সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা FPTP পদ্ধতি বলতে কী বোঝ? ভারতে সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি কীভাবে গৃহীত হয়

সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা FPTP পদ্ধতি বলতে কী বোঝ? ভারতে সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি কীভাবে গৃহীত হয়?

সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা FPTP পদ্ধতি
সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা FPTP পদ্ধতি

সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি (FPTP)

সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি হল একধরনের নির্বাচনি পদ্ধতি। এই পদ্ধতিতে একটি নির্বাচন কেন্দ্রে যে প্রার্থী অন্যসব প্রার্থীর চেয়ে বেশি ভোট পেয়ে থাকেন, তাকে নির্বাচিত বলে ঘোষণা করা হয়। এখানে একটি নির্বাচন কেন্দ্রে ভোটারদের যত ভোট পড়ে, সেই মোট ভোটের মধ্যে বিজয়ী প্রার্থীকে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কোনো দরকার নেই।

উদাহরণস্বরূপ একটি নির্বাচন কেন্দ্রে যদি 1 লক্ষ ভোট পড়ে, তাহলে, বিজয়ী প্রার্থীকে 50 হাজারের বেশি ভোট (অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ ভোট) পাওয়ার প্রয়োজন নেই। ভোটে জিততে গেলে বিজয়ী প্রার্থীকে শুধু তার নির্বাচন কেন্দ্রের অন্যসব প্রার্থীর চেয়ে বেশি ভোট পেলেই চলবে। এ ধরনের নির্বাচন পদ্ধতিকে সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি (‘Simple Majority System’) বা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম (‘First Past The Post System’) বলা হয়। সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা FPTP সর্বপ্রথম ব্রিটেনের আইনসভার নিম্নকক্ষ হাউস অব কমন্সের নির্বাচনে চালু করা হয়। বর্তমানে ব্রিটেন ছাড়াও ভারত, বাংলাদেশ, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রে এই পদ্ধতি চালু আছে।

ভারতে সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা FPTP

ভারতের সাধারণ নির্বাচনের জন্য কোন্ পদ্ধতি গ্রহণ করা হবে তা নিয়ে ভারতের সংবিধান রচনার সময় গণপরিষদে (Constituent Assembly) দীর্ঘ বিতর্ক হয়। অনেকে ব্রিটিশদের সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা FPTP-র বদলে ‘সমানুপাতিক প্রতিনিধিত্ব’ (Proportional Represen- tation) পদ্ধতি গ্রহণের কথা বলেন। তাঁদের যুক্তি ছিল সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা FPTP গৃহীত হলে তা হবে ‘সংখ্যাগরিষ্ঠের অত্যাচার’ (‘Tyr- anny of the majority’) এবং ‘সংখ্যালঘিষ্ঠদের দমন’ (‘Repression and suppression of minority’)। অবশ্য বিতর্কের শেষে ভারতের লোকসভা ও রাজ্য বিধানসভাগুলির নির্বাচনের জন্য সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা FPTP-কে বেছে নেওয়া হয়। গণপরিষদের অধিকাংশ সদস্য ভারতের বহুজাতিভিত্তিক বৈচিত্র্যপূর্ণ সমাজের দিকে তাকিয়ে, বিশেষ করে ভারতের মতো একটি উন্নয়নশীল দেশের মানুষের দারিদ্র্য ও নিরক্ষরতার দিকে তাকিয়ে, সাধারণ নির্বাচনের জন্য সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিকেই উপযুক্ত বলে রায় দিয়েছিলেন।

স্বাধীন ভারতের সংবিধানে 325 নং ধারায় লোকসভা ও রাজ্যবিধানসভাগুলির নির্বাচনে সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা FPTP গৃহীত হয়েছে। ভারতের প্রথম সাধারণ নির্বাচনের সময় (1952) থেকে লোকসভা ও রাজ্যবিধানসভাগুলির ভোট এই পদ্ধতির সাহায্যে পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন – বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment