বাংলা গদ্যরচনায় কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ও দেবেন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো

বাংলা গদ্যরচনায় কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ও দেবেন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো

বাংলা গদ্যরচনায় কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ও দেবেন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো
বাংলা গদ্যরচনায় কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ও দেবেন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো

উত্তর কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের অবদান। ইয়ং বেঙ্গল দলের সদস্য শিক্ষাবিদ, ভাষাতত্ত্ববিদ, রেভারেন্ড কৃয়মোহন বন্দ্যোপাধ্যায় উনিশ শতকের অন্যতম বাঙালি মনীষা-যিনি হিন্দুধর্মের বর্ণবৈষম্যের বিরুদ্ধে কলম ধরেছিলেন। বাংলা গদ্যরচনার ক্ষেত্রে তাঁর শ্রেষ্ঠ কীর্তি পাঠ্যপুস্তক রচনায়। সেই সময়কার বাংলা গদ্যের চাইতে কৃয়মোহনের গদ্যভাষা ছিল প্রাঞ্জল এবং সহজসরল। ‘বিদ্যাকল্পদ্রুম’ গ্রন্থটি রচনা করেন রেভারেন্ড কৃরমোহন বন্দ্যোপাধ্যায়। এটি বিশ্বকোশ জাতীয় গ্রন্থ। তাঁর প্রথম প্রকাশিত পুস্তক ‘উপদেশ কথা’ খ্রিস্টধর্মের পূজার্চনা বা আচার-রীতি বিষয়ক ভাষণের সমষ্টি। তাঁর কথোপকথনের ভঙ্গিতে রচিত গ্রন্থ ‘ষড়দর্শন সংবাদ’-এ দার্শনিক তত্ত্ব আলোচিত হয়েছে। কৃয়মোহন বন্দ্যোপাধ্যায় ‘Inqurer’ নামে ইংরেজি পত্রিকা এবং ‘সংবাদ সুধাংশু’ নামে বাংলা পত্রিকার সম্পাদক ছিলেন। তৎকালীন বাংলা গদ্যসাহিত্যে ইংরেজি শব্দের বাংলা অর্থ ব্যবহারে তিনি দৃষ্টান্ত স্থাপন করেন। যেমন-‘বিদ্যাকল্পদ্রুম’ গ্রন্থে ‘Source of River’ (নদীর নিগম), ‘Red Sea’ (লাল সমুদ্র) ইত্যাদির প্রয়োগ লক্ষ করা যায়। বাংলা গদ্যের বিকাশ পর্বে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা সত্যিই অনস্বীকার্য।

দেবেন্দ্রনাথ ঠাকুরের অবদান: ‘তত্ত্ববোধিনী’ পত্রিকা পরিচালনার সূত্রে গদ্যরচনায় আত্মনিয়োগ করেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর মূলত উপনিষদের ভাবধারায় অনুপ্রাণিত। ফলে, তাঁর গদ্যরচনায় এই মানসিকতার ছোঁয়া লাগে। তাঁর গদ্যে বর্ণিত প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেও ঈশ্বরের অস্তিত্ব লক্ষণীয়। গদ্য বর্ণনার ভাষা সহজসরল। বলা বাহুল্য, সেই রচনার কোথাও কোনো অলংকারের আধিক্য নেই। এমনকি, তাঁর লিখনশৈলী স্পষ্ট ও অনুভূতিপ্রবণ।

দেবেন্দ্রনাথের গ্রন্থসমূহের মূলভাবই হল ধর্ম-দর্শন-আধ্যাত্মিক সাধনা। তাঁর স্মরণীয় গদ্যগ্রন্থগুলি হল- ‘ব্রাহ্মধর্মগ্রন্থ’, ‘আত্মতত্ত্ববিদ্যা’, ‘ব্রাহ্মধর্মের মত ও বিশ্বাস’, ‘ব্রাহ্ম সমাজের বক্তৃতা’ প্রভৃতি। মহর্ষির জীবনের আঠারো বছর থেকে একচল্লিশ বছর বয়স অবধি জীবন অভিজ্ঞতাসমৃদ্ধ ‘আত্মজীবনী’ তাঁর শ্রেষ্ঠ সৃষ্টি।

আরও পড়ুন – বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment