Class 11 Political Science Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান সাজেশন

Class 11 Political Science Suggestion Second Semester 2025 | একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান সাজেশন

Class 11 Political Science Suggestion Second Semester 2025
Class 11 Political Science Suggestion Second Semester 2025

Class 11 Political Science Suggestion Second Semester 2025 SET-1

সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও: পূর্ণমান – 2

১। আইনের প্রধান উৎসগুলি লেখো। অথবা, ন্যায় সম্পর্কে জন রলস-এর বক্তব্যটি লেখো।

২। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কী বোঝো? অথবা, জাতীয় জনসমাজ কাকে বলে?

৩। গণতন্ত্র বলতে কী বোঝো? অথবা, কর্তৃত্ববাদের উদ্ভবের দুটি কারণ উল্লেখ করো।

৪। মৌলিক অধিকার কাকে বলে?

৫। ভারতের নির্বাচন কমিশনের দুটি কাজ লেখো।

বিশ্লেষণাত্মক প্রশ্নগুলির উত্তর দাও: পূর্ণমান – 4

১। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে ও বিপক্ষে দুটি করে যুক্তি দাও। অথবা, জাতীয়তাবাদের সপক্ষে ও বিপক্ষে দুটি করে মুক্তি দাও।

২। ভারতের সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকারটি আলোচনা করো।

৩। ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম বা সাধারণ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি কাকে বলে? এর চারটি বৈশিষ্ট্য লেখো। অথবা, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বাবস্থা উদ্ভবের কারণ লেখো।

রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও : পূর্ণমান – 6

১। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সপক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। অথবা, ন্যায়, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো।

২। প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে? এরূপ গণতন্ত্রের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।

৩। গান্ধিজির অছিবাদ সম্পর্কে আলোচনা করো। অথবা, মৌলানা আবুল কালাম আজাদের শিক্ষার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো।


Class 11 Political Science Suggestion Second Semester 2025 SET- 2

সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও: পূর্ণমান – 2

১। স্বাধীনতার রক্ষাকবচগুলি কী কী? অথবা, সমতা প্রসঙ্গে বার্কার-এর মত আলোচনা করো।

২। জাতীয়তাবাদ বলতে কী বোঝো? অথবা, তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদের দুটি বৈশিষ্টা লেখো।

৩। কর্তৃত্ববাদের দুটি বৈশিষ্টা লেখো। অথবা, গণতন্ত্রের পক্ষে ও বিপক্ষে একটি করে যুক্তি দাও।

৪। মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে দুটি পার্থক্য লেখো।

৫। ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম বা সাধারণ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির দুটি বৈশিষ্টা লেখো।

বিশ্লেষণাত্মক প্রশ্নগুলির উত্তর দাও : পূর্ণমান – 4

১। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণাটি আলোচনা করো।

অথবা, জাতীয়তাবাদের চারটি বৈশিষ্ট্য লেখো।

২। ভারতীয় সংবিধানে স্বীকৃক্ত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো।

৩। নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলি আলোচনা করো।

অথবা, ফার্স্ট পাস্ট দা পোস্ট বা সাধারণ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির দুটি সুবিধা এবং দুটি অসুবিধা লেখো।

রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও: পূর্ণমান-6

১। সাম্য ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো।

অথবা, ন্যায় বিচারের উপর একটি টীকা লেখো।

২। গণতন্ত্র, কর্তৃত্ববাদ ও সর্বগ্রাসীবাদের মধ্যে তুলনামূলক আলোচনা করো।

৩। নেতাজি-র জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনা করো।

অথবা, গান্ধিজির সত্যাগ্রহ সম্পর্কে একটি টীকা লেখো।


Class 11 Political Science Suggestion Second Semester 2025 SET- 3

সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও: পূর্ণমান – 2

১। ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে তুমি কী বোঝো?

অথবা, প্রাকৃতিক আইন বলতে কী বোঝো?

২। রবীন্দ্রনাথ জাতি বা নেশন বলতে কী বুঝিয়েছেন?

অথবা, জাতীয় জনসমাজের ভাবগত উপাদান বলতে কী বোঝো?

৩। গণতন্ত্রের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

অথবা, সামরিক স্বৈরতন্ত্রের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো।

৪। পরমাদেশ বলতে কী বোঝো?

৫। মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ পদ্ধতিটি আলোচনা করো।

বিশ্লেষণাত্মক প্রশ্নগুলির উত্তর দাও: পূর্ণমান-4

১। জাতীয় জনসমাজের উপাদানগুলি আলোচনা করো।

২। ভারতীয় সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি আলোচনা করো।

অথবা, ভারতের মৌলিক অধিকারগুলি চূড়ান্ত না সীমাবদ্ধ আলোচনা করো।

৩। ভারতে কেন ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম গ্রহণ করা হয়েছে?

রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও: পূর্ণমান-6

১। আইন ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো।

অথবা, আন্তর্জাতিক আইনকে কি আইন পদবাচ্য বলা যায়? মতামতটি বিশ্লেষণ করো।

২। গণতান্ত্রিক শাসনব্যবস্থার গুণাবলি আলোচনা করো।

৩ মৌলানা আবুল কালাম আজাদের শিক্ষা সম্পর্কিত ধারণাটি ব্যক্ত করো। অথবা, মৌলানা আজাদের স্বাধীনতা সম্পর্কিত ধারণার উৎসসমূহ আলোচনা করো।


Class 11 Political Science Suggestion Second Semester 2025 SET- 4

সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও: পূর্ণমান – 2

১। নৈতিক আইন কাকে বলে?

অথবা, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটির অর্থ বা শর্ত লেখো।

২। জাতীয় জনসমাজ বলতে কী বোঝো?

অথবা, গার্নার প্রদত্ত জাতীয় জনসমাজের সংজ্ঞাটি লেখো।

৩। সর্বাত্মকবাদ বলতে কী বোঝো?

অথবা, জন স্টুয়ার্ট মিল গণতন্ত্রের সাফল্যের জন্য কী কী শর্তের কথা বলেছেন?

৪। নির্দেশমূলক নীতি কাকে বলে?

৫। ভারতের নির্বাচন কমিশনের বিচার সংক্রান্ত কার্য কাকে বলে?

বিশ্লেষণাত্মক প্রশ্নগুলির উত্তর দাও : পূর্ণমান- 4

১। জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য আলোচনা করো।

২। ভারতীয় হিসেবে জনগণ কী কী মৌলিক অধিকার ভোগ করে আলোচনা করো।

অথবা, ভারতীয় সংবিধানে ২২নং ধারায় বর্ণিত গ্রেপ্তার ও আটক সংক্রান্ত ব্যবস্থাদি-সহ নিবর্তনমূলক আটক আইন সম্পর্কে আলোচনা করো।

৩। নির্বাচন কমিশনের কাজের সীমাবদ্ধতা আলোচনা করো।

রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও : পূর্ণমান-6

১। আইনের সংজ্ঞা দাও। আইনের বৈশিষ্ট্যগুলি কী কী? অথবা, ন্যায়ের বিভিন্ন রূপগুলি আলোচনা করো।

২। গণতন্ত্রের সাফল্যের শর্তাবলি আলোচনা করো।

৩। নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা সংগ্রাম সম্পর্কিত ধারণার মতাদর্শগত উৎস বর্ণনা করো।

অথবা, গান্ধিজি ও নেতাজির মধ্যে মতাদর্শগত পার্থক্য আলোচনা করো।


Class 11 Political Science Suggestion Second Semester 2025 SET- 5

সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও: পূর্ণমান-2

১। রলসের ‘ম্যাক্সিমিন’ নীতিটি আলোচনা করো।

অথবা, আইনসংগত স্বাধীনতা কাকে বলে? এটি কয়প্রকার এবং কী কী?

২। জাতীয় জনসমাজ গঠনের উপাদান হিসেবে ‘ভাষাগত ঐক্যের ভূমিকা আলোচনা করো।

অথবা, জাতি গঠনের তিনটি পর্যায় কী কী?

৩। সমাজতান্ত্রিক গণতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখো।

অথবা, উদারনৈতিক গণতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখো।

8। ভারতের সংবিধানে উল্লিখিত নাগরিকদের দুটি মৌলিক কর্তব্য লেখো।

৫ ভারতে মুখ্য নির্বাচন কমিশনারের স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষার দুটি ব্যবস্থা আলোচনা করো।

বিশ্লেষণাত্মক প্রশ্নগুলির উত্তর দাও: পূর্ণমান-4

১। ‘জাতীয়তাবাদ মানবতার শত্রু-আলোচনা করো।

২। সংবিধানে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করো।

অথবা, ভারতের শাসনতন্ত্রে প্রদত্ত মৌলিক অধিকারসমূহের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো।

৩। ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমটির যে-কোনো চারটি সুবিধা লেখো।

রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও : পূর্ণমান – 6

১। ন্যায়ের উৎসগুলি আলোচনা করো।

অথবা, সদর্থক ও নঞর্থক স্বাধীনতার পার্থক্য নিরূপণ করো।

২। সর্বাত্মকবাদের গুণ ও দোষ আলোচনা করো।

৩। স্বামী বিবেকানন্দ-এর সামাজিক সংস্কারগুলি আলোচনা করো।

অথবা, মৌলানা আজাদের স্বাধীনতা সংক্রান্ত ধারনার বিশেষ দিকগুলি আলোচনা করো।


Class 11 Political Science Suggestion Second Semester 2025 SET- 6

সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও : পূর্ণমান – 2

১। জাতীয় আইন ও আন্তর্জাতিক আইনের মধ্যে দুটি পার্থক্য লেখো।

অথবা, আইন ও নৈতিক বিধির মধ্যে দুটি বৈসাদৃশ্য উল্লেখ করো।

২। বেনী-এর মতে জাতি কী?

অথবা, তৃতীয় বিশ্বে জাতীয়তাবাদ উদ্ভবের কারণ সম্পর্কে সংক্ষেপে লেখো।

৩। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে কী বোঝো?

অথবা, ‘গণভোট’ সম্পর্কে সংক্ষেপে লেখো।

৪। মৌলিক কর্তব্য কাকে বলে?

৫। ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম বলতে কী বোঝো?

বিশ্লেষণাত্মক প্রশ্নগুলির উত্তর দাও: পূর্ণমান – 4

১। জাতি ও জাতীয় জনসমাজের মধ্যে পার্থক্য লেখো।

২। ব্যক্তির পৌর ও রাজনৈতিক অধিকারগুলি সংক্ষেপে আলোচনা করো।

অথবা, নির্দেশমূলক নীতিসমূহের তাৎপর্য আলোচনা করো।

৩। ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থাটির উদ্ভবের কারণসমূহ ব্যাখ্যা করো।

রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও: পূর্ণমান – 6

১। স্বাধীনতার রক্ষাকবচগুলি সম্পর্কে আলোচনা করো।

অথবা, জাতীয় আইনের অর্থ ও প্রকৃতি বিশ্লেষণ করো।

২। প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্রের মধ্যে প্রধান প্রধান পার্থক্যগুলি লেখো।

৩। গান্ধিজির সত্যাগ্রহের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো।

অথবা, স্বামী বিবেকানন্দের রাজনৈতিক সংস্কার সম্পর্কে ব্যাখ্যা করো।

Read More – Class 11 history suggestion 2nd Semester

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment