তেলেনাপোতা যাওয়ার কারণ কী, একে লেখক ‘আবিষ্কার’ বলেছেন কেন

তেলেনাপোতা যাওয়ার কারণ কী, একে লেখক ‘আবিষ্কার’ বলেছেন কেন?

তেলেনাপোতা যাওয়ার কারণ কী, একে লেখক 'আবিষ্কার' বলেছেন কেন
তেলেনাপোতা যাওয়ার কারণ কী, একে লেখক ‘আবিষ্কার’ বলেছেন কেন
তেলেনাপোতা যাওয়ার কারণ

বাংলা কথাসাহিত্যের বিশিষ্ট সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র রচিত ‘তেলেনাপোতা আবিষ্কার’ নামক ছোটোগল্পে কথক মহানগরী থেকে ত্রিশ মাইল দূরে তেলেনাপোতায় এক বিশেষ উদ্দেশ্য নিয়ে যাওয়ার কথা বলেন। চারদিক গাঢ় অন্ধকারে আচ্ছন্ন, চেতনালোকের শেষপ্রান্তে এই তেলেনাপোতার অবস্থান। নাগরিক ব্যস্ততার মাঝে যদি হঠাৎ ছুটি পাওয়া যায় এবং কেউ যদি প্ররোচনা দেয় যে, কোনো এক আশ্চর্য সরোবরে পৃথিবীর সরলতম মাছেরা জলজীবনের প্রথম বড়শিতে বিদ্ধ হওয়ার আকাঙ্ক্ষায় ব্যাকুলভাবে অপেক্ষারত তাহলে পুঁটি ছাড়া অন্য কোনো মাছ ধরার অভিজ্ঞতা নেই, এমন ব্যক্তি তেলেনাপোতায় যেতে পারেন। প্রতিমুহূর্তে বিস্ময়ে আবিষ্ট হতে হতে তিনি কুয়াশাচ্ছন্ন রহস্যে ঘেরা তেলেনাপোতায় উপস্থিত হবেন।

আবিষ্কার বলার কারণ

‘আবিষ্কার’ শব্দটিকে ইংরেজি আভিধানিক অর্থ অনুযায়ী দু-ভাবে প্রকাশ করা যায়-

প্রথমত, Discovery অর্থাৎ যার অস্তিত্ব আগে থেকেই ছিল কিন্তু হঠাৎই তার সন্ধান পাওয়া গেল। দ্বিতীয়ত, Invention অর্থাৎ যা সদ্যআবিষ্কৃত, আবিষ্কারের পূর্বে যার কোনো অস্তিত্ব ছিল না।

এই সূত্র ধরে বলা যায়, তেলেনাপোতা নামে বাস্তবে কোনো গ্রাম নেই। আবার বাংলাদেশের বহু গ্রামই তেলেনাপোতার মতো-রসিক সহৃদয় ব্যক্তি তার সন্ধান পায়। কথক সেই মানসিকতা থেকে তেলেনাপোতা খুঁজে পান। ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্পে লেখক তেলেনাপোতার কোনো নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান উল্লেখ করেননি। শহর থেকে ত্রিশ মাইল দূরে এই গ্রাম যেন এক কালো অন্ধকারের অভেদ্য দেয়াল দিয়ে চেতনালোক থেকে আলাদা হয়ে যায়। তেলেনাপোতার চরিত্রসমূহ, তাদের জীবন কিংবা পারিপার্শ্বিক আবহ অনুভূতিহীন, কুয়াশাময়। তাই তেলেনাপোতায় পৌঁছে মনে হয় যেন জীবন্ত পৃথিবীর অন্যপ্রান্তে এক কুয়াশাচ্ছন্ন স্মৃতিলোকে এসে পড়েছেন। তেলেনাপোতা থেকে ফিরে এসেও মনে হয় যেন তেলেনাপোতার অস্তিত্ব অস্ত যাওয়া তারার মতো ঝাপসা। লেখক তেলেনাপোতাকে চেতনা এবং অবচেতনলোকের মধ্যবর্তী স্তরে ‘ঝাপসা একটা স্বপ্ন’-এর মতো উপস্থাপন করেন। গল্পের কাঠামোতেও পাঠক তাই মূল গল্পবস্তু অনুসন্ধান করেন এবং তেলেনাপোতার কাহিনির মধ্যে পাঠক সেই ‘আবিষ্কার’-এর স্বাদ খুঁজে পান। লেখক পাঠকের চেতনাক্রিয়ার এই দিকটিকে গুরুত্ব দিয়ে ‘আবিষ্কার’ শব্দটি ব্যবহার করেন।

আরও পড়ুন – আগুন নাটকের বড়ো প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment