বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো MCQ | XI Bengali 1st Semester WBCHSE
নীচের ঠিক উত্তরটি নির্বাচন করো
১. ‘আঁৎকে জেগে উঠেছিল সে তখন।’-তার আঁৎকে জেগে ওঠার কারণ-
(ক) লোকেরা তার পাশটা পুড়িয়ে দিয়েছিল তপ্ত লোহায়।
(খ) একটা মেয়েকে সে মাকড়সা হয়ে যেতে দেখেছিল।
(গ) ভয়ানক জাহাজ ডুবির কথা তার মনে পড়ে গিয়েছিল।
(ঘ) তাকে পেলাইওর বাড়ি থেকে চলে যেতে বলা হয়েছিল।
২. ‘গন্ধগোকুল কিংবা শিয়ালটিয়াল হবে বোধ হয়।’ ‘গন্ধগোকুল’ হল-
(ক) নেকড়ে বাঘ।
(খ) চিতা বাঘ।
(গ) খট্টাশ জাতীয় প্রাণী।
(ঘ) রামছাগল।
৩. মরা কাঁকড়াগুলোকে পেলাইও সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছিল কারণ-
(ক) ওর বিশ্বাস, এমন করলে বৃষ্টি ধরে যাবে।
(খ) ওর ধারণা কাঁকড়া পচা গন্ধে ওর নবজাত শিশুর জ্বর হয়েছিল।
(গ) ওটাই ওর পেশা।
(ঘ) ওদের পাদ্রী তেমনই নির্দেশ দিয়েছিলেন।
৪. পেলাইও আর এলিসেন্দা এই সিদ্ধান্তে পৌঁছল যে থুরথুরে বুড়ো কোনো ভিনদেশী জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক, কারণ-
(ক) তার পরনে ছিল নাবিকের পোশাক।
(খ) বুড়োর গলায় তখনও ঝুলছিল একটা ‘লাইফ-জ্যাকেট’।
(গ) ওদের এলাকায় প্রায়শই জাহাজডুবি হয়।
(ঘ) বুড়োর খালাসিদের মতো গলা ফাটিয়ে দুর্বোধ্য ভাষায় কথা বলা।
৫. ওদের পড়োশিনীর মতে বুড়ো ‘দেবদূত’ ওদের শিশুটিকে নিয়ে যেতে পারেনি, কারণ-
(ক) সে চোখে দেখে না।
(খ) বয়সের কারণে সে তার কাজ ভুলে গিয়েছিল।
(গ) সে বৃষ্টির তোড়ে নাজেহাল হয়ে গিয়েছিল।
(ঘ) ওরা সারাক্ষণ জেগে শিশুটিকে পাহারা দিয়েছে।
৬. পরদিন ওরা ঠিক করল যে দেবদূতকে একটা ভেলায় খাবার আর জল দিয়ে বারদরিয়ায় ছেড়ে দেবে, কারণ-
(ক) তাদের সন্তানের জ্বর সেরে যাওয়ায় তাঁরা খুশি হয়েছিল।
(খ) গ্রামের লোকেরা তাই স্থির করেছিল।
(গ) পড়োশিনী এমন পরামর্শ দিয়েছিল।
(ঘ) দেবদূতদের সাথে এমনই করা হয়ে থাকে।
৭. পাত্রে গোনসাগা সন্দেহ করলেন সে বুড়ো আসলে এক জোচ্চোর, ফেরেব্বাজ, কারণ
(ক) গোনসাগা এমন প্রচুর জোচ্চোর দেখেছেন।
(খ) ডানা লাগিয়ে দেবদূত সাজার চেষ্টা অনেকেই করে থাকে।
(গ) বুড়ো ঈশ্বরের ভাষা অর্থাৎ লাতিন বোঝে না।
(ঘ) এই লোকটির জোচ্চুরি গোনসাগা অতীতে একবার ধরে ফেলেছিলেন।
৮. ‘পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছিল যে জাহাজডুবির বিশৃঙ্খলা, তার মধ্যে পেলাইও আর এলিসেন্দা অবশ্য তাদের ক্লান্তিতেই সুখী’, কারণ-
(ক) বাড়িতে লোকের ভিড় হলে ওদের পুণ্যলাভ হবে।
(খ) ভিড় করে আসা জনতার প্রণামীতে তাদের ঘর ঠেসে গিয়েছিল।
(গ) জনগণের আশীর্বাদে তাদের সন্তান সুস্থ হয়ে উঠেছে।
(ঘ) দেবদূতের সেবা ওদের ভাগ্য ফিরিয়ে দেবে।
৯. ‘আঁৎকে জেগে উঠেছিল সে তখন, তার ওই রুদ্ধ দুর্বোধ্য অচেনা ভাষায় চেঁচিয়ে প্রলাক বলেছিল, ‘চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল তার…’ কারণ-
(ক) সে এক দুঃস্বপ্ন দেখছিল।
(খ) অতি উৎসাহী কেউ তাকে ঢিল ছুঁড়ে মেরেছিল।
(গ) মুরগিগুলো তাকে ঠোকরাচ্ছিল।
(ঘ) দর্শকদের কেউ তার শরীরে তপ্ত লোহার ছ্যাঁকা দিয়েছিল।
১০. ‘এইভাবেই পাদ্রে গোনসাগা তাঁর অনিদ্রা রোগ থেকে চিরকালের মতো রেহাই পেয়ে গেলেন’… কারণ–
(ক) মাকড়সা-কন্যার আবির্ভাবে ‘দেবদূত’কে নিয়ে লোকজনের আগ্রহ একেবারে চলে গেলে পাদ্রে গোনসাগার দুশ্চিন্তা দূর হল।
(খ) দেবদূত পাদ্রে গোনসাগার অনিদ্রা রোগের দাওয়াই বাতলে দিল।
(গ) দেবদূতকে দেখতে আসা কোনো চিকিৎসক পাদ্রে গোনসাগার অসুখ সারিয়ে দিলেন।
(ঘ) শেষ পর্যন্ত ‘দেবদূত’ মারা গিয়ে গোনসাগার সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটাল।
১১. ‘দেবদূত এখন এখানে-সেখানে ঘুরে বেড়ায়।’ কারণ-
(ক) ওরা দেবদূতকে তার খাঁচা থেকে মুক্তি দিয়েছিল।
(খ) রোদে বৃষ্টিতে মুরগির খাঁচা পুরো ভেঙে পড়েছিল।
(গ) দেবদূত নিজেই খাঁচা খুলে বেরিয়ে আসত।
(ঘ) ‘পেলাইও-এলিসেন্দার সন্তান দেবদূতকে নিয়ে ঘুরে বেড়াত।
১২. একদিন সকালে এলিসেন্দা যখন পেঁয়াজকলির গুচ্ছ কাটছে, তখন আচমকা মনে হল হঠাৎ যেন দূর বারদরিয়ার এক ঝলক হাওয়া এসে ঢুকেছে রান্নাঘরে…’ কারণ-
(ক) তখন আকাশ কালো করে ঝড় উঠেছে।
(খ) দেবদূত এসে ঢুকেছে রান্নাঘরে।
(গ) পুরনো পরিচিত এক নাবিকের পদার্পণ ঘটেছে ওদের ঘরে।
(ঘ) এলিসেন্দা দেখল দেবদূত তার ডানা ছড়িয়ে ওড়ার চেষ্টা করছে।
১৩. কে কখন দেবদূতকে প্রথম দেখল?
(ক) দুপুরবেলা পেলাইও দেখেছিল।
(খ) দুপুরবেলা এলিসেন্দা দেখেছিল।
(গ) সকালবেলা পেলাইও দেখেছিল।
(ঘ) বিকেলবেলা এক পড়শি দেখেছিল।
১৪. ওরা কীভাবে এই সিদ্ধান্তে পৌঁছল যে থুরথুরে বুড়ো মানুষটি কোনো নিঃসঙ্গ নাবিক?
(ক) তার দুটি ডানা দেখে।
(খ) তার খালাশিদের মতে রিনরিনে গলা শুনে।
(গ) তার দুর্বোধ্য ভাষা শুনে।
(ঘ) তার দুর্গন্ধ জামাকাপড় দেখে।
১৫. বুড়োকে ভেলায় করে বারদরিয়ায় ছেড়ে দিয়ে আসার কথা ভেবেও কেন তা করতে পারলো না পেলাইও ও এলিসেন্দা?
(ক) পড়োশিনি বারণ করেছিল।
(খ) পাদ্রে গোনসাগা এসে উপস্থিত হলেন।
(গ) পুরো পাড়া মুরগির খাঁচার সামনে জড়ো হয়ে দেবদ তকে নিয়ে তামাশা করেছিল।
(ঘ) পাড়ার লোকেরা বারণ করেছিল।
১৬. দর্শকরা বন্দীর ভবিষ্যৎ নিয়ে কী ধরনের জল্পনা কল্পনা করছিল?
(ক) বুড়োকে ভেলায় ভাসিয়ে দেওয়া হবে।
(খ) বুড়োকে দেবদূত আখ্যা দেওয়া হবে।
(গ) বুড়োকে সারা জগতের পুরপিতা নাম দেওয়া উচিত।
(ঘ) বুড়োকে পুরস্কৃত করা উচিত।
১৭. পাত্রে গোনসাগা কখন বুড়োকে সন্দেহ করতে শুরু করলেন?
(ক) যখন তিনি বুঝলেন যে বুড়ো ঈশ্বরের ভাষাই বোঝে না।
(খ) যখন দেখলেন বুড়ো দুর্গন্ধ পোশাক পড়ে আছে।
(গ) যখন তিনি শুনলেন পড়শীরা বুড়োকে নিয়ে তামাশা করছে।
(ঘ) যখন বুড়ো রিনরিনে গলায় কথা বললো।
১৮. পাদ্রে গোনসাগা কী বিষয়ে কৌতূহলীদের সাবধান করেছেন?
(ক) সাদাসিধে লোক হওয়ার ঝুঁকি কতটা।
(খ) বুড়োর দেবদূত হওয়ার যুক্তি।
(গ) পড়শিদের রঙ্গতামাশা করা উচিত কিনা।
– (ঘ) বুড়োকে মুক্তি দেওয়া উচিত কিনা।
১৯. বুড়োকে কী খেতে দেওয়া হয়েছিল?
(ক) ফল ও জল।
(খ) ফলের খোসা ও ছোটো হাজরির উচ্ছিষ্ট।
(গ) ভাত ও জল।
(ঘ) কেক-বিস্কুট।
২০. পাদ্রে গোনসাগা কাকে কেন চিঠি লিখবেন বলে জানালেন?
(ক) এলিসেন্দাকে, বুড়োকে মুক্তি দেওয়ার জন্য।
(খ) পেলাইওকে, দেবদূতকে রক্ষার জন্য।
(গ)-বিশপকে, বুড়ো দেবদূত কিনা সেই বিষয়ে সন্দেহ নিরসনের জন্য।
(ঘ) গির্জার ফাদারকে, যাতে দেবদূতকে যথাস্থানে ফেরত পাঠানো যায়।
২১. ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হল কীভাবে?
(ক) দেবতার অভিশাপে।
(খ) বাবা-মার কথার অবাধ্য হয়ে।
(গ) এলিসেন্দার আব্দারে।
(ঘ) পাদ্রে গোনসাগার কথায়।
২২. এলিসেন্দা কেন বলেছিল, ‘দেবদূতে থৈ-থৈ করা কোনো নরকে বাস করা কী যে জঘন্য কাণ্ড’?
(ক) কারণ দেবদূত যখন তখন বাড়ির যেখানে সেখানে ঘুরে বেড়াত।
(খ) কারণ পাদ্রে গোনসাগা বুড়োকে দেবদূত ঘোষণায় করেছিল।
(গ) কারণ পড়শিরা বুড়োকে নিয়ে তামাশা করত।
(ঘ) কারণ এলিসেন্দা বুড়োকে বাড়িতে রাখতে চায়নি।
২৩. দেবদূতের উড়ে যাওয়ার দৃশ্য দেখে এলিসেন্দার কী মনে হয়?
(ক) এলিসেন্দা মুক্ত বোধ করে।
(খ) এলিসেন্দা দুঃখিত হয়।
(গ) এলিসেন্দা স্বস্তিবোধ করে, উদাসও হয়।
(ঘ) এলিসেন্দার শান্তি হয়।
২৪. ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো’ গল্পটির রচয়িতা হলেন-
(ক) সাজাদ হোসেন মান্টো।
(খ) হাসান আজিজুল হক।
(গ) গাবরিয়েল গার্সিয়া মার্কেজ।
(ঘ) এখলাসউদ্দিন আহমেদ।
২৫. পেলাইওর স্ত্রীর নাম-
(ক) এলিজাবেথ
(খ) ফার্নান্ডেজ
(গ) নুসরৎ
(ঘ) এলিসেন্দা
২৬. বিশাল ডানাওয়ালা বৃদ্ধটি-
(ক) সমুদ্রে
(খ) পুকুরে
(গ) নদীতে
(ঘ) ডোবায় পড়ে গিয়েছিল
২৭. ‘ইনি এক দেবদূত’, কথাটি বলেছিলেন-
(ক) পেলাইও
(খ) এলিসেন্দা
(গ) প্রতিবেশী এক মহিলা
(ঘ) পাদ্রি
২৮. বৃদ্ধ ডানাওয়ালা মানুষটিকে পেলাইও বন্দি রেখেছিল-
(ক) ঘরের মধ্যে।
(খ) বাক্সের মধ্যে।
(গ) গোয়ালের মধ্যে।
(ঘ) মুরগির খাঁচায়।
২৯ স্থানীয় পাদ্রি সাহেবের নাম হল-
(ক) দেবদূত
(খ) পেলাইও
(গ) গোনসাগা
(ঘ) ফ্লিনটফ্।
৩০. পাদ্রি গোনসাগা উপস্থিত হয়েছিল-
(ক) সকাল সাতটা।
(খ) সকাল ন’টা।
(গ) দুপুর একটা।
(ঘ) সন্ধে সাতটায়।
৩১. যারা সহজ সরল গোছের মানুষ তারা ডানাওয়ালা বৃদ্ধকে বানাতে চেয়েছিলেন-
(ক) রাজা
(খ) মেয়র
(গ) রাষ্ট্রপ্রধান
(ঘ) পাদ্রি
৩২. রূঢ় প্রকৃতির মানুষের ধারণা বৃদ্ধটিকে যে পদে নিয়োগ করলে যুদ্ধে জয় হবেই-
(ক) সৈন্য
(খ) রাজা
(গ) পদকপ্রাপ্ত সেনাধ্যক্ষ
(ঘ) সেনাপতি
৩৩. পাদ্রি হওয়ার আগে গোনসাগা ছিলেন-
(ক) ব্যবসায়ী
(খ) কাঠুরে
(গ) জেলে
(ঘ) শিক্ষক
৩৪. পাদ্রি গোনসাগা খাঁচার মধ্যে ঢুকে বৃদ্ধ ডানাওয়ালা লোকটিকে যে ভাষায় সুপ্রভাত জানিয়েছিলেন-
(ক) পর্তুগিজ
(খ) চাইনিজ
(গ) ইংরেজি
(ঘ) লাতিন
৩৫. ‘শয়তানের ছলের অভাব হয় না’, বক্তব্যটির বক্তা হলেন-
(ক) পেলাইও
(খ) গোনসাগা
(গ) প্রতিবেশী মহিলা
(ঘ) এলিসেন্দা
৩৬. বৃদ্ধ অজ্ঞাত লোকটিকে দেবদূত ভাববার কারণ হল-
ক) বৃদ্ধটির বড়ো বড়ো দুটি ডানা আছে।
(খ) কপাল থেকে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে।
(গ) তিনি অস্ত্রধারী।
(ঘ) অলৌকিক শক্তিধারী।
৩৭. দেবদূত দেখার জন্য এলিসেন্দা দর্শনী হিসাবে অর্থ ধার্য করেছিল-
(ক) সাত টাকা
(খ) দুই রুপি
(গ) পাঁচ সেন্দাভো
(ঘ) ছয় টাকা
৩৮. জ্ঞানী মহিলার মতে দেবদূতের প্রিয় খাদ্য হল-
(ক) কপূর
(খ) ভাত
(গ) মাংস
(ঘ) ফল
৩৯. ‘ওর একমাত্র খাদ্য মাংসের টুকরো’-আলোচ্য অংশে যার কথা বলা হয়েছে সে হল-
(ক) পাদ্রি গোনসাগা
(খ) মাকড়সা
(গ) দেবদূত
(ঘ) পেলাইও
৪০. গ্রামের পাশে পেলাইও যে খামার তৈরি করেছিল, তা হল-
(ক) গরুর খামার।
(খ) মুরগির খামার।
(গ) ছাগলের খামার।
(ঘ) খরগোশের।
৪১. পেলাইও কর্মে বা বৃত্তিতে ছিল-
(ক) সৈনিক
(খ) কাঠুরে
(গ) পাহারাদার
(ঘ) পাদ্রি
৪২. পেলাইওর পুত্র ও অজ্ঞাত দেবদূতরূপী বৃদ্ধটি আক্রান্ত হয়েছিল-
(ক) জ্বরে
(খ) কলেরায়
(গ) ম্যালেরিয়ায়
(ঘ) জলবসন্তে
৪৩. বৃদ্ধ ডানাওয়ালা ব্যক্তিটি ছিল-
(ক) আমেরিকা নিবাসী
(খ) নরওয়েবাসী
(গ) ভারতবাসী
(ঘ) অস্ট্রেলিয়াবাসী
৪৪. ভিড়কে সরিয়ে দেওয়ার জন্যে ডাকা হয়েছিল-
(ক) সঙিনসমেত সেনাবাহিনীকে
(খ) সেনাবাহিনীকে
(গ) পুলিশকে
(ঘ) সৈন্যকে
৪৫. এলিসেন্দা ফন্দি করেছিল, দর্শনী বাবদ তারা চাইবে-
(ক) এক হাজার টাকা
(খ) পাঁচ হাজার টাকা
(গ) পাঁচ সেন্তাবো
(ঘ) দশ ডলার
৪৬. থুরথুরে বুড়োর ডানাগুলিকে দেখাচ্ছিল-
(ক) ফরিপ্তার মতো
(খ) পায়রার মতো
(গ) কোনো নাক্ষত্র বাদুড়ের মতো
(ঘ) পরীর মতো
৪৭. পাপীতাপীরা প্রায়শ্চিত্ত করবার জন্যে যা করেছিল, তা হল-
(ক) মানত করা
(খ) তাবিজ পরা
(গ) জলপড়া
(ঘ) মন্ত্রতন্ত্র প্রয়োগ
৪৮. থুরথুরে বুড়ো যা খেয়েছিল-
(ক) পোপের ভোজ
(খ) রাজার ভোজ
(গ) বেগুন ভর্তা
(ঘ) মুরগির মাংস
৪৯. থুরথুরে বুড়োর একমাত্র অতিপ্রাকৃত শক্তি হল-
(ক) জাদু
(খ) ধৈর্য
(গ) মন্ত্র
(ঘ) জলপড়া
৫০. পঙ্গুরা থুরথুরে বুড়োর ডানা থেকে ছিঁড়ে নিত-
(ক) পালক
(খ) ডানা
(গ) গায়ের চামড়া
(ঘ) চুল
আরও পড়ুন – ভারতে প্রচলিত ভাষা পরিবার MCQ