচদিন -এর অর্থ–
(ক) শত্রু
(খ) মিত্র
(গ) প্রেরণাদাতা
(ঘ) অপরিহার্য অঙ্গ
উত্তর: (ঘ) অপরিহার্য অঙ্গ

৯৫. ১২৩ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে–
(ক) ব্রিটেনের
(খ) আমেরিকার
(গ) রাশিয়ার
(ঘ) অস্ট্রেলিয়ার
উত্তর: (খ) আমেরিকার

৯৬. ১২৩ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল–
(ক) ২০০৫ সালে
(খ) ২০০৭ সালে
(গ) ২০০৯ সালে
(ঘ) ২০১১ সালে
উত্তর: (খ) ২০০৭ সালে

৯৭. আমেরিকা-ভারত কৌশলগত সংলাপ শুরু হয়–
(ক) ২০১০ সালে
(খ) ২০১২ সালে
(গ) ২০১৪ সালে
(ঘ) ২০১৬ সালে
উত্তর: (ক) ২০১০ সালে

৯৮. ২০২০ সালে নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প কর্তৃক স্বাক্ষরিত কৌশলগত চুক্তিটি হল–
(ক) ভারত আমেরিকা বাণিজ্যিক সংলাপ
(খ) ইকোনমিক অ্যান্ড ফিনানসিয়াল পার্টনারশিপ ডায়ালগ
(গ) কমপ্রিহেনসিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এগ্রিমেন্ট
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) কমপ্রিহেনসিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এগ্রিমেন্ট

৯৯. ভারত-আমেরিকা ২+২ মন্ত্রীস্তরীয় সংলাপ শুরু হয়–
(ক) ২০১০ সালে
(খ) ২০২০ সালে
(গ) ২০১৮ সালে
(ঘ) ২০২৪ সালে
উত্তর: (গ) ২০১৮ সালে

১০০. ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘Natural Global Partner’ বলে ঘোষণা করে কখন?
(ক) ২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর
(খ) ২০১৫ সালের ২৫ ডিসেম্বর
(গ) ২০১৬ সালের ১ জানুয়ারি
(ঘ) ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি
উত্তর: (ক) ২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর

১০১. প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের ক্রমবর্ধমান প্রভাব রোধের উদ্দেশ্যে মার্কিন প্রশাসন কোন রাষ্ট্রের সঙ্গে সামরিক মৈত্রী বন্ধনে আবদ্ধ হয়েছে?
(ক) পাকিস্তান
(খ) রাশিয়া
(গ) ভারত
(ঘ) আফগানিস্তান
উত্তর: (গ) ভারত

১০২. ভারত-সোভিয়েত ইউনিয়ন দ্বিপাক্ষিক সহযোগিতা, বন্ধুত্ব ও শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়–
(ক) ১৯৫০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৬৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৭১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৯১ খ্রিস্টাব্দে
উত্তর: (ঘ) ১৯৯১ খ্রিস্টাব্দে

১০৩. ১৯৯১ খ্রিস্টাব্দে ঠান্ডা লড়াইয়ের অবসানের পর ভারত-সোভিয়েত ইউনিয়নের স্বাক্ষরিত হওয়া চুক্তিটি হল–
(ক) বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি
(খ) সহযোগিতা, বন্ধুত্ব ও শান্তি চুক্তি
(গ) দুটিই সঠিক
(ঘ) একটিও সঠিক নয়
উত্তর: (ক) বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি

১০৪. ভারত-রাশিয়ার আন্তঃসরকারি কমিশন হল–
(ক) IRIGC
(খ) BRICS
(গ) INDRA
(ঘ) SCO
উত্তর: (ক) IRIGC

আরো পড়ুন : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক MCQ প্রশ্ন উত্তর

আরো পড়ুন : সমকালীন বিশ্বে নিরাপত্তার ধারণাসমূহ MCQ প্রশ্ন উত্তর

Leave a Comment