পোটরাজ গল্পের MCQ ক্লাস 12 তৃতীয় সেমিস্টার বাংলা | Potraj Golper MCQ HS 3rd Semester Bangla

পোটরাজ গল্পের MCQ ক্লাস 12 তৃতীয় সেমিস্টার বাংলা | Potraj Golper MCQ HS 3rd Semester Bangla

পোটরাজ গল্পের MCQ
পোটরাজ গল্পের MCQ ক্লাস 12 তৃতীয় সেমিস্টার বাংলা | Potraj Golper MCQ HS 3rd Semester Bangla

১। ‘পোটরাজ’ গল্পের লেখক হলেন-
(a) ভারভারা রাও
(b) পাবলো নেরুদা
(c) শঙ্কর রাও খারাট
(d) বেটোন্ট ব্রেখট
উত্তরঃ (c) শঙ্কর রাও খারাট

২। শঙ্কররাও খারাট জন্মগ্রহণ করেন-
(a) ১৯২০ খ্রিস্টাব্দে
(b) ১৯২১ খ্রিস্টাব্দে
(c) ১৯২২ খ্রিস্টাব্দে
(d) ১৯২৩ খ্রিস্টাব্দে
উত্তরঃ (b) ১৯২১ খ্রিস্টাব্দে

৩। শঙ্কররাও খারাট কোথাকার লেখক?
(a) মহারাষ্ট্র
(b) তেলেঙ্গানা
(c) পাঞ্জাব
(d) পশ্চিমবঙ্গ
উত্তরঃ (a) মহারাষ্ট্র

৪। শঙ্কররাও খারাট কোন্ ধর্মে ধর্মান্তরিত হন?
(a) খ্রিস্টান
(b) বৌদ্ধ
(c) ইহুদি
(d) জৈন
উত্তরঃ (b) বৌদ্ধ

৫। শঙ্কররাও খারাট যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন-
(a) বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়
(b) কলকাতা বিশ্ববিদ্যালয়
(c) দিল্লি বিশ্ববিদ্যালয়
(d) মারাঠাওয়াড়া বিশ্ববিদ্যালয়
উত্তরঃ (d) মারাঠাওয়াড়া বিশ্ববিদ্যালয়

৬। সুন্দন্দন চক্রবর্তী জন্মগ্রহণ করেন-
(a) ১৯৫৫ খ্রিস্টাব্দে
(b) ১৯৫৭ খ্রিস্টাব্দে
(c) ১৫৯২ খ্রিস্টাব্দে
(d) ১৯৬০ খ্রিস্টাব্দে
উত্তরঃ (b) ১৯৫৭ খ্রিস্টাব্দে

৭। ‘পোটরাজ’ গল্পের বাংলা অনুবাদক হলেন-
(a) অনিন্দ সৌরভ
(b) শক্তি চট্টোপাধ্যায়
(c) সুনন্দন চক্রবর্তী
(d) উৎপল বসু
উত্তরঃ (c) সুনন্দন চক্রবর্তী

৮। পোটরাজ দামার বাড়ি ছিল-
(a) শহরে
(b) গ্রামে
(c) পৌর এলাকায়
(d) বস্তিতে
উত্তরঃ (b) গ্রামে

৯। দামার বউ চোখের জল মুছছে-
(a) গামছা দিয়ে
(b) রুমাল দিয়ে
(c) কাপড় দিয়ে
(d) আঁচল দিয়ে
উত্তরঃ (d) আঁচল দিয়ে

১০। চোখভরা জল কার রয়েছে?
(a) দামার
(b) দামার মায়ের
(c) দামার ছেলের
(d) দামার বউয়ের
উত্তরঃ (d) দামার বউয়ের

১১। পাড়ার থেকে দামাকে দেখতে আসছে-
(a) বউ-ঝিরা
(b) ছেলেমেয়েরা
(c) মোড়লরা
(d) ভিখারিরা
উত্তরঃ (a) বউ-ঝিরা

১২। “এখনও প্রাণটুকু আছে খালি, বাবা।”-এ কথা কে বলেছে?
(a) পোটরাজ
(b) দুরপত
(c) দামার বউ
(d) দামার ছেলে
উত্তরঃ (b) দুরপত

১৩। “ভেবো না, ভালো হয়ে যাবে,”-এ কথা বলেছে-
(a) গ্রামের লোক
(b) গ্রামের মোড়ল
(c) গ্রামের বউ-ঝি
(d) নেতা-মন্ত্রী
উত্তরঃ (c) গ্রামের বউ-ঝি

১৪। লোকেরা পোটরাজের শারীরিক অবস্থার খবর নিলে দুরপত জবাব দিয়েছে-
(a) কাঁদো কাঁদো ভাবে
(b) রসিকতার সঙ্গে
(c) হাসি মুখে
(d) করুণ মুখে
উত্তরঃ (d) করুণ মুখে

১৫। প্রায় প্রত্যেক বাড়িতে অসুস্থ অবস্থায় বিছানায় রয়েছে-
(a) দু-জন
(b) একজন
(c) তিনজন
(d) চারজন
উত্তরঃ (b) একজন

১৬। “কারু যাওয়ার সময় হলেই সে যাবে”-এ কথা বলেছে-
(a) গ্রামের লোক
(b) পাড়ার বউ-ঝি
(c) দুরপত
(d) দুরপতের ছেলে
উত্তরঃ (a) গ্রামের লোক

১৭। একটা কাক চেঁচিয়ে উঠেছিল-
(a) আমগাছে
(b) জামগাছে
(c) নিমগাছে
(d) বটগাছে
উত্তরঃ (c) নিমগাছে

১৮। বাড়ির সামনে নিমগাছ থেকে চেঁচিয়ে ওঠে-
(a) কোকিল
(b) ঘুঘুপাখি
(c) টিয়া
(d) কাক
উত্তরঃ (d) কাক

১৯। অলক্ষুণে কাককে তাড়ানোর কথা বলেছিল-
(a) গ্রামের লোকেরা
(b) দুরপত
(c) পাড়ার বউ-ঝিরা
(d) গ্রামের মোড়লরা
উত্তরঃ (b) দুরপত

২০। অলুক্ষণে কাককে ঢিল ছুঁড়ে মেরেছিল-
(a) গ্রামের ছেলেরা
(b) পোটরাজ
(c) দুরপত
(d) দুরপতের ছেলে
উত্তরঃ (d) দুরপতের ছেলে

২১। “বেজন্মাটা আমাদের শাপমন্যি করছে”- এ কথা বলেছিল-
(a) গ্রামের ছেলেরা
(b) পোটরাজ
(c) দুরপত
(d) দুরপতের প্রতিবেশী
উত্তরঃ (c) দুরপত

২২। “সারা আকাশ মেঘে ঢাকা” সময়টা ছিল-
(a) বৈশাখ মাস
(b) শ্রাবণ মাস
(c) জ্যৈষ্ঠ মাস
(d) আষাঢ় মাস
উত্তরঃ (d) আষাঢ় মাস

২৩। দামার বাড়ির দরজায় চিৎকার করছিল-
(a) বিড়াল
(b) কুকুর
(c) শেয়াল
(d) পাখি
উত্তরঃ (b) কুকুর

২৪। কুকুর টানা চিৎকার করছিল-
(a) বাড়ির দরজায়
(b) বাড়ির বাইরে
(c) বাড়ির ছাদে
(d) ঘরের ভেতরে
উত্তরঃ (a) বাড়ির দরজায়

২৫। কুকুরের চিৎকার শুনে কার প্রাণ শুকোয়?
(a) দুরপতের
(b) দুরপতের ছেলের
(c) দামার
(d) পাড়ার বউ-ঝিদের
উত্তরঃ (a) দুরপতের

২৬। কুকুরের চিৎকার শুনে দুরপত কুকুরকে কী অভিশাপ দিয়েছে?
(a) মেরে ফেলার
(b) গোর দেওয়ার
(c) বোবা করে দেওয়ার
(d) তাড়িয়ে দেওয়ার
উত্তরঃ (b) গোর দেওয়ার

২৭। “ভবিষ্যতের কথা বলছে গো।”-এ কথা বলেছিল-
(a) দুরপতের পাশে বসা বউটি
(b) পাশে বসা ছেলেটি
(c) পাড়ার বউ-ঝি
(d) দুরপতের মা
উত্তরঃ (a) দুরপতের পাশে বসা বউটি

২৮। “দুরপত মারী-আই-এর যাত্রায় গিয়েছিলি তো?”-এ কথা বলেছিল-
(a) দুরপতের শাশুড়ি
(b) দুরপতের ছেলে
(c) বঞ্চলা
(d) বাপ-মা
উত্তরঃ (c) বঞ্চলা

২৯। পোটরাজের বউ-এর নাম ছিল-
(a) বঞ্চলা
(b) দুরপত
(c) পুঁটির মা
(d) সোনা
উত্তরঃ (b) দুরপত

৩০। দুরপতের স্বামীর নাম ছিল-
(a) গামা
(b) দাসু
(c) দামা
(d) লামা
উত্তরঃ (c) দামা

৩১। দুরপত কোন্ কোন্ বারে উপোস করে?
(a) সোমবার-বুধবার
(b) মঙ্গলবার-শুক্রবার
(c) বুধবার-শনিবার
(d) রবিবার-বুধবার
উত্তরঃ (b) মঙ্গলবার-শুক্রবার

৩২। ‘মা’-কে কী দিয়ে চান করানো হয়?
(a) দুধ
(b) দই
(c) জল
(d) দুধ ও দইয়ে
উত্তরঃ (d) দুধ ও দইয়ে

৩৩। ‘মা’-কে কোন্ রঙের শাড়ি পরানো হয়?
(a) হলুদ
(b) সবুজ
(c) সাদা
(d) বেগুনি
উত্তরঃ (b) সবুজ

৩৪। মা-কে কী দিয়ে ভোগ দেওয়া হয়?
(a) নারকেল
(b) চিড়ে
(c) খই
(d) কলা দিয়ে
উত্তরঃ (a) নারকেল

৩৫। “হে মা, তোমার কোপে পড়লাম কেন?”- এ কথা বলেছিল-
(a) পাড়ার মেয়েরা
(b) দুরপত
(c) পাড়ার ছেলেরা
(d) বঞ্চলাবাঈ
উত্তরঃ (b) দুরপত

৩৬। দুরপত কোন্ মাসে স্নান করে মায়ের কাছে গড়ান দেয়?
(a) বৈশাখ
(b) আশ্বিন
(c) আষাঢ়
(d) মাঘ
উত্তরঃ (c) আষাঢ়

৩৭। দুরপত কোন্ তিথিতে ভিজে শাড়িতে মায়ের কাছে গড়ান দেন?
(a) পূর্ণিমা তিথিতে
(b) অমাবস্যা তিথিতে
(c) একাদশী তিথিতে
(d) অষ্টমী তিথিতে
উত্তরঃ (b) অমাবস্যা তিথিতে

৩৮। মায়ের দোরে কীসের ছড়া দেওয়া হয়?
(a) জলের
(b) ফলের
(c) রক্তের
(d) ভাতের
উত্তরঃ (c) রক্তের

৩৯। দুরপত হাতজোড় করে প্রার্থনা করে কোন্ মন্দিরের দিকে মুখ করে?
(a) কালীমন্দির
(b) শিবমন্দির
(c) মারী-আই মন্দির
(d) দুর্গামায়ের মন্দির
উত্তরঃ (c) মারী-আই মন্দির

৪০। “দামা, বাড়ি আছো নাকি, দামা,”-এ কথা বলেছিল-
(a) গ্রামের মোড়ল
(b) পাড়ার লোকেরা
(c) বউ-ঝিরা
(d) থানার পুলিশ
উত্তরঃ (a) গ্রামের মোড়ল

৪১। গ্রাম-মণ্ডলের কতজন লোক পোটরাজের বাড়ি এসেছিল?
(a) একজন
(b) দুজন
(c) তিনজন
(d) চারজন
উত্তরঃ (d) চারজন

৪২। “পোটরাজ কেমন আছে দেখতে লোকে তো আসবেই।”-এ কথা বলেছিল-
(a) গ্রামের মোড়ল
(b) বউ-ঝিরা
(c) দুরপত
(d) বঞ্চলাবাঈ
উত্তরঃ (d) বঞ্চলাবাঈ

৪৩। পোটরাজ আজ কতদিন রৌদে বেরোয় না?
(a) একদিন
(b) দুদিন
(c) তিনদিন
(d) চারদিন
উত্তরঃ (c) তিনদিন

৪৪। দামা ছিল গাঁয়ের-
(a) মোড়ল
(b) জমাদার
(c) সেপাই
(d) পোটরাজ
উত্তরঃ (d) পোটরাজ

৪৫। “দামা কোথায় এ-কদিন?”- কে বলেছিল?
(a) মোড়লে চ্যালা
(b) মোড়ল
(c) বঞ্চলাবাঈ
(d) পাড়ার বউ
উত্তরঃ (b) মোড়ল

৪৬। “বলো কী, মা নিজের ভক্তকেই হেনেছেন?”- মায়ের ভক্ত হল-
(a) পোটরাজ
(b) মোড়ল
(c) দুরপত
(d) আনন্দ
উত্তরঃ (a) পোটরাজ

৪৭। সকাল-সাঁঝ মায়ের ছায়ায় বসবাস হল-
(a) দুরপতের
(b) বঞ্চলার
(c) মোড়লের
(d) দামার
উত্তরঃ (d) দামার

৪৮। “আমাদের আরেকবার যাত্রা করতে হবে।”- কেন?
(a) দেবীকে গাঁয়ের সীমানার বাইরে রেখে আসতে
(b) দেবীকে নদীতে স্নান করাতে
(c) দেবীকে নতুন মন্দিরে রেখে আসতে
(d) দেবীর পুজোর নিয়ম অনুযায়ী
উত্তরঃ (a) দেবীকে গাঁয়ের সীমানার বাইরে রেখে আসতে

৪৯। মাকে কেন খুশি করতে হবে?
(a) ভালো ফসলের জন্য
(b) গাঁয়ের সমৃদ্ধির জন্য
(c) মহামারী দূর করার জন্য
(d) গাঁয়ের শান্তি প্রতিষ্ঠার জন্য
উত্তরঃ (c) মহামারী দূর করার জন্য

৫০। “মাকে খুশি করতেই হবে।”- এ কথা বলেছিল-
(a) দুরপত
(b) মোড়ল
(c) পোটরাজ
(d) গাঁয়ের বুড়ো
উত্তরঃ (a) দুরপত

৫১। কী না করলে মার চক্কর গাঁয়ের উপর থেকে কাটবে না বলে গাঁয়ের লোকের ধারণা?
(a) দেবীকে মিছিল করে গাঁয়ের সীমানার বাইরে না রেখে এলে
(b) দেবীকে ধুমধাম করে পুজো না করলে
(c) দেবীর নামে মঙ্গলবার-শুক্রবার উপোস না করলে
(d) দেবীর দোরে রক্তের ছড়া না দিলে
উত্তরঃ (a) দেবীকে মিছিল করে গাঁয়ের সীমানার বাইরে না রেখে এলে

৫২। “কী ক’রে করবে”- কী করবে পোটরাজ?
(a) মায়ের পুজো
(b) মায়ের কথকতা পাঠ
(c) মাকে নিয়ে যাত্রা
(d) মায়ের মূর্তি প্রতিষ্ঠা
উত্তরঃ (c) মাকে নিয়ে যাত্রা

৫৩। “ওই হাইস্কুলে পড়ছে এখন যে ছেলেটা?”- কার ছেলে?
(a) দামার ভায়ের ছেলে
(b) দামার ছেলে
(c) বঞ্চলার ছেলে
(d) মোড়লের ছেলে
উত্তরঃ (b) দামার ছেলে

৫৪। দামার ছেলে পড়ে-
(a) প্রাইমারি স্কুলে
(b) হাই স্কুলে
(c) কলেজে
(d) বিশ্ববিদ্যালয়ে
উত্তরঃ (b) হাই স্কুলে

৫৫। “ওর বাবার জায়গায় ও যদি ‘যাত্রা’টা করে তো ক্ষতি কী।”- ‘ওর বাবার’ নাম কী?
(a) গামা
(b) হিমা
(c) দামা
(d) রামা
উত্তরঃ (c) দামা

৫৬। “শুধু ব্যাক্তিতে কি পোটরাজ হয়?”- কী করলে পোটরাজ হয়?
(a) ‘যাত্রা’ করলে
(b) পুজো করলে
(c) স্তোত্র পাঠ করলে
(d) কৃচ্ছসাধন করলে
উত্তরঃ (a) ‘যাত্রা’ করলে

৫৭। মোড়ল জন্য একজন কী দরকারই?
(a) মোড়ল
(b) কথক ঠাকুর
(c) রামা
(d) পোটরাজ
উত্তরঃ (d) পোটরাজ

৫৮। দুরপতের বড়ো ছেলের নাম কী?
(a) আনন্দ
(b) অরবিন্দ
(c) অমিয়
(d) আর্য
উত্তরঃ (a) আনন্দ

৫৯। আনন্দ হল পোটরাজের-
(a) মেজো ছেলে
(b) বড়ো ছেলে
(c) সেজো ছেলে
(d) ছোটো ছেলে
উত্তরঃ (b) বড়ো ছেলে

৬০। “…তার রাগ হতে থাকল”- কার?
(a) দামার
(b) আনন্দর
(c) বঞ্চলার
(d) দুরপতের
উত্তরঃ (b) আনন্দর

৬১। আনন্দর রাগ হতে থাকল কেন?
(a) তাকে স্কুলে যেতে বলা হচ্ছে
(b) তাকে খেলতে মানা করা হচ্ছে
(c) তাকে পোটরাজ হতে বলা হচ্ছে
(d) তাকে বাড়ি থেকে বেরোতে মানা করা হচ্ছে
উত্তরঃ (c) তাকে পোটরাজ হতে বলা হচ্ছে

৬২। ‘পোটরাজ’ গল্পে আনন্দ হাই স্কুলে কী ভাষা পড়ে বলা হয়েছে?
(a) গুজরাতি
(b) হিন্দি
(c) ইংরেজি
(d) ফরাসি
উত্তরঃ (c) ইংরেজি

৬৩। আনন্দর নিশ্বাস ঘন হয়ে উঠল কেন?
(a) রাগ হয়েছে বলে
(b) উৎফুল্ল হয়েছে বলে
(c) বিরক্ত হয়েছে বলে
(d) অসুখ করেছে বলে
উত্তরঃ (a) রাগ হয়েছে বলে

৬৪। “একবার পোটরাজ হ’লে সারাজীবনই তো ওকে পোটরাজ থেকে যেতে হবে।” কথাটি বলেছিল-
(a) দামা
(b) বঞ্চলা
(c) দুরপত
(d) মোড়ল
উত্তরঃ (c) দুরপত

৬৫। “দুজনের কথাই ভাবতে হবে।”- কথাটি বলেছিল-
(a) পোটরাজ
(b) দুরপত
(c) মোড়ল
(d) মোড়লের চেলা
উত্তরঃ (b) দুরপত

৬৬। “গাঁয়ের ধারে মিছিল নিয়ে যেতেই হবে।”- কথাটি বলেছিল-
(a) একটি একরোখা গোছের লোক
(b) দুরপত
(c) মোড়ল
(d) মোড়লের চেলা
উত্তরঃ (a) একটি একরোখা গোছের লোক

৬৭। “লাফিয়ে উঠে সে হাত মুঠি করলে।”- কে?
(a) দুরপত
(b) দামা
(c) আনন্দ
(d) একরোখা লোকটি
উত্তরঃ (c) আনন্দ

৬৮। রাগের আনন্দর-
(a) কপালে ভাজ পড়ল
(b) কান গরম হল
(c) মাথা গরম হল
(d) চোখ ঠেলে বেরোল
উত্তরঃ (d) চোখ ঠেলে বেরোল

৬৯। ভয় দেখিয়ে কারা ফিরে গেল-
(a) গ্রাম মণ্ডলের লোকেরা
(b) পাড়ার লোকেরা
(c) দামার বন্ধুরা
(d) গ্রামের মেয়ে-বউরা
উত্তরঃ (a) গ্রাম মণ্ডলের লোকেরা

৭০। দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল-
(a) দামা
(b) আনন্দ
(c) দুরপত
(d) বঞ্চলা
উত্তরঃ (b) আনন্দ

৭১। মা যখন গাঁয়ের ধারে গিয়ে বসেছিলেন, তাঁর পরনে ছিল-
(a) লাল শাড়ি
(b) গেরুয়া শাড়ি
(c) সবুজ শাড়ি
(d) নীল শাড়ি
উত্তরঃ (c) সবুজ শাড়ি

৭২। মার গলার হারটিতে কটি সবুজ বালা ছিল?
(a) একটা
(b) দুটো
(c) পাঁচটা
(d) অনেকগুলো
উত্তরঃ (d) অনেকগুলো

৭৩। মার গলায় হারের রং ছিল-
(a) সবুজ
(b) হলুদ
(c) লাল
(d) নীল
উত্তরঃ (a) সবুজ

৭৪। “গাঁয়ের লোকেরা বিশ্বাস করে দেবীর চক্কর এবার কেটে যাবে।”- এমন বিশ্বাস কেন?
(a) মা নিজেই মন্দিরের বাইরে বেরিয়েছেন
(b) মা কাছের অরণ্যে অধিষ্ঠান করছেন
(c) মা নিজেরই গাঁয়ের বাইরে চলে গেছেন
(d) মা স্বপ্নাদেশ দিয়েছেন
উত্তরঃ (c) মা নিজেরই গাঁয়ের বাইরে চলে গেছেন

৭৫। “সেই চিৎকারে দামার মুখ আলো হয়ে যায়।”- কেন এমন ঘটে?
(a) আনন্দিত হয়েছে বলে
(b) পোটরাজের কাজ করতে হবে না বলে
(c) রোগমুক্ত হয়েছে বলে
(d) ছুটি পেয়েছে বলে
উত্তরঃ (a) আনন্দিত হয়েছে বলে

৭৬। মিছিল কোন্ দিকে এগোয়?
(a) শহরের দিকে
(b) গাঁয়ের দিকে
(c) গাঁয়ের মন্দিরের দিকে
(d) নদীর দিকে
উত্তরঃ (b) গাঁয়ের দিকে

৭৭। “আনন্দ, ভুলিস না।”- কে বলেছে?
(a) গল্পকার
(b) দুরপত
(c) মোড়ল
(d) দামা
উত্তরঃ (b) দুরপত

আরও পড়ুন : আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর

আরও পড়ুন : দিগ্বিজয়ের রূপকথা কবিতার MCQ

আরও পড়ুন : অন্ধকার লেখাগুচ্ছ MCQ প্রশ্ন উত্তর

Leave a Comment