দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় তৃতীয় সেমিস্টার | Class 12 Political Science First Chapter MCQ 3rd Semester
১। ১৯৫৭ খ্রিস্টাব্দে সর্বপ্রথম মহাকাশে কৃত্রিম উপগ্রহ সাফল্যের সঙ্গে প্রেরণ করে
(ক) চিন
(খ) জার্মান
(গ) সোভিয়েত ইউনিয়ন
(ঘ) আমেরিকা।
উত্তরঃ (গ) সোভিয়েত ইউনিয়ন
২। ঠান্ডা লড়াইয়ের চতুর্থ পর্যায়ের পরিব্যাপ্তিটি হল
(ক) ১৯৫৫-১৯৫৭ খ্রিস্টাব্দ
(খ) ১৯৫৯-১৯৬২ খ্রিস্টাব্দ
(গ) ১৯৬২-১৯৬৭ খ্রিস্টাব্দ
(ঘ) ১৯৬৩-১৯৬৮ খ্রিস্টাব্দ পর্যন্ত।
উত্তরঃ (খ) ১৯৫৯-১৯৬২ খ্রিস্টাব্দ
৩। কঙ্গো সমস্যাকে কেন্দ্র করে ঠান্ডাযুদ্ধ শুরু হয়ে যায়
(ক) রাশিয়ায়
(খ) আফ্রিকায়
(গ) আমেরিকায়
(ঘ) চিনে।
উত্তরঃ (গ) আমেরিকায়
৪। মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন কঙ্গো সমস্যায় জড়িয়ে পড়ে
(ক) ১৯৫০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৬০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৭০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৮০ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৯৬০ খ্রিস্টাব্দে
৫। সমাজতান্ত্রিক আদর্শে পরিচালিত একটি দেশ হল
(ক) ফ্রান্স
(খ) কিউবা
(গ) ব্রিটেন
(ঘ) জাপান।
উত্তরঃ (খ) কিউবা
৬। কিউবা সংকট দেখা যায়
(ক) ১৯৬২ খ্রিস্টাব্দে
(খ) ১৯৬৩ খ্রিস্টাব্দে
(গ) ১৯৬৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৬৫ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ক) ১৯৬২ খ্রিস্টাব্দে
৭। ফিদেল কাস্ত্রো কোন্ সরকারের উচ্ছেদসাধন করে কিউবায় সমাজতান্ত্রিক সরকার গঠনের উদ্যোগ নিয়েছিলেন?
(ক) টোরাডো
(খ) টাফ্ট
(গ) বাতিস্তা
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) টাফ্ট
৮। বার্লিন প্রাচীর নির্মাণ করা হয়
(ক) ১৯৬০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৬২ খ্রিস্টাব্দে
(গ) ১৯৬১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৬৩ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৯৬১ খ্রিস্টাব্দে
৯। বার্লিন প্রাচীর নির্মাণ করেছিল
(ক) আমেরিকা
(খ) সোভিয়েত রাশিয়া
(গ) চিন
(ঘ) জার্মানি।
উত্তরঃ (খ) সোভিয়েত রাশিয়া
১০। বার্লিন অবরোধ করে
(ক) সোভিয়েত ইউনিয়ন
(খ) ব্রিটেন
(গ) ফ্রান্স
(ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র।
উত্তরঃ (ক) সোভিয়েত ইউনিয়ন
১১। ‘দাতাঁত হল উত্তেজনার একটি সচেতন ও স্বেচ্ছাকৃত হ্রাসকরণ।’ বলেছেন
(ক) হেনরি কিসিংগার
(খ) চার্লস্ দ্য গল
(গ) জর্জ কেন্নান
(ঘ) কোরাল বেল।
উত্তরঃ (ঘ) কোরাল বেল
১২। দাতাঁত শব্দটি হল
(ক) লাতিন
(খ) ফরাসি
(গ) ইংরেজি
(ঘ) গ্রিক।
উত্তরঃ (খ) ফরাসি
১৩। ‘দাতাঁত’ শব্দটিকে কে আন্তঃরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে প্রয়োগ করেছেন?
(ক) চার্লস্ দ্য গল
(খ) কোরাল বেল
(গ) হেনরি কিসিংগার
(ঘ) ফিদেল কাস্ত্রো।
উত্তরঃ (ক) চার্লস্ দ্য গল
১৪। ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থা
(ক) গরম শান্তি
(খ) দাতাঁত
(গ) ক্যু-দেতা
(ঘ) গরম লড়াই।
উত্তরঃ (খ) দাতাঁত
১৫। দাতাঁতের সময়কাল ছিল
(ক) ১৯৪৯-১৯৫৯ খ্রিস্টাব্দ পর্যন্ত
(খ) ১৯৬২-১৯৭৩ খ্রিস্টাব্দ পর্যন্ত
(গ) ১৯৬৫-১৯৭৫ খ্রিস্টাব্দ পর্যন্ত
(ঘ) ১৯৭০-১৯৮০ খ্রিস্টাব্দ পর্যন্ত।
উত্তরঃ (খ) ১৯৬২-১৯৭৩ খ্রিস্টাব্দ পর্যন্ত
১৬। দাতাঁত হল একটি
(ক) সম্মেলন
(খ) সংগঠন
(গ) চুক্তি
(ঘ) প্রক্রিয়া।
উত্তরঃ (ঘ) প্রক্রিয়া
১৭। ‘দাতাঁত হল একটি প্রক্রিয়া, কোনো স্থায়ী সাফল্য নয়। তবে তার মূল লক্ষ্য হবে বিরোধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ উৎসগুলিকে সীমিত করা’ বলেছেন
(ক) হেনরি কিসিংগার
(খ) কোরাল বেল
(গ) ফিদেল কাস্ত্রো
(ঘ) কেনেডি
উত্তরঃ (ক) হেনরি কিসিংগার
১৮। দাতাঁত শব্দটির অর্থ
(ক) আক্রমণ
(খ) মিত্রতা স্থাপন
(গ) পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা।
(ঘ) আগ্রাসী নীতি গ্রহণ।
উত্তরঃ (গ) পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা।
১৯। তাসখন্দ চুক্তি হয়
(ক) ১৯৬৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯৬৩ খ্রিস্টাব্দে
(গ) ১৯৭০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৬৮ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ক) ১৯৬৬ খ্রিস্টাব্দে
২০। তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়
(ক) ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে
(খ) ভারত ও চিনের মধ্যে
(গ) ভারত ও পাকিস্তানের মধ্যে
(ঘ) ভারত ও শ্রীলঙ্কার মধ্যে।
উত্তরঃ (গ) ভারত ও পাকিস্তানের মধ্যে
২১। পরমাণু অস্ত্রপ্রসার বোধ চুক্তি হয়
(ক) ১৯৬৮ খ্রিস্টাব্দে
(খ) ১৯৭০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৭৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৬৭ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ক) ১৯৬৮ খ্রিস্টাব্দে
২২। বিশ্বের দ্বিতীয় পারমাণবিক শক্তি হিসেবে ১৯৪৯ খ্রিস্টাব্দে আত্মপ্রকাশ করে
(ক) গ্রেট ব্রিটেন
(খ) সোভিয়েত ইউনিয়ন
(গ) ফ্রান্স
(ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র।
উত্তরঃ (খ) সোভিয়েত ইউনিয়ন
২৩। হট লাইন স্থাপিত হয়
(ক) কিউবা ও ঘানার মধ্যে
(খ) রাশিয়া ও চিনের মধ্যে
(গ) মস্কো ও ওয়াশিংটনের মধ্যে
(ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে।
উত্তরঃ (ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে
২৪। সোভিয়েত ইউনিয়নের উপর সামরিক প্রাধান্য প্রতিষ্ঠা করতে বেগান সরকার এক নতুন যুদ্ধের পরিকল্পনা করেন, যার নাম
(ক) নক্ষত্র যুদ্ধ
(খ) ঠান্ডাযুদ্ধ
(গ) সাবমেরিন যুদ্ধ
(ঘ) পরমাণু যুদ্ধ।
উত্তরঃ (ক) নক্ষত্র যুদ্ধ
২৫। সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক শক্তিধর রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে
(ক) ১৯১৪ খ্রিস্টাব্দে
(খ) ১৯১৯ খ্রিস্টাব্দে
(গ) ১৯৩৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৯ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ঘ) ১৯৪৯ খ্রিস্টাব্দে
২৬। আংশিক পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (Partial Nuclear Test Ban Treaty) অর্থাৎ PTBT স্বাক্ষরিত হয়
(ক) ১৯৬০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৬১ খ্রিস্টাব্দে
(গ) ১৯৬৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৬২ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৯৬৩ খ্রিস্টাব্দে
২৭। অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হল
(ক) দেশগুলির মধ্যে অস্ত্রের উন্নয়ন বাড়ানো
(খ) দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা
(গ) দেশগুলির দ্বারা অস্ত্র সম্পর্কিত উদ্দেশ্য সংজ্ঞায়িত করা।
(ঘ) দেশগুলির মধ্যে অস্ত্র উন্নয়ন বাতিল করা।
উত্তরঃ (খ) দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা
২৮। ‘পারমাণবিক অস্ত্রপ্রসার বোধ’ চুক্তিটি সম্পাদিত হয়েছিল
(ক) ১৯৬৮ খ্রিস্টাব্দে
(খ) ১৯৬৯ খ্রিস্টাব্দে
(গ) ১৯৭০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৭১ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ক) ১৯৬৮ খ্রিস্টাব্দে
২৯। NPT কথাটির পূর্ণরূপ কী?
(ক) Non Permanent Treaty
(খ) Nuclear Non-Proliferation Treaty
(গ) New Progressive Treaty
(ঘ) Nuclear Preference Treaty.
উত্তরঃ (খ) Nuclear Non-Proliferation Treaty
৩০। NPT-তে স্বাক্ষর করেনি
(ক) রাশিয়া
(খ) ব্রিটেন
(গ) ভারত
(ঘ) চিন।
উত্তরঃ (গ) ভারত
৩১। হট লাইন (Hot Line) কবে স্থাপিত হয়?
(ক) ১৯৬৩ খ্রিস্টাব্দে
(খ) ১৯৬৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯৬৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৯৬৩ খ্রিস্টাব্দে
৩২। সল্ট-১ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল
(ক) ১৯৭২ খ্রিস্টাব্দে
(খ) ১৯৬৩ খ্রিস্টাব্দে
(গ) ১৯৬৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৭৩ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ক) ১৯৭২ খ্রিস্টাব্দে
৩৩। কাদের মধ্যে SALT-I স্বাক্ষরিত হয়েছিল
(ক) ভারত ও চিনের মধ্যে
(খ) আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে
(গ) আমেরিকা ও ভারতের মধ্যে
(ঘ) ভারত ও পাকিস্তানের মধ্যে।
উত্তরঃ (খ) আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে
৩৪। SALT-এর পূর্ণরূপ কী?
(ক) State Alliance Legal Treaty
(খ) Step to All Legal Treaty
(গ) Strategic Arms Limitation Treaty
(ঘ) South Asian Landmark Treaty.
উত্তরঃ (গ) Strategic Arms Limitation Treaty
৩৫। ভিয়েতনাম যুদ্ধ ঘটেছিল
(ক) ১৯৭১ খ্রিস্টাব্দে
(খ) ১৯৭২ খ্রিস্টাব্দে
(গ) ১৯৭৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৭৫ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ঘ) ১৯৭৫ খ্রিস্টাব্দে
৩৬। সোভিয়েত ইউনিয়নের পতন হয়
(ক) ১৯৮৮ খ্রিস্টাব্দে
(খ) ১৯৮৯ খ্রিস্টাব্দে
(গ) ১৯৯০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৯১ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ঘ) ১৯৯১ খ্রিস্টাব্দে
৩৭। ঠান্ডাযুদ্ধের শেষ পর্যায় কোন্ সময়কালকে বলা হয়
(ক) ১৯৪৯-১৯৫৯ খ্রিস্টাব্দ
(খ) ১৯৫৯-১৯৬৯ খ্রিস্টাব্দ
(গ) ১৯৭৯-১৯৮৯ খ্রিস্টাব্দ
(ঘ) ১৯৮৯-১৯৯৯ খ্রিস্টাব্দ।
উত্তরঃ (গ) ১৯৭৯-১৯৮৯ খ্রিস্টাব্দ
৩৮। কাদের ঘোষণায় ঠান্ডা লড়াই-এর অবসান ঘটে
(ক) জর্জ বুশ ও গর্বাচেভ
(খ) ক্রুশ্চেভ ও গর্বাচেভ
(গ) স্তালিন ও লেনিন
(ঘ) স্তালিন ও গর্বাচেভ।
উত্তরঃ (ক) জর্জ বুশ ও গর্বাচেভ
৩৯। SALT-II স্বাক্ষরিত হয়
(ক) আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে
(খ) আমেরিকা ও ভারতের মধ্যে
(গ) ভারত ও চিনের মধ্যে
(ঘ) ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে।
উত্তরঃ (ক) আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে
৪০। সল্ট-২ চুক্তি স্বাক্ষরিত হয়
(ক) ১৯৭৭ খ্রিস্টাব্দের ১৮ জুন
(খ) ১৯৭৮ খ্রিস্টাব্দের ১৮ জুন
(গ) ১৯৭৬ খ্রিস্টাব্দের ১৬ জুন
(ঘ) ১৯৭৯ খ্রিস্টাব্দের ১৮ জুন।
উত্তরঃ (ঘ) ১৯৭৯ খ্রিস্টাব্দের ১৮ জুন
৪১। আফগানিস্তানে সোভিয়েত হস্তক্ষেপ সংঘটিত হয়
(ক) ১৯৭৭ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৭৯ খ্রিস্টাব্দে
(ঘ) ২০০৩ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৯৭৯ খ্রিস্টাব্দে
৪২। কবে থেকে চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়
(ক) ১৯৭৭ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি
(খ) ১৯৭৯ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি
(গ) ১৯৭৮ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি
(ঘ) ১৯৮০ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি।
উত্তরঃ (খ) ১৯৭৯ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি
৪৩। বার্লিনের প্রাচীর ভাঙা হয়
(ক) ১৯৮৯ খ্রিস্টাব্দে
(খ) ১৯৯০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৯১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৯২ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ক) ১৯৮৯ খ্রিস্টাব্দে
৪৪। ‘গ্লাসনস্ত’ (Glassnost)-এর অর্থ হল
(ক) ব্যক্তিস্বাধীনতা
(খ) খোলা হাওয়া
(গ) বাজার অর্থনীতির প্রবর্তন
(ঘ) রাষ্ট্রীয় নিয়ন্ত্রণহীনতা।
উত্তরঃ (খ) খোলা হাওয়া
৪৫। পেরেস্ত্রৈকা কী?
(ক) রাষ্ট্র ও জনগণের উপর কমিউনিস্ট দলের প্রভাব হ্রাস ও বাজার অর্থনীতির প্রবর্তন
(খ) রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের পরিধি হ্রাস
(গ) খোলা হাওয়া
(ঘ) ব্যক্তিস্বাধীনতার প্রসার।
উত্তরঃ (ক) রাষ্ট্র ও জনগণের উপর কমিউনিস্ট দলের প্রভাব হ্রাস ও বাজার অর্থনীতির প্রবর্তন
৪৬। পেরেস্ত্রৈকা শব্দের অর্থ হল
(ক) খোলা হাওয়া
(খ) পুনর্গঠন
(গ) উন্নতি করা
(ঘ) বিকাশ ঘটানো।
উত্তরঃ (খ) পুনর্গঠন
৪৭। গ্লাসনস্ত ও পেরেস্ত্রৈকা-নীতি দুটির প্রবক্তা
(ক) কেনেডি
(খ) গর্বাচেভ
(গ) ম্যান্ডেলা
(ঘ) চার্চিল।
উত্তরঃ (খ) গর্বাচেভ
৪৮। ঠান্ডা লড়াইয়ের অবসান হয়
(ক) ১৯৮০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৯৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৯১ খ্রিস্টাব্দে
(ঘ) ২০০০ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৯৯১ খ্রিস্টাব্দে
৪৯। কোন্ যুদ্ধের পরিসমাপ্তিকে ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তি বলে মনে করা হয়
(ক) ইরাক-ইরান যুদ্ধ
(খ) আফগান যুদ্ধ
(গ) কোরিয়া যুদ্ধ
(ঘ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
উত্তরঃ (খ) আফগান যুদ্ধ
৫০। আফগান যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল
(ক) ১৯৫০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৮০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৮৮ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ঘ) ১৯৮৮ খ্রিস্টাব্দে
৫১। যে ঘটনার মধ্য দিয়ে ঠান্ডা লড়াইয়ের অবসান হয়, সেটি হল
(ক) সোভিয়েত ইউনিয়নের পতন
(খ) কোরিয়া সংকট
(গ) সুয়েজ সংকট
(ঘ) কিউবা সংকট।
উত্তরঃ (ক) সোভিয়েত ইউনিয়নের পতন
৫২। ‘দ্য এন্ড অফ হিস্ট্রি’ (The End of History) প্রবন্ধটির লেখক
(ক) বুলগানিন
(খ) নিকসন
(গ) লিপম্যান
(ঘ) ফ্রান্সিস ফুকোয়ামা।
উত্তরঃ (ঘ) ফ্রান্সিস ফুকোয়ামা
৫৩। ‘The Cold War: A Study in US Foreign Policy’ গ্রন্থটির রচয়িতা
(ক) বার্নাড বাবুচ
(খ) চার্চিল
(গ) ওয়াল্টার লিপম্যান
(ঘ) ফ্লেমিং।
উত্তরঃ (গ) ওয়াল্টার লিপম্যান
৫৪। ‘দ্য এন্ড অফ কোল্ড ওয়ার’ (The End of Cold War) গ্রন্থটির লেখক
(ক) নিকসন
(খ) হান্টিংটন
(গ) রবার্ট সার্ভিস
(ঘ) হেনরি কিসিংগার।
উত্তরঃ (গ) রবার্ট সার্ভিস
৫৫। পলিটিকাল ডিকশনারি (Political Dictionary) গ্রন্থটির লেখক
(ক) ওয়াল্টার রেমন্ড
(খ) কেনেথ ওয়ালজ
(গ) ইভান লুয়ার্ড
(ঘ) হেনরি কিসিংগার
উত্তরঃ (ক) ওয়াল্টার রেমন্ড
৫৬। নন-অ্যালাইনমেন্ট ইন কন্টেম্পোরারি ইনটারন্যাশনাল রিলেশনস্ (Non-alignment in Contemporary International Relations) গ্রন্থের লেখক
(ক) আই কে গুজরাল
(খ) ভি ভি গিরি
(গ) কে আর নারায়ণন
(ঘ) পার্থ চ্যাটার্জী
উত্তরঃ (গ) কে আর নারায়ণন
৫৭। Out of the Cold War গ্রন্থটির রচয়িতা হলেন
(ক) গর্বাচেভ
(খ) রবার্ট ম্যাকনামারা
(গ) জর্জ বুশ
(ঘ) স্তালিন
উত্তরঃ (খ) রবার্ট ম্যাকনামারা
৫৮। The United States in the World Arena গ্রন্থটির লেখক
(ক) রবার্ট টাফট
(খ) হেনরি কিসিংগার
(গ) ওয়াল্ট রোস্টাও
(ঘ) জর্জ কেন্নান
উত্তরঃ (গ) ওয়াল্ট রোস্টাও
৫৯। আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন নেতৃত্বে পুঁজিবাদী জোট ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোটের যে বিভক্তিকরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরিলক্ষিত হয়েছিল, তাকে বলে
(ক) একমেবুকরণ
(খ) দ্বিমেরুকরণ
(গ) বহুমেরুকরণ
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (খ) দ্বিমেরুকরণ
৬০। দ্বিমেরুতার উদ্ভব হয়
(ক) প্রথম বিশ্বযুদ্ধের পর
(খ) একবিংশ শতকের শুরুতে
(গ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর
(ঘ) গত শতকের সত্তরের দশক থেকে
উত্তরঃ (গ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর
৬১। দ্বিমেরুকরণের উদ্ভবের সময়কাল হল
(ক) ১৯৪৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯৩৯ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৭১ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৯৪৫ খ্রিস্টাব্দে
৬২। বিশ্বরাজনীতির দ্বিমেরুকেন্দ্রিক প্রবণতাকে অবিন্যস্ত বা শিথিল এবং সুবিন্যস্ত বা কঠোর দু’ভাগে বিন্যস্ত করেছেন রাষ্ট্রবিজ্ঞানী
(ক) রুডলফ্ ও রুডলফ্
(খ) কৌলৌম্বিস ও উল্ফে
(গ) হেনরি কিসিংগার
(ঘ) মিখাইল গর্বাচেভ
উত্তরঃ (খ) কৌলৌম্বিস ও উল্ফে
৬৩। দ্বিমেরুবাদের যুগে পুঁজিবাদী শিবিরের নেতৃত্বে ছিল
(ক) জার্মানি
(খ) সোভিয়েত ইউনিয়ন
(গ) যুগোশ্লাভিয়া
(ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তরঃ (ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
৬৪। ঘটে-সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে দ্বিমেরুকরণেরও অবসান
(ক) ১৯৯৩ খ্রিস্টাব্দে
(খ) ১৯৯৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৯১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৯২ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৯৯১ খ্রিস্টাব্দে
৬৫। ‘দ্বিমেরুকৃক্ত রাজনীতি হল সংঘাত ও নিরন্তর সংকট সৃষ্টির রাজনীতি”- উক্তিটি করেন
(ক) হান্টিংটন
(খ) কেনেথ ওয়ালজ
(গ) আলেক্স বোগাটরভ
(ঘ) রিচার্ড ক্রোকাট
উত্তরঃ (খ) কেনেথ ওয়ালজ
৬৬। একমেরুতার উদ্ভব হয়
(ক) প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে
(খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে
(গ) গত শতকের নব্বইয়ের দশক থেকে
(ঘ) একবিংশ শতকের শুরু থেকে
উত্তরঃ (গ) গত শতকের নব্বইয়ের দশক থেকে
৬৭। একমেরুকরণের সূচনা হয়
(ক) সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে
(খ) চিন বিপ্লবের ফলে
(গ) কোরিয়া সংঘর্ষের ফলে
(ঘ) আরব ইজরায়েল দ্বন্দ্বের ফলে
উত্তরঃ (ক) সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে
৬৮। একমেরুকরণের সূচনা ঘটে কোন্ সময় থেকে?
(ক) ১৯৪৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯৯১ খ্রিস্টাব্দে
(গ) ১৯৬৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৮৪ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৯৯১ খ্রিস্টাব্দে
৬৯। একমেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হল
(ক) চিন
(খ) গ্রেট ব্রিটেন
(গ) আমেরিকা
(ঘ) ফ্রান্স
উত্তরঃ (গ) আমেরিকা
৭০। সামরিক দিক থেকে বিচারবিশ্লেষণ করলে বর্তমান বিশ্বকে চিহ্নিত করা যেতে পারে কী রূপে
(ক) একমেরুকেন্দ্রিক বিশ্ব
(খ) দ্বিমেরুকেন্দ্রিক বিশ্ব
(গ) বহুমেরুকেন্দ্রিক বিশ্ব
(ঘ) এদের মধ্যে কোনোটিই সঠিক নয়
উত্তরঃ (ক) একমেরুকেন্দ্রিক বিশ্ব
৭১। Cobweb model বলতে বোঝায়
(ক) একমেরুপ্রবণ বিশ্ব
(খ) দ্বিমেরুপ্রবণ বিশ্ব
(গ) বহুমেরুকেন্দ্রিক বিশ্ব
(ঘ) শক্তিসাম্য
উত্তরঃ (গ) বহুমেরুকেন্দ্রিক বিশ্ব
৭২। বর্তমান বিশ্ব প্রধানত
(ক) একমেরুকেন্দ্রিক
(খ) দ্বিমেরুকেন্দ্রিক
(গ) বহুমেরুকেন্দ্রিক
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ক) একমেরুকেন্দ্রিক
৭৩। আন্তর্জাতিক রাজনীতিতে দুই-এর অধিক ক্ষমতা কেন্দ্রীভূত থাকে যেই পরিস্থিতিতে তাকে বলে
(ক) একমেরুতা
(খ) দ্বিমেরুতা
(গ) বহুমেরুতা
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) বহুমেরুতা
৭৪। বর্তমানে বিশ্বরাজনীতি কোন্ মেরুকরণের দিকে চলেছে
(ক) একমেরুকরণ থেকে দ্বিমেরুকরণের দিকে
(খ) দ্বিমেরুকরণ থেকে একমেরুকরণের দিকে
(গ) একমেরুকরণ থেকে বহুমেরুকরণের দিকে
(ঘ) বহুমেরুকরণ থেকে দ্বিমেরুকরণের দিকে
উত্তরঃ (খ) দ্বিমেরুকরণ থেকে একমেরুকরণের দিকে
৭৫। জোটনিরপেক্ষ আন্দোলনের জনক হলেন-
(ক) ইন্দিরা গান্ধি
(খ) সুকর্ণ
(গ) মার্শাল টিটো
(ঘ) জওহরলাল নেহরু
উত্তরঃ (ঘ) জওহরলাল নেহরু
৭৬। নেহরু জোটনিরপেক্ষ আন্দোলনের-
(ক) প্রবক্তা
(খ) প্রবক্তা নন
(গ) পর্যবেক্ষক
(ঘ) উপদেষ্টা
উত্তরঃ (ক) প্রবক্তা
৭৭। মিশরের জোটনিরপেক্ষ আন্দোলনের নেতা হলেন-
(ক) সুকর্ণ
(খ) টিটো
(গ) নাসের
(ঘ) জওহরলাল নেহরু
উত্তরঃ (গ) নাসের
৭৮। জোটনিরপেক্ষতার প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃত নয় কোন্ ব্যক্তিত্ব?
(ক) রুজভেল্ট
(খ) নাসের
(গ) টিটো
(ঘ) নেহরু
উত্তরঃ (ক) রুজভেল্ট
৭৯। জোটনিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হল-
(ক) হস্তক্ষেপ করা
(খ) হস্তক্ষেপ না করা
(গ) সামাজিক বিভেদ সৃষ্টি করা
উত্তরঃ (খ) হস্তক্ষেপ না করা
৮০। জোটনিরপেক্ষ আন্দোলন হল-
(ক) ভারতের বিদেশনীতির অন্যতম বৈশিষ্ট্য
(খ) মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কর্মসূচি
(গ) রাশিয়ার অন্যতম নীতি
(ঘ) জাতিপুঞ্জের একটি কর্মসূচি
উত্তরঃ (ক) ভারতের বিদেশনীতির অন্যতম বৈশিষ্ট্য
৮১। জোটনিরপেক্ষতা হল একটি-
(ক) শান্তিপূর্ণ আন্দোলন
(খ) বন্ধ
(গ) হিংসাত্মক বিপ্লব
(ঘ) আফগানিস্তান
উত্তরঃ (ক) শান্তিপূর্ণ আন্দোলন
৮২। ভারতের জোটনিরপেক্ষ নীতি হল-
(ক) নেতিবাচক
(খ) স্থিতিশীল
(গ) গতিশীল
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) গতিশীল
৮৩। জোটনিরপেক্ষ ধারণার জন্ম হয়-
(ক) পাকিস্তানে
(খ) ভারতে
(গ) বাংলাদেশে
(ঘ) নেপালে
উত্তরঃ (খ) ভারতে
৮৪। জোটনিরপেক্ষ আন্দোলনের দু’জন মুখ্য প্রবক্তা হলেন-
(ক) চার্চিল ও মার্শাল
(খ) বাবুচ ও লিপম্যান
(গ) নেহরু ও নাসের
(ঘ) নেহরু ও চৌ এন লাই
উত্তরঃ (গ) নেহরু ও নাসের
৮৫। NAM-এর পুরো নাম-
(ক) New Aligned movement
(খ) Non Aligned movement
(গ) Non Alliance movement
(ঘ) National Aligned movement
উত্তরঃ (খ) Non Aligned movement
৮৬। জোটনিরপেক্ষ রাষ্ট্রগুলিকে নিয়ে গড়ে ওঠা একটি গোষ্ঠী হল-
(ক) G-77
(খ) G-4
(গ) G-20
(ঘ) G-8
উত্তরঃ (ক) G-77
৮৭। দুটি জোটনিরপেক্ষ রাষ্ট্র হল-
(ক) ব্রিটেন ও ফ্রান্স
(খ) জাপান ও জার্মানি
(গ) ভারত ও শ্রীলঙ্কা
(ঘ) আমেরিকা ও চিন
উত্তরঃ (গ) ভারত ও শ্রীলঙ্কা
৮৮। তৃতীয় বিশ্বের সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলিকে নিয়ে গড়ে ওঠে
(ক) জোটনিরপেক্ষ রাষ্ট্র
(খ) জাতিসংঘ
(গ) সাম্যবাদী জোট
(ঘ) গণতান্ত্রিক রাষ্ট্র
উত্তরঃ (ক) জোটনিরপেক্ষ রাষ্ট্র
৮৯। তৃতীয় বিশ্বের প্রধান নেতৃত্ব প্রদানকারী দেশ হল-
(ক) ভারত
(খ) পাকিস্তান
(গ) বাংলাদেশ
(ঘ) নেপাল
উত্তরঃ (ক) ভারত
আরও পড়ুন : আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : অন্ধকার লেখাগুছ MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : দিগ্বিজয়ের রূপকথা কবিতার MCQ