নাগরিকত্ব MCQ 1st Sem
নাগরিক’ শব্দটির উৎপত্তি কোথায় হয়েছে?
গ্রিসে
ভারতে
চিনে
ফ্রান্সে
রাজনৈতিক অধিকার ভোগ করে-
মন্ত্রীরা
নাগরিকরা
বিদেশিরা
নাগরিক ও বিদেশি উভয়ই
ভোটদানের অধিকার একটি কীরূপ অধিকার?
সামাজিক
পৌর
রাজনৈতিক
অর্থনৈতিক
নাগরিকের অধিকার কীরূপ?
সীমাহীন
নিয়ন্ত্রিত
আংশিক নিয়ন্ত্রিত
আংশিক সীমিত
“সমাজের সদস্যদের সাধারণ স্বার্থ সম্পর্কে সচেতনতা না থাকলে অধিকার সম্ভব নয়”-কে বলেছেন?
ল্যাস্কি
গ্রিন
বার্কার
মিল্
নাগরিক নয় এমন দেশবাসী কীরূপ অধিকার ভোগ করতে পারে?
পৌর
রাজনৈতিক
নির্বাচিত হওয়ার
নির্বাচিত করার
প্রাচীন গ্রিসে বা রোমে নাগরিকের মর্যাদা পেত-
ক্রীতদাসরা
শ্রমিকরা
অভিজাত পুরুষরা
মহিলারা
বিদেশিরা কীরূপ অধিকার ভোগ করেন না?
ব্যক্তিগত
সামাজিক
অর্থনৈতিক
রাজনৈতিক
নাগরিক বলতে সেই ব্যক্তিকে বোঝায় যিনি-
নগরে বাস করেন
শাসনকার্যে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন
রাষ্ট্রের আনুগত্য স্বীকার ও রাজনৈতিক অধিকার ভোগ করেন
বিদেশে বসবাস করে দেশের শাসনকার্যে অংশগ্রহণ করেন
কার মতে, ন্যায় প্রশাসনে যিনি অংশগ্রহণ করেন এবং প্রশাসনিক পদের যিনি অধিকারী তাঁকে নাগরিক বলা হয়?
অ্যারিস্টট্লর
ম্যাকিয়াভেলির
প্লেটোর
গ্রিনের
কোথায় ক্রীতদাস, শ্রমিক ও মহিলাদের রাষ্ট্রীয় কাজে অংশ নিতে দেওয়া হত না?
প্রাচীন গ্রিসে
ভারতে
মিশরে
ইতালিতে
নাগরিক ও বিদেশি উভয়ই কীরূপ অধিকার সমানভাবে ভোগ করে থাকেন?
সামাজিক ও রাজনৈতিক
সামাজিক ও অর্থনৈতিক
পৌর ও রাজনৈতিক
সাংস্কৃতিক ও রাজনৈতিক
কাদের রাষ্ট্র আরোপিত পরোক্ষ কর দিতে হয়?
শুধু নাগরিকদের
শুধু বিদেশিদের
নাগরিক ও বিদেশি উভয়কেই সমানভাবে
বেশিরভাগ নাগরিক ও কিছুটা বিদেশিদের
বিদেশিদের অধিকার থাকে না।
রাজনৈতিক অধিকার
সামাজিক অধিকার
ব্যক্তিগত অধিকার
দ্বৈত নাগরিকত্ব চালু আছে কোথায়?
ভারতে
ব্রিটেনে
আমেরিকায়
ফ্রান্সে
কীরূপ রাষ্ট্রের সাফল্যের প্রধান শর্ত হল সুনাগরিকত্ব?
গণতান্ত্রিক
একনায়কতান্ত্রিক
সামরিক
ধর্মীয়
কে নিজের ও বৃহত্তর সমাজের কল্যাণের কথা ভাবে?
সুনাগরিক
নাগরিক
বিদেশি
নাগরিক ও বিদেশি উভয়ই
গণতন্ত্রের সাফল্যের অন্যতম শর্ত হল-
সুনাগরিকতা
বিচ্ছিন্নতা
স্বার্থপরতা
উদাসীনতা
অপূর্ণাঙ্গ নাগরিক কীরূপ অধিকার ভোগ করে না?
সামাজিক
অর্থনৈতিক
রাজনৈতিক
সাংস্কৃতিক
“কোনো জাতি তার যোগ্যতা অনুযায়ী সরকার পায়”-কে বলেছেন?
ভলতেয়ার
রুশো
লর্ড ব্রাইস
অ্যারিস্টট্ল
“সুন্দর জীবনের জন্য অবকাশ অপরিহার্য”-কে বলেছেন?
অ্যারিস্টট্ল
প্লেটো
রুশো
রাসেল
আইন মান্য করা কীরূপ কর্তব্য?
পরিবারের প্রতি কর্তব্য
সমাজের প্রতি কর্তব্য
রাষ্ট্রের প্রতি কর্তব্য
বিশ্বের প্রতি কর্তব্য
কোনো বিদেশি যতদিন একটি রাষ্ট্রে থাকবে, ততদিন তাকে ওই রাষ্ট্রের কোন্ আইন মেনে চলতে হবে?
পৌর আইন
সামাজিক আইন
রাষ্ট্রীয় আইন
ধর্মীয় আইন
কোনো নাগরিক তার রাষ্ট্রের কীরূপ বাসিন্দা?
অস্থায়ী বাসিন্দা
স্থায়ী বাসিন্দা
আংশিক বাসিন্দা
সাময়িক বাসিন্দা
নাগরিক স্বদেশে বা বিদেশে যেখানেই থাকুক তার কীসের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের কর্তব্য?
জীবন ও স্বাধীনতার
জীবন ও সম্পত্তির
জীবন ও অধিকারের
জীবন ও নিরাপত্তার
বিদেশি কোনো রাষ্ট্রে বসবাসকারীর জীবন ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব বিদেশি রাষ্ট্রকে কতদিন পালন করতে হয়?
ব্যক্তি যতদিন ওই রাষ্ট্রের মধ্যে থাকে
রাষ্ট্রীয় সীমানার বাইরে থাকে
যাতায়াতের সময়
স্থায়ীভাবে
সাধারণভাবে নাগরিক বলতে কোথাকার অধিবাসীকে বোঝায়?
শহরের
নগরের
গ্রামের
রাষ্ট্রের
সমষ্টিগত স্বার্থরক্ষার মধ্যে দিয়ে কার স্বার্থ রক্ষা করা প্রতিটি নাগরিকের মহান কর্তব্য বলে বিবেচিত হয়?
নিজ
রাষ্ট্রের
ব্যক্তিগত
সমাজের
নাগরিক একটি রাষ্ট্রের কীরূপ বাসিন্দা?
স্থায়ী
অস্থায়ী
চিরস্থায়ী
সাময়িক
আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্রে বসবাসকারী একটি অংশকে প্রজা না বলে কীরূপ নাগরিক বলার পক্ষপাতী?
অসম্পূর্ণ নাগরিক
সম্পূর্ণ নাগরিক
আংশিক নাগরিক
সীমাবদ্ধ নাগরিক
কোনো গুরুতর অপরাধের জন্য স্বদেশ থেকে বহিষ্কৃত নাগরিকত্বহীন ব্যক্তিকে কী বলা হয়?
উদ্দ্বাস্তু
বিদেশি
রাষ্ট্রহীন ব্যক্তি
বহিষ্কৃত
সমাজের মঙ্গল সাধনের জন্য নিজের সুচিন্তিত মতামত প্রয়োগের ক্ষমতাকে নাগরিকতা বলে চিহ্নিত করেছেন-
শ্রীনিবাস শাস্ত্রী
ল্যাঙ্কি
গার্নার
রলস
একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হল-
নাগরিক
প্রজা
অনুমোদনসিদ্ধ নাগরিক
বিদেশি নাগরিক
দেশদ্রোহিতার অপরাধে একজন ব্যক্তি তাঁর যে বিষয়টি হারাতে পারেন, তা হল-
নাগরিকতা
সুনাম
অর্জিত সম্পত্তি
নাগরিক অধিকার
সব দেশেই বিদেশিদের যে অধিকার ভোগ থেকে বঞ্চিত রাখা হয়, তা হল-
সামাজিক অধিকার
পৌর অধিকার
অর্থনৈতিক অধিকার
রাজনৈতিক অধিকার
যারা নিজ রাষ্ট্র ছেড়ে বিশেষ কোনো কাজে অন্য কোনো রাষ্ট্রে সাময়িকভাবে বসবাস করে, তাদের বলা হয়-
অসম্পূর্ণ নাগরিক
আংশিক নাগরিক
প্রজা
বিদেশি
রাজনৈতিক অধিকার ভোগ করে না-
মন্ত্রীরা
অধিবাসীরা
নাগরিকরা
বিদেশিরা
দ্বিনাগরিকতা বা দ্বৈত নাগরিকতার নীতি অনুসৃত হয়েছে-
ভারতে
বাংলাদেশে
শ্রীলঙ্কায়
মার্কিন যুক্তরাষ্ট্রে
সুনাগরিকতার প্রধান অন্তরায় হল-
বাধ্যতামূলক ভোটদান
পরোক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ
প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ
নির্লিপ্ততা
এক ব্যক্তি একই সঙ্গে ক-টি রাষ্ট্রের নাগরিক হতে পারেন?
একটি
দুটি
তিনটি
চারটি
নাগরিকদের পক্ষে ভোটদান বাধ্যতামূলক-
ভারতে
সুইটজারল্যান্ডে
ফ্রান্সে
ইংল্যান্ডে
নাগরিকের প্রথম সংজ্ঞা দিয়েছেন-
প্লেটো
অ্যারিস্টটল
হবস
রুশো
কোন্ দেশের অঙ্গরাজ্যগুলির জন্য স্বতন্ত্র নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা রয়েছে
মার্কিন যুক্তরাষ্ট্রের
কানাডার
ভারতের
রাশিয়ার
রাষ্ট্রের প্রতি যে বিষয়টি দেখানো নাগরিকদের কর্তব্য, তা হল-
আনুগত্য
বিরোধিতা
সহযোগিতা
নির্লিপ্ততা
“নাগরিকের সদাজাগ্রত দৃষ্টি হল স্বাধীনতার রক্ষাকবচ”-এ কথা কে বলেছেন?
গ্রিন
ল্যাস্কি
গার্নার
লর্ড ব্রাইস
মার্কিন যুক্তরাষ্ট্রে-
দ্বিনাগরিকতা আছে
দ্বিনাগরিকতা নেই
একনাগরিকতা আছে
কোনোটিই নেই
“রাজনৈতিক সমাজের সদস্যদের নাগরিক বলে অভিহিত করা যেতে পারে”-কে বলেছেন?
মিলার
ল্যাস্কি
লেনিন
শ্রীনিবাস শাস্ত্রী
“সমাজের মধ্যে বসবাসকারী সামগ্রিক কল্যাণ সম্বন্ধে ওয়াকিবহাল ব্যক্তিবর্গকে নাগরিক বলে”- উক্তিটি কে করেছেন?
ল্যাস্কি
মিলার
লেনিন
শ্রীনিবাস শাস্ত্রী
সমস্তরকম কর্তব্য পালন এবং পূর্ণ আনুগত্য রাষ্ট্র দাবি করতে পারে-
নাগরিকের কাছে
বিদেশির কাছে
নাগরিক ও বিদেশি উভয়ের কাছে
কারো কাছেই নয়
ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকসহ যাবতীয় অধিকার ভোগ করে থাকেন-
নাগরিক
বিদেশি
নাগরিক ও বিদেশি উভয়ই প্রজা
বিদেশিদের ভাগ করা যায়-
দুটি শ্রেণিতে
তিনটি শ্রেণিতে
একটি শ্রেণিতে
চারটি শ্রেণিতে
ভারতবর্ষে পূর্ণ নাগরিকত্ব অর্জন করা যায় ______ বছর বয়সে।
১৮
২০
২১
একই ব্যক্তি একই সঙ্গে সদস্য হতে পারে না একাধিক-
পৌরসভার
রাজ্যের
রাষ্ট্রের
সংঘের
রাষ্ট্র অসদাচরণের জন্য কাকে দেশ থেকে বহিষ্কার করে?
গরিককে
বিদেশিকে
নাগরিক ও বিদেশি উভয়কে
দেউলিয়া বা উন্মাদ ব্যক্তিকে
ভারতে কীরূপ নাগরিকত্ব স্বীকৃত হয়েছে?
দ্বিনাগরিকত্ব
একনাগরিকত্ব
কেন্দ্রীয় নাগরিকত্ব
রাজ্য নাগরিকত্ব
কীভাবে সিকিমের জনগণ ভারতের নাগরিকত্ব অর্জন করে?
জন্মসূত্রে
সমষ্টিগত অনুমোদন পদ্ধতিতে
দেশীয়করণ পদ্ধতিতে
রক্তের সম্পর্ক নীতিতে
কোন্ দেশের অনুমোদনসিদ্ধ নাগরিক রাষ্ট্রপতি হওয়ার অযোগ্য?
মার্কিন যুক্তরাষ্ট্রে
ফ্রান্সে
ভারতে
বাংলাদেশে
কোনো নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারেন কীরূপ নাগরিক হলে?
বৈবাহিকসূত্রে
চাকরিসূত্রে
বসবাসের সূত্রে
জন্মসূত্রে
কীরূপে অর্জিত নাগরিকত্ব স্বাভাবিক নাগরিকত্ব?
জন্মসূত্রে
বৈবাহিকসূত্রে
চাকরিসূত্রে
বসবাসের সূত্রে
কে ভারতের অর্জিত নাগরিক ছিলেন?
মাদার টেরেসা
সলমন রুশদি
ভি. এস. নয়পল
তসলিমা নাসরিন
কোন্ দেশের মহিলাকে কোনো বিদেশি পুরুষ বিয়ে করলে তিনি ওই দেশের নাগরিকত্ব পাবেন?
চিন
জাপান
মায়ানমার
পাকিস্তান
বিদেশে কীরূপ সম্পত্তি ক্রয় করলে নাগরিকত্বের বিলোপ ঘটে?
স্থাবর
অস্থাবর
স্থায়ী
অস্থায়ী
কোন্ তারিখে বিদেশে জন্মানো শিশুরা রক্তের সম্পর্কসূত্রে ভারতের নাগরিকত্ব লাভ করবেন?
১৯৫০ সালের ২৬ জানুয়ারি বা তার পরে
১৯৪৯ সালের ২৬ জানুয়ারি বা তার পরে
১৯৪৭ সালের ১৫ আগস্ট বা তার পরে
১৯৪৭ সালের ১৪ আগস্ট বা তার পরে
জন্মসূত্রে নাগরিকত্ব অর্জনের প্রধান নীতি রয়েছে-
দুটি
তিনটি
চারটি
পাঁচটি
ব্যক্তিগত অনুমোদনসূত্রে নাগরিকত্বের অর্থ-
সংকীর্ণ ও ব্যাপক
সংকীর্ণ
ব্যাপক
আংশিক সংকীর্ণ ও আংশিক ব্যাপক
ব্যাপক অর্থে ‘অনুমোদনসিদ্ধ’ নাগরিক হতে গেলে কার আনুষ্ঠানিক অনুমোদনের দরকার হয়?
রাষ্ট্রের
সমাজের
পরিবারের
আইনের
কত সালে ভারতে নাগরিকত্ব সংশোধন আইন পাস করে নতুন একটি ধারা [৬ (ক)] সংযোজন করা হয়?
১৯৮১
১৯৮৩
১৯৮৫
১৯৮৭
ভারতের নাগরিকত্ব আইন প্রণীত হয় কোন্ বছর?
১৯৫৫ খ্রিস্টাব্দে
১৯৫০ খ্রিস্টাব্দে
১৯৪২ খ্রিস্টাব্দে
১৯৬১ খ্রিস্টাব্দে
ভারতীয় পার্লামেন্ট কোন্ সালে নাগরিকত্ব আইন প্রণয়ন করে?
১৯৫৭
১৯৫৫
১৯৬০
২০০৩
ভারতীয় নাগরিকত্ব লাভের জন্য বর্তমানে আবেদন- কারীকে অন্তত কত বছর ভারতে বসবাস করতে হয়?
৮
৯
১০
ভারতীয় নাগরিকত্ব লাভের জন্য আবেদনকারীকে সংবিধানের কোন্ তফশিলে বর্ণিত ২২টি ভাষার মধ্যে যে-কোনো একটিতে পারদর্শিতা অর্জন করতে হয়?
সপ্তম
অষ্টম
নবম
ষষ্ঠ
সংবিধানের কোন্ ধারাগুলিতে ভারতীয় নাগরিকত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে?
১৪-১৮ নং
১৯-২২ নং
২৩-২৪ নং
৫-১১ নং
কৃত্রিম উপায়ে অর্থাৎ অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জনকারীদের বলা হয়-
অসম্পূর্ণ নাগরিক
স্বাভাবিক নাগরিক
অনুমোদনসিদ্ধ নাগরিক
বিদেশি নাগরিক
নাগরিকতা অর্জনের জন্মস্থান নীতিটি অনুসৃত হয়েছে-
মার্কিন যুক্তরাষ্ট্রে
সুইটজারল্যান্ডে
ফ্রান্সে
সুইডেনে
নাগরিকতা অর্জনের ক্ষেত্রে রক্তের সম্পর্কের নীতিটি অনুসৃত হয়-
আর্জেন্টিনায়
শ্রীলঙ্কায়
পাকিস্তানে
সুইটজারল্যান্ডে
অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জনকারীদের বলা হয়-
আংশিক নাগরিক
সাধারণ নাগরিক
অসম্পূর্ণ নাগরিক
অনুমোদনসিদ্ধ নাগরিক
ভারতীয় নাগরিকতা লাভের জন্য আবেদনকারীকে সংবিধানে অষ্টম তপশিলে বর্ণিত কতগুলি ভাষার মধ্যে যে কোনো একটিতে পারদর্শিতা অর্জন করতে হয়?
২২টি
২৩টি
২৪টি
২৫টি
সংবিধানের যে অংশে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে, তা হল-
দ্বিতীয় অংশ
তৃতীয় অংশ
চতুর্থ অংশ
পঞ্চম অংশ
সংবিধানের যে ধারা অনুসারে ভারতীয় পার্লামেন্ট নাগরিকতা-সম্পর্কিত আইন প্রণয়ন করতে পারে, তা হল-
৮ নং ধারা
১০ নং ধারা
৯ নং ধারা
১১ নং ধারা
সংবিধানের যে ধারায় ভারতীয় নাগরিকতার বিলোপ সম্পর্কে আলোচনা করা হয়েছে, তা হল-
৯ নং ধারা
১০ নং ধারা
১২ নং ধারা
১৩ নং ধারা
জন্মসূত্রে নাগরিকত্ব প্রাপ্তি হল নাগরিকতা অর্জনের
স্বাভাবিক পদ্ধতি
অস্বাভাবিক পদ্ধতি
কৃত্রিম পদ্ধতি
অকৃত্রিম পদ্ধতি
বর্তমানে যে আইনে ভারতের নাগরিকতার উল্লেখ আছে, তা হল-
১৯১৯ খ্রি. ভারত শাসন আইন
১৯৩৫ খ্রি. ভারত শাসন আইন
১৯৩৮ খ্রি. ভারত শাসন আইন
১৯৫৫ খ্রি. ভারতীয় নাগরিকত্ব আইন
ভারতে জন্মসূত্রে এবং অন্য যে মাধ্যমে নাগরিকতা অর্জন করা যায় তা হল-
শর্তপূরণের মাধ্যমে
আবেদনের মাধ্যমে
অনুমোদনের মাধ্যমে
প্রস্তাবের মাধ্যমে
অনুমোদনের দ্বারা নাগরিকত্ব লাভ হল-
একটি কৃত্রিম পদ্ধতি
স্বাভাবিক পদ্ধতি
রাষ্ট্রীয় পদ্ধতি
দেশীয় পদ্ধতি
ভারতে ১৮ বছর বয়স হওয়া সত্ত্বেও ভোট দিতে পারে না-
অশিক্ষিত ব্যক্তি
নির্লিপ্ত ব্যক্তি
অসম্পূর্ণ নাগরিক
গুরুতর অপরাধে দণ্ডিত ব্যকি
ভারতের ‘প্রথম নাগরিক’ বলা হয়-
রাষ্ট্রপতিকে
সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিকে
উপরাষ্ট্রপতিকে
প্রধানমন্ত্রীকে
অনুমোদনসূত্রে নাগরিকত্ব প্রাপ্ত ব্যক্তিকে রাষ্ট্রীয় সর্বোচ্চ পদে আসীন হতে দেওয়া হয়-
মার্কিন যুক্তরাষ্ট্রে
পাকিস্তানে
বাংলাদেশে
গুপ্তচরবৃত্তি বা অসদাচরণের অপরাধে রাষ্ট্র বহিষ্কার করতে পারে-
নাগরিককে
উভয়কেই
বিদেশিকে
কাউকে নয়
কোনো মহিলা একজন বিদেশিকে বিবাহ করলে সে তার স্বামীর নাগরিকত্ব-
লাভ করে
লাভ করে না
লাভ করতেও পারে, নাও পারে
কোনোটিই নয়
ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন-
নাগরিক
জাতীয়
বিদেশি
রাষ্ট্রহীন
আরও পড়ুন – রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য MCQ 1st Sem একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়
Wbchse class 11 history chapter 1,2 and 3 ka mcq 1st semester 2024 7types of MCQ question pattern new syllabus and history all chapter answer with mcq
খুব দ্রুত আপলোড করা হবে।