রামনারায়ণ তর্করত্নের নাট্যকৃতিত্ব আলোচনা করো
ভূমিকা: মধুসূদন দত্তের পূর্বে যাঁরা নাটক রচনা করে যশস্বী হয়েছিলেন, তাঁদের মধ্যে রামনারায়ণ তর্করত্ন একজন উল্লেখযোগ্য নাট্যব্যক্তিত্ব। তিনি নিজে একজন সংস্কৃতজ্ঞ পণ্ডিত হওয়া সত্ত্বেও রক্ষণশীল মনোভাবাপন্ন ছিলেন না, বরং তাঁর স্বচ্ছন্দ ও সরস লেখনীর জন্য তিনি ‘নাটুকে রামনারায়ণ’ আখ্যা পেয়েছিলেন। তিনি ছিলেন বাংলার প্রথম মৌলিক নাট্যকার ও হরিনাভি বঙ্গনাট্য সমাজের প্রতিষ্ঠাতা।
নাটকের সম্ভার: রামনারায়ণের নাটকগুলিকে বিষয় অনুযায়ী কয়েকটি ভাগে ভাগ করা যায়-
সামাজিক নাটকসমূহ: হিন্দু সমাজে বহুবিবাহ প্রথার কুফল নিয়ে রচিত নাটক ‘কুলীন কুলসর্বস্ব’ (১৮৫৪)। এটি রামনারায়ণের প্রথম ও শ্রেষ্ঠ নাটক। বহুবিবাহের মতো কুপ্রথা এই নাটকটিকে বিবৃত হয়েছে।
পৌরাণিক নাটকসমূহ: ‘রুক্মিণীহরণ’, ‘কংসবধ’ এবং ‘ধর্মবিজয়’ হল রামনারায়ণের উল্লেখযোগ্য পৌরাণিক নাটক।
অনূদিত নাটক: ১৮৫৬ সালে ‘বেণীসংহার’ (মূল গ্রন্থকার-ভট্টনারায়ণ), ১৮৫৮ সালে ‘রত্নাবলী’ (মূল গ্রন্থকার-শ্রীহর্ষ), ১৮৬০ সালে ‘অভিজ্ঞান শকুন্তল’ (মূল গ্রন্থকার-কালিদাস) এবং ১৮৬৭ সালে ‘মালতীমাধব’ (মূল গ্রন্থকার-ভবভূতি)-এই চারটি সংস্কৃত নাটকের অনুবাদ রামনারায়ণ করেছিলেন।
প্রহসনসমূহ: রামনারায়ণ তর্করত্নের প্রহসনের শিল্পমূল্য অনস্বীকার্য। তাঁর ‘যেমন কর্ম তেমন ফল’ প্রহসনটি শ্লেষ এবং ব্যঙ্গে পরিপূর্ণ। দীনবন্ধু মিত্রের ‘নবীন তপস্বিনী’-র সঙ্গে অনেকে এই প্রহসনের মিল খুঁজে পেয়েছেন। তদানীন্তন সমাজের অভিজাত পুরুষদের লাম্পট্যকে আক্রমণ করে রচিত হয়েছে ‘চক্ষুদান’। সতীন সমস্যার সরস উপস্থাপনা করা হয়েছে, ‘উভয়সংকট’ নামক প্রহসনে।
উপসংহার: রামনারায়ণের অধিকাংশ নাটক ও প্রহসন বেলগাছিয়া রঙ্গমণ্য, কলকাতার অভিজাত শ্রেণির নিজস্ব মঞ্জু এবং জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির নাট্যশালায় বহু বার অভিনীত হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, ১৮৫৮ সালে বেলগাছিয়া রঙ্গমঞ্চে ‘রত্নাবলী’ নাটকের অভিনয়ে আমন্ত্রিত ছিলেন তৎকালীন প্রসিদ্ধ কবি মাইকেল মধুসূদন দত্ত। নাটক দর্শনে হতাশ হয়ে ১৮৫৯ সালে তিনি ‘শর্মিষ্ঠা’ নাটকটি লেখেন। অর্থাৎ প্রকারান্তরে ‘রত্নাবলী’ নাটকই, আধুনিক নাট্যশিল্পের জন্মদাতা মধুসূদনের আত্মপ্রকাশের কারণ। তবুও আধুনিক নাট্যধারার, বিশেষত প্রাক্-মধুসূদন পর্বে বাংলা নাট্যসাহিত্যের চর্চায় এবং বাংলা রঙ্গমঙ্গের সূচনায় রামনারায়ণ তর্করত্নের অবদান অনস্বীকার্য।
আরও পড়ুন – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা