শ্রীকৃষ্ণকীর্তন MCQ ১ম সেমিস্টার
শ্রীকৃষ্ণকীর্তন MCQ ১ম সেমিস্টার
১। বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দীকে বলা হয়-
(ক) অন্ধকার যুগ
(খ) সুবর্ণ যুগ
(গ) গৌরবময় যুগ
(ঘ) সৃষ্টিশীল যুগ।
২। বাংলা সাহিত্যের ইতিহাসে ‘মধ্যযুগ’ বলতে কোন্ সময়কালকে বোঝানো হয়ে থাকে?
(ক) খ্রিস্টীয় চতুর্দশ থেকে ষোড়শ শতাব্দী
(খ) খ্রিস্টীয় ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতাব্দী
(গ) খ্রিস্টীয় পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী
(ঘ) খ্রিস্টীয় পঞ্চদশ থেকে সপ্তদশ শতাব্দী।
৩। মধ্যযুগের কাব্যভাবনা ও রচনার বিবর্তনের পথরেখা অনুসরণ করে মধ্যযুগের সাহিত্যকে ক-টি ভাগে ভাগ করা যায়?
(ক) এক
(খ) দুই
(গ) তিন
(ঘ) চার।
৪। বাংলা সাহিত্যের ইতিহাসে ‘প্রাচৈতন্য পর্ব বলে চিহ্নিত করা হয়ে থাকে যে সময়কালকে
(ক) চতুর্দশ-পঞ্চদশ শতাব্দী
(খ) পঞ্চদশ-ষোড়শ শতাব্দী
(গ) ষোড়শ-সপ্তদশ শতাব্দী
(ঘ) সপ্তদশ-অষ্টাদশ শতাব্দী।
৫। কোন্ শতাব্দীকে ‘চৈতন্যপর্ব হিসেবে চিহ্নিত করা হয়? –
(ক) চতুর্দশ
(খ) পঞ্চদশ
(গ) ষোড়শ
(ঘ) সপ্তদশ।
৬। বাংলা সাহিত্যের ইতিহাসে ‘চৈতন্যোত্তর পর্ব’ বলে চিহ্নিত করা হয়ে থাকে কোন্ সময়কালকে?
(ক) পঞ্চদশ-ষোড়শ শতাব্দী
(খ) ষোড়শ-সপ্তদশ শতাব্দী
(গ) সপ্তদশ-অষ্টাদশ শতাব্দী
(ঘ) চতুর্দশ-পঞ্চদশ শতাব্দী।
৭। নিম্নোক্ত কোন্ সাহিত্যকর্মটি প্রাকচৈতন্য যুগে রচিত?
(ক) বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন
(খ) চৈতন্যজীবনী সাহিত্য
(গ) ভারতচন্দ্রের অন্নদামঙ্গল
(ঘ) আরাকান রাজসভার কবিদের কাব্য।
৮। নিম্নোক্ত কোন্ কাব্যটি চৈতন্যোত্তর যুগে রচিত হয়?
(ক) মালাধর বসুর শ্রীকৃষ্ণবিজয়
(খ) শাক্ত পদাবলি
(গ) কৃত্তিবাসী রামায়ণ
(ঘ) বিদ্যাপতির বৈয়ব পদাবলি।
৯। কবি ভারতচন্দ্রের মৃত্যু কোন্ সময়ে?
(ক) ১৭৬০ খ্রিস্টাব্দে
(খ) ১৭৫৭ খ্রিস্টাব্দে
(গ) ১৭৬৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৭২ খ্রিস্টাব্দে।
১০। কোন্ সময়কালকে বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধি বলা হয়ে থাকে?
(ক) ১৬৬০-১৭০০ খ্রিস্টাব্দ
(খ) ১৭০০-১৭৬০ খ্রিস্টাব্দ
(গ) ১৭৬০-১৮০০ খ্রিস্টাব্দ
(ঘ) ১৮০০-১৮৬০ খ্রিস্টাব্দ।
শ্রীকৃষ্ণকীর্তন MCQ ১ম সেমিস্টার
১১। ‘যুগসন্ধিক্ষণ কোন্ যুগ থেকে কোন্ যুগে উত্তরণের সময়কাল
(ক) প্রাচীন থেকে মধ্যযুগে
(খ) প্রাচীন থেকে আদি-মধ্যযুগে
(গ) আদি-মধ্য থেকে অন্ত্য-মধ্যযুগে
(ঘ) মধ্য থেকে আধুনিক যুগে।
১২। বাংলা সাহিত্যের সূচনা হয়েছিল কোন্ শতাব্দীতে?
(ক) দশম শতাব্দী
(খ) একাদশ শতাব্দী
(গ) দ্বাদশ শতাব্দী
(ঘ) ত্রয়োদশ শতাব্দী।
১৩। বাংলা সাহিত্যের আদি নিদর্শন হল
(ক) চর্যাপদ
(খ) শ্রীকৃষ্ণকীর্তন
(গ) শ্রীকৃয়বিজয়
(ঘ) শাক্ত পদাবলি।
১৪। চর্যাপদের গানগুলির রচয়িতা
(ক) বড়ু চণ্ডীদাস
(খ) বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যরা
(গ) ভারতচন্দ্র
(ঘ) সেন রাজারা।
১৫। জন্মলগ্নে বাংলা ভাষা কোন্ রাজাদের পৃষ্ঠপোষকতা করেছিল?
(ক) গুপ্ত রাজা
(খ) সেন রাজা
(গ) পাল রাজা
(ঘ) চোল রাজা।
১৬। ব্রাহ্মণ্য সংস্কৃতির ধারক হিসেবে সংস্কৃত ভাষাকে স্বীকৃতি দিয়েছিলেন কোন্ রাজারা?
(ক) চোল রাজারা
(খ) সেন রাজারা
(গ) গুপ্ত রাজারা
(ঘ) পাল রাজারা।
১৭। এদেশে তুর্কি আক্রমণ শুরু হয় –
(ক) একাদশ শতাব্দীর একেবারে প্রথমে
(খ) একাদশ শতাব্দীর একেবারে শেষে
(গ) দ্বাদশ শতাব্দীর একবোরে প্রথমে
(ঘ) দ্বাদশ শতাব্দীর একেবারে শেষে।
১৮। চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি গৌড়বঙ্গে শান্তিশৃঙ্খলা স্থাপন করেন-
(ক) মালাধর বসু
(খ) শশাঙ্ক
(গ) রাজা গণেশ
(ঘ) সামসুদ্দীন ইলিয়াস শাহ্।
১৯। গৌড়ের সিংহাসনে সম্রাট হোসেন শাহ অধিষ্ঠিত ছিলেন –
(ক) ১৪৯৩-৯৪ খ্রিস্টাব্দে
(গ) ১৪৯৫-৯৬ খ্রিস্টাব্দে
(খ) ১৪৯৪-৯৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৪৯৬-৯৭ খ্রিস্টাব্দে।
২০। হিন্দু কবিদের ভাষায় হোসেন শাহ ছিলেন-
(ক) রাক্ষস রাজা
(খ) মিত্র নৃপতিতিলক
(গ) নৃপতিতিলক
(ঘ) কোনোটিই নয়।
শ্রীকৃষ্ণকীর্তন MCQ ১ম সেমিস্টার
২১। এদেশে আর্য অধিকার বিস্তৃত হওয়ার আগে কোন্ কোন্ গোষ্ঠীর বাস ছিল?
(ক) অস্ট্রিক-দ্রাবিড়-কোজ্জু
(খ) আলপীয়-অস্ট্রিক-দ্রাবিড়
(গ) নর্ডিক-দ্রাবিড়-নর্ডিক
(ঘ) অস্ট্রিক-দ্রাবিড়-মোঙ্গল।
২২। বট গাছে কুবের-লক্ষ্মীর অধিষ্ঠান-কল্পনা ও জাগরণ উৎসবকে বলে
(ক) ‘কোজাগর’ লক্ষ্মীর আরাধনা
(খ) মহালক্ষ্মীর আরাধনা
(গ) কুললক্ষ্মীর আরাধনা
(ঘ) শ্রীলক্ষ্মীর আরাধনা।
২৩। আর্যাসপ্তশতী নামক সংস্কৃত কাব্যটির রচয়িতা কে?
(ক) ধোয়ী
(খ) কালিদাস
(গ) ভবভূতি
(ঘ) গোবর্ধন আচার্য।
২৪। পঞ্চদশ শতাব্দীর বাংলা সাহিত্যকে স্পষ্টত ক-টি শাখায় ভাগ করা যেতে পারে?
(ক) একটি
(খ) দুটি
(গ) তিনটি
(ঘ) চারটি।
২৫। মুসলিম সুলতানেরা হিন্দু কবিদের কী উপাধিতে ভূষিত করতেন?
(ক) হুসেন
(খ) খান
(গ) শাহ
(ঘ) কাজী।
২৬। পঞ্চদশ শতাব্দীতে যে ধরনের কাব্য-কবিতা রচিত হয়েছিল –
(ক) বৈঘ্নব গীতিকবিতা
(খ) পাঁচালি কাব্য
(গ) শ্রীকৃষ্ণকীর্তন
(ঘ) ‘ক’ এবং ‘খ’ সঠিক।
২৭। মঙ্গলগীতির বিষয়বস্তু হল-
(ক) লৌকিক দেবদেবীর মহিমার কথা
(খ) চৈতন্যের কথা
(গ) রাধাকৃষ্ণের প্রেমকাহিনী
(ঘ) ‘খ’ ও ‘গ’ দুটোই।
২৮। কবে ইতিকারউদ্দিন বিন বখতিয়ার খিলজি নবদ্বীপ জয় করেন-
(ক) আনুমানিক ১২০৩ খ্রিস্টাব্দে
(খ) আনুমানিক ১২০৫ খ্রিস্টাব্দে
(গ) আনুমানিক ১২০৭ খ্রিস্টাব্দে
(ঘ) আনুমানিক ১২০৯ খ্রিস্টাব্দে।
২৯। ইস্তিকারউদ্দিন বিন বখতিয়ার খিলজির বাংলাদেশ আক্রমণকালে রাজা ছিলেন –
(ক) হোসেন শাহ
(খ) গোপাল
(গ) লক্ষ্মণ সেন
(ঘ) ধর্মপাল।
৩০। মঙ্গলকাব্যের উদাহরণ হল
(ক) চণ্ডীমঙ্গল
(খ) ধর্মমঙ্গল
(গ) ‘ক’ ও ‘খ’ দুটোই
(ঘ) শ্রীকৃষ্ণমঙ্গলকথা।
শ্রীকৃষ্ণকীর্তন MCQ ১ম সেমিস্টার
৩১। বাংলাদেশে তুর্কি আক্রমণ হয় –
(ক) ১২০১ খ্রিস্টাব্দে
(খ) ১২০২ খ্রিস্টাব্দে
(গ) ১২০৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১২০৪ খ্রিস্টাব্দে
৩২। বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দীকে বলা হয়-
(ক) অন্ধকারময় যুগ
(খ) সুবর্ণ যুগ
(গ) গৌরবময় যুগ
(ঘ) সৃষ্টিশীল যুগ।
৩৩। আলাউদ্দিন হোসেন শাহ কবে বাংলার সিংহাসনে বসেন?
(ক) ১৪৯৩ খ্রিস্টাব্দে
(খ) ১৪৯০ খ্রিস্টাব্দে
(গ) ১৪৯৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৪৯৮ খ্রিস্টাব্দে।
৩৪। কার পৃষ্ঠপোষকতায় বাংলা সাহিত্যে পুনরুজ্জীবন লক্ষ করা যায়? –
(ক) আলাউদ্দিন হোসেন শাহ
(খ) রুকনুদ্দিন বরবক শাহ
(গ) সামসুদ্দিন ইলিয়াস শাহ
(ঘ) জালালউদ্দিন।
৩৫। আদি-মধ্যযুগের প্রাথমিক নিদর্শন হল –
(ক) চৈতন্যভাগবত
(খ) চর্যাপদ
(গ) শ্রীকৃষ্ণকীর্তন
(ঘ) বর্ণপরিচয়।
৩৬। শ্রীকৃষ্ণকীর্তনের পুথিটি কে আবিষ্কার করেছিলেন?
(ক) মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী
(খ) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
(গ) প্রবোধচন্দ্র বাগচী
(ঘ) বিধুশেখর শাস্ত্রী।
৩৭। শ্রীকৃষ্ণকীর্তনের পুথিটি কবে আবিষ্কৃত হয়েছিল?
(ক) ১৯১১ খ্রিস্টাব্দে
(খ) ১৯০৭ খ্রিস্টাব্দে
(গ) ১৯০৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯০৫ খ্রিস্টাব্দে।
৩৮। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের পুঁথিটি আবিষ্কার হয় যে জেলা থেকে
(ক) বর্ধমান
(গ) হাওড়া
(খ) হুগলি
(ঘ) বাঁকুড়া।
৩৯। বাঁকুড়া জেলার যে গ্রাম থেকে শ্রীকৃষ্ণকীর্তনের পুঁথিটি পাওয়া গিয়েছে
(ক) কাঁকিল্যা গ্রাম
(খ) ফুলিয়া গ্রাম
(গ) সিঙ্গি গ্রাম
(ঘ) পেঁড়ো গ্রাম।
৪০। যে ব্যক্তির গোয়াল ঘর থেকে শ্রীকৃষ্ণকীর্তনের পুঁথিটি আবিষ্কৃত হয়েছিল
(ক) গগনেন্দ্রনাথ মুখোপাধ্যায়
(খ) দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়
(গ) যোগেন্দ্রনাথ মুখোপাধ্যায়
(ঘ) ফণীন্দ্রনাথ মুখোপাধ্যায়।
শ্রীকৃষ্ণকীর্তন MCQ ১ম সেমিস্টার
৪১। শ্রীকৃষ্ণকীর্তন’-এর পৃথিটি সম্ভবত সংরক্ষিত ছিল –
(ক) বনবিষুপুরের রাজদরবারে
(খ) মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজগ্রন্থাগারে
(গ) নেপালের রাজদরবারে
(ঘ) শ্রীদেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরে।
৪২। ‘শ্রীকৃষ্ণকীর্তন’-এর প্রাপ্ত পুথিতে পদ সংখ্যা ছিল –
(ক) ৪১৭ টি
(খ) সাড়ে ২৬টি
(গ) ২৭১ টি
(ঘ) ৪১৫ টি।
৪৩। শ্রীকৃষ্ণকীর্তন কোন্ বিষয়ক কাব্য?
(ক) অনুবাদ বিষয়ক
(খ) ভাগবত বিষয়ক
(গ) রাধাকৃয়ের প্রেমলীলা বিষয়ক
(ঘ) কীর্তন বিষয়ক।
৪৪। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে প্রকাশিত হয়?
(ক) বঙ্গীয় সাহিত্য পরিষৎ
(খ) বিশ্বভারতী
(গ) বাংলা সাহিত্য আকাদেমি
(ঘ) এশিয়াটিক সোসাইটি।
৪৫। শ্রীকৃষ্ণকীর্তনের পুথিটি কবে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়?
(ক) ১৯১০ খ্রিস্টাব্দে
(খ) ১৯০৭ খ্রিস্টাব্দে
(গ) ১৯০৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯১৬ খ্রিস্টাব্দে।
৪৬। কত খ্রিস্টাব্দে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটি সম্পাদনা করা হয়?
(ক) ১৯১৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯১৬ খ্রিস্টাব্দে
(গ) ১৯১৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯১৮ খ্রিস্টাব্দে।
৪৭। কার সম্পাদনায় ‘শ্রীকৃষ্ণকীর্তন প্রথম মুদ্রিত আকারে প্রকাশিত হয়?
(ক) মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী
(খ) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
(গ) দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়
(ঘ) যোগেশচন্দ্র বিদ্যানিধি।
৪৮। কাব্যের শ্রীকৃষ্ণকীর্তন নামটি দিয়েছিলেন
(ক) দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়
(খ) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
(গ) মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী
(ঘ) দীনেশচন্দ্র সেন।
৪৯। শ্রীকৃষ্ণকীর্তনের পুথিটিতে প্রাপ্ত চিরকুটে গ্রন্থের কোন্ নাম পাওয়া যায় –
(ক) শ্রীকৃষ্ণকীর্তন
(খ) শ্রীকৃষ্ণসন্দর্ভ
(গ) শ্রীকৃষ্ণকথা
(ঘ) শ্রীকৃষ্ণচরিতামৃত।
৫০। গবেষকদের মতে শ্রীকৃষ্ণকীর্তন কবে লেখা হয়েছিল?
(ক) আনুমানিক চতুর্দশ শতাব্দীর শেষে বা পঞ্চদশ শতাব্দীর প্রথমে
(খ) আনুমানিক পঞ্চদশ শতাব্দীর শেষে বা ষোড়শ শতাব্দীর প্রথমে
(গ) আনুমানিক ষোড়শ শতাব্দীর শেষে বা সপ্তদশ শতাব্দীর প্রথমে
(ঘ) আনুমানিক সপ্তদশ শতাব্দীর প্রথমে বা অষ্টাদশ শতাব্দীর প্রথমে।
শ্রীকৃষ্ণকীর্তন MCQ ১ম সেমিস্টার
৫১। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য রচিত হয় –
(ক) ১৩৭৪-১৪৮১ খ্রিস্টাব্দের মধ্যে
(খ) ১৪৭৩-১৪৮০ খ্রিস্টাব্দের মধ্যে
(গ) ১৪০০-১৪০২ খ্রিস্টাব্দের মধ্যে
(ঘ) ১২৪৮-১৩০৯ খ্রিস্টাব্দের মধ্যে।
৫২। ‘শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির রচয়িতা কে?
(ক) সহজিয়া চণ্ডীদাস
(খ) বড়ু চণ্ডীদাস
(গ) দ্বিজ চণ্ডীদাস
(ঘ) দীন চণ্ডীদাস।
৫৩। শ্রীকৃষ্ণকীর্তনে যে যে চন্ডীদাসকে নিয়ে চন্ডীদাস সমস্যার উৎপত্তি হয়-
(ক) চণ্ডীদাস, অনন্ত বড়ু চণ্ডীদাস, বসন্ত চণ্ডীদাস
(খ) বড়ু চণ্ডীদাস, চণ্ডীদাস, অনন্ত বড়ু চণ্ডীদাস
(গ) কবিকঙ্কণ চন্ডীদাস, মুকুন্দ চণ্ডীদাস, চণ্ডীদাস
(ঘ) কবিশেখর চন্ডীদাস, চন্ডীদাস, কবিকঙ্কণ চণ্ডীদাস।
৫৪। বড়ু চণ্ডীদাসের ‘শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে সমালোচকরা কোন্ কাব্যের প্রভাব লক্ষ করেছেন?
(ক) চর্যাপদ
(খ) ভাগবত
(গ) গীতগোবিন্দ
(ঘ) মৈমনসিংহগীতিকা।
৫৫। মধ্যযুগে কত জন চন্ডীদাসের অস্তিত্ব রয়েছে?
(ক) একজন
(খ) দুই জন
(গ) তিন জন
(ঘ) চার জন।
৫৬। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি ক-টি খন্ডে বিন্যস্ত?
(গ) ১২টি
(খ) ১১টি
(ঘ) ১৩টি।
৫৭। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রথম খন্ডটির নাম কী?
(ক) জন্মখণ্ড
(খ) তাম্বুলখণ্ড
(গ) দানখণ্ড
(ঘ) ভারখন্ড।
৫৮। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের শেষ খন্ডের নাম
(ক) বংশী খন্ড
(খ) রাধাবিরহ
(গ) যমুনা খণ্ড
(ঘ) বৃন্দাবন খণ্ড।
৫৯। ‘শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটিতে কোন্ কাব্যের প্রভাব লক্ষ করা যায়?
(ক) জয়দেবের গীতগোবিন্দ
(খ) কৃত্তিবাসী রামায়ণ
(গ) কাশীরামের মহাভারত
(ঘ) ভারতচন্দ্রের অন্নদামঙ্গল।
৬০। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের প্রধান চরিত্র
(খ) কৃষ্ণ
(ক) বলভদ্র
(গ) আইহন
(ঘ) যশোদা।
শ্রীকৃষ্ণকীর্তন MCQ ১ম সেমিস্টার
৬১। রাধা ও কৃষ্ণ ছাড়া ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের অপর অন্যতম চরিত্র কোন্টি?
(ক) যশোদা
(খ) বড়াই
(গ) বলরাম
(ঘ) দেবকী।
৬২। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে যে ছন্দের প্রয়োগ দেখা যায়, তা হল –
(ক) পয়ার ও ত্রিপদী
(খ) পয়ার ও তৃনট
(গ) ত্রিপদী ও তৃনট
(ঘ) তৃনট ভুজঙ্গপ্রয়াত।
৬৩। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি
(ক) দৃশ্যকাব্য
(খ) বর্ণনামূলক
(গ) উক্তি-প্রত্যুক্তিমূলক
(ঘ) নৃত্যনাট্য।
৬৪। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের যে খন্ডটিকে পন্ডিতরা প্রক্ষিপ্ত বলে মনে করেন
(ক) জন্ম খণ্ড
(খ) রাধাবিরহ
(গ) নৌকা খণ্ড
(ঘ) দান খণ্ড।
৬৫। ‘শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের চতুর্থ খন্ডের নাম
(ক) বংশী খণ্ড
(খ) বাণ খণ্ড
(গ) নৌকা খণ্ড
(ঘ) দান খণ্ড।
৬৬। ‘শ্রীকৃষ্ণকীর্তন‘ কাব্যের বৃহত্তম খন্ড হল
(ক) নৌকাখণ্ড
(খ) দানখণ্ড
(গ) যমুনাখণ্ড
(ঘ) বংশীখণ্ড।
৬৭। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের ক্ষুদ্রতম খন্ড হল
(ক) জন্মখণ্ড
(খ) কালীয়দমন খণ্ড
(গ) রাধাবিরহ
(ঘ) যমুনাখণ্ড।
৬৮। ‘শ্রীকৃষ্ণকীর্তন’-এর বংশী খন্ডে যে কাহিনি বর্ণিত আছে –
(ক) শ্রীকৃষ্ণের বংশী বাজানো শিক্ষার শুরু
(খ) শ্রীরাধিকার বংশীধ্বনি শুনে বিরক্ত হওয়া
(গ) কৃষ্ণের বংশীধ্বনি শুনে রাধিকার উৎকণ্ঠা ও বংশীহরণ
(ঘ) যশোদার দ্বারা শ্রীকৃষ্ণের বংশীহরণ।
আরও পড়ুন – ধর্ম ও কুসংস্কার রচনা