শিক্ষাক্ষেত্রে স্মার্টফোন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

শিক্ষাক্ষেত্রে স্মার্টফোন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

শিক্ষাক্ষেত্রে স্মার্টফোন - মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
শিক্ষাক্ষেত্রে স্মার্টফোন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
  • ভূমিকা বা স্মার্টফোন কী
  • স্মার্টফোনের কী পরিচয়
  • স্মার্টফোনের প্রসার
  • ব্যবহারের সুবিধা
  • শিক্ষাক্ষেত্রে প্রয়োগ
  • মোবাইলের অপকারিতা এবং ক্ষতিকর দিক

ভূমিকা বা স্মার্টফোন কী

বিজ্ঞানের উচ্চ প্রযুক্তির সাহায্যে যেসব ক্ষেত্রে মানুষের সবচেয়ে বেশি অগ্রগতি ঘটেছে তার মধ্যে অন্যতম হল যোগাযোগ ব্যবস্থা। আজ আর বন্ধু বা পরিজনকে চিঠি লিখে, তার উত্তরের প্রতীক্ষায় ডাক-পিয়নের পথ চেয়ে বসে থাকতে হয়না। উন্নততর বার্তা প্রযুক্তির এই যুগে টেলিসংযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে স্মার্টফোন। যোগাযোগ মাধ্যমের নবদিগন্ত রচনা করেছে।

স্মার্টফোনের কী পরিচয়

স্মার্টফোন হল হাতের মোবাইল কম্পিউটিং যন্ত্র। ফিচার ফোনের সাথে তাদের পার্থক্য হলো তাদের তুলনামূলক বেশি শক্তিশালী হার্ডওয়্যার সক্ষমতা এবং বিস্তৃত মোবাইল অপারেটিং সিস্টেম, যেগুলো মূল সুবিধা: যেমন-ফোনকল বা টেক্সট বার্তার সাথে সাথে আরও বেশি সফট্ওয়্যার, ইন্টারনেট এবং মাল্টিমিডিয়ার সুবিধা।

স্মার্টফোনের প্রসার

বর্তমানে সমাজের প্রায় সর্বক্ষেত্রেই এই ফোন ব্যবহারের বিপুল প্রসার ঘটেছে। উচ্চবিত্ত, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত সব পরিবারেই এর ব্যবহার এখন ছড়িয়ে পড়েছে। এই যন্ত্রটি বিভিন্ন সুবিধাজনক মূল্যে ও আকর্ষণীয় শর্তে গ্রাহকের কাছে সহজলভ্য হওয়ার ফলে ধনী ব্যক্তিরা ছাড়াও আর্থিক ক্ষমতার দিক থেকে সব শ্রেণির মানুষের কাছে এর আকর্ষণ অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। বিশেষত বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের কাছে এর আকর্ষণ অপ্রতিরোধ্য হয়ে উঠেছে।

ব্যবহারের সুবিধা

অনেকগুলো মিডিয়ার সম্ভার হওয়াই এই ফোনের বেশ কতগুলো সুবিধা আছে-

  1. মাল্টিমিডিয়ার সমাবেশ হওয়ায় সামান্য যোগ-বিয়োগ-গুণ-ভাগ থেকে শুরু করে অফিসিয়াল ডকুমেন্ট তৈরী সবকিছুই করতে সক্ষম এই মুঠোফোন।
  2. গান শোনা, রেকর্ড করা, ভিডিও রেকর্ডিং থেকে এডিটিং সবকিছুই করা যায়।
  3. অনলাইন ব্যাংকিংয়ের ক্ষেত্রে আজকাল অনেক মানুষ মোবাইল ব্যাঙ্কিং-এর উপর নির্ভর করে থাকে।
  4. পুলিশের তদন্তের ক্ষেত্রে এই স্মার্টফোন বেশ উপযোগী।

শিক্ষাক্ষেত্রে প্রয়োগ

শিক্ষাক্ষেত্রে এর ভূমিকা অস্বীকার করা যায়না। অনলাইন ক্লাস থেকে শুরু করে, পড়াশোনার সর্বক্ষেত্রে এর ভূমিকা রয়েছে। বিশেষ করে গবেষণার কাজে নিযুক্ত ছাত্রছাত্রীদের তথ্য সংগ্রহে এর ভূমিকা রয়েছে। করোনাকালে পঠনপাঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই স্মার্টফোন।

মোবাইলের অপকারিতা এবং ক্ষতিকর দিক

মোবাইল ফোনের লাভজনক দিকগুলি স্বীকার করেও এর ক্ষতিকারক প্রভাব সম্পর্কে আমাদের সকলেরই চিন্তিত হওয়া প্রয়োজন। এর প্রতি কিশোর বা যুবাবয়সের ছেলেমেয়েদের প্রবল আকর্ষণ সমাজের পক্ষে আদৌ লাভজনক নয়। ফোন কানে দিয়ে অর্থহীন বাক্যালাপ অপ্রয়োজনীয় এস এম এস করা খারাপ লক্ষণকে সূচিত করে। শিশুদের ক্ষেত্রে স্বাধীনভাবে মোবাইলের ব্যবহার এর বিষয়টা বিপদের সংকেত ডেকে আনছে।

উপসংহার

আধুনিক গতিশীলতার যুগে, যেখানে ইন্টারনেট সারাবিশ্বকে (global village)-এ পরিণত করেছে, সেখানে মোবাইল ব্যবহার থেকে বিরত থাকা হল এক বড় দুঃসাধ্য কাজ। তাই আমাদের উচিত, রয়ে সয়ে এই প্রযুক্তির ভালো দিকগুলো ব্যবহার করা এবং খারাপ দিকগুলোকে পরিহার করা। এবং দেশের উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

আরও পড়ুন – 

১। পরিবেশ দূষণ ও তার প্রতিকার – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা

২। পরিবেশ রক্ষায় অরণ্য – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা

৩। পরিবেশ বনাম উন্নয়ন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

৪। বিশ্ব উষ্ণায়ন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

৫। বন্যপ্রাণী সংরক্ষণ – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

৬। মানবজীবনে পরিবেশের প্রভাব – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

৭। বিজ্ঞানচেতনার প্রসারের প্রয়োজনীয়তা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

৮। বিজ্ঞানচেতনা ও কুসংস্কার – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

৯। কম্পিউটার ও আধুনিক জীবন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১০। খেলাধুলার প্রয়োজনীয়তা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১১। দেশভ্রমণ – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১২। রক্তদান জীবনদান – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১৩। বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১৪। প্রাকৃতিক দুর্যোগে ছাত্রসমাজের ভূমিকা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১৫। ভূমিকম্প – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১৬। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১৬। মাতৃভাষায় বিজ্ঞানচর্চা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১৭। পঞ্চায়েতী ব্যবস্থা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১৮। বৈচিত্র্যের মধ্যে ঐক্য – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১৯। মোবাইল ফোনের সুফল-কুফল – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

২০। আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

২১। বাংলার উৎসব – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

২২। যুদ্ধ নয়, শান্তি চাই – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

২৩। প্লাস্টিক দূষণ-একটি ভয়াবহ সমস্যা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

২৪। গাছ আমাদের বন্ধু – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

২৫। শিক্ষাবিস্তারে গণমাধ্যম – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

২৬। প্রতিযোগিতার সুফল ও সংকট – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

২৭। পর্যটন শিল্পে পশ্চিমবঙ্গ – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

২৮। চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment