বাঙালির ক্রীড়াসংস্কৃতি MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার বাংলা

বাঙালির ক্রীড়াসংস্কৃতি MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার বাংলা | HS 3rd Semester Bangla | Bangalir Krirasongskriti MCQ Question Answer

বাঙালির ক্রীড়াসংস্কৃতি MCQ প্রশ্ন উত্তর
বাঙালির ক্রীড়াসংস্কৃতি MCQ প্রশ্ন উত্তর

১. আধুনিক ফুটবলের সূতিকাগার কোন্ দেশ?
(ক) জার্মানি
(খ) ব্রাজিল
(গ) ইংল্যান্ড
(ঘ) স্পেন
উত্তর: (গ) ইংল্যান্ড

২. কোন ক্লাবের উদ্যোগে আইএফএ শিল্ড প্রবর্তিত হয়?
(ক) শোভাবাজার ক্লাব
(খ) কুমারটুলি ক্লাব
(গ) ন্যাশনাল ক্লাব
(ঘ) টাউন ক্লাব
উত্তর: (ক) শোভাবাজার ক্লাব

৩. ইংল্যান্ডের প্রথম ফুটবল প্রতিযোগিতা এফএ কাপ কবে শুরু হয়?
(ক) ১৮৭০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭১ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৩ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) ১৮৭১ খ্রিস্টাব্দে

৪. মোহনবাগান ক্লাব করে আইএফএ শিল্ড জয় করে?
(ক) ১৯০৫ সালে
(খ) ১৯১০ সালে
(গ) ১৯১১ সালে
(ঘ) ১৯১৩ সালে
উত্তর: (গ) ১৯১১ সালে

৫. ইস্টবেঙ্গল ক্লাবের জন্ম হয় কবে?
(ক) ১৯০৫ সালে
(খ) ১৯১০ সালে
(গ) ১৯১৫ সালে
(ঘ) ১৯২০ সালে
উত্তর: (ঘ) ১৯২০ সালে

৬. বাংলার হয়ে খেলেছেন এমন একজন স্বনামধন্য গোলরক্ষক হলেন-
(ক) পিটার থঙ্গরাজ
(খ) তরুণ বোস
(গ) অতনু ভট্টাচার্য
(ঘ) উপরোক্ত সকলেই
উত্তর: (ঘ) উপরোক্ত সকলেই

৭. প্রথম বাঙালি রেফারি কে ছিলেন?
(ক) প্রশান্ত সিংহ
(খ) পঙ্কজ গুপ্ত
(গ) অলোক রায়
(ঘ) অসীম সোম
উত্তর: (খ) পঙ্কজ গুপ্ত

৮. মোহনবাগান ক্লাবের ঐতিহাসিক জয়ের কাহিনি নিয়ে “এগারো” চলচ্চিত্রটি কে নির্মাণ করেন?
(ক) অরুণ রায়
(খ) বিকাশ রায়
(গ) অমল দত্ত
(ঘ) বিমান রায়
উত্তর: (ক) অরুণ রায়

৯. রূপক সাহার লেখা কোন উপন্যাসে মোহনবাগানের শিল্ড জয়ের কাহিনি রয়েছে?
(ক) একাদশে সূর্যোদয়
(খ) মোহনবাগানের জয়
(গ) একাদশের মোহনবাগান
(ঘ) পূর্বোক্ত কোনোটিই নয়
উত্তর: (ক) একাদশে সূর্যোদয়

১০. প্রথম ক্রিকেট খেলা শুরু হয়েছিল যে দেশে-
(ক) অস্ট্রেলিয়ায়
(খ) ইতালিতে
(গ) ইংল্যান্ডে
(ঘ) ইথিওপিয়ায়
উত্তর: (গ) ইংল্যান্ডে

১১. কোন্ খেলা থেকে ক্রিকেট খেলার জন্ম হয়েছে বলে মনে করা হয়?
(ক) কর্কেট
(খ) ক্লাববল
(গ) উপরোক্ত দুটিই
(ঘ) উপরোক্ত কোনোটিই নয়
উত্তর: (গ) উপরোক্ত দুটিই

১২. কোন সময় থেকে ইংল্যান্ডে ক্রিকেট খেলা জনপ্রিয়তা লাভ করে?
(ক) ১৫৫০ খ্রিস্টাব্দে
(খ) ১৫৫৫ খ্রিস্টাব্দে
(গ) ১৫৬৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৫৭৫ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৫৫০ খ্রিস্টাব্দে

১৩. আধুনিক ক্রিকেট খেলার প্রচলন কবে হয়?
(ক) ১৭৭০ খ্রিস্টাব্দে
(খ) ১৭৭৫ খ্রিস্টাব্দে
(গ) ১৭৭৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৮০ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) ১৭৭৫ খ্রিস্টাব্দে

১৪. কত খ্রিস্টাব্দে ভারতে ক্রিকেট খেলা শুরু হয়?
(ক) ১৭৫১ খ্রিস্টাব্দে
(খ) ১৭৫৯ খ্রিস্টাব্দে
(গ) ১৭৮৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৯০ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৭৫১ খ্রিস্টাব্দে

১৫. বিশ্বের প্রথম টেস্ট ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়?
(ক) লন্ডনে
(খ) মেলবোর্নে
(গ) অ্যাডিলেডে
(ঘ) সিডনিতে
উত্তর: (খ) মেলবোর্নে

১৬. কবে বিশ্বের প্রথম টেস্ট ম্যাচ খেলা হয়েছিল?
(ক) ১৮৭৫ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭৬ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৭ খ্রিস্টাব্দে
উত্তর: (ঘ) ১৮৭৭ খ্রিস্টাব্দে

১৭. কোন্ কোন্ দলের মধ্যে বিশ্বের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়?
(ক) ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা
(খ) ইংল্যান্ড ও আয়ারল্যান্ড
(গ) অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা
(ঘ) ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া
উত্তর: (ঘ) ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া

১৮. ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৭৯০ খ্রিস্টাব্দে
(খ) ১৭৯১ খ্রিস্টাব্দে
(গ) ১৭৯২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৯৩ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৭৯২ খ্রিস্টাব্দে

১৯. কোন রাজবংশ ক্রিকেটের বহুমুখী কর্মকাণ্ডে লিপ্ত ছিল বলে জানা যায়?
(ক) কোচবিহার রাজবংশ
(খ) সেন রাজবংশ
(গ) হরিয়াঙ্ক রাজবংশ
(ঘ) গুর্জর রাজবংশ
উত্তর: (ক) কোচবিহার রাজবংশ

২০. স্পোর্টিং ইউনিয়ন ক্লাব করে প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৮৯২ খ্রিস্টাব্দে
(খ) ১৮৯৪ খ্রিস্টাব্দে
(গ) ১৮৯৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯৮ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৮৯৬ খ্রিস্টাব্দে

২১. প্রথম বাঙালি ক্লিকেটার যিনি ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে অংশ নিয়েছিলেন, তাঁর নাম কী?
(ক) রাজকুমার হিতেন্দ্র নারায়ণ
(খ) রাজকুমার সতীন্দ্র নারায়ণ
(গ) রাজকুমার নীতীন্দ্র নারায়ণ
(ঘ) রাজকুমার জ্যোতিন্দ্র নারায়ণ
উত্তর: (ঘ) রাজকুমার জ্যোতিন্দ্র নারায়ণ

২২. বাংলায় ক্রিকেট খেলার প্রচলন করেছিলেন-
(ক) সারদারঞ্জন রায়চৌধুরী
(খ) কার্তিক বসু
(গ) গোপাল বসু
(ঘ) শ্যামসুন্দর মিত্র
উত্তর: (ক) সারদারঞ্জন রায়চৌধুরী

২৩. সারদারঞ্জন রায়চৌধুরীর সঙ্গে কোন বাঙালি চলচ্চিত্র পরিচালকের রক্তের সম্পর্ক রয়েছে?
(ক) মৃণাল সেন
(খ) ঋত্বিক ঘটক
(গ) তপন সিংহ
(ঘ) সত্যজিৎ রায়
উত্তর: (ঘ) সত্যজিৎ রায়

২৪. কোন ক্রিকেটার ‘বাঙালি ডব্লিউ জি গ্রেস’ নামে পরিচিত?
(ক) পঙ্কজ রায়
(খ) অম্বর রায়
(গ) সারদারঞ্জন রায়চৌধুরী
(ঘ) রাজকুমার হিতেন্দ্র নারায়ণ
উত্তর: (গ) সারদারঞ্জন রায়চৌধুরী

২৫. সারদারঞ্জন রায়চৌধুরী ও তার ভাইরা মিলে চাকায় যে ক্লিকেট ক্লাব গড়ে তোলেন তার নাম কী ছিল?
(ক) টাউন ক্রিকেট ক্লাব
(খ) ঢাকা কলেজ ক্রিকেট ক্লাব
(গ) ইয়ুথ ক্রিকেট ক্লাব
(ঘ) রায়চৌধুরী ক্রিকেট ক্লাব
উত্তর: (খ) ঢাকা কলেজ ক্রিকেট ক্লাব

২৬. ক্রিকেটের নিয়মকানুন নিয়ে প্রথম কে বাংলায় বই লেখেন?
(ক) সৌরভ গঙ্গোপাধ্যায়
(খ) সারদারঞ্জন রায়চৌধুরী
(গ) রাজকুমার হিতেন্দ্র নারায়ণ
(ঘ) পঙ্কজ রায়
উত্তর: (খ) সারদারঞ্জন রায়চৌধুরী

২৭. সারদারঞ্জনের লেখা ক্রিকেট বিষয়ক বইটির নাম হল-
(ক) ক্রিকেট খেলা
(খ) বাঙালির ক্রিকেট
(গ) জাতীয় খেলা: ক্রিকেট
(ঘ) ক্রিকেটের নিয়মকানুন
উত্তর: (ক) ক্রিকেট খেলা

২৮. কলকাতায় ১৮৮৪ খ্রিস্টাব্দে টাউন ক্লাব কে গড়ে তোলেন?
(ক) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
(খ) শ্যামসুন্দর মিত্র
(গ) এস এন ব্যানার্জি
(ঘ) সারদারঞ্জন রায়চৌধুরী
উত্তর: (ঘ) সারদারঞ্জন রায়চৌধুরী

২৯. কত সালে শুঁটে ব্যানার্জি রঞ্জি ট্রফিতে প্রথম খেলেছিলেন?
(ক) ১৯২৮–২৯ সালে
(খ) ১৯৩১–৩২ সালে
(গ) ১৯৩৫–৩৬ সালে
(ঘ) ১৯৪০–৪১ সালে
উত্তর: (গ) ১৯৩৫–৩৬ সালে

৩০. একজন ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার হলেন—
(ক) সারভাতে
(খ) মন্টু ব্যানার্জি
(গ) পঙ্কজ রায়
(ঘ) প্রবীর সেন
উত্তর: (খ) মন্টু ব্যানার্জি

৩১. মন্টু ব্যানার্জি রঞ্জি ট্রফিতে প্রথম খেলেন—
(ক) ১৯২৭ সালে
(খ) ১৯৩৭ সালে
(গ) ১৯৩৯ সালে
(ঘ) ১৯৪১ সালে
উত্তর: (গ) ১৯৩৯ সালে

৩২. মার্চেন্ট, মুস্তাক ও অমরনাথকে পরপর তিন বলে আউট করে কে হ্যাটট্রিক করেছিলেন?
(ক) মন্টু ব্যানার্জি
(খ) শুঁটে ব্যানার্জি
(গ) পঙ্কজ রায়
(ঘ) নীরদচন্দ্র চৌধুরী
উত্তর: (ঘ) নীরদচন্দ্র চৌধুরী

৩৩. পঙ্কজ রায় ছিলেন—
(ক) ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার
(খ) ডানহাতি ব্যাটসম্যান
(গ) উইকেট রক্ষক
(ঘ) বাঁ হাতি ব্যাটসম্যান
উত্তর: (খ) ডানহাতি ব্যাটসম্যান

৩৪. রঞ্জি ট্রফির ইতিহাসে দ্বিতীয় শতরান কে করেছিলেন?
(ক) মন্টু ব্যানার্জি
(খ) নীরদচন্দ্র ব্যানার্জি
(গ) শুঁটে ব্যানার্জি
(ঘ) পঙ্কজ রায়
উত্তর: (ঘ) পঙ্কজ রায়

৩৫. টেস্ট ক্রিকেটে প্রথম বাঙালি অধিনায়ক কে হন?
(ক) সৌরভ গঙ্গোপাধ্যায়
(খ) পঙ্কজ রায়
(গ) মন্টু ব্যানার্জি
(ঘ) প্রবীর সেন
উত্তর: (খ) পঙ্কজ রায়

৩৬. পঙ্কজ রায় কোন দ্রুতগামী বোলারের বিরুদ্ধে দু-ইনিংসে দুটি শতরান করেন?
(ক) প্যাটারসন
(খ) মার্শাল
(গ) গিলক্রিস্ট
(ঘ) হ্যাডলি
উত্তর: (গ) গিলক্রিস্ট

৩৭. ১৯৫৫ সালে প্রথম উইকেট জুটিতে ৪১৩ রানের স্মরণীয় ইনিংসে পঙ্কজ রায়ের সঙ্গী কে ছিলেন?
(ক) মুস্তাক আলি
(খ) ভিন্ন মানকড়
(গ) লালা অমরনাথ
(ঘ) পাতৌদি নবাব
উত্তর: (খ) ভিন্ন মানকড়

৩৮. পঙ্কজ রায় মোট কটি টেস্ট খেলেন?
(ক) ৪০টি
(খ) ৪২টি
(গ) ৪১টি
(ঘ) ৪৩টি
উত্তর: (ঘ) ৪৩টি

৩৯. উইকেট রক্ষক হিসেবে প্রথম বাঙালি টেস্ট প্লেয়ার কে ছিলেন?
(ক) সম্বরণ বন্দ্যোপাধ্যায়
(খ) কার্ত্তিক বসু
(গ) প্রবীর সেন
(ঘ) সুব্রত গুপ্ত
উত্তর: (গ) প্রবীর সেন

৪০. পঙ্কজ রায়ের ভাইপো হলেন—
(ক) প্রবীর সেন
(খ) দীপ দাশগুপ্ত
(গ) অম্বর রায়
(ঘ) ঋদ্ধিমান সাহা
উত্তর: (গ) অম্বর রায়

৪১. বাংলা ও ভারতীয় দলের কোন ক্রিকেট প্রতিনিধি পরবর্তীকালে ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবে পরিচিত হন?
(ক) অজয় বসু
(খ) গোপাল বসু
(গ) রাজু বন্দ্যোপাধ্যায়
(ঘ) দিলীপ বসু
উত্তর: (খ) গোপাল বসু

৪২. কোন বাঙালি ক্রিকেটার ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ছিলেন?
(ক) সারদারঞ্জন রায়চৌধুরী
(খ) সৌরভ গঙ্গোপাধ্যায়
(গ) নির্মল চট্টোপাধ্যায়
(ঘ) শ্যামসুন্দর মিত্র
উত্তর: (খ) সৌরভ গঙ্গোপাধ্যায়

৪৩. সৌরভ গঙ্গোপাধ্যায় মোট কতগুলি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করেন?
(ক) ৩৪টি
(খ) ৫০টি
(গ) ৪৯টি
(ঘ) ৪৮টি
উত্তর: (গ) ৪৯টি

৪৪. সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বে ৪৯টি টেস্ট ম্যাচের মধ্যে ভারত কয়টিতে জয়লাভ করে?
(ক) ২০টি
(খ) ২১টি
(গ) ৩৬টি
(ঘ) ৪১টি
উত্তর: (খ) ২১টি

৪৫. বাংলার হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের রঞ্জি ক্রিকেটে অভিষেক হয় কত সালে?
(ক) ১৯৮৭ সালে
(খ) ১৯৯০ সালে
(গ) ১৯৮৯ সালে
(ঘ) ১৯৯১ সালে
উত্তর: (গ) ১৯৮৯ সালে

৪৬. সৌরভ গঙ্গোপাধ্যায় মোট কতগুলি টেস্ট ম্যাচ খেলেন?
(ক) ১১৩টি
(খ) ১১৫টি
(গ) ১১৬টি
(ঘ) ১২০টি
উত্তর: (ক) ১১৩টি

৪৭. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায় মোট কতটি খেলায় অংশ নেন?
(ক) ৩১১টি
(খ) ৩৩১টি
(গ) ৩১৭টি
(ঘ) ৩২৮টি
উত্তর: (ক) ৩১১টি

৪৮. একদিনের ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মোট রান সংখ্যা—
(ক) ১৫ হাজারেরও বেশি
(খ) ১১ হাজারেরও বেশি
(গ) ১২ হাজারেরও বেশি
(ঘ) ১৩ হাজারেরও বেশি
উত্তর: (খ) ১১ হাজারেরও বেশি

৪৯. কত সালে সৌরভ গঙ্গোপাধ্যায় পদ্মশ্রী সম্মান লাভ করেন?
(ক) ২০০০ সালে
(খ) ২০০৪ সালে
(গ) ২০০৮ সালে
(ঘ) ২০১০ সালে
উত্তর: (খ) ২০০৪ সালে

৫০. ২০০৭ সালে আইসিসি-র সেরা মহিলা খেলোয়াড় হিসেবে কে নির্বাচিত হন?
(ক) কুন্তলা ঘোষ দস্তিদার
(খ) ঝুলন গোস্বামী
(গ) স্মৃতি মন্দানা
(ঘ) মিতালি রাজ
উত্তর: (খ) ঝুলন গোস্বামী

৫১. ঝুলন গোস্বামী কবে অর্জুন পুরস্কার লাভ করেন?
(ক) ২০০০ সালে
(খ) ২০০১ সালে
(গ) ২০১০ সালে
(ঘ) ২০১২ সালে
উত্তর: (গ) ২০১০ সালে

৫২. ঝুলন গোস্বামী কবে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন?
(ক) ২০১০ সালে
(খ) ২০১১ সালে
(গ) ২০১২ সালে
(ঘ) ২০১৩ সালে
উত্তর: (গ) ২০১২ সালে

৫৩. নিচের খেলোয়াড়দের মধ্যে যিনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ছিলেন—
(ক) ঝুলন গোস্বামী
(খ) আরতি সাহা
(গ) বুলা চৌধুরী
(ঘ) জ্যোতির্ময়ী শিকদার
উত্তর: (ক) ঝুলন গোস্বামী

৫৪. প্রাতিষ্ঠানিক উদ্যোগে ভারতবর্ষে সাঁতার প্রশিক্ষণ শুরু হয়—
(ক) ১৯১০ সালে
(খ) ১৯১৩ সালে
(গ) ১৯১৯ সালে
(ঘ) ১৯২১ সালে
উত্তর: (খ) ১৯১৩ সালে

৫৫. কলকাতার কলেজ স্কোয়ারে সুইমিং পুল ক্লাব কারা প্রতিষ্ঠিত করে?
(ক) ১৯১১ সালে
(খ) ১৯১৩ সালে
(গ) ১৯২১ সালে
(ঘ) ১৯৩৯ সালে
উত্তর: (খ) ১৯১৩ সালে

৫৬. কলকাতার কোথায় প্রথম আন্তঃপ্রাদেশিক সাঁতার প্রতিযোগিতা শুরু হয়?
(ক) কলেজ স্কোয়ারে
(খ) ওয়েলেসলি স্কোয়ারে
(গ) হেদুয়া সুইমিং ক্লাবে
(ঘ) সন্তোষ মিত্র স্কোয়ারে
উত্তর: (খ) ওয়েলেসলি স্কোয়ারে

৫৭. কত সালে কলকাতায় প্রথম আন্তঃপ্রাদেশিক সাঁতার প্রতিযোগিতা শুরু হয়?
(ক) ১৯৪৮ সালে
(খ) ১৯২০ সালে
(গ) ১৯১৩ সালে
(ঘ) ১৯১৭ সালে
উত্তর: (খ) ১৯২০ সালে

৫৮. সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া কবে গঠিত হয়?
(ক) ১৯৪৮ সালে
(খ) ১৯৪৯ সালে
(গ) ১৯৫০ সালে
(ঘ) ১৯৫৩ সালে
উত্তর: (ক) ১৯৪৮ সালে

৫৯. প্রথম ভারতীয় সাঁতারু হিসেবে কে আমস্টারডাম অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন?
(ক) মিহির সেন
(খ) এস এল ম্যাডক
(গ) জি ডি মুলজি
(ঘ) ডি ডি মূলজি
উত্তর: (ঘ) ডি ডি মূলজি

৬০. প্রতিযোগিতামূলক সাঁতারের সূত্রপাত হয়—
(ক) ভারতে
(খ) লন্ডনে
(গ) ইন্দোনেশিয়ায়
(ঘ) ইংল্যান্ডে
উত্তর: (খ) লন্ডনে

৬১. প্রতিযোগিতামূলক সাঁতারের সূত্রপাত হয়—
(ক) ১৮৩৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮৩৮ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৪০ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৮৩৭ খ্রিস্টাব্দে

৬২. কে প্রথম বুক সাঁতার দিয়ে ইংলিশ চ্যানেল পার হন?
(ক) শচীন নাগ
(খ) মিহির সেন
(গ) ম্যাথু ওয়েব
(ঘ) ডলি নাজির
উত্তর: (গ) ম্যাথু ওয়েব

৬৩. ম্যাথু ওয়েব কত খ্রিস্টাব্দে প্রথম ইংলিশ চ্যানেল পার হন?
(ক) ১৮৬৮ খ্রিস্টাব্দে
(খ) ১৮৩৭ খ্রিস্টাব্দে
(গ) ১৯০০ সালে
(ঘ) ১৮৭৫ খ্রিস্টাব্দে
উত্তর: (ঘ) ১৮৭৫ খ্রিস্টাব্দে

৬৪. আন্তর্জাতিক সুইমিং ফেডারেশন গঠিত হয়-
(ক) ১৯০৬ সালে
(খ) ১৯০৮ সালে
(গ) ১৯১০ সালে
(ঘ) ১৯১২ সালে
উত্তর: (খ) ১৯০৮ সালে

৬৫. কত খ্রিস্টাব্দ থেকে অলিম্পিকে পুরুষদের অংশগ্রহণ শুরু হয়?
(ক) ১৮৭৫ খ্রিস্টাব্দ
(খ) ১৯০০ সাল
(গ) ১৮৯৬ খ্রিস্টাব্দ
(ঘ) ১৮৯৭ খ্রিস্টাব্দ
উত্তর: (গ) ১৮৯৬ খ্রিস্টাব্দ

৬৬. অলিম্পিকে মহিলাদের জন্য সাঁতার প্রতিযোগিতা আয়োজিত হয়-
(ক) ১৯০১ সালে
(খ) ১৯১২ সালে
(গ) ১৯১৪ সালে
(ঘ) ১৯১৬ সালে
উত্তর: (খ) ১৯১২ সালে

৬৭. একজন প্রখ্যাত বাঙালি মহিলা সাঁতারু হলেন-
(ক) ঝুলন গোস্বামী
(খ) বুলা চৌধুরী
(গ) পৌলমী ঘটক
(ঘ) রেশমি শর্মা
উত্তর: (খ) বুলা চৌধুরী

৬৮. প্রথম বাঙালি সাঁতারু, যিনি বিখ্যাত হয়েছিলেন-
(ক) মিহির সেন
(খ) বুলা চৌধুরী
(গ) শচীন নাগ
(ঘ) সহেলী ধর
উত্তর: (ক) মিহির সেন

৬৯. মিহির সেন কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
(ক) বীরভূম
(খ) বাঁকুড়া
(গ) পুরুলিয়া
(ঘ) জলপাইগুড়ি
উত্তর: (গ) পুরুলিয়া

৭০. মিহির সেন ইংল্যান্ডের উদ্দেশে পাড়ি দেন-
(ক) ১৯২০ সালে
(খ) ১৯৩০ সালে
(গ) ১৯৫০ সালে
(ঘ) ১৯৫৭ সালে
উত্তর: (গ) ১৯৫০ সালে

৭১. প্রথম ভারতীয় হিসেবে মিহির সেন কবে ইংলিশ চ্যানেল পার করেন?
(ক) ১৯৫৮ সালের ২৭ সেপ্টেম্বর
(খ) ১৯৫৮ সালের ৩০ নভেম্বর
(গ) ১৯৫৯ সালের ২৫ জানুয়ারি
(ঘ) ১৯৫৯ সালের ২৩ মার্চ
উত্তর: (ক) ১৯৫৮ সালের ২৭ সেপ্টেম্বর

৭২. মিহির সেনকে কবে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়?
(ক) ১৯৫৭ সালে
(খ) ১৯৫৯ সালে
(গ) ১৯৬১ সালে
(ঘ) ১৯৬৩ সালে
উত্তর: (খ) ১৯৫৯ সালে

৭৩. একই বছরে পাঁচটি মহাসাগরে সাঁতার কাটার বিরল খ্যাতি কে অর্জন করেন?
(ক) হেমন্ত সেন
(খ) শচীন নাগ
(গ) মিহির সেন
(ঘ) ডি ডি মুলজি
উত্তর: (গ) মিহির সেন

৭৪. প্রথম কোন্ বাঙালি মহিলা সাঁতার কেটে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন?
(ক) আরতি সাহা
(খ) বুলা চৌধুরী
(গ) উপরোক্ত কেউ নন
(ঘ) সহেলী ধর
উত্তর: (ক) আরতি সাহা

৭৫. আরতি সাহা সাঁতার শেখেন তাঁর-
(ক) কাকার কাছে
(খ) মামার কাছে
(গ) দাদুর কাছে
(ঘ) বাবার কাছে
উত্তর: (ক) কাকার কাছে

৭৬. কবে থেকে আরতি সাহা প্রতিযোগিতামূলক সাঁতারে সফল হতে শুরু করলেন?
(ক) ১৯৪০ সাল
(খ) ১৯৪৫ সাল
(গ) ১৯৪৮ সাল
(ঘ) ১৯৫২ সাল
উত্তর: (খ) ১৯৪৫ সাল

৭৭. ১৯৪৫ থেকে ১৯৫১ সালে পর্যন্ত আরতি সাহা কত বার রাজ্য চ্যাম্পিয়ন হয়েছেন?
(ক) ১০ বার
(খ) ১২ বার
(গ) ১৯ বার
(ঘ) ২২ বার
উত্তর: (ঘ) ২২ বার

৭৮. কত সালের রাজ্য সাঁতার প্রতিযোগিতায় আরতি সাহা ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ডলি নাজিরের গড়া সর্বভারতীয় রেকর্ড ভেঙে দেন?
(ক) ১৯৫০ সালে
(খ) ১৯৫১ সালে
(গ) ১৯৫৩ সালে
(ঘ) ১৯৫৫ সালে
উত্তর: (খ) ১৯৫১ সালে

৭৯. আরতি সাহা ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে যার রেকর্ড ভেঙে দেন তিনি কে?
(ক) ডলি নাজির
(খ) রিচা শর্মা
(গ) রেশমি শর্মা
(ঘ) বুলা চৌধুরী
উত্তর: (ক) ডলি নাজির

৮০. আরতি সাহার আগে মোট কতজন মহিলা ইংলিশ চ্যানেল পার করেছিলেন?
(ক) ১২ জন
(খ) ২৩ জন
(গ) ২৪ জন
(ঘ) ১০ জন
উত্তর: (গ) ২৪ জন

৮১. এশিয়ার প্রথম মেয়ে হিসেবে আরতি সাহা কবে ইংলিশ চ্যানেল জয় করেন?
(ক) ১৯৫৫ সালে
(খ) ১৯৫৯ সালে
(গ) ১৯৬০ সালে
(ঘ) ১৯৬২ সালে
উত্তর: (খ) ১৯৫৯ সালে

৮২. আরতি সাহাকে কবে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়?
(ক) ১৮৬০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৬১ খ্রিস্টাব্দে
(গ) ১৯৬০ সালে
(ঘ) ১৯৬২ সালে
উত্তর: (গ) ১৯৬০ সালে

৮৩. আরতি সাহার পরে আর কোন্ ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল পার হয়েছেন?
(ক) বুলা চৌধুরী
(খ) রিচা শর্মা
(গ) রেশমি শর্মা
(ঘ) উপরোক্ত প্রত্যেকেই
উত্তর: (ঘ) উপরোক্ত প্রত্যেকেই

৮৪. ভারতীয় হকি ফেডারেশন কবে গঠিত হয়?
(ক) ১৯২৪ সালের ৯ আগস্ট
(খ) ১৯২৪ সালের ৭ নভেম্বর
(গ) ১৯২৫ সালের ৯ সেপ্টেম্বর
(ঘ) ১৯২৫ সালের ১০ এপ্রিল
উত্তর: (খ) ১৯২৪ সালের ৭ নভেম্বর

৮৫. প্রথম গঠিত হওয়া ভারতীয় হকি ফেডারেশনের সভাপতি কে ছিলেন?
(ক) সি ই লুয়ার্ড
(খ) এস এল ম্যাডক
(গ) নির্মল চট্টোপাধ্যায়
(ঘ) এইচ এন আনসারি
উত্তর: (ক) সি ই লুয়ার্ড

৮৬. ভারতীয় হকি ফেডারেশন কোথায় গঠিত হয়?
(ক) পুনে
(খ) দিল্লি
(গ) গোয়ালিয়র
(ঘ) কলকাতা
উত্তর: (গ) গোয়ালিয়র

৮৭. সরকারিভাবে ভারত প্রথম অলিম্পিকে যোগ দেয়-
(ক) ১৯২০ সালে
(খ) ১৯২৬ সালে
(গ) ১৯২৮ সালে
(ঘ) ১৯৩৮ সালে
উত্তর: (গ) ১৯২৮ সালে

৮৮. ভারত যে অলিম্পিকে প্রথম যোগ দেয় ও স্বর্ণপদক লাভ করে, সেই অলিম্পিকটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
(ক) আমস্টারডাম
(খ) রোম
(গ) প্যারিস
(ঘ) হেলসিঙ্কি
উত্তর: (ক) আমস্টারডাম

৮৯. ১৯২৮ সাল থেকে ভারতীয় হকি দল পরপর কতবার অলিম্পিকে স্বর্ণপদক লাভ করে?
(ক) ৫ বার
(খ) ৬ বার
(গ) ৭ বার
(ঘ) ৪ বার
উত্তর: (খ) ৬ বার

৯০. ২০০০ খ্রিস্টপূর্বাব্দে কোন্ দেশে হকির মতো একটি খেলা প্রচলিত ছিল বলে অনুমান করা হয়?
(ক) রোমে
(খ) চীনে
(গ) মিশরে
(ঘ) পারস্যে
উত্তর: (ঘ) পারস্যে

৯১. ফ্রান্সে হকি খেলা কী নামে প্রচলিত ছিল?
(ক) হকেট
(খ) হকেন
(গ) হকে
(ঘ) হকেম
উত্তর: (ক) হকেট

৯২. ইংল্যান্ডে হকি খেলা কী নামে প্রথমে পরিচিত ছিল?
(ক) হকেন
(খ) হকেত
(গ) হকে
(ঘ) হকিজ
উত্তর: (গ) হকে

৯৩. হকি খেলার সুনির্দিষ্ট নিয়ম তৈরি হয়-
(ক) ১৮৭৫ খ্রিস্টাব্দে
(খ) ১৮৮৩ খ্রিস্টাব্দে
(গ) ১৯০০ সালে
(ঘ) ১৯২৪ সালে
উত্তর: (ক) ১৮৭৫ খ্রিস্টাব্দে

৯৪. ১৮৮৩-তে হকি খেলার নিয়মের সংস্কার করে কোন ক্লাব?
(ক) লেস্টার ক্লাব
(খ) ম্যানচেস্টার ক্লাব
(গ) উইম্বলডন ক্লাব
(ঘ) অ্যাডিলেড ক্লাব
উত্তর: (গ) উইম্বলডন ক্লাব

৯৫. হকিতে মহিলাদের অংশগ্রহণ শুরু হয়-
(ক) ১৮৮৭ খ্রিস্টাব্দে
(খ) ১৯০০ সালে
(গ) ১৯৩১ সালে
(ঘ) ১৯৭১ সালে
উত্তর: (ক) ১৮৮৭ খ্রিস্টাব্দে

৯৬. আন্তর্জাতিক হকি বোর্ড গড়ে ওঠে কত সালে?
(ক) ১৯০৭ সালে
(খ) ১৮৯২ খ্রিস্টাব্দে
(গ) ১৯০০ সালে
(ঘ) ১৯২২ সালে
উত্তর: (গ) ১৯০০ সালে

৯৭. কত সালে আন্তর্জাতিক হকি প্রতিযোগিতা প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল?
(ক) ১৯১০ সালে
(খ) ১৯২৭ সালে
(গ) ১৯০৭ সালে
(ঘ) ১৯০০ সালে
উত্তর: (গ) ১৯০৭ সালে

৯৮. কোন দুটি দেশের মধ্যে দিয়ে হকি প্রতিযোগিতা শুরু হয়েছিল?
(ক) ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া
(খ) ইংল্যান্ড ও হল্যান্ড
(গ) হল্যান্ড ও স্পেন
(ঘ) ইংল্যান্ড ও ফ্রান্স
উত্তর: (ঘ) ইংল্যান্ড ও ফ্রান্স

৯৯. আন্তর্জাতিক হকি ফেডারেশন গঠিত হয়-
(ক) ১৯২০ সালে
(খ) ১৯২২ সালে
(গ) ১৯২৪ সালে
(ঘ) ১৯২৬ সালে
উত্তর: (গ) ১৯২৪ সালে

১০০. মস্কো অলিম্পিকে মহিলাদের জন্য হকি প্রতিযোগিতা শুরু হয়-
(ক) ১৯৮০ সালে
(খ) ১৯৯৮ সালে
(গ) ১৯৯৯ সালে
(ঘ) ২০০০ সালে
উত্তর: (ক) ১৯৮০ সালে

১০১. কত সালে ভারত হকি বিশ্বকাপে পাকিস্তানকে পরাজিত করে?
(ক) ১৯৭৫ সালে
(খ) ১৯৮৫ সালে
(গ) ১৯৯৫ সালে
(ঘ) ২০০৫ সালে
উত্তর: (ক) ১৯৭৫ সালে

১০২. ১৯৮০ সালে অনুষ্ঠিত মস্কো অলিম্পিকে মহিলাদের হকি প্রতিযোগিতায় ভারত কোন্ স্থান অধিকার করে?
(ক) চতুর্থ
(খ) দ্বিতীয়
(গ) প্রথম
(ঘ) তৃতীয়
উত্তর: (ক) চতুর্থ

১০৩. বাংলা হকি সংস্থা কবে গঠিত হয়?
(ক) ১৮৯৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯৩১ সালে
(গ) ১৯৫১ সালে
(ঘ) ১৯৭১ সালে
উত্তর: (খ) ১৯৩১ সালে

১০৪. কলকাতায় বেটন কাপ প্রতিযোগিতা শুরু হয়-
(ক) ১৮৯৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯২৯ সালে
(গ) ১৯৭১ সালে
(ঘ) ১৯৩৩ সালে
উত্তর: (ক) ১৮৯৫ খ্রিস্টাব্দে

১০৫. কলকাতায় অনুষ্ঠিত প্রথম ‘বেটন কাপ’ প্রতিযোগিতায় জয়ী হয় কোন্ ক্লাব?
(ক) ট্রেডার্স ক্লাব
(খ) ওয়েলেসলি ক্লাব
(গ) রেঞ্জার্স ক্লাব
(ঘ) ক্লাডিয়াস ক্লাব
উত্তর: (গ) রেঞ্জার্স ক্লাব

১০৬. কবে রেঞ্জার্স ক্লাব বেটন কাপ হকি প্রতিযোগিতায় জয়লাভ করে?
(ক) ১৮৯৩ খ্রিস্টাব্দে
(খ) ১৮৯৪ খ্রিস্টাব্দে
(গ) ১৮৯৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯৭ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৮৯৫ খ্রিস্টাব্দে

১০৭. রেঞ্জার্স ক্লাব কলকাতায় কোন্ খেলার প্রচলন করে?
(ক) সাঁতার
(খ) হকি
(গ) টেবিল টেনিস
(ঘ) তিরন্দাজি
উত্তর: (খ) হকি

১০৮. পশ্চিমবঙ্গে হকির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন-
(ক) কুমারেশ সেন
(খ) উমাপতি কুমার
(গ) ধ্যানচাঁদ
(ঘ) ভেস পেজ
উত্তর: (ক) কুমারেশ সেন

১০৯. ধ্যানচাঁদ কোথায় হকি খেলার কথা বারবার স্মরণ করেছেন?
(ক) কলকাতায়
(খ) দিল্লিতে
(গ) পাঞ্জাবে
(ঘ) আসামে
উত্তর: (ক) কলকাতা

১১০. ‘গোল’ কার আত্মজীবনী?
(ক) লেসলি ক্লডিয়াস
(খ) ধ্যানচাঁদ
(গ) ভেস পেজ
(ঘ) ধনরাজ পিল্লাই
উত্তর: (খ) ধ্যানচাঁদ

১১১. ভারতীয় হকির স্বর্ণযুগ বলা হয় কোন সময়পর্বকে?
(ক) ১৯২০ থেকে ১৯৫০ সাল
(খ) ১৯২৮ থেকে ১৯৫৬ সাল
(গ) ১৯৩০ থেকে ১৯৫৯ সাল
(ঘ) ১৯৩২ থেকে ১৯৬২ সাল
উত্তর: (খ) ১৯২৮ থেকে ১৯৫৬ সাল

১১২. বাংলার হকি খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্য হলেন-
(ক) কেশব দত্ত
(খ) লেসলি ক্লডিয়াস
(গ) ভেস পেজ
(ঘ) উপরোক্ত প্রত্যেকে
উত্তর: (ঘ) উপরোক্ত প্রত্যেকে

১১৩. সর্বোচ্চ পদকজয়ী হকি খেলোয়াড় হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড-এ নাম তোলেন-
(ক) ধ্যানচাঁদ
(খ) কেশব দত্ত
(গ) লেসলি ক্লডিয়াস
(ঘ) ভেস পেজ
উত্তর: (গ) লেসলি ক্লডিয়াস

১১৪. অলিম্পিকে তিনবার সোনা জেতা ভারতীয় হকি দলে কোন খেলোয়ার ছিলেন?
(ক) লিয়েন্ডার পেজ
(খ) লেসলি ক্লডিয়াস
(গ) ধনরাজ পিল্লাই
(ঘ) হরমনপ্রীত সিং
উত্তর: (খ) লেসলি ক্লডিয়াস

১১৫. ভারত সরকার কবে লেসলি ক্লডিয়াসকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন?
(ক) ১৯৭০ সালে
(খ) ১৯৭১ সালে
(গ) ১৯৭২ সালে
(ঘ) ১৯৭৩ সালে
উত্তর: (খ) ১৯৭১ সালে

আরও পড়ুন : আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর

আরও পড়ুন : দিগ্বিজয়ের রূপকথা কবিতার MCQ

আরও পড়ুন : অন্ধকার লেখাগুচ্ছ MCQ প্রশ্ন উত্তর

আরও পড়ুন : পোটরাজ গল্পের MCQ

আরও পড়ুন : বাংলা গানের ধারা MCQ প্রশ্ন উত্তর

Leave a Comment