কৃষ্ণভক্তির জন্য প্রসিদ্ধ ভক্তিবাদী সাধক সুরদাস সম্পর্কে লেখো। জ্ঞানদের সম্পর্কে কী জানো

কৃষ্ণভক্তির জন্য প্রসিদ্ধ ভক্তিবাদী সাধক সুরদাস সম্পর্কে লেখো। জ্ঞানদের সম্পর্কে কী জানো

কৃষ্ণভক্তির জন্য প্রসিদ্ধ ভক্তিবাদী সাধক সুরদাস সম্পর্কে লেখো। জ্ঞানদের সম্পর্কে কী জানো
কৃষ্ণভক্তির জন্য প্রসিদ্ধ ভক্তিবাদী সাধক সুরদাস সম্পর্কে লেখো। জ্ঞানদের সম্পর্কে কী জানো

সুরদাস

মধ্যযুগের ভক্তি আন্দোলনের অন্যতম প্রবক্তা ছিলেন সুরদাস। ভক্তিবাদী সাধক বল্লভাচার্য এবং তাঁর পুত্র বিঠলনাথের যে আটজন শিষ্য (অষ্টচাপ) ছিলেন, সুরদাস (সম্ভবত ১৪৭৮-১৫৭৯/১৫৮১ খ্রিস্টাব্দ) ছিলেন ভা তাঁদের মধ্যে সবচেয়ে প্রখ্যাত।

(1) প্রথম জীবন: সুরদাসের জীবন সম্পর্কে খুব বিশেষ কিছু জানা না গেলেও এটা জানা যায় যে, তিনি সম্ভবত ১৪৭৮ সুরদাস খ্রিস্টাব্দে দিল্লির নিকটবর্তী সিরি নামক স্থানে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। খুব কম বয়সেই ঈশ্বর দর্শনের আশায় তিনি গৃহত্যাগ করে ঘুরে বেড়ান তীর্থ থেকে তীর্থে। ১৫০৯ খ্রিস্টাব্দ নাগাদ বল্লভাচার্যের কাছে তিনি শিষ্যত্ব গ্রহণ করেছিলেন।

(2) কর্মকান্ড: সুরদাস ছিলেন পদরচনা এবং সংগীতবিদ্যায় পারদর্শী। তাই তিনি সংগীত ও কাব্যের মাধ্যমে কৃষ্ণভক্তির কথা প্রচার করেন। তাঁর সংগীত সাধনার উৎস ছিল ভাগবত পুরাণ। সুরদাস তাঁর লেখায় কৃষ্ণ ও রাধাকে বর্ণনা করেছেন পুরুষ ও প্রকৃতিরূপে।

(3) রচিত গ্রন্থাবলি: সুরসাগর, সুর স্বরাবলি, সাহিত্য লহরী হল সুরদাস কর্তৃক রচিত অমূল্য গ্রন্থসমূহ।

(4) প্রভাব: সুরদাসের মর্মস্পর্শী লেখনী বহু মানুষের হৃদয় স্পর্শ করেছিল। এর প্রভাবে ভক্তিধর্মের প্রসারের পথও হয়েছিল সুগম।

জ্ঞানদেব

ভারতের মহারাষ্ট্রে ত্রয়োদশ শতকে সর্বপ্রথম ভক্তি আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিলেন প্রখ্যাত সাধক জ্ঞানেশ্বর বা জ্ঞানদেব (১২৭৫ ১২৯৬ খ্রিস্টাব্দ)। তিনি বারকরী সম্প্রদায়ের সঙ্গে যুক্ত ছিলেন।

(1) পরিচয়: ১২৭৫ খ্রিস্টাব্দে জ্ঞানদেব মহারাষ্ট্রের পৈঠানের কাছে গোদাবরী তীরে আপেগাঁও নামক গ্রামে এক মারাঠি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিষুর অবতার বিঠোবার একনিষ্ঠ ভক্ত।

(2) কর্মকান্ড: অমৃতানুভব গ্রন্থটি লেখার পরে জ্ঞানদেব পাল্বারপুরে যান এবং প্রখ্যাত ভক্তি আন্দোলনকারী নামদেব-এর সঙ্গে সাক্ষাৎ করেন। অতঃপর এঁরা দুজন সারা ভারত জুড়ে বিভিন্ন স্থানে তীর্থযাত্রা করেন এবং বহু মানুষকে  বারকরী সম্প্রদায়ের ছত্রছায়ায় নিয়ে আসেন।

(3) রচনাবলি: জ্ঞানদেব ভাবার্থ দীপিকা (বা জ্ঞানেশ্বরী), অমৃতানুভব, – হরিপথ নামক গ্রন্থগুলি রচনা করেছিলেন। এগুলি মারাঠি সাহিত্যের মাইলফলক হিসেবে খ্যাত হয়ে আছে।

(4) প্রভাব: জ্ঞানদেবের জীবন ও কর্মধারা বিশিষ্ট ধর্মগুরু একনাথ এবং ভক্তিকবি তুকারামকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছিল। তাঁর জীবনকে কেন্দ্র  করে তৈরি হওয়া একাধিক কিংবদন্তি তাঁকে এক প্রবাদপ্রতিম ব্যক্তিত্বে পরিণত করেছে।

আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment