অন্ধকার লেখাগুচ্ছ MCQ প্রশ্ন উত্তর শ্রীজাত ক্লাস 12 তৃতীয় সেমিস্টার | Ondhokar Lekhaguccha MCQ HS 3rd Semester Exclusive Answer

অন্ধকার লেখাগুচ্ছ MCQ প্রশ্ন উত্তর শ্রীজাত ক্লাস 12 তৃতীয় সেমিস্টার | Ondhokar Lekhaguccha MCQ HS 3rd Semester

অন্ধকার লেখাগুচ্ছ MCQ প্রশ্ন উত্তর
অন্ধকার লেখাগুচ্ছ MCQ প্রশ্ন উত্তর

১। কবি শ্রীজাতর পদবি হল-
(a) চট্টোপাধ্যায়
(b) বন্দ্যোপাধ্যায়
(c) চক্রবর্তী
(d) গঙ্গোপাধ্যায়
উত্তরঃ (b) বন্দ্যোপাধ্যায়

২। কবি শ্রীজাতর ‘অন্ধকার লেখাগুচ্ছ’-র প্রকাশকাল-
(a) ২০২১ খ্রিস্টাব্দ
(b) ২০১৬ খ্রিস্টাব্দ
(c) ২০২৪ খ্রিস্টাব্দ
(d) ২০১৫ খ্রিস্টাব্দ
উত্তরঃ (d) ২০১৫ খ্রিস্টাব্দ

৩। কবি শ্রীজাতর জন্ম সাল হল-
(a) ১৯৭৫ খ্রিস্টাব্দ
(b) ১৯৭২ খ্রিস্টাব্দ
(c) ১৯৭৩ খ্রিস্টাব্দ
(d) ১৯৭৪ খ্রিস্টাব্দ
উত্তরঃ (a) ১৯৭৫ খ্রিস্টাব্দ

৪। ‘অন্ধকার লেখাগুচ্ছ’-র মোট কবিতা সংখ্যা হল-
(a) ২৫টি
(b) ৩৫টি
(c) ৫০টি
(d) ৫২টি
উত্তরঃ (c) ৫০টি

৫। শ্রীজাত আনন্দ পুরস্কার পান যে কাব্যগ্রন্থের জন্য তা হল-
(a) শেষ চিঠি
(b) বর্ষামঙ্গল
(c) উড়ন্ত সব জোকার
(d) অকালবৈশাখী
উত্তরঃ (c) উড়ন্ত সব জোকার

৬। ‘অন্ধকার লেখাগুচ্ছ’-র অন্ধকার যে তত্ত্বের উপর দাঁড়িয়ে আছে তা হল-
(a) অভিকর্ষ তত্ত্ব
(b) মহাকর্ষ তত্ত্ব
(c) ব্ল‍্যাকহোল তত্ত্ব
(d) আপেক্ষিকতা তত্ত্ব
উত্তরঃ (c) ব্ল‍্যাকহোল তত্ত্ব

৭। এর মধ্যে কোনটি শ্রীজাতর কাব্যগ্রন্থ নয়?
(a) উড়ন্ত সব জোকার
(b) শেষ চিঠি
(c) ঘুমিয়েছো ঝাউপাতা
(d) কর্কটক্রান্তির দেশ
উত্তরঃ (c) ঘুমিয়েছো ঝাউপাতা

৮। শ্রীজাতর দাদু ছিলেন বিখ্যাত ধ্রুপদি সংগীত গুরু-
(a) অজয় চক্রবর্তী
(b) ভীমসেন যোশী
(c) রামকুমার চট্টোপাধ্যায়
(d) তারাপদ চক্রবর্তী
উত্তরঃ (d) তারাপদ চক্রবর্তী

৯। শ্রীজাতর লেখা একটি উপন্যাস হল-
(a) তিতাস একটি নদীর নাম
(b) জাগরী
(c) নীল আকাশের নীচে
(d) তারাভরা আকাশের নীচে
উত্তরঃ (d) তারাভরা আকাশের নীচে

১০। শ্রীজাত বাংলা আকাদেমি সম্মান পান যে কাব্যগ্রন্থের জন্য-
(a) কর্কটক্রান্তির দেশ
(b) অন্ধকার লেখাগুচ্ছ
(c) শেষ চিঠি
(d) উড়ন্ত সব জোকার
উত্তরঃ (a) কর্কটক্রান্তির দেশ

১১। শ্রীজাতর মায়ের নাম হল-
(a) শ্রীতমা বন্দ্যোপাধ্যায়
(b) তনুশ্রী বন্দ্যোপাধ্যায়
(c) সৃজা বন্দ্যোপাধ্যায়
(d) শ্রীলা বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ (d) শ্রীলা বন্দ্যোপাধ্যায়

১২। শ্রীজাতর শিক্ষা শুরু হয়-
(a) যাদবপুর বিদ্যাপীঠে
(b) হেয়ার স্কুলে
(c) টাকি হাই স্কুলে
(d) হিন্দু স্কুলে
উত্তরঃ (a) যাদবপুর বিদ্যাপীঠে

১৩। শ্রীজাতর স্ত্রীর নাম হল-
(a) দুর্গা বন্দ্যোপাধ্যায়
(b) দূর্বা চট্টোপাধ্যায়
(c) দূর্বা বন্দ্যোপাধ্যায়
(d) দুর্গা চট্টোপাধ্যায়
উত্তরঃ (c) দূর্বা বন্দ্যোপাধ্যায়

১৪। আবদুল করিম খাঁ ছিলেন একজন প্রখ্যাত-
(a) চিত্রশিল্পী
(b) কণ্ঠশিল্পী
(c) নৃত্যশিল্পী
(d) বিজ্ঞানী
উত্তরঃ (b) কণ্ঠশিল্পী

১৫। আবদুল করিম খাঁ-র ধর্ম ছিল-
(a) গান গাওয়া
(b) বিজ্ঞানের আবিষ্কার
(c) নতুন নতুন ছবি আঁকা
(d) সত্যের বয়ান করা
উত্তরঃ (a) গান গাওয়া

১৬। আবদুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন?
(a) কলকাতা
(b) দিল্লি
(c) হরিয়ানা
(d) পাঞ্জাব
উত্তরঃ (d) পাঞ্জাব

১৭। আইনস্টাইন ছিলেন একজন বিশ্ববিখ্যাত-
(a) সংগীতশিল্পী
(b) বিজ্ঞানী
(c) ধর্মপ্রচারক
(d) কলাবিদ
উত্তরঃ (b) বিজ্ঞানী

১৮। আইনস্টাইনের চর্চার ক্ষেত্র ছিল বিজ্ঞানের যে শাখায় তা হল-
(a) জীববিজ্ঞান
(b) রাশিবিজ্ঞান
(c) পদার্থবিজ্ঞান
(d) রাষ্ট্রবিজ্ঞান
উত্তরঃ (c) পদার্থবিজ্ঞান

১৯। কবির ছিলেন একজন-
(a) নাট্যকার
(b) কবি
(c) ঐতিহাসিক
(d) বিজ্ঞানী
উত্তরঃ (b) কবি

২০। কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন?
(a) মিথ্যা
(b) অহং
(c) সত্য
(d) অচেনা
উত্তরঃ (c) সত্য

২১। ‘বয়ান’ শব্দটির অর্থ হল-
(a) বোনা
(b) বর্ণনা রচনা করা
(c) বিবরণ
(d) আঁকা
উত্তরঃ (c) বিবরণ

২২। বাতাসের ধর্ম হল-
(a) থেমে থাকা
(b) বয়ে যাওয়া
(c) বিরক্ত করা
(d) হঠাৎ থামা
উত্তরঃ (b) বয়ে যাওয়া

২৩। “ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা” — ভ্যান গঘ ছিলেন একজন-
(a) কবি
(b) সাহিত্যিক
(c) চিত্রশিল্পী
(d) বৈজ্ঞানিক
উত্তরঃ (c) চিত্রশিল্পী

২৪। ভ্যান গঘ যে দেশের শিল্পী ছিলেন তা হল-
(a) ইংল্যান্ড
(b) হল্যান্ড
(c) গ্রিনল্যান্ড
(d) সুইটজারল্যান্ড
উত্তরঃ (b) হল্যান্ড

২৫। গার্সিয়া লোরকা বিখ্যাত ছিলেন যে জন্য তা হল-
(a) গান
(b) সংগীত বিশারদ
(c) বৈজ্ঞানিক আবিষ্কার
(d) কবিতা
উত্তরঃ (d) কবিতা

২৬। গ্রহগুলি কার চারদিকে প্রদক্ষিণ করে?
(a) উপগ্রহের
(b) ছায়াপথের
(c) নক্ষত্রের
(d) ব্ল‍্যাকহোলের
উত্তরঃ (c) নক্ষত্রের

২৭। ‘একই গ্রহে থাকে’ কথাটির অন্তর্নিহিত অর্থ হল-
(a) একই জায়গায় থাকে
(b) অন্যত্র থাকে
(c) আলাদা আলাদা গ্রহে থাকে
(d) একই দুর্ভাগ্যের মধ্যে থাকে
উত্তরঃ (a) একই জায়গায় থাকে

২৮। কবির মতো ব্যাবহারিক ধর্মের সংখ্যা ক-টি?
(a) একটি
(b) দুটি
(c) অনেকগুলি
(d) কয়েকটি
উত্তরঃ (c) অনেকগুলি

২৯। ‘তোমাকে’ কী ভাবায়?
(a) স্বপথ
(b) বিপথ
(c) গলিপথ
(d) অন্যপথ
উত্তরঃ (d) অন্যপথ

৩০। ‘অন্যপথ’ শব্দের অর্থ হল-
(a) ভিন্ন পথ
(b) চিন্তমুক্ত করে
(c) সঠিক ব্যয়
(d) চরম পথ
উত্তরঃ (a) ভিন্ন পথ

৩১। ‘ভাবায়’ শব্দটির অর্থ হল-
(a) চিন্তা করায়
(b) চিন্তাশক্তি
(c) চিন্তন
(d) অন্যায়
উত্তরঃ (a) চিন্তা করায়

৩২। ‘অপব্যয়’ শব্দটি অর্থ হল-
(a) অপাত্রে দান
(b) সুপাত্রে দান
(c) অন্যায়
(d) অবিচার
উত্তরঃ (a) অপাত্রে দান

৩৩। ‘তোমার ধর্মের পথে’ কী করা হচ্ছে?
(a) চরম পথ
(b) কঠিন পথ
(c) নীচু পথ
(d) অপব্যয়
উত্তরঃ (d) অপব্যয়

৩৪। ‘দখলের কথা’ তোমাকে কে শিখিয়েছে?
(a) ভগবান
(b) তথাকথিত মৌলবাদী ধর্ম
(c) কবির
(d) আইনস্টাইন
উত্তরঃ (b) তথাকথিত মৌলবাদী ধর্ম

৩৫। ‘দখল’ শব্দটির অর্থ হল-
(a) অর্জন করা
(b) ছিনিয়ে নেওয়া
(c) জয় করা
(d) হেরে যাওয়া
উত্তরঃ (b) ছিনিয়ে নেওয়া

৩৬। কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কী বলেছেন?
(a) প্রতিষ্ঠান বিরোধিতা
(b) প্রতিষ্ঠান নিরপেক্ষতা
(c) প্রতিষ্ঠান সহমর্মিতা
(d) প্রতিষ্ঠান আনুগত্য
উত্তরঃ (d) প্রতিষ্ঠান আনুগত্য

৩৭। দখল করা শেখানো ধর্ম আসলে-
(a) প্রকৃত ধর্ম
(b) কর্মমূলক ধর্ম
(c) প্রাতিষ্ঠানিকতা
(d) জীব ধর্ম
উত্তরঃ (c) প্রাতিষ্ঠানিকতা

৩৮। ‘প্রাতিষ্ঠানিকতা’ শব্দটির অর্থ হল-
(a) সৎ সংগঠন
(b) সংগঠিত দুষ্টচক্র
(c) প্রকৃত ধর্ম
(d) পবিত্র প্রতিষ্ঠান
উত্তরঃ (b) সংগঠিত দুষ্টচক্র

৩৯। আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরনো।
বিবৃতিটি থেকে কোন্ বক্তব্যটি গ্রহণযোগ্য?

অপশন ক: আইনস্টাইন ছিলেন একজন ভ্রমণকারী। দিগন্ত পেরিয়ে তিনি ভ্রমণ করতেন।
অপশন খ: আইনস্টাইন বাণিজ্যযাত্রা করেছিলেন।
অপশন গ: আইনস্টাইন দূর-দূরান্তরে ধর্ম প্রচার করেছিলেন।
অপশন ঘ: আইনস্টাইন বিজ্ঞানের আবিষ্কারের মাধ্যমে অজানার দিগন্ত পেরোতে সচেষ্ট ছিলেন।
উত্তরঃ অপশন ঘ

৪০। লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা।
বিবৃতিটি থেকে কোন্ তথ্য উঠে আসে?

অপশন ক: লেনিন পতাকা ব্যবসায়ী ছিলেন। তিনি নতুন পতাকা বেচতেন।
অপশন খ: লেনিন পতাকা তোলার দায়িত্বে ছিলেন।
অপশন গ: লেনিন বিপ্লবের মাধ্যমে দেশকে মুক্ত করে নতুন পতাকা ওড়ানোতে ব্রতী ছিলেন।
অপশন ঘ: লেনিন নতুন পতাকা বানাতেন। এটিই তাঁর পেশা ছিল।
উত্তরঃ অপশন গ

৪১। এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে।
এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে না কোন্টি?

অপশন ক: কবীরের ধর্ম ছিল সত্যের বয়ান।
অপশন খ: যে তোমাকে শিখিয়েছে দখলের কথা।
অপশন গ: বাতাসের ধর্ম শুধু না-থামা কখনও।
অপশন ঘ: গার্সিয়া লোরকা-র ধর্ম কবিতার জিৎ।
উত্তরঃ অপশন খ

৪২। জেনো সে ধর্মই নয়। প্রাতিষ্ঠানিকতা।
এই সিদ্ধান্তের সঙ্গে অন্তর্গত মিল পাওয়া যায় কোন্ বক্তব্যটির?

অপশন ক: আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরোনো।
অপশন খ: ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা। আঁকা।
অপশন গ: আগুনের ধর্ম আজও ভস্মের চরিত।
অপশন ঘ: যে (ধর্ম) তোমাকে শিখিয়েছে দখলের কথা।
উত্তরঃ অপশন ঘ

আরও পড়ুন : আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর

আরও পড়ুন : দিগ্বিজয়ের রূপকথা কবিতার MCQ

Leave a Comment