জার্মানিতে সাহিত্যে রেনেসাঁর কীরূপ প্রভাব লক্ষ করা যায়

জার্মানিতে সাহিত্যে রেনেসাঁর কীরূপ প্রভাব লক্ষ করা যায়

ইটালি-প্রসূত মানবতাবাদের প্রভাব আল্পসের উত্তরে প্রথম পরিলক্ষিত হয় জার্মানিতে। ইটালির মতোই জার্মানির নুরেমবার্গ, স্ট্রাসবার্গ, বাসেল-এর মতো নগরে নাগরিক স্বাধীনতা ছিল। এই সময় জার্মানির বাণিজ্যিক লেনদেন বৃদ্ধি পেলে, নগরগুলি সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম কেন্দ্রে পরিণত হয়। জার্মান রাজপরিবার ও নগরের বণিকগণ মানবতাবাদীদের উন্মুক্ত হৃদয়ে পৃষ্ঠপোষকতা করতে থাকেন।

জার্মানিতে সাহিত্যে রেনেসাঁর প্রভাব

(1) ধর্মীয় নবজাগরণ: জার্মানিতে নবজাগরণের প্রধান অনুপ্রেরণা ছিল খ্রিস্টান ধর্ম এবং খ্রিস্টধর্মীয় সাহিত্য ও দর্শন। জার্মান পণ্ডিতগণ মনে করতেন যে, বাইবেলের শুদ্ধপাঠ এবং তাকে সঠিক অনুসরণের দ্বারা ধর্মীয় নবজাগরণ সম্ভব। তাই বলা যায়, এখানে ধর্মনিরপেক্ষতার ধারণা গভীরভাবে ছাপ ফেলতে পারেনি। মূল ও শুদ্ধপাঠ বাইবেল পাঠের বাসনা থেকেই জার্মান পণ্ডিত জোহান রিউক্লিন হিব্রু ভাষা শিখে ওল্ড টেস্টামেন্ট (Old Testament) পাঠ করেন এবং এর সঠিক ব্যাখ্যা দিতে উদ্যোগী হন।

(2) নাট্য সাহিত্য: জার্মানিতে নাট্যসাহিত্যও বিকাশ লাভ করে। এই সময় যেসব নাটক জার্মানিতে রচিত হয়েছে, তাদের আঙ্গিক ও বিষয়বস্তুর মধ্যে বৈচিত্র্য ছিল। জার্মান নাট্যকারদের মধ্যে বিখ্যাত ছিলেন জোহান রিউক্লিন (Johann Reuchlin), সেবাস্টিয়ান ব্রান্ট (Sebastian Brant), হান্স রোজেনপ্লুট (Hans Rosenplüt) প্রমুখ।

(3) কবিসংঘ : আলোচ্য পর্বে জার্মান কবিরাই চারণকবিদের স্থান কয়েছিল। ফলে জার্মান কাব্যসাহিত্যেও নতুনত্ব লক্ষ করা যায়। সমকালীন জার্মান কবিরা নিয়মনীতি মেনে কবিতা লিখতেন।

(4) মুদ্রণ: জার্মান নবজাগরণে গতির সঞ্চার করেছিলেন আলব্রেখট ডুরার (Albrecht Dürer)। তিনি মুদ্রণ-বিষয়ক কর্মকাণ্ডের মাধ্যমে ইউরোপ জুড়ে পরিচিতি পান। এই ধারাকে আরও সফলভাবে এগিয়ে নিয়ে যান মার্টিন লুথার। তিনি জার্মান ভাষায় বাইবেল অনুবাদ ও ছাপার ব্যবস্থা করেন- যা জার্মান গদ্যসাহিত্যের উন্নতির পথ প্রশস্ত করে। পরিশেষে বলা যায়, জার্মানিতে সাহিত্যের ক্ষেত্রে নবজাগরণের বিশেষ প্রভাব লক্ষণীয়। এই নবজাগরণ ধর্মকেন্দ্রিক হওয়ায় তা পরবর্তীতে ধর্মসংস্কার আন্দোলনের পথ প্রস্তুত করেছিল।

আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment