আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
- ভূমিকা
- পঠনপাঠনের পরিবেশ
- খেলাধুলার পরিবেশ
- সাংস্কৃতিক পরিবেশ
- জ্ঞানবিজ্ঞানচর্চার পরিবেশ
- শিক্ষক-শিক্ষিকাদের স্নেহ ও ভালোবাসা
- উপসংহার
ভূমিকা
"বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যামঠতলে"।
প্রতি বছরই কত শত সহস্র শিক্ষার্থী শিশুবিদ্যালয় থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আসে। শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছে এক পরম আনন্দের স্থান, বিশেষ ভালোবাসার জায়গা, গভীর শ্রদ্ধার নিকেতন। শিক্ষক-শিক্ষিকাদের স্নেহছায়ায় লালিত হয় বিদ্যার্থীকুল, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাপ্ত শিক্ষাই হয়ে ওঠে তাদের জীবনপথের পাথেয়। একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান রচিত হয় নানা বৈশিষ্ট্যের সমাবেশে।
পঠনপাঠনের পরিবেশ
আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান দিকটি হল সেখানকার পঠনপাঠনের উপযুক্ত পরিবেশ। শিক্ষার্থী যেখানে মনের আনন্দে পাঠ গ্রহণ করতে পারে সেই বিদ্যায়তনই তার কাছে আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান বলে মনে হয়। খোলামেলা পরিবেশে শিক্ষক-শিক্ষিকাদের মনোগ্রাহী পাঠদানে বিদ্যামঠ হয়ে ওঠে প্রাণবন্ত। প্রাচীনযুগের পাঠশালায় ছিল প্রাণময় পরিবেশ। আজকের আধুনিক সভ্যতায় গড়ে ওঠা প্রাসাদোপম শিক্ষাভবনগুলোতে পঠনপাঠনের সেই মনোরম পরিবেশই কাম্য। কেন-না পাঠদান ও পাঠগ্রহণের উপযুক্ত পরিবেশ ও পরিকাঠামোই শিক্ষাপ্রতিষ্ঠানকে সার্বিক সাফল্য ও মর্যাদা এনে দেয়।
খেলাধুলার পরিবেশ
ছাত্রজীবনে খেলাধুলার বিশেষ প্রভাব আছে। ছাত্রছাত্রীদের মানসিক ও বৌদ্ধিক বিকাশের জন্য খেলাধুলার চর্চা অপরিহার্য। কথায় আছে ‘All work and no play makes Jack a dull boy. শিক্ষার্থীর সার্বিক উন্নয়নে খেলাধুলার বিশেষ ভূমিকা আছে বলেই শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার উপযুক্ত পরিবেশ ও পরিকাঠামো থাকা একান্ত প্রয়োজন। শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার সুস্থ পরিবেশ রচিত হয় খেলাধুলার মধ্য দিয়ে। কারণ কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার চর্চা থাকলে আঞ্চলিক, রাজ্য, জাতীয় এমনকি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছাত্ররা ক্রীড়াক্ষেত্রে নিজেদের নৈপুণ্য প্রদর্শন করতে পারে। প্রকৃত অর্থে খেলোয়াড় তৈরির পীঠস্থানই হল কোনো আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান।
সাংস্কৃতিক পরিবেশ
সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীর মনোবিকাশের দুয়ার খুলে যায়। প্রখ্যাত প্রাবন্ধিক অন্নদাশঙ্কর রায় তাঁর ‘যুগজিজ্ঞাসা’ প্রবন্ধে বলেছেন, কোনো যুগে শিল্প-সংস্কৃতির চর্চা না হলে সে যুগ নিষ্ফলা হয়ে যায়। শিল্প-সংস্কৃতির প্রকৃত পীঠস্থান হল শিক্ষাপ্রতিষ্ঠান। সেকারণেই বলা যায়, আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে অবশ্যই সংস্কৃতির নিয়মিতচর্চা ও অনুশীলন থাকা প্রয়োজন। সুস্থ-সাংস্কৃতিক পরিবেশই আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।
জ্ঞানবিজ্ঞানচর্চার পরিবেশ
জ্ঞানবিজ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে আদর্শ বিদ্যামঠরূপে গড়ে তুলতে পারে। জ্ঞানবিজ্ঞানচর্চার মধ্য দিয়েই মেধা অন্বেষণ সঠিকভাবে হতে পারে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানেই তাই জ্ঞানবিজ্ঞানচর্চার অনুশীলনের জন্য পৃথক বন্দোবস্ত থাকা আবশ্যিক। আমার দৃষ্টিতে আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে জ্ঞানবিজ্ঞানচর্চার যথাযথ পরিবেশ থাকা চাই।
শিক্ষক-শিক্ষিকাদের স্নেহ ও ভালোবাসা
শিক্ষার্থীদের কাছে শিক্ষক-শিক্ষিকারাই হলেন জীবনপথের দিশারি। তাঁদের শাসনে-স্নেহে-ভালোবাসায় মূল্যবোধ গড়ে ওঠে শিক্ষার্থীদের। শিক্ষাঙ্গনে শিক্ষককুলের অবদান অনস্বীকার্য। তাই তাঁদের পাঠদান, জীবনচর্চা বিদ্যার্থীদের বেড়ে ওঠার পথের রস ও রসদ। তাঁদের সুমধুর আচরণ ও ভালোবাসামিশ্রিত অনুশাসন বিদ্যার্থীদের পরম পাথেয়।
উপসংহার
‘আমরা রচি ভালোবাসার আশার ভবিষ্যৎ’
-শিক্ষার্থীরাই রচনা করে দেশ দশ সভ্যতার এক সুন্দর ভবিষ্যৎ। তাই তাদের জন্য আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান বিশেষ প্রয়োজন। আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানই গড়ে তুলতে পারে এক সুগঠিত সমাজ। তাই আমাদের সকলেরই স্বপ্ন এক আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান।
আরও পড়ুন –
১। পরিবেশ দূষণ ও তার প্রতিকার – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা
২। পরিবেশ রক্ষায় অরণ্য – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা
৩। পরিবেশ বনাম উন্নয়ন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৪। বিশ্ব উষ্ণায়ন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৫। বন্যপ্রাণী সংরক্ষণ – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৬। মানবজীবনে পরিবেশের প্রভাব – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৭। বিজ্ঞানচেতনার প্রসারের প্রয়োজনীয়তা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৮। বিজ্ঞানচেতনা ও কুসংস্কার – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৯। কম্পিউটার ও আধুনিক জীবন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১০। খেলাধুলার প্রয়োজনীয়তা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১১। দেশভ্রমণ – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১২। রক্তদান জীবনদান – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৩। বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৪। প্রাকৃতিক দুর্যোগে ছাত্রসমাজের ভূমিকা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৫। ভূমিকম্প – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৬। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৬। মাতৃভাষায় বিজ্ঞানচর্চা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৭। পঞ্চায়েতী ব্যবস্থা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৮। বৈচিত্র্যের মধ্যে ঐক্য – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৯। মোবাইল ফোনের সুফল-কুফল – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা