সেন্ট বেনেডিক্ট-এর সংস্কারসমূহ সম্পর্কে লেখো

সেন্ট বেনেডিক্ট-এর সংস্কারসমূহ সম্পর্কে লেখো

অথবা, সেন্ট বেনেডিক্ট কে ছিলেন? তিনি কেন বিখ্যাত

সেন্ট বেনেডিক্ট-এর সংস্কারসমূহ সম্পর্কে লেখো
সেন্ট বেনেডিক্ট-এর সংস্কারসমূহ সম্পর্কে লেখো

খ্রিস্টান মঠগুলির সন্ন্যাসীদের সংঘবদ্ধ জীবনের উপযোগী কিছু নিয়মকানুন ইউরোপের পূর্বাঞ্চলের মঠগুলিতে প্রথম প্রচলন করেন সেন্ট বেসিল। তবে এইকাজে বিশেষ কৃতিত্ব দেখিয়েছিলেন পশ্চিম ইউরোপের মহাত্মা সেন্ট বেনেডিক্ট।

সেন্ট বেনেডিক্ট

সেন্ট বেনেডিক্ট (Saint Benedict) বা বেনেডিক্ট অফ নার্সিয়া (Benedict of Nursia) ছিলেন একজন ইতালীয় ক্যাথলিক বিশপ, যিনি পশ্চিম ইউরোপের মঠবাসী সন্ন্যাসীদের জন্য ৫২৯ খ্রিস্টাব্দে একটি নিয়মাবলি তৈরি করেন। দক্ষিণ ইটালির মন্টে ক্যাসিনো (Monte Cassino)-র মঠে বসে রচিত এই বিখ্যাত নিয়মাবলিই বেনেডিক্টীয় বিধান (Benedictine Rule) নামে পরিচিত।

সেন্ট বেনেডিক্টের সংস্কারসমূহ

সেন্ট বেনেডিক্টের নিয়মাবলি সেন্ট বেসিলের নিয়মকানুন অনুসরণ করেই লেখা SAINT হয়েছিল। তবে উভয়ের মধ্যে বেশকিছু ভিন্নতাও লক্ষ করা যায়-

(1) বেনেডিক্টের আদর্শ গ্রহণে ইচ্ছুক ব্যক্তিদের দু-বছরের জন্য বাধ্যতামূলক প্রাথমিক নির্বাচনি প্রশিক্ষণ পরীক্ষায় বসতে হত। এতে উত্তীর্ণ হতে না পারলে মঠজীবনে প্রবেশ করা যেত না।

(2) তাঁর আদর্শে বিশ্বাসী সন্ন্যাসীদের তিনটি পবিত্র শপথ (Three Substantials) নিতে হত, যথা- নিঃশর্ত আত্মসমর্পণ, দারিদ্র্যবরণ এবং ব্রহ্মচর্য।

(3) সন্ন্যাসীদের জ্ঞানান্বেষণ ও পঠনপাঠন করা, অনুগত ও শৃঙ্খলাপরায়ণ হওয়া ছিল বাধ্যতামূলক।

(4) বেনেডিক্টের বিধানে ঈশ্বরচিন্তা ও প্রার্থনার (Opus Dei) উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছিল। দৈনিক একশো বার (এমনকি গভীর রাতেও) দীর্ঘ সময় ঈশ্বরের নাম জপ করা অনুগামীদের অবশ্যপালনীয় কর্তব্য ছিল।

(5) কৃষিকাজ, আর্তদের ত্রাণ দেওয়া, অসুস্থ ব্যক্তির সেবা করা ইত্যাদি শারীরিক পরিশ্রমের (Opus Manuum) উপরও গুরুত্ব দেওয়া হয়েছিল।

(6) এ ছাড়া সন্ন্যাসীদের নিজেদের অত্যাবশ্যকীয় কাজ নিজেদের করতে হত।

(7) মঠ অধ্যক্ষের নির্দেশ বাধ্যতামূলকভাবে পালন করতে হত। খুব অল্প সময়ের মধ্যেই বেনেডিক্টের বিধান ইউরোপের বহু মঠে ছড়িয়ে পড়ে। এই বিধান একটি সহজ-সরল খ্রিস্টীয় মঠ জীবনযাত্রার সন্ধান দেয়, যা বহু মানুষকে আকৃষ্ট করেছিল। বেনেডিক্টের বিধানের প্রধান উদ্দেশ্য ছিল-খ্রিস্টীয় জীবনপ্রণালী অনুসরণ করে মুক্তি অর্জন করা। বেনেডিক্টের আদর্শে উদ্বুদ্ধ সন্ন্যাসীদের বস্ত্র ছিল সাদাসিধে এবং খাদ্য ছিল সাধারণ। তাঁরা বহুশয্যাবিশিষ্ট ঘরে ঘুমাতেন, একই কক্ষে খাবার খেতেন এবং প্রার্থনা-সহ অন্যান্য কাজ করতেন একসঙ্গে। সন্ন্যাসীরা কখনও মঠ ত্যাগ করতে পারতেন না।

আরও পড়ুন –

১। সামন্ততন্ত্র বলতে কী বোঝায়?

২। ইউরোপের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি কী ছিল?

৩। ‘ফিফ’ ও ‘শিভালরি বলতে কী বোঝো?

৪। সামন্ততান্ত্রিক ব্যবস্থার পতনের কারণ সম্পর্কে লেখো।

৫। ইউরোপে সামন্ততন্ত্রের ইতিবাচক প্রভাবগুলি  কী ছিল?

৬। ইউরোপে সামন্ততন্ত্রের নেতিবাচক প্রভাবগুলি কী ছিল?

৭। পোপতন্ত্রের বিকাশের কারণগুলি লেখো।

৮। ইউরোপে মধ্যযুগকে ‘অন্ধকার যুগ (Dark Age) বলা কতটা যুক্তিসঙ্গত?

৯। মঠজীবনবাদ বলতে কী বোঝো

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment