সবুজপত্র পত্রিকার সম্পাদক কে? বাংলা সাহিত্যে ‘সবুজপত্র’-এর অবদান আলোচনা করো

সবুজপত্র’ পত্রিকার সম্পাদক কে? বাংলা সাহিত্যে ‘সবুজপত্র’-এর অবদান আলোচনা করো

সবুজপত্র' পত্রিকার সম্পাদক কে? বাংলা সাহিত্যে 'সবুজপত্র'-এর অবদান আলোচনা করো
সবুজপত্র’ পত্রিকার সম্পাদক কে? বাংলা সাহিত্যে ‘সবুজপত্র’-এর অবদান আলোচনা করো

সম্পাদক ও প্রকাশকাল: ‘সবুজপত্র’ পত্রিকাটি ১৯১৪ সালে প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়। পত্রিকাটি প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলা ভাষা সাহিত্যের ইতিহাসে এক পালা বদল ঘটে যায়।

বৈশিষ্ট্য: ‘সবুজপত্র’ পত্রিকার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হল –
• উক্ত পত্রিকাটিতে সাধু গদ্যরীতি বর্জন করে চলিত রীতির উপর বিশেষ • গুরুত্ব প্রদান করা হয়।
• এই পত্রিকায় সমস্তপ্রকার কৃত্রিমতা ও জড়তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষিত হয়।
• এই পত্রিকা ভাবালুতা বর্জন করে ঋজু বাংলা গদ্যরচনায় নবীন লেখকদের উৎসাহ দান করে।
• ভাষার শাণিত দীপ্তিতে, বাচনভঙ্গির অভিনবত্বে ও বুদ্ধির ঔজ্জ্বল্যে এই পত্রিকাটি পাঠকসমাজের কাছে বিশেষভাবে সমাদৃত হয়েছিল।

‘সবুজপত্র’-এর লেখকগোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, অতুলচন্দ্র গুপ্ত, কিরণশংকর রায়, সত্যেন্দ্রনাথ বসু, ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়, সুনীতিকুমার চট্টোপাধ্যায়। এই পত্রিকার পাতায় প্রকাশিত হয় রবীন্দ্রনাথের ‘সবুজের অভিযান’ কবিতা; ‘অপরিচিতা’, ‘হৈমন্তী’ ইত্যাদি ছোটোগল্প; ‘ঘরে-বাইরে’, ‘চার অধ্যায়’ উপন্যাস। অতুলচন্দ্র গুপ্তের ‘কাব্যজিজ্ঞাসা’ এই পত্রিকাতেই প্রকাশিত হয়।

আরও পড়ুন – বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment