বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি MCQ । WBCHSE Eleven Political Science 1st Semester MCQ

বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি MCQ

বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি MCQ
বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি MCQ

বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি MCQ

1. পলিটিক্স’ গ্রন্থের রচয়িতা কে?

প্লেটো

অ্যারিস্টট্ল

মার্কস

হেগেল

2. রাজনীতিকে ‘অর্থনীতির কেন্দ্রীভূত রূপ’ বলেছেন-

লেনিন

মার্কস

ল্যাস্কি

অ্যারিস্টট্ল

3. ‘রাষ্ট্রবিজ্ঞান’ শব্দটি প্রথম কে প্রয়োগ করেন?

লাইবনিজ

অ্যারিস্টট্ল

প্লেটো

লর্ড ব্রাইস

4. রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?

অ্যারিস্টট্ল

প্লেটো

সক্রেটিস

লাইবনিজ

5. আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী হলেন-

ডেভিড ইস্টন

গার্নার

ব্লুন্টন্সি

ল্যাস্কি

6. ‘দ্য রিপাবলিক’ (The Republic) গ্রন্থের লেখক হলেন-

প্লেটো

সক্রেটিস

অ্যারিস্টট্ল

মার্কস

7. “রাজনীতি হল মূল্যের কর্তৃত্বমূলক বণ্টন”-উক্তিটি কার?

ডেভিড ইস্টন

লাসওয়েল

গার্নার

ল্যাস্কি

বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি MCQ

8. আমাদের শাস্ত্রের সব থেকে গ্রহণযোগ্য নাম কী?

রাজনীতি

রাষ্ট্রতত্ত্ব

রাষ্ট্রদর্শন

রাষ্ট্রবিজ্ঞান

9. নীতিশাস্ত্র থেকে রাষ্ট্রবিজ্ঞানকে আলাদা করেন কে?

প্লেটো

সক্রেটিস

ম্যাকিয়াভেলি

অ্যারিস্টট্ল

10. রাষ্ট্রবিজ্ঞানকে ‘রাষ্ট্রের কারুশিল্প’ কে বলেছেন?

গার্নার

ম্যাকেঞ্জি

গেটেল

বার্জেস

11. রাষ্ট্রবিজ্ঞান কী নিয়ে আলোচনা করে?

সরকার

প্রকৃতি

রাষ্ট্র

রাষ্ট্র ও সরকার

12. কত খ্রিস্টাব্দে ‘রাষ্ট্রবিজ্ঞান’ শব্দটির প্রথম প্রয়োগ ঘটে?

1701 খ্রিস্টাব্দে

1891 খ্রিস্টাব্দে

1901 খ্রিস্টাব্দে

1902 খ্রিস্টাব্দে

13. সফিস্ট দার্শনিকগণ কোন্ দেশের চিন্তাবিদ ছিলেন?

গ্রিসের

রোমের

ইংল্যান্ডের

ফ্রান্সের

14. কত খ্রিস্টাব্দে গৌরবময় বিপ্লব সংঘটিত হয়?

1688 খ্রিস্টাব্দে

1689 খ্রিস্টাব্দে

1690 খ্রিস্টাব্দে

1691 খ্রিস্টাব্দে

বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি MCQ

15. কত খ্রিস্টাব্দে আমেরিকার স্বাধীনতা সংগ্রাম সংঘটিত হয়েছিল?

1776 খ্রিস্টাব্দে

1789 খ্রিস্টাব্দে

1791 খ্রিস্টাব্দে

1795 খ্রিস্টাব্দে

16. ‘পলিটিক্স’ শব্দটি ক-টি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে?

1

2

3

4

17. রাষ্ট্রবিজ্ঞান হল একটি-

সামাজিক বিজ্ঞান

রাজনৈতিক বিজ্ঞান

1৪. রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে-

শুধু রাষ্ট্রকে নিয়ে

রাষ্ট্র ও সরকার উভয়কে নিয়ে

শুধু সরকারকে নিয়ে

রাষ্ট্র ও নাগরিকদের নিয়ে

19. রাষ্ট্রচিন্তার সূত্রপাত ঘটে কোথায়?

প্রাচীন গ্রিসে

মিশরে

রোমে

ইরাকে

20. প্রাচীন গ্রিসের সফিস্টরা ছিলেন-

চিন্তাবিদ

রাজনীতিবিদ

শাসক

বণিক

21. অ্যারিস্টট্ল কোন্ শতাব্দীর দার্শনিক ছিলেন?

তৃতীয়

চতুর্থ

পঞ্চম

ষষ্ঠ

বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি MCQ

22. কার মতে, রাষ্ট্রবিজ্ঞান কর্তৃত্বমূলক সিদ্ধান্তকরণ প্রক্রিয়ার বিশ্লেষণ করে?

ট্রুম্যানের মতে

স্পেনসারের মতে

ইস্টনের মতে

লিপসনের মতে

23. কে উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গির আদি প্রবক্তা?

লক

গ্রিন

ল্যাস্কি

হবস

24. ‘দ্য পলিটিকাল সিস্টেম’ গ্রন্থের রচয়িতা কে?

ডেভিড ইস্টন

রবার্ট ডাল

চার্লস মেরিয়াম

সিডনি ভারবা

25. রাষ্ট্রবিজ্ঞান কোন্ ধরনের বিজ্ঞান?

সম্পূর্ণ

অসম্পূর্ণ

সাবেকি

নতুন

26. রাষ্ট্রবিজ্ঞানের আচরণবাদী আন্দোলন কোন্ শতকের আন্দোলন?

অষ্টাদশ

উনিশ

বিশ

একুশ

27. “মানুষ রাজনৈতিক প্রাণী” (Man is a political animal)-এ কথা বলেছেন-

প্লেটো

মার্কস

অ্যারিস্টট্ল

এঙ্গেলস

28. আচরণবাদী তাত্ত্বিকরা কীসের ওপর গুরুত্ব আরোপ করেন?

রাষ্ট্রের ওপর

ব্যক্তি ও গোষ্ঠীর আচরণের ওপর

রাষ্ট্র ও ব্যক্তির ওপর

দলের ওপর

বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি MCQ

29. ‘শিকাগো গোষ্ঠী’ নামে পরিচিত-

হারবার্ট সাইমন ও গ্যাব্রিয়েল অ্যালমন্ড

হবস ও লক

প্লেটো ও অ্যারিস্টটল

গার্নার ও সিলি

30. ‘রাষ্ট্রবিজ্ঞান কেবল রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে’-এই অভিমত কাদের?

আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীদের

যুক্তিবাদীদের

মার্কসবাদীদের

সাবেকি রাষ্ট্রবিজ্ঞানীদের

31. আচরণবাদ কী?

নৈতিক আলোচনা

আচরণকেন্দ্রিক আলোচনা

দার্শনিক আলোচনা

ঐতিহাসিক আলোচনা

32. আচরণবাদের উদ্ভব কবে হয়েছে?

ঊনবিংশ শতাব্দীতে

অষ্টাদশ শতাব্দীতে

সপ্তদশ শতাব্দীতে

বিংশ শতাব্দীর প্রথমার্ধে

33. “রাষ্ট্রবিজ্ঞান হল মূল্যের কর্তৃত্বসম্পন্ন বরাদ্দের পাঠ”- উক্তিটি কার?

রবার্ট ডালের

লাসওয়েলের

ডেভিড ট্রুম্যানের

ডেভিড ইস্টনের

34. রাষ্ট্রবিজ্ঞানে মূল্যমান-নিরপেক্ষ আলোচনা সম্ভব বলে মনে করেন কোন্ দার্শনিকগণ?

মার্কসবাদী

সাবেকি

আচরণবাদী

আধুনিক

35. কাকে আচরণবাদের ‘বৌদ্ধিক ধর্মপিতা’ বলে অভিহিত করা হয়?

রর্বাট ডালকে

অ্যালান বলকে

ডেভিড ইস্টনকে

চার্লস মেরিয়ামকে

বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি MCQ

36. “রাজনীতি হল সমাজের প্রতিরূপ”-কে মনে করেন?

মিলার

বেন্টলি

ইস্টন

উইলসন

37. ‘সিস্টেম্যাটিক পলিটিক্স’ বইটির লেখক হলেন-

স্পেন্সার

ডেভিড ইস্টন

ক্যাটলিন

রবার্ট ডাল

38. নতুন রাজনৈতিক অর্থতত্ত্বের প্রবক্তা কে?

কোঁত

স্মিথ

জে এম বুকানন

রিকার্ডো

39. “সমাজে যে-কোনো বিরোধ ও তার নিষ্পত্তিই হল রাজনীতি”-এই অভিমতটি কার?

মিলারের

ইস্টনের

অ্যালান বলের

রবার্ট ডালের

40. ‘ল অব কনস্টিটিউশন’ গ্রন্থটির রচয়িতা কে?

অ্যারিস্টট্ল

অস্টিন

এ ভি ডাইসি

বেত্থাম

41. স্বাভাবিক অধিকার তত্ত্বের প্রবক্তা কে?

লক

বুশো

হবস

মিল

42. ‘পলিটিকস্’ শব্দটির উদ্ভব কোন্ শব্দ থেকে?

ইংরেজি

গ্রিক

রোমান

জার্মান

বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি MCQ

43. প্লেটো ও অ্যারিস্টট্ল রাজনীতি নিয়ে আলোচনা কবে শুরু করেছিলেন?

আজ থেকে 2000 বছর আগে

আজ থেকে 3000 বছর আগে

আজ থেকে 2500 বছর আগে

আজ থেকে 4000 বছর আগে

44. তত্ত্বগত রাজনীতি হল-

রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার কূটনৈতিক দিক

রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার আইনগত দিক

রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার তত্ত্বগত দিক

রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার আন্তর্জাতিক দিক

45. ব্যাবহারিক রাজনীতি কী?

রাজনীতির তত্ত্বগত আলোচনার দিক

সরকারের বিভিন্ন রূপ ও কার্যাবলি আলোচনার দিক

রাষ্ট্রের উৎপত্তিগত আলোচনার দিক

রাষ্ট্রের আইনগত আলোচনার দিক

46. “রাষ্ট্রীয় ক্ষমতাই হল রাজনীতির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়”-অভিমতটি কার?

আচরণবাদীদের

ভাববাদীদের

মার্কসবাদীদের

পুঁজিবাদীদের

47. লেনিনের মতে রাজনীতি কীসের ঘনীভূত প্রকাশ?

সমাজনীতির

রণনীতির

অর্থনীতির

পৌরনীতির

48. কীসের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রকে এক শাশ্বত প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়?

উদারনীতিবাদের

মার্কসবাদের

আচরণবাদের

নীতিবাদের

49. নয়া উদারনীতিবাদ রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে কাকে আলোচ্য করে তোলে?

ব্যক্তিকে

রাষ্ট্রকে

ব্যক্তি ও রাষ্ট্র উভয়কে

শাসককে

বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি MCQ

50. ‘সর্বাপেক্ষা কম ক্ষমতাশালী রাষ্ট্র’ তত্ত্বের প্রচারক কে?

রবার্ট নোজিক

হবহাউস

হায়েক

ঈশিয়া বারলিন

আরও পড়ুন – তোমার জীবনের লক্ষ্য রচনা

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment