তেলেনাপোতা আবিষ্কার গল্পের নামকরণের সার্থকতা

তেলেনাপোতা আবিষ্কার গল্পের নামকরণের সার্থকতা

তেলেনাপোতা আবিষ্কার গল্পের নামকরণের সার্থকতা
তেলেনাপোতা আবিষ্কার গল্পের নামকরণের সার্থকতা

ভূমিকা

যে-কোনো সাহিত্যনির্মিতিরই একটা যথাযথ নামকরণ থাকা দরকার। কারণ এই প্রয়াসের মধ্য দিয়েই উক্ত শৈলীর সঙ্গে পাঠকের প্রাথমিক সম্পর্ক স্থাপিত হয়। ছোটোগল্প সাহিত্যের একটি বিশেষ নির্মিতি, যা পরিকাঠামোগত দিক থেকে নামকরণের গুরুত্বটিকে আরও জোরালো হতে দাবি করে।

নামকরণের প্রকার

ছোটোগল্পের নামকরণের ক্ষেত্রেও আবার কতকগুলি বিষয়ের প্রতি গল্পকারের নজর থাকে। গল্পের মধ্যে নিহিত বক্তব্যের দিকে লক্ষ রেখে লেখক কখনো-কখনো ব্যঞ্জনাধর্মী নামকরণ করে থাকেন। কখনও মুখ্য চরিত্রের নামানুসারে, কখনও কোনো বিষয় অনুসরণে গল্পের নামকরণ করা হয়। প্রেমেন্দ্র মিত্রের ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্পটি ব্যঞ্জনাধর্মী এবং অবশ্যই কাব্যগুণসম্পন্ন ভাব ও ভাষায় পরিবেশিত। এই গল্পে গল্পাংশ খুবই ক্ষীণ-প্রায় নেই বললেই চলে। আবার কাব্যময় ভাষায় যে সামান্য কাহিনিবিন্যাসের বাতাবরণ লেখক এখানে সৃষ্টি করেছেন, তা না থাকলেও প্রবলভাবে আছে।

মূল বিষয়

শহর থেকে ত্রিশ মাইল দূরত্বের এক গ্রাম তেলেনাপোতা। বাংলার প্রতিটি গ্রামের অস্তিত্বই তেলেনাপোতায় নিহিত। তার পরিবেশ, আবহ এবং চরিত্রেরা নাগরিকত্বের বিপরীতে নিজেদের যে রহস্যময় স্বাতন্ত্র্যে বিরাজ করে, তা শহুরে কথকের কাছে অভেদ্য অন্ধকারস্বরূপ ভ্রম তৈরি করে। এই তেলেনাপোতার অস্তিত্ব যেন চেতন এবং অবচেতন লোকের মধ্যবর্তী স্তরে। স্বপ্নের মতো সেই গ্রামের হঠাৎ আবিষ্কার যেন প্রকৃত চেতনার উন্মেষেই বিলুপ্ত হয়ে যায়। তাই গল্পের কথক ও তার দুই সঙ্গী মাছ ধরার অছিলায় শহুরে ব্যস্ততার ঘেরাটোপ ছেড়ে সাময়িক মুক্তি পেতে যে গ্রামে এসে পৌঁছোয়, সেই গ্রাম তেলেনাপোতা কথকের চেতনার জাগরণে হারিয়ে যায়। দিনের আলোয় তেলেনাপোতা যেন অজগর-পুরীর মতো রহস্যময়। তেলেনাপোতা যাত্রার মানসিক প্রস্তুতি, ভগ্ন প্রাসাদের আলো-আঁধারির মায়াময় আবহ, গল্পের প্রতিটি চরিত্র বিশেষত যামিনী এবং তার মায়ের উপস্থিতি যেন স্বপ্নের মতো বায়বীয়।

সার্থকতা বিচার

কাহিনির বিষয়বস্তু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, সমগ্র গল্পকাঠামো যেন স্বপ্ন এবং স্বপ্নভঙ্গের অন্তর্বর্তী মানসলোককে অনুসরণ করে। তেলেনাপোতার কাহিনি স্বপ্নের মতো আবিষ্কৃত হয় আবার চেতনার জাগরণে স্বপ্নের মতোই বাষ্পীভূত হয়ে যায়। তাই কাহিনির গতিপ্রকৃতির চরিত্র অনুসরণ করে গল্পটির ব্যঞ্জনাধর্মী নামকরণ সার্থক ও যথার্থ হয়েছে।

আরও পড়ুন – আগুন নাটকের বড়ো প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment