সংবিধান সংজ্ঞা ও প্রকার 1st sem একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান UNIT 4

সংবিধান সংজ্ঞা ও প্রকার 1st sem

সংবিধান সংজ্ঞা ও প্রকার 1st sem

সংবিধান সংজ্ঞা ও প্রকার 1st sem

লোয়েনস্টাইন সংবিধানকে ভাগ করেছেন-

লিখিত ও অলিখিত

সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়।

মৌলিক ও মৌলিকতাহীন

বুর্জোয়া ও শ্রমিকশ্রেণির

সুপরিবর্তনীয় সংবিধানে সাংবিধানিক আইনের সাথে কোন্ আইনের পার্থক্য করা হয় না?

রাষ্ট্রীয় আইনের

সাধারণ আইনের

সংসদীয় আইনের

প্রথাগত আইনের

সুপরিবর্তনীয় সংবিধানে কে সার্বভৌম ক্ষমতার অধিকারী?

বিচার বিভাগ

শাসন বিভাগ

আইনসভা

মন্ত্রীসভা

দুষ্পরিবর্তনীয় সংবিধানে সরকারের কোন্ বিভাগের প্রাধান্য পরিলক্ষিত হয়?

আইন বিভাগের

বিচার বিভাগের

শাসন বিভাগের

আমলাতন্ত্রের

সুইটজারল্যান্ডের সংবিধান কীরূপ সংবিধানের উদাহরণ?

লিখিত

সুপরিবর্তনীয়

অলিখিত

মৌলিকতাবিহীন

সংবিধান সংজ্ঞা ও প্রকার 1st sem

ব্রিটেনের সংবিধান কীরূপ সংবিধানের প্রকৃষ্ট উদাহরণ?

লিখিত

দুষ্পরিবর্তনীয়

অলিখিত

নীতিসংঘবদ্ধ

নিউজিল্যান্ডের সংবিধান কীরূপ সংবিধান?

আদর্শনিষ্ঠ

সুপরিবর্তনীয়

নীতিসংঘবদ্ধ

দুষ্পরিবর্তনীয়

মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কীরূপ সংবিধান?

অলিখিত

সুপরিবর্তনীয়

নীতিসংঘবদ্ধ

দুষ্পরিবর্তনীয়

সংবিধান বা Constitution শব্দটি এসেছে-

লাতিন শব্দ থেকে

স্প্যানিশ শব্দ থেকে

রোমান শব্দ থেকে

জার্মান শব্দ থেকে

সংবিধান হল কতগুলি প্রথা ও আইনের সমষ্টি যার মাধ্যমে রাষ্ট্রীয় জীবন নিয়ন্ত্রিত হয়’-উক্তিটি হল-

লর্ড ব্রাইসের

পাইলির

ল্যাস্কির

জেনিংসের

প্রচলিত প্রথা, রীতিনীতি, আচার-অনুষ্ঠানের প্রাধান্য দেখা যায়-

লিখিত সংবিধানে

লিখিত ও অলিখিত উভয় সংবিধানে

অলিখিত সংবিধানে

সাংবিধানিক দলিলে

যে পদ্ধতিতে আইনসভা সাধারণ আইন পাস করে সেই পদ্ধতিতে সংবিধান সংশোধিত হলে তাকে বলা হয়-

দুষ্পরিবর্তনীয় সংবিধান

সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধান

সুপরিবর্তনীয় সংবিধান

মিশ্র সংবিধান

আইনসভার সাধারণ আইন পাসের পদ্ধতিতে যে সংবিধানকে সংশোধন করা যায় না, তাকে বলা হয়-

সুপরিবর্তনীয় সংবিধান

মিশ্র সংবিধান

নমনীয় সংবিধান

দুষ্পরিবর্তনীয় সংবিধান

সংবিধান সংজ্ঞা ও প্রকার 1st sem

বিশ্বের প্রাচীনতম লিখিত সংবিধান হল-

ব্রিটিশ সংবিধান

জাপানের সংবিধান

কানাডার সংবিধান

মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান

যে দেশে সাধারণত আইন পাসের পদ্ধতিতেই সংবিধান পরিবর্তন করা যায়, তার নাম হল-

মার্কিন যুক্তরাষ্ট্র

সুইটজারল্যান্ড

কানাডা

গ্রেট ব্রিটেন

জরুরি অবস্থা বা সংকটকালীন পরিস্থিতিতে কোন্ সংবিধান অধিকতর উপযোগী?

দুষ্পরিবর্তনীয় সংবিধান

মিশ্র সংবিধান

সুপরিবর্তনীয় সংবিধান

সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধান

কোন্ সংবিধানকে যুক্তরাষ্ট্রের পক্ষে উপযুক্ত বলে মনে করা হয়?

দুষ্পরিবর্তনীয় সংবিধান

নমনীয় সংবিধান

সুপরিবর্তনীয় সংবিধান

মিশ্র সংবিধান

কোন্ সংবিধানকে রক্ষণশীল বলা হয়?

মিশ্র সংবিধান

দুষ্পরিবর্তনীয় সংবিধান

দুষ্পরিবর্তনীয় ও সুপরিবর্তনীয় সংবিধানে

সুপরিবর্তনীয় সংবিধান

কোন্ সংবিধানে বিচারবিভাগের প্রাধান্যকে গুরুত্ব দেওয়া হয়?

দুষ্পরিবর্তনীয় সংবিধানে

সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধান

মিশ্র সংবিধানে

সুপরিবর্তনীয় সংবিধানে

কোন্ দেশের সংবিধান 200 বছরের অধিককালের সময়ে মাত্র 26 বার সংশোধিত হয়েছে?

ব্রিটিশ সংবিধান

অস্ট্রেলিয়ার সংবিধান

কানাডার সংবিধান

মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান

সংবিধান সংজ্ঞা ও প্রকার 1st sem

‘সংবিধান হল রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ’- কথাটি বলেছেন-

জেনিংস

হেগেল

প্লেটো

অ্যারিস্টট্ল

লিখিত সংবিধান কার মাধ্যমে লিপিবদ্ধ হয়?

সংবিধান পরিষদ বা কনভেনশন

বিচারালয়

আইনসভা

আইনসভা নিযুক্ত কমিটি

কোন্ সংবিধানকে গতিশীল বলা হয়?

সুপরিবর্তনীয় সংবিধান

মিশ্র সংবিধান

দুম্পরিবর্তনীয় সংবিধান

অনমনীয় সংবিধান

 

কোন সংবিধানের প্রকৃতি অস্পষ্ট প্রকৃতির?

দুষ্পরিবর্তনীয় সংবিধান

অনমনীয় সংবিধান

সুপরিবর্তনীয় সংবিধান

মিশ্র সংবিধান

আইনসভার সার্বভৌমত্ব কোন্ সংবিধানে প্রতিষ্ঠিত থাকে?

সুপরিবর্তনীয় সংবিধানে

মিশ্র সংবিধানে

সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানে

দুষ্পরিবর্তনীয় সংবিধানে

কোন্ রাষ্ট্রবিজ্ঞানী সংবিধান বলতে সেইসব আইনকানুন ও রীতিনীতির সমষ্টিকে বুঝিয়েছেন যেগুলি রাষ্ট্রীয় জীবনকে নিয়ন্ত্রিত করে থাকে?

লর্ড ব্রাইস

জেনিংস

লর্ড অ্যাক্টন

সি এফ স্ট্রং

“সংবিধান হল সেইসব নিয়মনীতির সমষ্টি যার সাহায্যে সরকারের ক্ষমতা, শাসিতের অধিকার এবং শাসক ও শাসিতের সম্পর্ক নির্ধারিত হয়” বলেছেন-

লর্ড ব্রাইস

সি এফ স্ট্রং

হ্যারল্ড ল্যাস্কি

গিলক্রিস্ট

সংবিধান সংজ্ঞা ও প্রকার 1st sem

কোন সংবিধান যুক্তরাষ্ট্রের পক্ষে অনুপযোগী?

দুষ্পরিবর্তনীয় সংবিধান

মিশ্র সংবিধান

সুপরিবর্তনীয় সংবিধান

অনমনীয় সংবিধান

সংবিধানকে শাসনব্যবস্থার সঙ্গে সম্পর্কিত বলে অভিহিত করেছেন-

সক্রেটিস

ডাইসি

জেলিনেক

জন লক

“ধনবৈষম্যমূলক সমাজব্যবস্থায় ধনিক শ্রেণির স্বার্থরক্ষার প্রয়োজনে সৃষ্ট কতকগুলি নিয়মকানুনই হল রাষ্ট্রের সংবিধান”-এ কথা বলেছেন-

মার্কসবাদীরা

নৈরাজ্যবাদীরা

উদারনীতিবাদীরা

বস্তুবাদীরা

সংকীর্ণ অর্থে সাংবিধানিক আইন হল-

অলিখিত প্রথা ও রীতিনীতি

বিচারকের রায়

বিধিবদ্ধ সাংবিধানিক আইন

সবকটিই ঠিক

সর্বাপেক্ষা প্রাচীন লিখিত সংবিধান হল-

ভারতের সংবিধান

মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান

গ্রেট ব্রিটেনের সংবিধান

গণপ্রজাতন্ত্রী চিনের সংবিধান

ক্ষুদ্রতম লিখিত সংবিধান দেখা যায়-

ইটালিতে

ফ্রান্সে

মার্কিন যুক্তরাষ্ট্রে

জার্মানিতে

ব্রিটেনে মহাসনদ রচিত হয়-

1689 খ্রিস্টাব্দে

1911 খ্রিস্টাব্দে

1215 খ্রিস্টাব্দে

1969 খ্রিস্টাব্দে

সংবিধান সংজ্ঞা ও প্রকার 1st sem

অলিখিত সংবিধানে প্রাধান্য প্রতিষ্ঠিত থাকে-

আইন বিভাগের

বিচার বিভাগের

শাসন বিভাগের

জনগণের

সহজে পরিবর্তন করা যায় না এমন সংবিধানকে বলে-

অলিখিত

সুপরিবর্তনীয়

অনমনীয়

অচল

জরুরি অবস্থায় সবচেয়ে কার্যকরী সংবিধান হল-

দুষ্পরিবর্তনীয় সংবিধান

লিখিত সংবিধান

সুপরিবর্তনীয় সংবিধান

কোনোটিই নয়

আমরা একটা সংবিধানের অধীনস্থ, কিন্তু সংবিধানটি হল বিচারকেরা যা বলেন তাই”, মার্কিন সংবিধান সম্পর্কে এ কথা বলেছেন-

বিচারপতি হিউজ

লর্ড ব্রাইস

লর্ড মেকলে

রুজভেল্ট

মার্কসীয় দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে ইমরে কোভাক্স সংবিধানকে ভাগ করেছেন-

2টি ভাগে

4টি ভাগে

ভারতের সংবিধান হল-

দুষ্পরিবর্তনীয়

সুপরিবর্তনীয়

শুধু অংশত সুপরিবর্তনীয়

অংশত সুপরিবর্তনীয় ও অংশত দুষ্পরিবর্তনীয়

সংবিধান সংজ্ঞা ও প্রকার 1st sem

পৃথিবীর সর্ববৃহৎ সংবিধানটি হল-

ব্রিটেনের

মার্কিন যুক্তরাষ্ট্রের

রাশিয়ার

ভারতের

সংবিধানকে কী ধরনের আইনের মর্যাদা দেওয়া হয়?

পৌর আইন

বিধিবদ্ধ আইন

আন্তর্জাতিক আইন

দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন

সংবিধানকে ‘বুর্জোয়া-জমিদারদের সংবিধান’ বলে অভিহিত করেছেন-

বি শিব রাও

কে সি হোয়ার

গ্রেনভিল অস্টিন

ডি এন সেন

‘Modern Constitution’ বইটির রচয়িতা হলেন-

কে সি হোয়ার

সি এফ স্ট্রং

এ ভি ডাইসি

লর্ড ব্রাইস

আরও পড়ুন – রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য MCQ 1st Sem একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment