আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর প্রভাতকুমার মুখোপাধ্যায়
১। আদরিণী গল্পটির রচয়িতা-
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) প্রভাতকুমার মুখোপাধ্যায়
(গ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
(ঘ) প্রেমেন্দ্র মিত্র।
উত্তরঃ (খ) প্রভাতকুমার মুখোপাধ্যায় ✓
২। আদরিণী গল্পটি প্রথম কোন্ পত্রিকায় প্রকাশিত হয়?
(ক) সাহিত্য
(খ) প্রবাসী
(গ) বঙ্গদর্শন
(ঘ) পরিচয়।
উত্তরঃ (ক) সাহিত্য ✓
৩। কবে ‘আদরিণী’ গল্পটি প্রথম প্রকাশিত হয়?
(ক) ১৩২১ বঙ্গাব্দে
(খ) ১৩১৯ বঙ্গাব্দে
(গ) ১৪২০ বঙ্গাব্দে
(ঘ) ১৩২০ বঙ্গাব্দে।
উত্তরঃ (ঘ) ১৩২০ বঙ্গাব্দে ✓
৪। প্রভাতকুমারের ‘আদরিণী’ গল্পে ক-টি পরিচ্ছেদ রয়েছে?
(ক) ছয়টি
(খ) সাতটি
(গ) আটটি
(ঘ) নয়টি।
উত্তরঃ (খ) সাতটি ✓
৫। ‘আদরিণী’-আসলে কে?
(ক) একটি গাভী
(খ) একটি উট
(গ) একটি হাতি
(ঘ) একটি ঘোড়া।
উত্তরঃ (গ) একটি হাতি ✓
৬। আদরিণী গল্পটি শুরু হয় কোন্ বারে?
(ক) শুক্রবার
(খ) শনিবার
(গ) রবিবার
(ঘ) সোমবার।
উত্তরঃ (খ) শনিবার ✓
৭। কারা পান চিবোতে চিবোতে এলেন?
(ক) নগেন ডাক্তার ও জুনিয়ার উকিল কুঞ্জবিহারীবাবু
(খ) কুঞ্জবিহারী ডাক্তার ও জুনিয়ার উকিল নগেন
(গ) পীরগঞ্জের বাবুরা
(ঘ) শ্রীনরেশচন্দ্র রায়চৌধুরী ও উমাচরণ লাহিড়ী।
উত্তরঃ (ক) নগেন ডাক্তার ও জুনিয়ার উকিল কুঞ্জবিহারীবাবু ✓
৮। নগেন ডাক্তার ও কুঞ্জবিহারীবাবু কী খেতে খেতে এসেছিলেন?
(ক) তামাক
(খ) পান
(গ) জর্দা
(ঘ) আমলকি।
উত্তরঃ (খ) পান ✓
৯। পাড়ার ডাক্তারের নাম-
(ক) খগেন
(খ) গগন
(গ) নগেন
(ঘ) কুঞ্জ।
উত্তরঃ (গ) নগেন ✓
১০। জুনিয়ার উকিলটি হলেন-
(ক) বংশীবিহারীবাবু
(খ) ব্রহ্মচারীবাবু
(গ) নরেশচন্দ্রবাবু
(ঘ) কুঞ্জবিহারীবাবু।
উত্তরঃ (ঘ) কুঞ্জবিহারীবাবু ✓
১১। নগেন ডাক্তার ও কুঞ্জবিহারীবাবু যাঁর নিকটে এসেছিলেন, তিনি –
(ক) জয়রাম মোক্তার
(খ) জয়রাম ডাক্তার
(গ) মহারাজ নরেশচন্দ্র
(ঘ) ডেপুটিবাবু।
উত্তরঃ (ক) জয়রাম মোক্তার ✓
১২। নগেন ডাক্তার ও কুঞ্জবিহারীবাবু কী দুলিয়ে জয়রাম মোক্তারের কাছে এসেছিলেন?
(ক) ছাতা
(খ) হাতের ছড়ি
(গ) হাতের বালা
(ঘ) গলার মালা।
উত্তরঃ (খ) হাতের ছড়ি ✓
১৩। কাদের বাড়ি থেকে নিমন্ত্রণ এসেছিল?
(ক) বীরপুরের বাবুদের বাড়ি
(খ) মহারাজ নরেশচন্দ্রের বাড়ি
(গ) জয়রাম মুখুয্যের বাড়ি
(ঘ) পীরগঞ্জের বাবুদের বাড়ি।
উত্তরঃ (ঘ) পীরগঞ্জের বাবুদের বাড়ি ✓
১৪। “মুখুয্যে মশায়, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি”- ‘আমরা’ বলতে এখানে কাদের কথা বলা হয়েছে?
(ক) নৃপেন ও কুঞ্জবিহারী
(খ) জয়রাম ও কুঞ্জবিহারী
(গ) নগেন ও কুঞ্জবিহারী
(ঘ) মোক্তার ও নৃপেন।
উত্তরঃ (গ) নগেন ও কুঞ্জবিহারী ✓
১৫। কার বিয়ের নিমন্ত্রণ এসেছে?
(ক) আদরিণীর
(খ) মেজোবাবুর মেয়ের
(গ) বড়োবাবুর মেয়ের
(ঘ) কল্যাণীর।
উত্তরঃ (খ) মেজোবাবুর মেয়ের ✓
১৬। কার মেয়ের বিয়ে?
(ক) বড়োবাবুর
(খ) মেজোবাবুর
(গ) সেজোবাবুর
(ঘ) ছোটোবাবুর।
উত্তরঃ (খ) মেজোবাবুর ✓
১৭। মেজোবাবুর বাড়ি কোথায় ছিল?
(ক) কলকাতা
(খ) বেনারস
(গ) বাঁকুড়া
(ঘ) পীরগঞ্জ।
উত্তরঃ (ঘ) পীরগঞ্জ। ✓
১৮। মেজোবাবুর মেয়ের বিয়ে—
(ক) রবিবার
(খ) মঙ্গলবার
(গ) শুক্রবার
(ঘ) সোমবার।
উত্তরঃ (ঘ) সোমবার। ✓
১৯। শোনা যায়, মেজোবাবুর মেয়ের বিয়েতে নাকি—
(ক) ভারি ধুমধাম হবে
(খ) বাজি ফাটানো হবে
(গ) নিরামিষ রান্না হবে
(ঘ) হাতি আসবে।
উত্তরঃ (ক) ভারি ধুমধাম হবে ✓
২০। বেনারস থেকে আসছে—
(ক) খেমটা
(খ) জাদুকর
(গ) বাজনদার
(ঘ) বাই।
উত্তরঃ (ঘ) বাই।
২১। কোথা থেকে খেমটা আসছে?
(ক) বেনারস
(খ) কলকাতা
(গ) মুরশিদাবাদ
(ঘ) কোচবিহার।
উত্তরঃ (খ) কলকাতা। ✓
২২। মেজোবাবুর মেয়ের বিয়েতে কলকাতা থেকে আসছে—
(ক) খেমটা
(খ) গম্ভীরা
(গ) কবিগানের দল
(ঘ) বহুরূপী।
উত্তরঃ (ক) খেমটা। ✓
২৩। কার বিয়েতে কলকাতা থেকে খেমটা ও বেনারস থেকে বাই আসবে?
(ক) কল্যাণীর
(খ) আদরিণীর
(গ) জয়রাম মোক্তারের মেয়ের
(ঘ) মেজোবাবুর মেয়ের।
উত্তরঃ (ঘ) মেজোবাবুর মেয়ের। ✓
২৪। মোক্তার মহাশয় হুঁকো টানছিলেন—
(ক) বৈঠকখানার বারান্দায় দাঁড়িয়ে
(খ) শয়নকক্ষের মধ্যে শয্যার শায়িত অবস্থায়
(গ) বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসে
(ঘ) বাগানে আরামকেদারায় বসে।
উত্তরঃ (গ) বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসে। ✓
২৫। বেঞ্চিতে বসে মোক্তার মহাশয়—
(ক) পান চিবোচ্ছিলেন
(খ) হুঁকো হাতে করে তামাক টানছিলেন
(গ) গঞ্জিকা সেবন করছিলেন
(ঘ) চুরুটের ধোঁয়া ছাড়ছিলেন।
উত্তরঃ (খ) হুঁকো হাতে করে তামাক টানছিলেন। ✓
২৬। কোথায় বসে মোক্তার মহাশয় হুঁকো টানছিলেন?—
(ক) বেঞ্চিতে
(খ) আরামকেদারায়
(গ) দালানে
(ঘ) তক্তপোশে।
উত্তরঃ (ক) বেঞ্চিতে। ✓
২৭। জয়রাম হুঁকো হাতে করে যা টানছিলেন, সেটি ছিল—
(ক) চুরুট
(খ) গড়গড়া
(গ) গঞ্জিকা
(ঘ) তামাক।
উত্তরঃ (ঘ) তামাক। ✓
২৮। আগন্তুকের প্রশ্ন শুনে জয়রাম মোক্তার—
(ক) বিভ্রান্ত হয়ে পড়লেন
(খ) হাসিতে ফেটে পড়লেন
(গ) হুঁকোটি নামিয়ে ধরে উত্তেজিত স্বরে বলা শুরু করলেন
(ঘ) তন্দ্রা ভেঙে উঠে দাঁড়ালেন।
উত্তরঃ (গ) হুঁকোটি নামিয়ে ধরে উত্তেজিত স্বরে বলা শুরু করলেন। ✓
২৯। হুঁকোটি নামিয়ে ধরে জয়রাম মোক্তার কোন্ স্বরে কথা বলেছিলেন?—
(ক) রাগান্বিত
(খ) উদ্বেলিত
(গ) সচকিত
(ঘ) উত্তেজিত।
উত্তরঃ (ঘ) উত্তেজিত। ✓
৩০। “কি রকম? আমি নিমন্ত্রণ পাব না কি রকম?”—উক্তিটি করেছেন—
(ক) নগেন ডাক্তার
(খ) জয়রাম মোক্তার
(গ) উকিল কুঞ্জবিহারী
(ঘ) আগন্তুক।
উত্তরঃ (খ) জয়রাম মোক্তার। ✓
৩১। জয়রাম কত দিন ধরে মেজোবাবুদের এস্টেটের মোক্তার হিসেবে কর্মরত?
(ক) বিশ বছর
(খ) দশ বছর
(গ) পাঁচ বছর
(ঘ) পনেরো বছর।
উত্তরঃ (ক) বিশ বছর। ✓
৩২। জয়রাম, মেজোবাবুদের কোন্ বিষয়ের বাঁধা মোক্তার?
(ক) চা বাগানের
(খ) বাগানবাড়ির
(গ) কোম্পানির
(ঘ) এস্টেটের।
উত্তরঃ (ঘ) এস্টেটের। ✓
৩৩। “এইটে কি সম্ভব মনে কর?”- কী সম্ভব নয়?
(ক) জয়রাম মোক্তারের অনুপস্থিতিতে মেলায় যাওয়া
(খ) হাতির পিঠে চড়ে বিয়েবাড়িতে যাওয়া
(গ) জয়রাম মোক্তারকে বাদ দিয়ে নগেন ডাক্তার আর কুঞ্জবিহারীকে নিমন্ত্রণ করা
(ঘ) ধুমধাম করে মেজোবাবুর মেয়ের বিয়ে হওয়া।
উত্তরঃ (গ) জয়রাম মোক্তারকে বাদ দিয়ে নগেন ডাক্তার আর কুঞ্জবিহারীকে নিমন্ত্রণ করা। ✓
৩৪। কাকে সকলেই চেনে?
(ক) নগেন ডাক্তারকে
(খ) জয়রাম মোক্তারকে
(গ) কুঞ্জবিহারীকে
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) জয়রাম মোক্তারকে। ✓
৩৫। স্বভাববশত, জয়রাম মোক্তার অতি অল্প কারণেই—
(ক) তীব্র অভিমান করেন
(খ) তীব্র রাগে ফেটে পড়েন
(গ) খুব সন্দেহ করেন
(ঘ) অতিরিক্ত চিন্তা করেন।
উত্তরঃ (ক) তীব্র অভিমান করেন। ✓
৩৬। জয়রাম মোক্তারের হৃদয়খানি কীরূপ?
(ক) নারিকেলের মতো শক্ত
(খ) জিলিপির মতো প্যাঁচালো
(গ) লৌহকঠিন
(ঘ) কুসুমের মতো কোমল।
উত্তরঃ (ঘ) কুসুমের মতো কোমল। ✓
৩৭। জয়রাম মোক্তারের হৃদয়খানি কীসে ভরপুর?
(ক) হিংসায় ও লোভে
(খ) মায়ায় ও ভালোবাসায়
(গ) স্নেহে ও বন্ধুবাৎসল্যে
(ঘ) প্রেমে ও বাৎসল্যে।
উত্তরঃ (গ) স্নেহে ও বন্ধুবাৎসল্যে। ✓
৩৮। “… সেই জানিয়াছে”-কে জেনেছে?
(ক) জয়রাম মোক্তারের ছেলেরা
(খ) যারা জয়রাম মোক্তারের সঙ্গে কিছুদিনও ব্যাবসা করেছেন
(গ) যারা জয়রাম মোক্তারের আশ্রয়প্রাপ্ত ছিলেন না
(ঘ) আগন্তুকগণ।
উত্তরঃ (খ) যারা জয়রাম মোক্তারের সঙ্গে কিছুদিনও ব্যাবসা করেছেন। ✓
৩৯। “… সেই জানিয়াছে”-কী জেনেছে?
(ক) জয়রাম মোক্তারের হৃদয়খানি স্নেহে ও বাৎসল্যে কুসুমের মতো কোমল
(খ) জয়রাম মোক্তার বড়ো হিসেবি লোক
(গ) জয়রাম মোক্তার সর্বকালের সেরা মোক্তার
(ঘ) জয়রাম মোক্তার পশুপ্রেমী।
উত্তরঃ (ক) জয়রাম মোক্তারের হৃদয়খানি স্নেহে ও বাৎসল্যে কুসুমের মতো কোমল। ✓
৪০। “আপনি রাগ করলেন মুখুয্যে মশায়?”-উক্তিটি কার?
(ক) নগেন ডাক্তারের
(খ) ভৃত্যের
(গ) মেজোবাবুর
(ঘ) কুঞ্জবিহারীর।
উত্তরঃ (ঘ) কুঞ্জবিহারীর। ✓
৪২। জয়রাম মোক্তারের কাছে উপকৃত হয়েছেন সকল—
(ক) বিষয়ী লোক
(খ) মোক্তার
(গ) হাকিম
(ঘ) ধনী ব্যক্তি।
উত্তরঃ (ক) বিষয়ী লোক। ✓
৪৩। কারা জয়রাম মোক্তারের খাতির করে?
(ক) তাঁর শাগরেদরা
(খ) ডেপুটিরা
(গ) বিষয়ী লোকেরা
(ঘ) ব্যবসায়ীরা।
উত্তরঃ (গ) বিষয়ী লোকেরা। ✓
৪৪। উকিল কুঞ্জবিহারীর জিজ্ঞাসার তাৎপর্য ছিল—
(ক) জয়রাম মোক্তার, মহারাজের প্রীতিভাজন কি না তা জানা
(খ) জয়রাম মোক্তার, মেজোবাবুর মেয়ের বিয়েতে পীরগঞ্জে যাবেন কি না তা জানা
(গ) জয়রাম মোক্তারের শরীর-স্বাস্থ্যের খোঁজ নেওয়া
(ঘ) জয়রাম মোক্তারের সুনাম করা।
উত্তরঃ (খ) জয়রাম মোক্তার, মেজোবাবুর মেয়ের বিয়েতে পীরগঞ্জে যাবেন কি না তা জানা। ✓
৪৫। পীরগঞ্জে কার বাড়ি?
(ক) মেজোবাবুর
(খ) জয়রামের
(গ) নগেনবাবুর
(ঘ) কুঞ্জবিহারীর।
উত্তরঃ (ক) মেজোবাবুর। ✓
৪৬। জয়রাম মুখোপাধ্যায় নরম হয়ে বললেন
(ক) “ভায়ারা, বস।”
(খ) “ভায়ারা, এস।”
(গ) “যাবার ত খুবই ইচ্ছে”
(ঘ) “এই কথা?”।
উত্তরঃ (ক) “ভায়ারা, বস।” ✓
৪৭। জয়রাম নরম সুরে নগেন ডাক্তার ও উকিল কুঞ্জবিহারীকে কোথায় বসতে বলেছিলেন?
(ক) আরামকেদারায়
(খ) বেঞ্চিতে
(গ) পালঙ্কে
(ঘ) পালকিতে।
উত্তরঃ (খ) বেঞ্চিতে ✓
৪৮। কোথায় গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা জয়রামের পক্ষে কঠিন হবে?
(ক) বামুনহাটায়
(খ) রাজবাড়িতে
(গ) পীরগঞ্জে
(ঘ) বীরপুরে।
উত্তরঃ (গ) পীরগঞ্জে ✓
৪৯। পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করলে জয়রামের-
(ক) ব্যবসায় ক্ষতি হবে
(খ) শরীর খারাপ হবে
(গ) মানসম্মান খোয়া যাবে
(ঘ) কাছারি কামাই হবে।
উত্তরঃ (ঘ) কাছারি কামাই হবে। ✓
৫০। জয়রামের ক-দিন কাছারি কামাই হবে?
(ক) দু-দিন
(খ) চারদিন
(গ) একদিন
(ঘ) সাতদিন।
উত্তরঃ (ক) দু-দিন ✓
৫১। বিয়েবাড়ি গেলে কোন্ কোন্ বার জয়রাম মোক্তারের কাছারি কামাই হবে?
(ক) শনি-রবি
(খ) বুধ-বৃহস্পতি
(গ) মঙ্গল-বুধ
(ঘ) সোম-মঙ্গল।
উত্তরঃ (ঘ) সোম-মঙ্গল। ✓
৫২। “তারা ভারি মনে দুঃখিত হবে।”-কেন?
(ক) জয়রাম মোক্তার, মেজোবাবুর মেয়ের বিয়েতে গেলে
(খ) জয়রাম মোক্তার, মেজোবাবুর মেয়ের বিয়েতে না গেলে
(গ) জয়রাম মোক্তার কাছারি কামাই করলে
(ঘ) মহারাজ নরেশচন্দ্র, মেজোবাবুর মেয়ের বিয়েতে উপস্থিত থাকতে না পারলে।
উত্তরঃ (খ) জয়রাম মোক্তার, মেজোবাবুর মেয়ের বিয়েতে না গেলে ✓
৫৩। তোমরা যাচ্ছ?”- ‘তোমরা’ কারা?
(ক) নগেন ডাক্তার ও জয়রাম মোক্তার
(খ) মেজোবাবু ও তাঁর মেয়ে
(গ) মহারাজ নরেশচন্দ্র ও তাঁর সভাসদগণ
(ঘ) নগেন ডাক্তার ও জুনিয়ার উকিল।
উত্তরঃ (ঘ) নগেন ডাক্তার ও জুনিয়ার উকিল। ✓
৫৪। ‘যাবার ত খুবই ইচ্ছে”-যাওয়ার খুবই ইচ্ছে কার?
(ক) নগেন ডাক্তারের
(খ) জয়রাম মুখুজ্জের
(গ) কল্যাণীর
(ঘ) লাহিড়ী মশায়ের।
উত্তরঃ (ক) নগেন ডাক্তারের ✓
৫৫। পীরগঞ্জে কীভাবে যাওয়ার পথ নেই?
(ক) গোরুর গাড়িতে
(খ) হাতিতে
(গ) ঘোড়ার গাড়িতে
(ঘ) পালকিতে।
উত্তরঃ (গ) ঘোড়ার গাড়িতে ✓
৫৬। গোরুর গাড়ি করে পীরগঞ্জে যেতে সময় লাগবে-
(ক) একদিন
(খ) দুদিন
(গ) দুই প্রহর
(ঘ) দুই-তিন দিন।
উত্তরঃ (খ) দুদিন ✓
৫৭। গোরুর গাড়িতে করে পীরগঞ্জে গেলে ফিরতে সময় লাগবে-
(ক) দুদিন
(খ) দুঘণ্টা
(গ) একবেলা
(ঘ) চার ঘণ্টা।
উত্তরঃ (ক) দুদিন ✓
৫৮। “সেও যোগাড় হওয়া মুস্কিল।”-কী জোগাড় হওয়া মুশকিল?
(ক) ঘোড়ার গাড়ি
(খ) গোরুর গাড়ি
(গ) মোটর গাড়ি
(ঘ) পালকি।
উত্তরঃ (ঘ) পালকি। ✓
৫৯। মুখুজ্জে মশায় পীরগঞ্জে নিমন্ত্রণ রক্ষা করতে গেলে রাজবাড়ি থেকে কী আনিয়ে নেবেন?
(ক) ঘোড়া
(খ) ফিটন গাড়ি
(গ) হাতি
(ঘ) পালকি।
উত্তরঃ (গ) হাতি ✓
৬০। আগন্তুকগণ কীসে চড়ে দিব্যি আরামে যেতে পারবেন?
(ক) হাতিতে
(খ) ঘোড়ায়
(গ) পালকিতে
(ঘ) গাড়িতে।
উত্তরঃ (ক) হাতিতে ✓
৬১। যে মহারাজ, জয়রাম মোক্তারের মক্কেল, তাঁর নাম-
(ক) হরিশচন্দ্র
(খ) নরেশচন্দ্র
(গ) উমেশচন্দ্র
(ঘ) রাধামোহন।
উত্তরঃ (খ) নরেশচন্দ্র ✓
৬২। মহারাজ নরেশচন্দ্র হলেন জয়রাম মোক্তারের-
(ক) পূর্বপুরুষ
(খ) পৃষ্ঠপোষক
(গ) মক্কেল
(ঘ) প্রভু।
উত্তরঃ (গ) মক্কেল ✓
৬৩। জয়রাম মুখোপাধ্যায় কার আমল থেকে মহারাজ নরেশচন্দ্রের মোক্তার?
(ক) মহারাজের মাতার আমল
(খ) মহারাজের পিতার আমল
(গ) মহারাজের পিতামহের আমল
(ঘ) স্বয়ং তাঁর আমল।
উত্তরঃ (খ) মহারাজের পিতার আমল ✓
৬৪। “আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে। না গেলে ছাড়ছিনে।”- বক্তা হলেন-
(ক) নগেন ডাক্তার
(খ) রাজা নরেশচন্দ্র
(গ) ভৃত্য
(ঘ) কুঞ্জবিহারীবাবু।
উত্তরঃ (ঘ) কুঞ্জবিহারীবাবু ✓
৬৫। জয়রাম মুখুয্যের কী শোনবার বয়স নেই?
(ক) বাই খেমটা
(খ) ভজন-কীর্তন
(গ) কটুকথা
(ঘ) কবিগান।
উত্তরঃ (ক) বাই খেমটা ✓
৬৬। কার বাই খেমটা শোনবার বয়স নেই?
(ক) মহারাজ নরেশচন্দ্রের
(খ) মোক্তার মশায়ের
(গ) নগেন ডাক্তারের
(ঘ) ভৃত্যের।
উত্তরঃ (খ) মোক্তার মশায়ের ✓
৬৭। জয়রাম মোক্তার মাথায় কী বেঁধে পীরগঞ্জের বিয়েবাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন?
(ক) পট্টি
(খ) রঙিন কাপড়
(গ) গামছা
(ঘ) পগগ
উত্তরঃ (ঘ) পগগ ✓
৬৮। হাতে করে কী নিয়ে জয়রাম মুখুয্যে অতিথিদের অভ্যর্থনা জানাবেন?
(ক) সুগন্ধি
(খ) থেলো হুঁকো
(গ) গোলাপ জল
(ঘ) ফুল।
উত্তরঃ (খ) থেলো হুঁকো ✓
৬৯। মেজোবাবুর মেয়ের বিয়েতে, থেলো হুঁকো হাতে করে জয়রাম মোক্তার-
(ক) সুখটান দেবেন
(খ) বাই খেমটা শুনবেন
(গ) লোকজনের অভ্যর্থনা করবেন
(ঘ) অতিথিরূপে আসন গ্রহণ করবেন।
উত্তরঃ (গ) লোকজনের অভ্যর্থনা করবেন ✓
৭০। “আর তোমরা বসে শুনবে-“- কী শোনার কথা বলা হয়েছে?
(ক) “দিল মেরা ভর দে”
(খ) “পিয়া মুঝে ভর দে”
(গ) “মন মেরা ভর দে”
(ঘ) “পেয়ালা মুঝে ভর দে”।
উত্তরঃ (ঘ) “পেয়ালা মুঝে ভর দে” ✓
আরও পড়ুন : পর্যটকদের দৃষ্টিতে ভারত MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : আঞ্চলিক রাজধানী ও রাজ্যগঠন MCQ প্রশ্ন উত্তর