কবিয়াল কারা? বাংলা কবিগানের সংক্ষিপ্ত পরিচয় দাও
কবিয়াল কারা? বাংলা কবিগানের সংক্ষিপ্ত পরিচয় দাও
কবিয়াল: কবিগান বাংলা লোকসংগীতের একটি বিশেষ ধারা। এই ধারায় লোককবিরা প্রতিযোগিতামূলক গানের আসরে অংশগ্রহণ করেন। এখানে গায়ক-কবি তাৎক্ষণিক পদ রচনা করে সুরারোপ করে গেয়ে থাকেন। কবিগান পরিবেশনকারীদের কবিয়াল বলা হয়।
কবিগান: অষ্টাদশ শতাব্দীর শেষদিকে উনিশ শতকের সূচনায় বাংলায় এক ধরনের লঘুরীতির গীতিবাদ্যের প্রসার ঘটেছিল, একেই কবিগান বলা হয়। কবিগানে গানই মুখ্য। কাহিনির বৃত্তে এর কোনো অংশই সম্পূর্ণতা লাভ করে না। রাধাকৃয় বা শিব-দুর্গার বিচিত্র জীবননাট্য ও সংবাদের খন্ডচিত্র এগুলির রসবস্তু ছিল।
কবিয়াল ও কবিগানের বিষয়বস্তু: কবিগান যাঁরা রচনা করতেন তাঁদের কবিওয়ালা বা কবিয়াল বলা হত। কলকাতার একদল অর্থবান ও প্রতাপশালী ব্যক্তিদের ক্ষণকালীন আমোদ-প্রমোদের জন্য এই কবিগানের সৃষ্টি হয়েছিল। এই ব্যক্তিরা সদলবলে কবির লড়াই উপভোগ করতেন। দু-দলই প্রথমে ঠাকুরদেবতার গান দিয়ে লড়াই শুরু করতেন, রাত বাড়ার সঙ্গে সঙ্গে তেলের প্রদীপশিখা যত ম্লান হয়ে আসত কবিয়ালরা ততই নিজ নিজ মূর্তি ধারণ করতেন এবং প্রকাশ্য আসরে অনুপ্রাস-যমকের চমক লাগিয়ে পরস্পরকে কুৎসিত ভাষায় গালিগালাজ করতেন। প্রতিভার স্ফুরণ না ঘটলেও উপস্থিত বুদ্ধি, ছন্দ, পুরাণের জ্ঞান, ভাষা ও সংগীতের অসাধারণ দখলের জন্য সাহিত্যে এনারা স্মরণীয় হয়ে থাকবেন।
বিখ্যাত কবিয়ালদের নাম: বাংলা কবিগানের ইতিহাসে নিতাই বৈরাগী, সবুজ পাখি, ভোলা ময়রা, বলরাম বৈয়ব, নীলমণি পাটনী, কেষ্টা মুচি, অ্যান্টনি ফিরিঙ্গি প্রমুখ কবিয়ালগণ স্মরণীয় হয়ে আছেন।
আরও পড়ুন – বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর