গীতিকবিতার নানান রূপ-রীতিগুলি আলোচনা করো
গীতিকবিতার রূপ রীতি:
গীতিকবিতার নানান রূপ-রীতিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল-
ওড্ বা স্তোত্র/স্তুতি কবিতা
‘ওড্’ একটি আনুষ্ঠানিক গীতিকবিতা, যা সাধারণত ব্যক্তি, স্থান বা বস্তুর উদ্দেশে লেখা হয়। এই ধরনের গীতিকবিতায় কবি গাম্ভীর্যময় স্বরে কোনো এক উচ্চভাবের গৌরবান্বিত বিষয়ে বিবৃতি দেন, যার মধ্যে থাকে কাব্যময়তা, সংগীত, নৃত্য, ভাবাবেগ ও যুক্তির পারম্পর্য।
উদাহরণ: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বর্ষশেষ’, সতেন্দ্রনাথ দত্তের ‘নমস্কার’, মধুসূদন দত্তের ‘কপোতাক্ষ নদ’, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ‘মন্ত্র’, বিহারীলাল চক্রবর্তীর ‘বঙ্গসুন্দরী’, মোহিতলাল মজুমদারের ‘পান্থ’, জীবনাননন্দ দাশের ‘সুচেতনা’ ইত্যাদি।
এলিজি বা শোককবিতা
যে রচনায় কবি ব্যক্তিগত শোকানুভূতি অথবা বৃহত্তর শোককাহিনিকে ভাষা দান করেন, তাকে এলিজি বা শোককবিতা বলা হয়।
উদাহরণ: বিহারীলাল চক্রবর্তীর ‘বন্ধুবিয়োগ’, গোবিন্দদাসের ‘বঙ্কিম বিদায়’, রবীন্দ্রনাথের ‘স্মরণ’ ও কবি সত্যেন্দ্রনাথ দত্তের প্রয়াণে রচিত ‘সত্যেন্দ্রনাথ দত্ত’, অক্ষয়কুমার বড়ালের ‘এষা’, কালিদাস রায়ের ‘কৃষাণীর ব্যথা’, সুভাষ মুখোপাধ্যায়ের ‘পাথরের ফুল’ (মানিক বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে), শক্তি চট্টোপাধ্যায়ের ‘তুমি আছ সেইভাবে আছ’ (বন্ধু লেখক দীপেন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে)।
সনেট (Sonnet) বা চতুর্দশপদী কবিতা
সনেট শব্দটির উদ্ভব ইতালীয় শব্দ ‘সনেটো’ থেকে যার অর্থ-মৃদুধ্বনি বা শব্দ বা গান। যেসব গীতিকবিতার মধ্যে কবিমনের একটি অখণ্ড ভাবকল্পনা বা অনুভূতি একটি বিশেষ ছন্দরীতির মধ্য দিয়ে চতুর্দশ অক্ষরসমন্বিত চতুর্দশ চরণ দ্বারা রূপ লাভ করে, তখন সেই কবিতাকে সনেট বলে।
উদাহরণ: মধুসূদন দত্তের ‘চতুর্দশপদী কবিতাবলী’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নৈবেদ্য’ কাব্যগ্রন্থের কবিতা ইত্যাদি।
ব্যালাড (Ballad) বা গাথাকবিতা
ইতালীয় ‘ballare’ শব্দ থেকে ‘ব্যালাড’ শব্দটির উৎপত্তি, যার আক্ষরিক অর্থ ‘নৃত্য’। কাহিনি, নৃত্য এবং সংগীতের সমন্বয়ে বাংলায় যে আখ্যানকাব্য তৈরি হয়; তাকে গাথাকবিতা বা ব্যালাড বলা হয়।
উদাহরণ: বাংলায় জনপ্রিয় ও প্রচলিত ‘ব্যালাড’ হিসেবে ‘মৈমনসিংহ-গীতিকা’, ‘গোপীচন্দ্রের গান’ ইত্যাদি উল্লেখযোগ্য। প্রাচীন লোকগাথার অনুকরণে যে ‘সাহিত্যিক গাথাকবিতা’ লেখা হয়েছে তার মধ্যে অন্যতম হল রবীন্দ্রনাথের ‘কথা’ ও ‘কাহিনী’, সত্যেন্দ্রনাথ দত্তের ‘ইনসাফ’ ইত্যাদি।
আরও পড়ুন – বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর