ভারতের সংবিধান রচনা ও সংবিধানের দর্শন MCQ 1st Semester
ভারতের সংবিধান রচনা ও সংবিধানের দর্শন MCQ 1st Semester
1. সংবিধান সভার দাবি সর্বপ্রথম জানান-
জওহরলাল নেহরু
গান্ধিজি
বল্লভভাই প্যাটেল
জে বি আচার্য কৃপালিনী
2. সংবিধান সভা গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?
1945 খ্রিস্টাব্দে
1947 খ্রিস্টাব্দে
1946 খ্রিস্টাব্দে
1948 খ্রিস্টাব্দে
3. কীরূপ নির্বাচনের মাধ্যমে সংবিধান সভা গঠিত হয়?
প্রত্যক্ষ
জাতীয়
পরোক্ষ
প্রাদেশিক
4. সংবিধান সভার (গণপরিষদের) স্পিকার ছিলেন-
জি ভি মভলংকর
কৃপালানি
রাজেন্দ্র প্রসাদ
আজাদ
5. গণপরিষদের উদ্দেশ্য ছিল-
একটি জাতীয় রাষ্ট্র গঠন
সংবিধানের খসড়া প্রণয়ন
একটি জাতীয় সরকার গঠন
সংবিধান বিধিবদ্ধকরণ
6. গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন-
ড. রাজেন্দ্র প্রসাদ
ড. বি আর আম্বেদকর
ড. সচ্চিদানন্দ সিংহ
আচার্য কৃপালিনী
7. গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন-
গোপালস্বামী আয়েঙ্গার
বাবাসাহেব আম্বেদকর
কে এম মুন্সি
রাজেন্দ্র প্রসাদ
8. গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল-
26 নভেম্বর, 1949
26 জানুয়ারি, 1949
26 জানুয়ারি, 1950
25 জানুয়ারি, 1949
ভারতের সংবিধান রচনা ও সংবিধানের দর্শন MCQ 1st Semester
9. ভারতীয়দের দ্বারা সংবিধান রচনার দাবি সর্বপ্রথম মেনে নেয়-
ক্যাবিনেট মিশন
কুপল্যান্ড পরিকল্পনা
ক্লিপস মিশন
আগস্ট ঘোষণা
10. সংবিধান সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়-
9 ডিসেম্বর, 1946
15 আগস্ট, 1947
14 আগস্ট, 1947
14 আগস্ট, 1946
11. সংবিধানসভার অস্থায়ী সভাপতি কে ছিলেন?
রাজেন্দ্র প্রসাদ
সচ্চিদানন্দ সিংহ
বল্লভভাই প্যাটেল
জওহরলাল নেহরু
12. সংবিধান সভার সহসভাপতি ছিলেন-
আম্বেদকর
কে এম মুন্সি
হরেন্দ্রকুমার মুখোপাধ্যায়
মৌলানা আজাদ
13. সংবিধান সভার নির্বাচনে কংগ্রেস কত শতাংশ আসন লাভ করে?
69
82
76
74
14. সংবিধানের উদ্দেশ্য-সংক্রান্ত প্রস্তাব সংবিধান সভার কোন্ অধিবেশনে পেশ হয়?
প্রথম
দ্বিতীয়
তৃতীয়
চতুর্থ
15. সংবিধান সভার সর্বশেষ অধিবেশন বসে-
1949 খ্রিস্টাব্দের 26 নভেম্বর
1950 খ্রিস্টাব্দের 24 জানুয়ারি
1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি
1950 খ্রিস্টাব্দের 15 আগস্ট
16. গণপরিষদে ভারতের জাতীয় কংগ্রেসের সদস্যসংখ্যা ছিল-
208 জন
93 জন
73 জন
104 জন
ভারতের সংবিধান রচনা ও সংবিধানের দর্শন MCQ 1st Semester
17. গণপরিষদের প্রথম অধিবেশন বসে-
মুম্বাইয়ে
দিল্লিতে
চেন্নাইয়ে
কলকাতায়
18. গণপরিষদে কতজন দেশীয় রাজ্যসমূহের প্রতিনিধি ছিল?
80
90
95
93
19. গণপরিষদে কত জন মুসলিম লিগের সদস্য ছিল?
53
63
83
73
20. গণপরিষদের প্রথম অধিবেশন 1946 খ্রিস্টাব্দের কত তারিখে নতুন দিল্লির কনস্টিটিউশন হলে শুরু হয়?
6 ডিসেম্বর
৪ ডিসেম্বর
7 ডিসেম্বর
9 ডিসেম্বর
21. 1947 খ্রিস্টাব্দের কত তারিখে গণপরিষদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়?
21 জানুয়ারি
23 জানুয়ারি
22 জানুয়ারি
26 জানুয়ারি
22. কে গণপরিষদের সহ-সভাপতি নির্বাচিত হন?
মৌলানা আবুল কালাম আজাদ
হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়
কে এম মুন্সি
সর্দার বল্লভভাই প্যাটেল
23. ভারতের গণপরিষদ সার্বভৌম ক্ষমতাসম্পন্ন সংস্থার মর্যাদা কোন অধিবেশন থেকে লাভ করে?
দ্বিতীয় অধিবেশন
চতুর্থ অধিবেশন
তৃতীয় অধিবেশন
পঞ্চম অধিবেশন
24. গণপরিষদ কবে সর্বপ্রথম ডোমিনিয়ন পার্লামেন্ট হিসেবে কাজ করে?
1947 খ্রিস্টাব্দের 15 আগস্ট
1947 খ্রিস্টাব্দের 16 নভেম্বর
1947 খ্রিস্টাব্দের 16 আগস্ট
1947 খ্রিস্টাব্দের 17 নভেম্বর
ভারতের সংবিধান রচনা ও সংবিধানের দর্শন MCQ 1st Semester
25. ড. খসড়া সংবিধানের ওপর সর্বমোট কতগুলি সংশোধনী প্রস্তাব উত্থাপিত হয়েছিল?
2,473টি
7,500টি
7,255টি
7,365টি
26. ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক কবে গৃহীত হয়?
1947 খ্রিস্টাব্দের 15 আগস্ট
1947 খ্রিস্টাব্দের 14 আগস্ট
1949 খ্রিস্টাব্দের 26 নভেম্বর
1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি
27. গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে বসে?
1949 খ্রিস্টাব্দের 26 নভেম্বর
1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি
1950 খ্রিস্টাব্দের 24 জানুয়ারি
1950 খ্রিস্টাব্দের 28 জানুয়ারি
28. 1947 খ্রিস্টাব্দে দেশ বিভাগের পর গণপরিষদে মুসলিম লিগের সদস্যসংখ্যা ছিল-
25 জন
28 জন
30 জন
35 জন
29. গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে কে নিযুক্ত হন?
জওহরলাল নেহরু
বল্লভভাই প্যাটেল
রাজেন্দ্র প্রসাদ
মৌলানা আবুল কালাম আজাদ
30. গণপরিষদের মোট সদস্যসংখ্যা কত ছিল?
370
360
340
389
31. ভারতে সংবিধান গৃহীত হয়েছিল-
26 নভেম্বর, 1949
15 আগস্ট, 1947
10 জানুয়ারি, 1946
26 জানুয়ারি, 1950
32. ভারতীয় সংবিধানের রূপকার হলেন-
ড. রাজেন্দ্র প্রসাদ
ড. বি আর আম্বেদকর
সোমনাথ লাহিড়ি
জওহরলাল নেহরু
33. ভারতের গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন-
ড. বি আর আম্বেদকর
সর্দার বল্লভভাই প্যাটেল
পণ্ডিত জওহরলাল নেহরু
ড. রাজেন্দ্র প্রসাদ
ভারতের সংবিধান রচনা ও সংবিধানের দর্শন MCQ 1st Semester
34. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটি যুক্ত হয়েছিল-
38 তম সংশোধনে
42 তম সংশোধনে
40 তম সংশোধনে
54 তম সংশোধনে
35. ভারতীয় সংবিধানের কোন্ অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে?
তৃতীয়
পঞ্চম
চতুর্থ
ষষ্ঠ
36. ভারতের গণপরিষদের সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন-
রাজেন্দ্রপ্রসাদ
ড. বি আর আম্বেদকর
জওহরলাল নেহরু
সর্দার বল্লভভাই প্যাটেল
37. ভারতের সংবিধান গৃহীত হয়েছিল-
10 জানুয়ারি, 1946
26 নভেম্বর, 1949
15 আগস্ট, 1947
26 জানুয়ারি, 1950
38. ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন-
ড. রাজেন্দ্র প্রসাদ
ড. আম্বেদকর
মৌলানা আবুল কালাম আজাদ
সি রাজাগোপালাচারী
39. ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
সর্দার বল্লভভাই প্যাটেল
রাজেন্দ্র প্রসাদ
লালবাহাদুর শাস্ত্রী
40. গণপরিষদের সহসভাপতি কে নির্বাচিত হন?
মৌলানা আবুল কালাম আজাদ
কে. এম. মুন্সী
হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়
সর্দার বল্লভভাই প্যাটেল
41. স্বাধীন ভারতের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
মৌলানা আবুল কালাম আজাদ
জি. ভি. মভলঙ্কর
সর্দার বল্লভভাই প্যাটেল
কে. এম. মুন্সী
ভারতের সংবিধান রচনা ও সংবিধানের দর্শন MCQ 1st Semester
42. ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক কবে গৃহীত হয়?
1947 সালের 15 আগস্ট
1949 সালের 26 নভেম্বর
1947 সালের 14 আগস্ট
1950 সালের 26 জানুয়ারি
43. ভারতের সংবিধান কবে থেকে কার্যকরী হয়?
1947 সালের 15 আগস্ট
1950 সালের 26 জানুয়ারি
1949 সালের 26 নভেম্বর
1952 সালের 26 জানুয়ারি
44. ‘সমাজতান্ত্রিক’ শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কীভাবে যুক্ত হয়?
1952 সালের দ্বিতীয় সংবিধান সংশোধনের মাধ্যমে
1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে
1971 সালের 24তম সংবিধান সংশোধনের মাধ্যমে
1978 সালের 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে
45. পণ্ডিত ঠাকুরদাস ভার্গব সংবিধানের কোন অংশকে সর্বাপেক্ষা মূল্যবান অংশ বলে চিহ্নিত করেছেন?
প্রস্তাবনাকে
মৌলিক অধিকারকে
সংবিধানের মূল অংশকে
নির্দেশমূলক নীতিকে
46. বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি তপসিল আছে?
৪ টি
10 টি
12 টি
13 টি
47. মুসলিম মহিলা (অধিকার সংরক্ষণ) আইন কোন্ সরকার প্রণয়ন করে?
ভি. পি. সিং সরকার
নরসিমা রাও সরকার
রাজীব সরকার
গুজরাল সরকার
48. ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার 62 বছরের মধ্যে কতবার সংশোধিত হয়েছে?
95 বার সংশোধিত হয়েছে
97 বার সংশোধিত হয়েছে
96 বার সংশোধিত হয়েছে
98 বার সংশোধিত হয়েছে
ভারতের সংবিধান রচনা ও সংবিধানের দর্শন MCQ 1st Semester
49. ভারতীয় সংবিধানের কোন্ ধারায় বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাবমুক্ত রাখার কথা বলা হয়েছে?
40 নং
45 নং
42 নং
50 নং
50. ভারতীয় সংবিধানের ৪৪তম সংশোধন কত সালে হয়?
2000 সালে
2002 সালে
2005 সালে
2006 সালে
51. কে. সি. হোয়ার ভারতীয় সংবিধানকে কী বলে অভিহিত করেছেন?
যুক্তরাষ্ট্র প্রতিম
আকৃতিতে যুক্তরাষ্ট্র প্রকৃতিতে এককেন্দ্রিক
সমবায়িক যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র
52. গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে বসে?
1949 সালের 26 নভেম্বর
1950 সালের 26 জানুয়ারি
1950 সালের 24 জানুয়ারি
1950 সালের 28 জানুয়ারি
আরও পড়ুন – সংবিধান সংজ্ঞা ও প্রকার 1st sem