বাংলা সাময়িকপত্রের ইতিহাসে ‘প্রবাসী’ পত্রিকার অবদান সংক্ষিপ্তাকারে আলোচনা করো

বাংলা সাময়িকপত্রের ইতিহাসে ‘প্রবাসী’ পত্রিকার অবদান সংক্ষিপ্তাকারে আলোচনা করো

বাংলা সাময়িকপত্রের ইতিহাসে 'প্রবাসী' পত্রিকার অবদান সংক্ষিপ্তাকারে আলোচনা করো
বাংলা সাময়িকপত্রের ইতিহাসে ‘প্রবাসী’ পত্রিকার অবদান সংক্ষিপ্তাকারে আলোচনা করো

অবদান: ১৯০১ সালে এলাহাবাদে বসবাসকালে রামানন্দ চট্টোপাধ্যায় ‘প্রবাসী’ পত্রিকাটি প্রকাশ করেন। এটি ছিল একটি মাসিক পত্রিকা। ১৯০৮ সাল থেকে কলকাতায় পত্রিকাটি প্রকাশিত হতে শুরু করে। বাংলা সাময়িকপত্রের ইতিহাসে এই পত্রিকার
অবদান হল-

  • বিংশ শতাব্দীর বাংলা সাময়িকপত্রের ধারায় এটি একটি উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা।
  • বঙ্গদেশের বাইরে মাসিক পত্রিকা প্রকাশের ক্ষেত্রে এটিই প্রথম প্রচেষ্টা হিসেবে স্মরণীয়।
  • প্রবাসী বাঙালিরা উন্নত চিন্তাধারায় উদ্বুদ্ধ হওয়ায় পত্রিকাটি সর্বভারতীয় আবেদনের অধিকারী হয়।
  • পত্রিকাটিতে রাজনীতি, সমাজনীতি, সংগীত, চিত্রকলা, ভাস্কর্য ইত্যাদি সকল বিষয়ে লেখা হত।
  • এই পত্রিকায় কেবল আলোচনামূলক রচনাই নয়, উচ্চমানের দেশি- বিদেশি চিত্রকলা ও ভাস্কর্যের ছবিও মুদ্রিত হত।
  • পত্রিকার নিয়মিত লেখকগোষ্ঠীর মধ্যে অন্যতম ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীতিকুমার চট্টোপাধ্যায় প্রমুখ ব্যক্তিত্বগণ। ‘প্রবাসী’-র প্রথম সংখ্যাতেই প্রকাশিত হয় রবীন্দ্রনাথের ‘প্রবাসী’ নামক একটি কবিতা।

প্রায় ষাট বছর পথ চলার পর ‘প্রবাসী’ বন্ধ হয়ে যায়। তবে দীর্ঘ পথ চলার সময় পত্রিকাটি সর্বদা অসত্য, অবিচার ও অশুচির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে সত্য, সুন্দর ও মঙ্গলবোধকে প্রতিষ্ঠা করতে চেয়েছে।

আরও পড়ুন – বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment