সমকালীন বিশ্বে নিরাপত্তার ধারণাসমূহ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টার | HS 3rd Semester Political Science MCQ 3rd Chapter Somokalin Bishwe Nirapottar Dharonasomuha MCQ
১. কত খ্রিস্টাব্দে ব্ল্যাক ডেথ রোগটির উদ্ভব ঘটে-
(ক) ৬৬৭ অব্দে
(খ) ৫৮৭ অব্দে
(গ) ৪৩০ অব্দে
(ঘ) ১৩৪৬ অব্দে।
উত্তর: (ক) ৬৬৭ অব্দে
২. মহামারি চলাকালীন ভ্যাকসিনের ভূমিকা হল-
(ক) রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সংক্রমণ কমানো
(খ) শুধু রোগ নিরাময় করা
(গ) খাবার সরবরাহ বৃদ্ধি করা
(ঘ) কোনোটিই নয়।
উত্তর: (ক) রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সংক্রমণ কমানো
৩. ব্ল্যাক ডেথ সৃষ্টি হয়েছিল-
(ক) ইকোলাই-এর দ্বারা
(খ) সালমোনেলার দ্বারা
(গ) ইয়ারসিনিয়া পেস্টিস-এর দ্বারা
(ঘ) লিস্টেরিয়ার দ্বারা।
উত্তর: (গ) ইয়ারসিনিয়া পেস্টিস-এর দ্বারা
৪. কোডিড মহামারিতে ব্যবহৃত একটি ভ্যাকসিন হল-
(ক) রোটাভাইরাস
(খ) কোভ্যাকসিন
(গ) টিটেনাস
(ঘ) রুবেলা।
উত্তর: (খ) কোভ্যাকসিন
৫. স্প্যানিশ ফ্লু কী নামে পরিচিত?
(ক) গ্রেট ইনফ্লুয়েঞ্জা এপিডেমিক
(খ) ইমিউনো ডেফিসিয়েন্সি
(গ) ইকোলাই
(ঘ) কোনোটিই নয়।
উত্তর: (ক) গ্রেট ইনফ্লুয়েঞ্জা এপিডেমিক
৬. AIDS এর পূর্ণরূপ হল-
(ক) Accessable Immunity Deficiency Syndrome
(খ) Acute Inuisible Disease Syndrome
(গ) Acquired Immune Deficiency Syndrome
(ঘ) Affairable Immunity Deficiency Syndrome।
উত্তর: (গ) Acquired Immune Deficiency Syndrome
৭. HIV এর পুরো কথা হল-
(ক) Human Immunodeficiency Virus
(খ) Hilirus Immunity Vector
(গ) Humas Infinity Virus
(ঘ) Huge Immunity Vector।
উত্তর: (ক) Human Immunodeficiency Virus
৮. কত খ্রিস্টাব্দে AIDS মহামারির সূচনা ঘটেছিল?
(ক) ১৯৫০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৭৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৮১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৮৫ খ্রিস্টাব্দে।
উত্তর: (গ) ১৯৮১ খ্রিস্টাব্দে
৯. কত সালে জাতিপুঞ্জ কর্তৃক এডস মহামারিকে বৈশ্বিক সংকট বলে উল্লেখ করা হয়েছে?
(ক) ২০০০ সালে
(খ) ২০০১ সালে
(গ) ২০০৫ সালে
(ঘ) ২০০৩ সালে।
উত্তর: (খ) ২০০১ সালে
একাদশ ও দ্বাদশ শ্রেণির বিভিন্ন বিষয়ে মকটেস্ট দিতে এখানে ক্লিক করুন।
১০. ১৯৮১ খ্রিস্টাব্দে কোন দেশের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (CDC) সর্বপ্রথম এই রোগটি শনাক্ত করে?
(ক) ইংল্যান্ড
(খ) মার্কিন যুক্তরাষ্ট্র
(গ) ফ্রান্স
(ঘ) ভারত।
উত্তর: (খ) মার্কিন যুক্তরাষ্ট্র
১১. কোডিড-১৯ রোগটির উদ্ভব ঘটে চিনের-
(ক) উহান শহরে
(খ) বেজিং শহরে
(গ) ম্যাকাও শহরে
(ঘ) সাংহাই শহরে।
উত্তর: (ক) উহান শহরে
১২. কত সালে কোডিড-১৯ রোগটি একটি প্রাণঘাতি রোগ হিসেবে আত্মপ্রকাশ করে?
(ক) ২০২২ সালে
(খ) ২০২০ সালে
(গ) ২০১৮ সালে
(ঘ) ২০১৯ সালে।
উত্তর: (ঘ) ২০১৯ সালে
১৩. কোন্ সংস্থা কোভিড-১৯ মহামারিকে বৈশ্বিক মহামারি রূপে ঘোষণা করে?
(ক) ইউনিসেফ
(খ) হু
(গ) ইউনেস্কো
(ঘ) আই ও এম।
উত্তর: (খ) হু
১৪. কত সালে কোভিড-১৯ রোগটিকে বৈশ্বিক মহামারি হিসেবে আখ্যা দেওয়া হয়?
(ক) ২০১৯ সালে
(খ) ২০২০ সালে
(গ) ২০২২ সালে
(ঘ) ২০২৪ সালে।
উত্তর: (খ) ২০২০ সালে
১৫. কোভিড-১৯ মহামারিটি প্রাণঘাতি মহামারি হিসেবে কত-তম স্থান অধিকার করেছে?
(ক) ষষ্ঠ
(খ) তৃতীয়
(গ) পঞ্চম
(ঘ) প্রথম।
উত্তর: (গ) পঞ্চম
১৬. কত খ্রিস্টাব্দে গ্রেট প্লেগ অফ লন্ডন মহামারির উদ্ভব ঘটে?
(ক) ১৬৭৫ খ্রিস্টাব্দে
(খ) ১৬৫০ খ্রিস্টাব্দে
(গ) ১৬৭০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৬৬৫ খ্রিস্টাব্দে।
উত্তর: (ঘ) ১৬৬৫ খ্রিস্টাব্দে
১৭. কত সালে COVID-19 মহামারির টিকা আবিষ্কৃত হয়?
(ক) ২০২০ সালে
(খ) ২০২২ সালে
(গ) ২০২১ সালে
(ঘ) ২০২৩ সালে।
উত্তর: (ক) ২০২০ সালে
১৮. COVAXIN ও COVISHIELD এই টিকা দুটির মাধ্যমে কোন্ রোগ প্রতিরোধ করা হয়?
(ক) প্লেগ
(খ) ইবোলা
(গ) কোভিড-১৯
(ঘ) ফ্লু।
উত্তর: (গ) কোভিড-১৯
১৯. টিকাকরণের মাধ্যমে প্রতিরোধ করা যায় এমন একটি রোগ হল–
(ক) হাম
(খ) পোলিও
(গ) ইনফ্লুয়েঞ্জা
(ঘ) সবকটিই সঠিক।
উত্তর: (ঘ) সবকটিই সঠিক
২০. সম্প্রতি COVID-19 মহামারি প্রতিরোধের জন্য কোন সংস্থা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে?
(ক) WHO
(খ) UNICEF
(গ) UNESCO
(ঘ) IMFI
উত্তর: (ক) WHO
২১. IHR-এর পুরো কথা হল–
(ক) ইন্ডিয়ান হেলথ রেগুলেশন
(খ) ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন
(গ) ইন্টেরিয়াল হিউম্যান রিসোর্স
(ঘ) ইন্টালেকচ্যুয়াল হেলথ রিসোর্স।
উত্তর: (খ) ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন
২২. WHO কর্তৃক কত খ্রিস্টাব্দে IHR কর্মসূচিটি গৃহীত হয়?
(ক) ১৯৭৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯৮০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৬৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৬৫ খ্রিস্টাব্দে।
উত্তর: (গ) ১৯৬৯ খ্রিস্টাব্দে
২৩. GOARN-এর পুরো কথা হল–
(ক) গ্লোবাল আউটব্রেক অ্যালার্ট অ্যান্ড রেসপন্স নেটওয়ার্ক
(খ) গ্লোরিয়াস আউটলুক এইম অ্যান্ড রেসপন্স নেটওয়ার্ক
(গ) গ্লোবালাইসেশন আউটব্রেক অ্যান্ড রিসার্চ নেটওয়ার্ক
(ঘ) কোনোটিই নয়।
উত্তর: (ক) গ্লোবাল আউটব্রেক অ্যালার্ট অ্যান্ড রেসপন্স নেটওয়ার্ক
২৪. ERF-এর পুরো কথা হল–
(ক) এনকারেজ রেডিয়েশন ফায়ার ওয়ার্ক
(খ) এমারজেন্সি রেসপন্স ফ্রেমওয়ার্ক
(গ) এনলার্জ রেডিয়েশন ফ্রেমওয়ার্ক
(ঘ) এপিডেমিক রেসকিউ ফ্রেমওয়ার্ক।
উত্তর: (খ) এমারজেন্সি রেসপন্স ফ্রেমওয়ার্ক
২৫. GVSI-এর পুরো কথা হল–
(ক) গ্লোবাল ভ্যাকসিন সেফটি ইনিশিয়েটিভ
(খ) জেনারেল ভ্যারিয়াস সিকিউরিটি ইনিশিয়েটিভ
(গ) গ্লোবিউলাস ভাইরাস সেফটি ইনিশিয়েটিভ
(ঘ) গ্লোবালাইজেশন ভ্যারিয়াস সিকিউরিটি ইনিশিয়েটিভ।
উত্তর: (ক) গ্লোবাল ভ্যাকসিন সেফটি ইনিশিয়েটিভ
২৬. কত সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক GVSI উদ্যোগ গৃহীত হয়?
(ক) ২০১০ সালে
(খ) ২০১৪ সালে
(গ) ২০১৩ সালে
(ঘ) ২০১১ সালে।
উত্তর: (ঘ) ২০১১ সালে।
২৭. মহামারি প্রতিরোধে হু কর্তৃক গৃহীত পদক্ষেপ হল–
(ক) IHR
(খ) GOARN
(গ) ERF
(ঘ) সবকটিই সঠিক।
উত্তর: (ঘ) সবকটিই সঠিক
২৮. PIP-এর পূর্ণরূপ হল–
(ক) প্যানডেমিক ইনফ্লুয়েঞ্জা প্রিপেয়ার্ডনেস্ ফ্রেমওয়ার্ক
(খ) প্রিভিয়াস ইনফেকশন প্রিভেনশন
(গ) পপুলার ইনফেকশন প্রিভেনশন
(ঘ) প্যানডেমিক ইনফ্লুয়েঞ্জা প্রিভেনশন।
উত্তর: (ক) প্যানডেমিক ইনফ্লুয়েঞ্জা প্রিপেয়ার্ডনেস্ ফ্রেমওয়ার্ক
২৯. GHSA-এর পূর্ণরূপ হল–
(ক) গভর্নমেন্ট হেলথ সিকিউরিটি অ্যাজেন্ডা
(খ) গ্লোরিয়াস হিউম্যান সেফটি অ্যাজেন্ডা
(গ) গ্লোবাল হেলথ সিকিউরিটি অ্যাজেন্ডা
(ঘ) গ্লোবিউলাস হিউম্যান সিকিউরিটি অ্যাজেন্ডা।
উত্তর: (গ) গ্লোবাল হেলথ সিকিউরিটি অ্যাজেন্ডা
৩০. যে দৃষ্টিভঙ্গির মাধ্যমে মানব স্বাস্থ্য, প্রাণী স্বাস্থ্য ও পরিবেশগত স্বাস্থ্য এর আন্তঃসংযোগ তুলে ধরা হয় তাকে বলে–
(ক) এক স্বাস্থ্য দৃষ্টিভঙ্গি
(খ) সবল স্বাস্থ্য দৃষ্টিভঙ্গি
(গ) বহু স্বাস্থ্য দৃষ্টিভঙ্গি
(ঘ) দুর্বল স্বাস্থ্য দৃষ্টিভঙ্গি।
উত্তর: (ক) এক স্বাস্থ্য দৃষ্টিভঙ্গি
৩১. ‘পরিবেশ’ বা ‘Environment’ শব্দটির উৎপত্তি ঘটেছে প্রাচীন ফরাসি শব্দ–
(ক) Enviror থেকে
(খ) Envector থেকে
(গ) Environer থেকে
(ঘ) Envenment থেকে।
উত্তর: (গ) Environer থেকে
৩২. Environer-এর অর্থ হল–
(ক) ঘিরে থাকা
(খ) পরিবেষ্টিত করা
(গ) পারিপার্শ্বিক
(ঘ) সবকটিই সঠিক।
উত্তর: (ঘ) সবকটিই সঠিক
৩৩. পরিবেশ শব্দটির প্রবর্তক হলেন–
(ক) থমাস কারলিন
(খ) চার্লস ডারউইন
(গ) জেমস হ্যালসেন
(ঘ) এরিক রিগনট।
উত্তর: (ক) থমাস কারলিন
৩৪. “পরিবেশগত নিরাপত্তা মূলত পরিবেশের অবক্ষয়, জলবায়ুর পরিবর্তন, বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার মতো বিষয়গুলির মধ্যে অন্তর্নিহিত সম্পর্ককে আলোকপাত করে”—এই বক্তব্যটি হল–
(ক) ইউনাইটেড নেশনস্ ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এর
(খ) ইউনাইটেড নেশনস্ হিউম্যান সেটেলমেন্টস্ প্রোগ্রাম-এর
(গ) ইউনাইটেড নেশনস্ এনভায়ারনমেন্ট প্রোগ্রাম-এর
(ঘ) ইউনাইটেড নেশনস্ পপুলেশন ফান্ড-এর।
উত্তর: (গ) ইউনাইটেড নেশনস্ এনভায়ারনমেন্ট প্রোগ্রাম-এর
৩৫. “পরিবেশগত নিরাপত্তা হল জাতীয় নিরাপত্তার কেন্দ্রবিন্দু যা মানুষের সঙ্গে প্রাকৃতিক সম্পদের পারস্পরিক সংযোগ বজায় রাখে”—এই বক্তব্যটি হল–
(ক) এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা-এর
(খ) এনসাইক্লোপিডিয়া অফ ইকোলজি-এর
(গ) ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন-এর
(ঘ) আন্তর্জাতিক অর্থভাণ্ডার-এর।
উত্তর: (খ) এনসাইক্লোপিডিয়া অফ ইকোলজি-এর
৩৬. “পরিবেশগত নিরাপত্তা রক্ষা করার একটি দৈনন্দিন কার্যক্রম হওয়া বাঞ্ছনীয়… পরিবেশ সংরক্ষণে, পারস্পরিক সহযোগিতা ও আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণ করা উচিত”—এই বক্তব্যটি হল–
(ক) দ্য কমনওয়েলথ অফ ইনডিপেনডেন্ট স্টেটস্
(খ) ইউ এস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স-এর
(গ) এনসাইক্লোপিডিয়া অফ ইকোলজি-এর
(ঘ) এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা-এর।
উত্তর: (খ) ইউ এস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স-এর
৩৭. “পরিবেশের অসম প্রভাব থেকে ব্যক্তি, সমাজ ও প্রকৃতিকে মুক্ত রাখাই হল পরিবেশগত নিরাপত্তা… এটি হলো জাতীয় নিরাপত্তার একটি অবিচ্ছেদ্য অংশ” —এই বক্তব্যটি হল:
(ক) এনসাইক্লোপিডিয়া অফ ইকোলজি
(খ) এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা
(গ) দ্য কমনওয়েলথ অফ ইনডিপেনডেন্ট স্টেটস্
(ঘ) ইউ এস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স-এর।
উত্তর: (খ) এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা
৩৮. বর্তমান বিশ্বে পরিবেশগত নিরাপত্তার ক্ষেত্রে একটি বড়ো সমস্যা হল–
(ক) জলবায়ুর পরিবর্তন
(খ) মহামারি
(গ) যুদ্ধ
(ঘ) বহিঃআক্রমণ।
উত্তর: (ক) জলবায়ুর পরিবর্তন
৩৯. FAO-এর পূর্ণরূপ হল–
(ক) ফুড অ্যান্ড অরগানাইজেশন
(খ) ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অরগানাইজেশন
(গ) ফার্স্ট এগ্রিমেন্ট অরগানাইজেশন
(ঘ) ফার্স্ট এপিকালচার অরগানাইজেশন।
উত্তর: (খ) ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অরগানাইজেশন
৪০. FSI-এর পূর্ণরূপ হল–
(ক) Forest Servey of India
(খ) Forest Servey of Italy
(গ) Fire Service of India
(ঘ) Forest Servey of International।
উত্তর: (ক) Forest Servey of India
৪১. কয়লা, তেল, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে উৎপন্ন হয়–
(ক) কার্বন ডাইঅক্সাইড (CO₂)
(খ) সালফার ডাইঅক্সাইড (SO₂)
(গ) নাইট্রোজেন অক্সাইড (Nox)
(ঘ) সবকটিই সঠিক।
উত্তর: (ঘ) সবকটিই সঠিক
৪২. বায়ুদূষণকারী একটি গ্যাস হল–
(ক) সালফার ডাইঅক্সাইড
(খ) অক্সিজেন
(গ) মিথেন গ্যাস
(ঘ) ওজোন গ্যাস।
উত্তর: (ক) সালফার ডাইঅক্সাইড
৪৩. বায়ুদূষণের ফলে বৃদ্ধি পাচ্ছে–
(ক) অ্যাসিড বৃষ্টি
(খ) বিশ্বউন্নায়ন
(গ) গ্রিনহাউস গ্যাস
(ঘ) (ক) ও (গ) উভয়েই সঠিক।
উত্তর: (ঘ) (ক) ও (গ) উভয়েই সঠিক
৪৪. অ্যাসিড বৃষ্টির ফলে মার্বেল নির্মিত ভাস্কর্যের যে ক্ষতিসাধন ঘটে তাকে বলে–
(ক) স্টোন ক্যানসার
(খ) মার্বেল ক্যানসার
(গ) ওয়াল ক্যানসার
(ঘ) কোনোটিই নয়।
উত্তর: (ক) স্টোন ক্যানসার
৪৫. কোন গ্যাসের প্রভাবে ওজোনস্তরের বিনাশ ঘটছে?
(ক) অক্সিজেন
(খ) গ্রিনহাউস গ্যাস
(গ) মিথেন গ্যাস
(ঘ) নিয়ন গ্যাস
উত্তর: (খ) গ্রিনহাউস গ্যাস
৪৬. ওজোনস্তর বিনাশের ফলে পৃথিবীপৃষ্ঠের তাপমাত্রা–
(ক) বৃদ্ধি পেয়েছে
(খ) হ্রাস পেয়েছে
(গ) একই আছে
(ঘ) কোনোটিই সঠিক নয়।
উত্তর: (ক) বৃদ্ধি পেয়েছে
৪৭. বর্তমানে জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র সমস্ত কিছুই চরম সংকটের মুখে কারণ–
(ক) অবৈজ্ঞানিক নগরায়ণ বৃদ্ধি পাওয়ার ফলে
(খ) পরিবেশদূষণের মাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে
(গ) সমুদ্রের জলতল বৃদ্ধি পাওয়ার ফলে
(ঘ) ওজোনস্তরের পরিমাণ হ্রাস পাওয়ার ফলে।
উত্তর: (খ) পরিবেশদূষণের মাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে
৪৮. পরিবেশগত নিরাপত্তা বলতে কী বোঝায়?
(ক) শুধুমাত্র ব্যক্তিগত সুরক্ষা
(খ) পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার
(গ) খাদ্য সরবরাহ বৃদ্ধি
(ঘ) শুধু শিল্প স্থাপন।
উত্তর: (খ) পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার
৪৯. মৌমাছি সহ অন্যান্য কীটপতঙ্গের বিলুপ্তি ঘটছে–
(ক) পরিবেশদূষণের ফলে
(খ) কীটনাশক ব্যবহারের ফলে
(গ) মহামারির ফলে
(ঘ) বিশ্বউন্নায়নের ফলে।
উত্তর: (খ) কীটনাশক ব্যবহারের ফলে
৫০. রেফ্রিজারেটর থেকে নির্গত একটি গ্যাস হল–
(ক) নাইট্রোজেন
(খ) কার্বন ডাইঅক্সাইড
(গ) সালফার ডাইঅক্সাইড
(ঘ) ক্লোরোফ্লুরোকার্বন।
উত্তর: (ঘ) ক্লোরোফ্লুরোকার্বন
৫১. কোন গ্যাস ওজনস্তরের অবক্ষয় ঘটিয়ে ওজন গহ্বর সৃষ্টি করে–
(ক) কার্বনডাইঅক্সাইড
(খ) নাইট্রাস অক্সাইড
(গ) ক্লোরোফ্লুরোকার্বন
(ঘ) ক্রিপটন।
উত্তর: (গ) ক্লোরোফ্লুরোকার্বন
৫২. এমন একটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখ যা বিশ্বউন্নায়নের পক্ষে দায়ী নয়–
(ক) কার্বন ডাইঅক্সাইড
(খ) মিথেন
(গ) নাইট্রাস অক্সাইড
(ঘ) নাইট্রোজেন।
উত্তর: (ঘ) নাইট্রোজেন
৫৩. ওজোনস্তরের সবচেয়ে বড়ো গহ্বরটি পরিলক্ষিত হয়–
(ক) আন্টার্টিকার আকাশে
(খ) সুইটজারল্যান্ডের আকাশে
(গ) মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে
(ঘ) ব্রাজিলের আকাশে।
উত্তর: (ক) আন্টার্টিকার আকাশে
৫৪. UNHCR-এর পূরো কথা হল–
(ক) United Nations Hunger Crisis Research
(খ) United Nations High Commissioner for Refugees
(গ) United Nations Human Council for Resource
(ঘ) United Nations Huge Council for Refugees।
উত্তর: (খ) United Nations High Commissioner for Refugees
৫৫. বায়ুমন্ডলের একটি প্রাথমিক বায়ুদূষক হল–
(ক) PAN
(খ) CO₂
(গ) NO₂
(ঘ) CFC
উত্তর: (খ) CO₂
৫৬. বায়ুমন্ডলের একটি গৌণ বায়ুদূষক হল–
(ক) O₃
(খ) CO₂
(গ) NO₂
(ঘ) CFC
উত্তর: (ক) O₃
৫৭. জীবাশ্ম জ্বালানি চালিত যানবাহনের ফলে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে?
(ক) অক্সিজেন
(খ) কার্বন ডাইঅক্সাইড
(গ) নাইট্রোজেন
(ঘ) কোনোটিই নয়।
উত্তর: (খ) কার্বন ডাইঅক্সাইড
৫৮. মাত্রাতিরিক্ত তাপবিদ্যুৎ উৎপাদনের ফলে বাতাসে কিসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে?
(ক) সালফার ডাইঅক্সাইড
(খ) কার্বন ডাইঅক্সাইড
(গ) ফ্ল্যাই অ্যাশ
(ঘ) সবকটিই সঠিক।
উত্তর: (ঘ) সবকটিই সঠিক
৫৯. কত খ্রিস্টাব্দে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল?
(ক) ১৯৯৪ খ্রিস্টাব্দে
(খ) ১৯৮৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯৮৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৭৫ খ্রিস্টাব্দে।
উত্তর: (গ) ১৯৮৪ খ্রিস্টাব্দে
৬০. ভোপালের ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে কোন গ্যাস নির্গমনের ফলে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল?
(ক) ক্লোরোফ্লুরোকার্বন (CFC)
(খ) মিথাইল আইসোসায়ানেট (MIC)
(গ) সালফার ডাইঅক্সাইড (SO₂)
(ঘ) নাইট্রাস অক্সাইড (N₂O)
উত্তর: (খ) মিথাইল আইসোসায়ানেট (MIC)
৬১. কৃষিক্ষেত্রে প্রয়োগ করা নাইট্রেট বা ফসফেট জাতীয় রাসায়নিক পদার্থগুলি জলাশয়ের জলে মিশে তীব্র জলদূষণ ঘটায়। একে বলে–
(ক) নাইট্রোফিকেশন
(খ) ল্যাকট্রোফিকেশন
(গ) ইউট্রোফিকেশন
(ঘ) হাইড্রোফিকেশন
উত্তর: (গ) ইউট্রোফিকেশন
৬২. আর্সেনিক দূষণের ফলে সৃষ্টি হয়–
(ক) ব্ল্যাক ফুট ডিজিজ
(খ) ইটাই ইটাই
(গ) মিনামাটা
(ঘ) গয়টার
উত্তর: (ক) ব্ল্যাক ফুট ডিজিজ
৬৩. পারদদূষণের ফলে সৃষ্টি হয়–
(ক) গয়টার
(খ) মিনামাটা
(গ) ইটাই ইটাই
(ঘ) ব্ল্যাক ফুট ডিজিজ
উত্তর: (খ) মিনামাটা
৬৪. ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্টি হয়–
(ক) আর্থারাইটিস
(খ) অস্টিওপোরোসিস
(গ) ডিসলেক্সিয়া
(ঘ) ইটাই ইটাই
উত্তর: (ঘ) ইটাই ইটাই
৬৫. সিসাঘটিত সংক্রমণের ফলে সৃষ্ট একটি রোগের নাম–
(ক) আর্থারাইটিস
(খ) অস্টিওপোরোসিস
(গ) ডিসলেক্সিয়া
(ঘ) অস্টিওম্যালেশিয়া
উত্তর: (গ) ডিসলেক্সিয়া
৬৬. একটি তেজস্ক্রিয় পদার্থ হল–
(ক) ইউরেনিয়াম
(খ) থোরিয়াম
(গ) লিথিয়াম
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) ইউরেনিয়াম
৬৭. তেজস্ক্রিয় দূষণ ঘটায় এমন একটি পদার্থের নাম হল–
(ক) থোরিয়াম
(খ) রেডিয়াম
(গ) লিথিয়াম
(ঘ) নিয়ন
উত্তর: (খ) রেডিয়াম
৬৮. কত খ্রিস্টাব্দে রামসার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
(ক) ১৯৭৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯৭১ খ্রিস্টাব্দে
(গ) ১৯৬৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৬৫ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) ১৯৭১ খ্রিস্টাব্দে
৬৯. রামসার সম্মেলন কত তারিখে অনুষ্ঠিত হয়েছিল?
(ক) ৮ জানুয়ারি
(খ) ১৭ সেপ্টেম্বর
(গ) ৫ জুন
(ঘ) ২ ফেব্রুয়ারি
উত্তর: (ঘ) ২ ফেব্রুয়ারি
৭০. রামসার সম্মেলনের মূল বিষয়বস্তু কী ছিল?
(ক) গ্রিনহাউস গ্যাস উৎপাদন নিয়ন্ত্রণ
(খ) জলাভূমি সংরক্ষণ
(গ) জলবায়ুর পরিবর্তন নিয়ন্ত্রণ
(ঘ) অরণ্যচ্ছেদন রোধ
উত্তর: (খ) জলাভূমি সংরক্ষণ
৭১. রামসার সম্মেলনে কতগুলি দেশ অংশগ্রহণ করেছিল?
(ক) ৯৮টি
(খ) ১১২টি
(গ) ১৫৮টি
(ঘ) ২০৪টি
উত্তর: (গ) ১৫৮টি
৭২. সমগ্র বিশ্বে ২০২১-এর জুলাই মাস পর্যন্ত রামসার সাইটের মোট সংখ্যা হল–
(ক) ২৪২৪
(খ) ৩০২২
(গ) ৩৬২৬
(ঘ) ৪২৪২
উত্তর: (ক) ২৪২৪
৭৩. ভারতে রামসার সাইটের সংখ্যা–
(ক) ৭৯টি
(খ) ১০২টি
(গ) ৭৫টি
(ঘ) ৮৫টি
উত্তর: (খ) ১০২টি
৭৪. রামসার সম্মেলনে গৃহীত উদ্দেশ্য হল–
(ক) প্রতিটি দেশের গুরুত্বপূর্ণ জলাভূমিগুলিকে সংরক্ষণ করা
(খ) জলের সুস্থায়ী ব্যবহার প্রসঙ্গে আলোকপাত করা
(গ) জলাভূমির বেআইনি দখলদারি সম্পূর্ণরূপে বন্ধ করা
(ঘ) সবকটিই সঠিক
উত্তর: (ঘ) সবকটিই সঠিক
৭৫. কত খ্রিস্টাব্দে ভারতে রামসার চুক্তি কার্যকর হয়?
(ক) ১৯৮১ খ্রিস্টাব্দে
(খ) ১৯৯০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৯৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৮৫ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৯৮১ খ্রিস্টাব্দে
৭৬. স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল–
(ক) ১৯৭৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯৮২ খ্রিস্টাব্দে
(গ) ১৯৭২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৮৭ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৯৭২ খ্রিস্টাব্দে
৭৭. স্টকহোম ডিক্লারেশন কী?
(ক) ‘স্টকহোম’ সম্মেলনে গৃহীত ২৬টি নীতির প্রকাশিত খসড়া
(খ) ‘স্টকহোম’ সম্মেলনের সাফল্যের খতিয়ান
(গ) ‘স্টকহোম’ সম্মেলনে অংশগ্রহণকারী দেশের তালিকা
(ঘ) দূষণকারী দেশগুলির শাস্তির পরোয়ানা
উত্তর: (ক) ‘স্টকহোম’ সম্মেলনে গৃহীত ২৬টি নীতির প্রকাশিত খসড়া
৭৮. স্টকহোম সম্মেলনে কতগুলি দেশ অংশগ্রহণ করেছিল?
(ক) ১৩২টি
(খ) ১২২টি
(গ) ১১১টি
(ঘ) ১৩৮টি
উত্তর: (খ) ১২২টি
৭৯. স্টকহোম সম্মেলনের থিম ছিল–
(ক) Only one World
(খ) Only one Universe
(গ) Only one Earth
(ঘ) Only one State
উত্তর: (গ) Only one Earth
৮০. স্টকহোম ঘোষণাপত্রে কটি মূলনীতির কথা ঘোষণা করা হয়–
(ক) ২৭টি
(খ) ৩২টি
(গ) ১০২টি
(ঘ) ২৬টি
উত্তর: (ঘ) ২৬টি
৮১. স্টকহোম সম্মেলনের উদ্দেশ্য হল–
(ক) মানুষ ও পরিবেশের মধ্যে আত্মীয়তার সম্পর্ক নির্ধারণ করা
(খ) ভবিষ্যতে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন ইস্যুর নীতি নির্ধারণের জন্য একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরি করা
(গ) বায়ু, জল ও সমুদ্র দূষণের মাত্রা হ্রাস করা এবং প্রয়োজনীয় নীতি নির্ধারণ করা
(ঘ) সবকটি
উত্তর: (ঘ) সবকটি
৮২. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়–
(ক) ৫ এপ্রিল
(খ) ৬ ফেব্রুয়ারি
(গ) ৫ জুন
(ঘ) ১০ অক্টোবর
উত্তর: (গ) ৫ জুন
৮৩. “দারিদ্র্যতাই সবচেয়ে বড়ো দূষণ সৃষ্টিকারক” – উক্তিটি করেছিলেন–
(ক) ইন্দিরা গান্ধি
(খ) মুজিবর রহমান
(গ) মনমোহন সিং
(ঘ) রাজীব গান্ধি
উত্তর: (ক) ইন্দিরা গান্ধি
৮৪. UNCED-এর পুরো কথা হল–
(ক) United Nations Conference of Environmental Development
(খ) United Nations Conflict Environment Disclose
(গ) United Nations Conference on Environment and Development
(ঘ) United Nations Compare for Development
উত্তর: (গ) United Nations Conference on Environment and Development
৮৫. UNCED সম্মেলনটি কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল?
(ক) ১৯৯২ খ্রিস্টাব্দে
(খ) ১৯৭২ খ্রিস্টাব্দে
(গ) ১৯৮৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৬৫ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৯৯২ খ্রিস্টাব্দে
৮৬. UNCED সম্মেলনটি কি নামে পরিচিত?
(ক) রিও সম্মেলন
(খ) বসুন্ধরা সম্মেলন
(গ) এজেন্ডা সম্মেলন
(ঘ) (ক) এবং (খ) উভয়েই সঠিক
উত্তর: (ঘ) (ক) এবং (খ) উভয়েই সঠিক
৮৭. বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
(ক) ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে
(খ) সুইটজারল্যান্ডের জেনেভাতে
(গ) আমেরিকার ওয়াশিংটনে
(ঘ) মিশরের কায়রোতে
উত্তর: (ক) ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে
৮৮. আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন হয়েছিল–
(ক) ১৯৯২ খ্রিস্টাব্দে
(খ) ১৯৯৪ খ্রিস্টাব্দে
(গ) ১৯৯৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৯৫ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৯৯২ খ্রিস্টাব্দে
৮৯. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আর্থ সামিটের উদ্দেশ্য নয়?
(ক) জলবায়ুর পরিবর্তন নিয়ন্ত্রণ
(খ) উন্নয়নের কর্মসূচি গ্রহণ
(গ) ভূমিক্ষয় বৃদি
(ঘ) সুস্থায়ী উন্নয়নের নীতি নির্ধারণ
উত্তর: (গ) ভূমিক্ষয় বৃদি
৯০. বসুন্ধরা সম্মেলন বা রিও সম্মেলনের সুপারিশপত্রে কটি রাষ্ট্র স্বাক্ষর করেছিল?
(ক) ১৭৮টি
(খ) ১৫৪টি
(গ) ১৬০টি
(ঘ) ১৫০টি
উত্তর: (খ) ১৫৪টি
৯১. বসুন্ধরা সম্মেলনে কটি দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন–
(ক) ১৬০টি
(খ) ১৫৪টি
(গ) ১১৭টি
(ঘ) ১৭৮টি
উত্তর: (গ) ১১৭টি
৯২. বসুন্ধরা সম্মেলনে কটি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন?
(ক) ১৭৮টি
(খ) ১৬০টি
(গ) ১১০টি
(ঘ) ১২০টি
উত্তর: (ক) ১৭৮টি
৯৩. কত খ্রিস্টাব্দে রিও ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়?
(ক) ১৯৯২ খ্রিস্টাব্দে
(খ) ১৯৬৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৮৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৯৯২ খ্রিস্টাব্দে
৯৪. কটি দেশ রিও ঘোষণাপত্রে স্বাক্ষর প্রদান করেছে?
(ক) ১৮০টি
(খ) ১৭৫টি
(গ) ১১১টি
(ঘ) ২১০টি
উত্তর: (খ) ১৭৫টি
৯৫. ‘Rio Declaration’ বলতে কী বোঝায়?
(ক) বসুন্ধরা সম্মেলনে গৃহীত নীতিসমূহ
(খ) বসুন্ধরা সম্মেলনে অংশগ্রহণকারী দেশসমূহের তালিকা
(গ) ক ও খ উভয়ই
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) বসুন্ধরা সম্মেলনে গৃহীত নীতিসমূহ
৯৬. রিও ঘোষণায় গৃহীত ২৭টি নীতি অনুমোদন করে–
(ক) Forest Principles
(খ) Principle Six
(গ) Global Principles
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) Principle Six
৯৭. ১৯৯২ খ্রিস্টাব্দে রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত পরিবেশ ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলনের অপর নাম–
(ক) ব্রুডল্যান্ড রিপোর্ট
(খ) আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন
(গ) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন
(ঘ) গ্রিন সামিট
উত্তর: (খ) আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন
৯৮. কোন ঘোষণায় বলা হয় সুস্থায়ী উন্নয়ন বা দীর্ঘমেয়াদি উন্নয়নের একমাত্র উপায় হল এটিকে পরিবেশ সুরক্ষার সঙ্গে যুক্ত করা–
(ক) জীববৈচিত্র্য ঘোষণা
(খ) এজেন্ডা-২১
(গ) রিও ঘোষণা
(ঘ) বন ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিসমূহ
উত্তর: (গ) রিও ঘোষণা
৯৯. এজেন্ডা-২১ বলতে কী বোঝায়?
(ক) জলবায়ুর পরিবর্তন বিষয়ক বিশ্বের ২১টি উন্নয়নশীল দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি
(খ) বিশ্বের ৭টি উন্নত দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি
(গ) সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে জাতিপুঞ্জের একটি কর্ম পরিকল্পনা
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তর: (গ) সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে জাতিপুঞ্জের একটি কর্ম পরিকল্পনা
আরো পড়ুন : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক MCQ প্রশ্ন উত্তর