গান্ধিজির মতাদর্শের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো
গান্ধিজির মতাদর্শের বৈশিষ্ট্য
গান্ধিজি তাঁর জীবদ্দশায় বহু ধর্ম এবং ব্যক্তির লেখনী দ্বারা প্রভাবিত হয়েছিলেন, যা তাঁর মতাদর্শ গড়ে ওঠার পশ্চাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তাঁর এই মতাদর্শের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে, তা হল
- রাজনৈতিক এবং নৈতিক নেতা: জাতির জনক মহাত্মা গালি মানবসমাজের উন্নয়নের স্বার্থে কিছু মৌলিক বিষয়ের উপর আলোকপাত করেছিলেন। তিনি রাজনৈতিক বিচক্ষণতার উপর ভিত্তি করে তার আদর্শকে প্রচার করতে চেয়েছিলেন, যে আদর্শ অবশ্যই নৈতিক চেতনাসম্পন্ন হবে।
- আদর্শবাদী এবং বাস্তববাদী: আপাতদৃষ্টিতে তাঁকে আদর্শবাদী বলা হলেও তাঁর চিন্তাভাবনা বা দৃষ্টিভঙ্গিতে বাস্তবতারও খোঁজ মেলে। কারণ তিনি সুস্পষ্টভাবে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে দ্বন্দ্ব- সংঘাত কমানোর ক্ষেত্রে অহিংস পদ্ধতির নির্দেশ করেছিলেন।
- লক্ষ্য এবং পন্থা : মহাত্মার মতানুসারে, উদ্দেশ্য বা লক্ষ্য (End) এবং উপায় (Means) পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। কোনো মহৎ উদ্দেশ্যে পৌঁছানোর আগে কিছু নীতি বা পথের প্রয়োজন হয়। নীতি বলতে সত্যাগ্রহ, অসহযোগ, আইন-অমান্য আন্দোলন, অনশন ইত্যাদি কর্মসূচিকে বোঝায়। অন্যদিকে, লক্ষ্য হল স্বরাজ অর্জন।
- সত্য প্রতিষ্ঠার প্রয়োজনে আত্মত্যাগ: গান্ধিবাদে যে-কোনো শর্তে সত্যের পথ অনুসরণ করার কথা বলা হয়ে থাকে। গান্ধির মতে, সত্য প্রতিষ্ঠার প্রয়োজনে আত্মবলিদান দেওয়ার ক্ষমতা রাখতে হবে এবং ত্যাগ স্বীকার করতে হবে। নিজস্বার্থের কথা ভাবা তার কাজ নয়। বিভিন্ন প্রলোভন সত্যাগ্রহীকে বিভ্রান্ত করলেও তাকে অন্যায়ের সাথে আপোষ না করে সত্য প্রতিষ্ঠার লড়াই-এ অবর্তীর্ণ হতে হবে।
- ঐশ্বরিক আধ্যাত্মবাদ: গান্ধিজি তাঁর জীবনে আধ্যাত্মবাদের প্রতি অগাধ বিশ্বাস রেখেছিলেন, তাঁর আধ্যাত্মবাদী তত্ত্বের মূল বিষয় হল ঈশ্বর। সেখান থেকেই তিনি অধিবিদ্যামূলক আদর্শবাদী তত্ত্বের দীক্ষা নেন, এবং সারা জীবন তিনি এই আদর্শের উপর ভিত্তি করে চলেছিলেন। তাঁর কাছে ঈশ্বর হলেন এক দৃঢ় প্রাণবন্ত সত্তা। জগতের সমস্ত কর্মকান্ড এর অন্তর্ভুক্ত (An all embracing living Light)। তিনি সত্য (truth)-কেই ভগবানরূপে দেখেছিলেন। এ প্রসঙ্গে তাঁর মহান উক্তি “I cannot recall a single instance when, at the eleven hour, He (God) has forsaken me.”
গান্ধিজির রাজনৈতিক মতাদর্শ মূলত তাঁর নৈতিকতা, কাল্পনিকতার আধিক্যের জন্য সমালোচনার শিকার হয়েছে। যদিও সমালোচনা সত্ত্বেও গান্ধিজির রাজনৈতিক মতাদর্শের গুরুত্ব অনস্বীকার্য।
আরও পড়ুন – সরকারের বিভিন্ন রূপ বড়ো প্রশ্ন ও উত্তর