কম্পিউটার ও আধুনিক জীবন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

কম্পিউটার ও আধুনিক জীবন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

কম্পিউটার ও আধুনিক জীবন - মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
কম্পিউটার ও আধুনিক জীবন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

ভূমিকা

আধুনিক জীবনের পাদপীঠে পৌঁছে যন্ত্রদৈত্যের যে উত্তুঙ্গ মিনারে আমরা অবস্থান করছি সেখানে কম্পিউটার এক অতি প্রয়োজনীয় ও অনবদ্য আবিষ্কার। কম্পিউটার যেন আজ আমাদের কাছে আলাদিনের আশ্চর্য প্রদীপ। মুহূর্তের মধ্যে আমাদের কাছে পৌঁছে দেয় প্রয়োজনীয় সবটুকু। বিজ্ঞানের নব নব আবিষ্কারে মানুষের জীবনে এসেছে স্বাচ্ছন্দ্য ও বহুমাত্রিক সমাধান। বেতার, দূরদর্শন, সংবাদপত্র, টেলিপ্রিন্টার, টেলিফোন এবং আরও অসংখ্য অগণিত আবিষ্কার আমাদের জীবনযাত্রায় বিরাট পরিবর্তন সূচিত করলেও একেবারে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে কম্পিউটারের আগমনে। আজকের যুগ কম্পিউটারের যুগ, আজকের জীবন কম্পিউটারময়, কেন-না কম্পিউটারবিহীন জীবন এই একবিংশ শতাব্দীতে অকল্পনীয়।

কম্পিউটারের ইতিহাস

ইনিয়াক (ENISE)-কে প্রথম পুরোপুরি ইলেকট্রনিক কম্পিউটার বলে গণ্য করা হয়। ইংল্যান্ডের চার্লস ব্যাবেজকে ‘কম্পিউটারের জনক’ বলে অভিহিত করা হয়। যদিও উন্নতিশীল প্রযুক্তিগত অভাবের কারণে তার পরিকল্পনা যথাযথ যান্ত্রিক রূপদানে সফল হয়নি। ব্যাবেজের প্রায় এক শতাব্দীকাল পরে সম্পূর্ণ আবির্ভাব ঘটল কম্পিউটারের। পরবর্তী সময়ে বিজ্ঞান ও প্রযুক্তিগত কলাকৌশল আরও তীক্ষ্ণ ও সহজতর হয়েছে। কম্পিউটার এমন একটি আবিষ্কৃত তথ্যের ভাণ্ডার-যা মানুষের মস্তিষ্কে ধরে রাখা অসম্ভব। কম্পিউটারের ক্রমোন্নতি ও অভাবনীয় সৃষ্টিসাফল্যে আমাদের ব্যাবহারিক জীবন আলোকিত হয়েছে।

কম্পিউটারের গঠনগত কৌশল

কম্পিউটারের গঠনবৈশিষ্ট্যকে মোটামুটি তিনটি ভাগে ভাগ করা যায়-

ক। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (CPU)

খ। ইনপুট

গ। আউটপুট

আলোচ্য প্রথমাংশটিকে মস্তিষ্ক বলে অভিহিত করা হয়। যে-কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে এই অংশটি যাবতীয় তথ্য সরবরাহ করে। কম্পিউটারের দ্বিতীয় অংশটি বিভিন্ন তথ্যের নির্দেশ গ্রহণ করে যথাযথভাবে কাজে লাগায়। তৃতীয় অংশটি ফলাফল জানিয়ে দেয়। এ ছাড়া, আছে কি-বোর্ড বা চাবির ফলক যার মাধ্যমে বিভিন্ন তথ্য সরবরাহ করা যায়। ফলাফল জানার জন্য থাকে মনিটর, আর সেই মনিটরের পর্দায় বিজ্ঞানসম্মতভাবে প্রকাশ পায় যাবতীয় ফলাফল। যে বিশেষ কারণগুলির জন্য আজ কম্পিউটারের প্রয়োজনীয়তা আকাশচুম্বী সেগুলি হল-

ক। নির্দিষ্ট নিয়মে পুরোপুরি তথ্যসম্বলিত নির্ভুল উত্তর পাওয়া যায়।

খ। বহু নির্দেশ ও তথ্য মস্তিষ্কে স্থায়ীরূপে ধরে রাখার অভূতপূর্ব ক্ষমতা কম্পিউটারের আছে।

গ। অতি দ্রুত বিভিন্ন জটিল হিসেব করা যায় এবং খুব তাড়াতাড়ি নির্ভুলভাবে উত্তর দেওয়া সম্ভব হয়।

ঘ। আন্তর্জাতিক সংযোগব্যবস্থা (Internet) কম্পিউটারের মাধ্যমে চালিত করার পরে পৃথিবী আজ আমাদের একেবারে তালুবন্দি হয়েছে।

আধুনিক জীবনে কম্পিউটারের প্রভাব

আধুনিক জীবন আজ কম্পিউটার দ্বারা পুরোপুরি নিয়ন্ত্রিত, কেন-না কম্পিউটারের ব্যবহার ছাড়া আজকের সভ্যতা পুরোপুরি অচল। জীবনযাত্রার প্রতিটি পদক্ষেপে কম্পিউটার এনেছে অভাবিত পরিবর্তন। শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাঙ্ক, বিমা, বিভিন্ন অফিস, আদালতে কম্পিউটারের ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয়। চিকিৎসাবিজ্ঞানে রোগীর রোগনির্ণয়ে, কঠিন অস্ত্রপচারে, আবহাওয়ার পূর্বাভাসে, অর্থনৈতিক ব্যবস্থার উত্থান-পতনের তথ্য সরবরাহে মহাবিশ্বের মহাকাশে বিভিন্ন গ্রহ-উপগ্রহের অবস্থান জানতে, যুদ্ধবিমানের ব্যবহারে, সমুদ্রগর্ভস্থ সম্পদের সম্পর্কে তথ্য জানতে, প্রতিরক্ষার ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার আজ অনিবার্য হয়ে উঠেছে। পৃথিবীর উন্নত দেশগুলি এবং উন্নয়নশীল দেশগুলো প্রত্যেকেই কম্পিউটারকে আজ তাদের অপরিহার্য আবিষ্কাররূপে গ্রহণ করে এগিয়ে চলেছে আরও উন্নততর সভ্যতার দিকে। তৃতীয় বিশ্বের দেশ ভারতবর্ষে কম্পিউটারের ব্যবহার আজ চূড়ান্ত লক্ষ্যমাত্রায় পৌঁছেছে।

কম্পিউটারের কুপ্রভাব

যন্ত্রসভ্যতার যুগে ক্রমশ যান্ত্রিক হয়ে যাওয়া মানুষ আজ কম্পিউটারের অতিরিক্ত ব্যবহারে যেন যন্ত্রদানবে পরিণত হচ্ছে। উন্নয়নশীল এবং অনুন্নত দেশে অতিমাত্রায় কম্পিউটারের ব্যবহারে বেকারসমস্যাকে বাড়িয়ে তুলছে। অনেকক্ষেত্রেই মাত্রাতিরিক্ত পরিমাণে কম্পিউটারের ব্যবহার মানবদেহে নানাজাতীয় অসুখের সম্ভাবনা সৃষ্টি করে চলেছে।

উপসংহার

কম্পিউটারের অভাবনীয় সাফল্যের ডানায় ভর দিয়ে সভ্যতা এগিয়ে চলেছে জেটপ্লেনের গতিতে। সমস্যা যাই হোক না-কেন সমাধানের পথ আমাদেরই আবিষ্কার করতে হবে। কেন-না নতুন যুগকে সুস্বাগত জানাতে হলে বিজ্ঞানের আবিষ্কারকে গ্রহণ করতেই হয়। আর সেক্ষেত্রে আধুনিক বিজ্ঞানের নবতম সংযোজন কম্পিউটারকে বাদ দিয়ে আমরা কখনো ফিরে যেতে পারি না সভ্যতার প্রথম সকালে।

আরও পড়ুন – 

১। পরিবেশ দূষণ ও তার প্রতিকার – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা

২। পরিবেশ রক্ষায় অরণ্য – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা

৩। পরিবেশ বনাম উন্নয়ন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

৪। বিশ্ব উষ্ণায়ন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

৫। বন্যপ্রাণী সংরক্ষণ – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

৬। মানবজীবনে পরিবেশের প্রভাব – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

৭। বিজ্ঞানচেতনার প্রসারের প্রয়োজনীয়তা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

৮। বিজ্ঞানচেতনা ও কুসংস্কার – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment