গীতিকবিতা কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো
গীতিকবিতার সংজ্ঞা
যে কবিতায় কবি তাঁর স্বতঃস্ফূর্ত ব্যক্তিগত ভাবাবেগকে গীতিপ্রবণ ভাষায় ব্যক্ত করেন, সেই কবিতাকে গীতিকবিতা বলে।
গীতিকবিতার বৈশিষ্ট্য
গীতিকবিতার বৈশিষ্ট্যগুলি হল-
- বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন গীতিকবিতার প্রধান বৈশিষ্ট্য।
- গীতিকবিতার আত্মমগ্ন অনুভব, সংবেদনশীল ভাষা ও সুরের অন্তর্লীন
- স্পর্শে কবির সঙ্গে পাঠকের এক রসসংযোগ গড়ে ওঠে।
- কবিচিত্তের ব্যক্তিগত অনুভূতি থাকলেও গীতিকবিতার এক সার্বজনীন আবেদন থাকে, যা চিরন্তন ও শাশ্বত।
- গীতিকবিতার প্রকাশরূপ অনেক বেশি সাবলীল, ব্যঞ্জনাময় ও সংহত। এটি আকারে সংক্ষিপ্ত কিন্তু অনুভূতিতে প্রগাঢ়।
- গীতিকবিতায় কবির আত্মগত ভাবাবেগ বর্ণিত হয় উত্তমপুরুষে।
- গীতিকবিতা যতটা আবেগ অনুভূতিমূলক, সাধারণভাবে ততটা চিন্তামূলক নয়।
আরও পড়ুন – বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর