গান্ধিজির মতাদর্শের উৎস আলোচনা করো

গান্ধিজির মতাদর্শের উৎস আলোচনা করো

গান্ধিজির মতাদর্শের উৎস আলোচনা করো
গান্ধিজির মতাদর্শের উৎস আলোচনা করো

গান্ধিজির মতাদর্শের উৎসসমূহ

গান্ধিজি তার জীবদ্দশায় বহু ধর্ম এবং ব্যক্তির লেখনী দ্বারা প্রভাবিত হয়েছিলেন, যা তার মতাদর্শ গড়ে ওঠার পশ্চাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এই উৎসগুলি হল

হিন্দু দর্শন এবং ধর্মগ্রন্থ

গান্ধিজি বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থ এবং অন্যান্য ধর্ম দ্বারা প্রভাবিত হয়েছিলেন। যথা

  • ভগবদ্গীতা: গান্ধিজি ভগবদ্গীতা থেকে অনুপ্রাণিত হয়ে নিঃস্বার্থ কর্ম ও সত্যের সাধনা করেছিলেন, যেটি ছিল তাঁর অহিংস মতবাদের অন্যতম একটি ভিত্তি।
  • উপনিষদ: উপনিষদের মূল উপজীব্য বিষয় হল ব্রহ্ম (পরমসত্য) ও আত্মা (ব্যক্তির অন্তর্নিহিত সত্তা), যার দ্বারা গান্ধির সত্যাগ্রহ ও অহিংসার নীতিটি প্রভাবিত হয়েছিল।
  • জৈন ধর্ম ও খ্রীস্ট ধর্ম: জৈন ধর্ম ও দর্শন অহিংসবাদের উপর জোর দেয়। এমনকি তাঁর উপর জৈন সাধু বেচারজি স্বামীর প্রভাব ছিল অত্যন্ত বেশি।

এ ছাড়া বাইবেলের বাণী বিশেষত জিশুর সারমন অন্ দ্য মাউন্ট-এর শিক্ষা দ্বারা তিনি বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন, যেখানে প্রেম, ক্ষমা এবং এক গালে আঘাত করলে অন্য গাল এগিয়ে দেওয়ার উপর জোর দিয়েছিলেন।

পশ্চিমি চিন্তাবিদগণের ও দেশীয় ব্যক্তিত্ত্বদের প্রভাব

লিও টলস্টয়ের প্রভাব: লিও টলস্টয় (Leo Tolstoy)-এর অহিংসার বাণী ও শিক্ষার দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি অহিংস উপায়ে শাসকের অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিকারের কথা বলেছিলেন।

  • জন রাস্কিনের প্রভাব: জন রাস্কিন (John Ruskin)-এর Unto This Last বইটি গান্ধিজি অধ্যয়ন করে তিনটি মূল্যবান শিক্ষা লাভ করেছিলেন। যথা- ব্যক্তির কল্যাণ সমষ্টির কল্যাণের মধ্যে বিদ্যমান, শ্রমের সমমূল্য এবং শ্রমজীবীদের জীবনই হল আদর্শ জীবন। যা তার সত্যাগ্রহের নীতিটিকে বিশেষভাবে প্রভাবিত করেছিল।
  • ডেভিড থেরোর প্রভাব: গান্ধিজি কারাবন্দি থাকাকালীন ডেভিড থেরোর (David Thoreau) লেখা Essay on Civil Disobedience পুস্তক পাঠের মাধ্যমে তিনি অসহযোগের ধারণাটি লাভ করেছিলেন।
  • মহারাজা হরিশচন্দ্র: মহারাজা হরিশচন্দ্র (Harish Chandra)-এর পালাগান দ্বারা গান্ধিজির সত্যাগ্রহ ও অহিংসার নীতিটি বিশেষভাবে প্রভাবিত হয়েছিল।

* ভারতীয় ধর্ম সংস্কারকগণের প্রভাব: রাজা রামমোহন রায়ের ধর্মসংস্কার এবং স্বামী বিবেকানন্দের সামাজিক সংস্কার, আধ্যাত্মিক বিকাশ ও সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ গান্ধির সত্যাগ্রহ ও অহিংসার আদর্শকে প্রভাবিত করেছিল।

  • ব্যক্তিগত অভিজ্ঞতা: দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন সময়ে গান্ধিজি জাতিগত বৈষম্য ও অবিচারের সম্মুখীন হয়েছিলেন। যা তার সত্যাগ্রহের দৃষ্টি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

পরিশেষে উল্লেখ্য যে, এই বৈচিত্র্যময় প্রভাবগুলিকে সংশ্লেষিত করে গান্ধি তার সত্যাগ্রহ ও অহিংসার নীতিটিকে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে গড়ে তোলেন।

আরও পড়ুন – সরকারের বিভিন্ন রূপ বড়ো প্রশ্ন ও উত্তর

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment