বাংলা সাময়িকপত্রের ধারায় ‘পরিচয়’ পত্রিকার অবদান সংক্ষিপ্তাকারে আলোচনা করো

বাংলা সাময়িকপত্রের ধারায় ‘পরিচয়’ পত্রিকার অবদান সংক্ষিপ্তাকারে আলোচনা করো

বাংলা সাময়িকপত্রের ধারায় 'পরিচয়' পত্রিকার অবদান সংক্ষিপ্তাকারে আলোচনা করো
বাংলা সাময়িকপত্রের ধারায় ‘পরিচয়’ পত্রিকার অবদান সংক্ষিপ্তাকারে আলোচনা করো

প্রকাশকাল ও সম্পাদক: ১৯৩১ সালে কবি সুধীন্দ্রনাথ দত্তের সম্পাদনায় ‘পরিচয়’ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। ১৯৩৬ সাল (১৩৪৩ বঙ্গাব্দ) থেকে এটি মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হতে থাকে।

অবদান: ‘পরিচয়’ পত্রিকা বাংলা সাময়িকপত্রের ইতিহাসে উল্লেখযোগ্য অবদান রেখে গিয়েছে। এগুলি হল-

  • শুধু বাংলা সাময়িকপত্রে নয়, বাংলা সাহিত্যে নয়, বাংলা সাহিত্যের ইতিহাসেও পত্রিকাটি নবযুগের সূচনা করে।
  • ‘পরিচয়’-এ আবেগময়তাকে বর্জন করে সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার সংকল্পে আত্মনিয়োগ করা হয়েছিল।
  • এই পত্রিকায় প্রকাশিত রচনাগুলির মধ্যে প্রগতিমূলক সমাজ ও সাহিত্যচিন্তার প্রকাশ লক্ষ করা যায়।
  • এই পত্রিকাটি ছিল গোষ্ঠীদ্বন্দ্বমুক্ত।
  • শাসক ও শোষিতের বিষয়টিকে ‘পরিচয়’ পত্রিকা প্রথম বুদ্ধিজীবী সমাজের কাছে স্পষ্টরূপে তুলে ধরেছিল। এই পত্রিকায় বিভিন্ন সময়ে লিখেছেন নীরেন্দ্রনাথ রায়, বুদ্ধদেব বসু, ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়, দিলীপকুমার রায়, সমর সেন, সমরেশ বসু, প্রবোধচন্দ্র বাগচী প্রমুখ সাহিত্যিকগণ। বাংলা ভাষা ও সাহিত্যের বহু দিক পরিবর্তনের সাক্ষী এই পত্রিকাটি এখনও প্রকাশিত হয়ে চলেছে।

আরও পড়ুন – বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment