শ্রীকৃষ্ণকীর্তন mcq | XI 1st Semester Bengali WBCHSE
বিষয়ভিত্তিক/তথ্যভিত্তিক সাধারণ প্রশ্ন
1. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ পুথিটি কী ধরনের কাগজে লিখিত?
(a) মধ্যকালের তুলোট কাগজে
(b) প্রাচীন বাংলার তুলোট কাগজে
(c) প্রাচীনকালের অমসৃণ কাগজে
(d) তালপাতায়
2. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটির পুথি কবে আবিষ্কৃত হয়?
(a) ১৯০০ খ্রিস্টাব্দে
(b) ১৯১০ খ্রিস্টাব্দে
(c) ১৯১৪ খ্রিস্টাব্দে
(d) ১৯০৯ খ্রিস্টাব্দে
3. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটি কোথা থেকে প্রকাশিত হয়?
(a) ফেডারেশন হল থেকে
(b) শ্রীরামপুর মিশন থেকে
(c) বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে
(d) ফোর্ট উইলিয়ম কলেজ থেকে
4. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
(a) ১৯১৮ খ্রিস্টাব্দে
(b) ১৯১০ খ্রিস্টাব্দে
(c) ১৯১৬ খ্রিস্টাব্দে
(d) ১৯০০ খ্রিস্টাব্দে
5. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের পুথি কে আবিষ্কার করেন?
(a) রাজেন্দ্রলাল মিত্র
(b) অক্ষয়কুমার দত্ত
(c) বড়ু চণ্ডীদাস
(d) শ্রীবসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
6. কার সম্পাদনায় ‘শ্রীকৃষ্ণকীর্তন‘ কাব্যটি প্রকাশিত হয়?
(a) নীহাররঞ্জন রায়
(b) শ্রীবসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
(c) অতুল সুর
(d) ক্ষেত্র গুপ্ত
7. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের পুথিটি কোথায় পাওয়া গিয়েছিল?
(a) বোলপুরে
(b) বনবিষ্ণুপুরে
(c) কাঁকিল্যায়
(d) শানবাঁধায়
৪. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের পুথিটি কোথা থেকে আবিষ্কৃত হয়?
(a) ভুটানের রাজদরবার থেকে
(b) মহারাজা কৃষ্ণদেব রাওয়ের গ্রন্থাগার থেকে
(c) নদিয়া জেলার সতীনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে
(d) বাঁকুড়া জেলায় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে
9. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম কী?
(a) নৌকাখণ্ড
(b) যমুনাখণ্ড
(c) রাধাবিরহ
(d) জন্মখণ্ড
10. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খণ্ড দেখা যায়?
(a) ১০টি
(b) ১৩টি
(c) ৫টি
(d) ১৫টি
11. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যকে বাংলা সাহিত্যের কোন্ যুগের নিদর্শন বলা যায়?
(a) আধুনিক যুগের
(b) প্রাচীনকালের
(c) আদি-মধ্যযুগের
(d) প্রাগৈতিহাসিক যুগের
12. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে পদের সংখ্যা কত?
(a) তিন শতাধিক
(b) চার শতাধিক
(c) পাঁচ শতাধিক
(d) ছয় শতাধিক
13. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে কোন্ ছন্দ পরিলক্ষিত হয়?
(a) গদ্য ছন্দ
(b) মাত্রাবৃত্ত
(c) সরল কলাবৃত্ত
(d) পয়ার ও ত্রিপদী
14. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের কোন্ খণ্ডটিকে প্রক্ষিপ্ত বলা হয়?
(a) নৌকাখণ্ড
(b) ভারখণ্ড
(c) রাধাবিরহ
(d) কালীয়দমন খণ্ড
15. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটির রচয়িতা কে?
(a) কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
(b) বিদ্যাপতি
(c) বড়ু চণ্ডীদাস
(d) ভারতচন্দ্র রায়গুণাকর
16. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটির বিষয়বস্তু কী?
(a) শ্রীকৃষ্ণের জীবনের শেষ দিনগুলো
(b) রাধাকৃষ্ণের প্রেমলীলা
(c) রাধার বিরহ
(d) চৈতন্যদেবের জীবনলীলা
17. কে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ নামটি দিয়েছিলেন?
(a) বসন্তরঞ্জন দাস
(b) বসন্তরঞ্জন গোস্বামী
(c) বসন্তরঞ্জন রায়
(d) জনৈক
18. কোথা থেকে বড়ু চণ্ডীদাস ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটির উপাদান সংগ্রহ করেছিলেন?
(a) ভাগবত পুরাণ ও গীতগোবিন্দ থেকে
(b) বৈয়ব পদাবলি ও গীতগোবিন্দ থেকে
(c) রামায়ণ থেকে
(d) প্রাচীন লোকসাহিত্য থেকে
19. কোন্টি ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের প্রথম খণ্ড?-
(a) তাম্বুল খন্ড
(b) ভারখন্ড
(c) নৌকাখণ্ড
(d) জন্মখণ্ড
20. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটির দূতী চরিত্রের নাম কী?
(a) মন্থরা
(b) কুটিলা
(c) বড়াই
(d) কৈকেয়ী
21. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মূল চরিত্র কয়টি?
(a) চারটি
(b) দুটি
(c) তিনটি
(d) পাঁচটি
22. কোনো কোনো পণ্ডিতের মতানুসারে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটির প্রকৃত নাম হল-
(a) শ্রীকৃষ্ণবিজয়
(b) শ্রীকৃয়মাধুর্য
(c) শ্রীকৃষ্ণমহিমা
(d) শ্রীকৃষ্ণসন্দর্ভ
23. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটি কী জাতীয় রচনা?
(a) তত্ত্বমূলক নাটক
(b) গীতিনাট্য
(c) নাট্যকাব্য
(d) প্রহসন
24. শ্রীকৃষ্ণকীর্তনের কবি বড়ু চণ্ডীদাস কোন্ দেবীর উপাসক ছিলেন?
(a) মনসা
(b) বাসুলি
(c) চণ্ডী
(d) জগদ্ধাত্রী
25. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ গ্রন্থে কোন্ ধরনের লোকসঙ্গীতের প্রভাব আছে?
(a) ঝুমুর
(b) ভাটিয়ালি
(c) সারি
(d) জারি
সত্য বা মিথ্যা নির্বাচন করো
1. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটির পুথি আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী।
(a) আংশিক সত্য
(b) আংশিক মিথ্যা
(c) সত্য
(d) মিথ্যা
2. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের কবি হলেন বড়ু চণ্ডীদাস।
(a) আংশিক মিথ্যা
(b) পুরোপুরি মিথ্যা
(c) আংশিক সত্য
(d) পুরোপুরি সত্য
3. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের পুথিটি বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাঁকিল্যা গ্রাম থেকে আবিষ্কৃত হয়।
(a) পুরোপুরি সত্য
(b) আংশিক সত্য
(c) পুরোপুরি মিথ্যা
(d) আংশিক মিথ্যা
4. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটি চৈতন্য-পরবর্তী যুগের কাব্য। এই কাব্যে চৈতন্যদেবের জীবনকাহিনি বর্ণিত হয়েছে।
(a) প্রথম বাক্যটি সত্য, দ্বিতীয় বাক্যটি মিথ্যা
(b) প্রথম বাক্যটি মিথ্যা, দ্বিতীয় বাক্যটি সত্য
(c) প্রথম ও দ্বিতীয় বাক্য দুটোই মিথ্যা
(d) প্রথম ও দ্বিতীয় বাক্য দুটোই সত্য
5. ১৯০৯ খ্রিস্টাব্দে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের পুথিটি আবিষ্কৃত হয়। কাব্যটি বিশ্বভারতী থেকে প্রকাশিত।
(a) আংশিক মিথ্যা
(b) পুরোপুরি মিথ্যা
(c) পুরোপুরি সত্য
(d) আংশিক সত্য
6. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটি ১৯১৬ খ্রিস্টাব্দে ছাপার অক্ষরে প্রকাশিত হয়।
(a) প্রথম বাক্যটি সত্য, দ্বিতীয় বাক্যটি মিথ্যা
(b) প্রথম বাক্যটি মিথ্যা, দ্বিতীয় বাক্যটি সত্য
(c) প্রথম ও দ্বিতীয় দুটো বাক্যই সত্য
(d) প্রথম ও দ্বিতীয় দুটো বাক্যই মিথ্যা
7. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটি দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল।
(a) পুরোপুরি সত্য
(b) আংশিক সত্য
(c) পুরোপুরি মিথ্যা
(d) আংশিক মিথ্যা
৪. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের পুথিটি প্রাচীন বাংলার তুলোট কাগজে লিখিত অতিশয় প্রাচীন ধরনের।
(a) আংশিক সত্য
(b) আংশিক মিথ্যা
(c) সত্য
(d) মিথ্যা
9. ‘শ্রীকৃষ্ণকীর্তন’-কে কোনোভাবেই নাট্যধর্মী আখ্যান বলা যায় না। কাব্যটি মূলত উক্তি-প্রত্যুক্তিমূলক।
(a) প্রথমাংশটি সত্য, দ্বিতীয়াংশটি মিথ্যা
(b) প্রথমাংশটি মিথ্যা, দ্বিতীয়াংশটি সত্য
(c) প্রথমাংশ ও দ্বিতীয়াংশ দুটোই সত্য
(d) প্রথমাংশ ও দ্বিতীয়াংশ দুটোই মিথ্যা
10. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে তেরোটি খণ্ড আছে।
(a) পুরোপুরি সত্য
(b) আংশিক সত্য
(c) পুরোপুরি মিথ্যা
(d) আংশিক মিথ্যা
11. মধ্যযুগে বাংলা অক্ষরে এবং বাংলা ভাষায় রচিত প্রাপ্ত পুথির মধ্যে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ প্রাচীনতম।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
12. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটির জীবনকথা। বিষয়বস্তু হল চৈতন্যদেবের
(a) আংশিক মিথ্যা
(b) পুরোপুরি মিথ্যা
(c) পুরোপুরি সত্য
(d) আংশিক সত্য
13. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের ‘রাধাবিরহ’-কে পণ্ডিতজনেরা প্রক্ষিপ্ত বলে মনে করেছেন।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
14. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে জয়দেবের ‘গীতগোবিন্দের’ প্রভাব আছে।
(a) পুরোপুরি সত্য
(b) আংশিক সত্য
(c) পুরোপুরি মিথ্যা
(d) আংশিক মিথ্যা
15. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে শুধুমাত্র পৌরাণিক কাহিনির বর্ণনা আছে। কাব্যটিতে মহাভারতের প্রভাব আছে।
(a) প্রথমাংশটি সত্য, দ্বিতীয়াংশটি মিথ্যা
(b) প্রথমাংশটি মিথ্যা, দ্বিতীয়াংশটি সত্য
(c) প্রথম ও দ্বিতীয় দুটো বাক্যই সত্য
(d) প্রথম ও দ্বিতীয় দুটো বাক্যই মিথ্যা
16. ‘গীতগোবিন্দ’ ও ‘ভাগবতপুরাণ’ থেকে কবি বড়ু চণ্ডীদাস ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের উপাদান সংগ্রহ করেছিলেন।
(a) আংশিক মিথ্যা
(b) পুরোপুরি মিথ্যা
(c) আংশিক সত্য
(d) পুরোপুরি সত্য
17. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে পয়ার ও ত্রিপদী ছন্দের ব্যবহার দেখা যায়।
(a) পুরোপুরি সত্য
(b) আংশিক সত্য
(c) পুরোপুরি মিথ্যা
(d) আংশিক মিথ্যা
18. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে প্রধান চরিত্র আছে পাঁচটি।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
19. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের বড়াই। দূতী চরিত্রটির নাম হল
(a) আংশিক মিথ্যা
(b) পুরোপুরি মিথ্যা
(c) পুরোপুরি সত্য
(d) আংশিক সত্য
20. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের প্রথম খণ্ডে অর্থাৎ জন্মখণ্ডে পৌরাণিক আদর্শানুযায়ী রাধাকৃষ্ণের জন্মলীলা বর্ণিত হয়েছে।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
21. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের কাহিনিতে রাধার সংসার জীবনযাপনের মাধ্যমে তৎকালীন সময়ের বাল্যবিবাহের প্রচলনের দিকটি জানা যায়।
(a) পুরোপুরি সত্য
(b) আংশিক সত্য
(c) পুরোপুরি মিথ্যা
(d) আংশিক মিথ্যা
22. (i) মহাপ্রভু চৈতন্যদেব আস্বাদন করতেন। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের রস
(ii) বাংলা ভাষায় রচিত রাধাকৃষ্ণ বিষয়ক প্রথম কাব্য ‘শ্রীকৃষ্ণকীর্তন’।
(iii) চৈতন্যদেবের জীবনের শেষ আঠারো বছরের বর্ণনা রয়েছে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে।
(iv) ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে বড়াই চরিত্রটি রাধিকার মা।
(a)(i) মিথ্যা (ii) সত্য (iii) সত্য (iv) মিথ্যা
(b)(i) সত্য (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv) সত্য
(c) (i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) মিথ্যা
(d) (i) মিথ্যা (ii) মিথ্যা (iii) সত্য (iv) মিথ্যা
23. (i) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের নায়ক চরিত্র শ্রীকৃষ্ণ।
(ii) এই কাব্যের প্রথম থেকেই রাধা কৃষ্ণপ্রেমে আকুলা।
(iii) বড়াই চরিত্রটি উদারস্বভাবা মহিলা।
(iv) কাহিনির অসমাপ্ত অবস্থায় কাব্যটি সমাপ্ত হয়েছে।
(a)(i) মিথ্যা (ii) সত্য (iii) সত্য (iv) মিথ্যা
(b)(i) সত্য (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv) সত্য
(c)(i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) মিথ্যা
(d)(i) মিথ্যা (ii) মিথ্যা (iii) সত্য (iv) মিথ্যা
24. (i) ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে পৌরাণিক দেবদেবীকে কবি আমাদের মাটির ঘরে নামিয়ে ধূলির তিলক পরিয়ে দিয়েছেন।
(ii) শব্দ প্রয়োগে, ছন্দ সৃষ্টিতে, অলংকার যোজনায় কবি কোনো কৃতিত্ব দেখাতে পারেননি।
(iii) কাব্যটি কাহিনি-কাব্য হলেও এখানে কাহিনি বড়ই দুর্বল।
(iv) রাধা চরিত্র সৃষ্টিতে কবির দক্ষতা অসামান্য।
(a)(i) সত্য (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv) সত্য
(b)(i) মিথ্যা (ii) সত্য (iii) সত্য (iv) মিথ্যা
(c) (i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) মিথ্যা
(d) (i) মিথ্যা (ii) মিথ্যা (iii) সত্য (iv) সত্য
25. (i) ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে কবি মর্ত্যজীবনের লীলা মাধুর্যকে অবজ্ঞা করেছেন।
(ii) কাব্যটির প্রেমকাহিনিতে কোনো স্থূলতা নেই।
(iii) তুর্কী আক্রমণের পরবর্তীকালের বিধ্বস্ত জীবন সংকটের মধ্যে এই কাব্য নতুন দিশা এনেছিল বাঙালি জীবনে।
(iv) শ্রীকৃষ্ণকীর্তনের যেখানে শেষ, বৈঘ্নব পদাবলির যাত্রা শুরু সেখানেই।
(a)(i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) মিথ্যা
(b)(i) মিথ্যা (ii) মিথ্যা (iii) সত্য (iv) সত্য
(c)(i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) মিথ্যা
(d)(i) মিথ্যা (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য
ক্রম অনুসারে সাজাও
1. (ⅰ) শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থটির পুথি আবিষ্কার।
(ii) চর্যাপদ পুথি আবিষ্কার।
(iii) বাংলা সাহিত্যের অন্ধকার যুগ।
(iv) শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থটির প্রকাশিত হওয়া।
(a) (ii), (i), (iv), (ii)
(b) (iii), (ii), (i), (iv)
(c) (i), (ii), (iv), (ii)
(d) (iv), (ii), (10), (i)
2. (i) দানখণ্ড
(ii) জন্মখণ্ড
(iii) বৃন্দাবন খণ্ড
(iv) নৌকাখণ্ড
(a) (i), (iii), (iv), (ii)
(b) (iv), (ii), (iii), (i)
(c) (ii), (i), (iv), (iii)
(d) (i), (iv), (ii), (iii)
3. (i) চৈতন্যদেব
(ii) বড়ু চণ্ডীদাস
(iii) বসন্তরঞ্জন রায়
(iv) তুর্কি আক্রমণ
(a) (iv), (ii), (i), (iii)
(b) (i), (iii), (ii), (iv)
(c) (iii), (i), (ii), (iv)
(d) (ii), (iii), (i), (iv)
বিবৃতিগুলোর সঠিক ব্যাখ্যা-কারণ নির্বাচন করো
1. বিবৃতি : ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে ‘রাধাবিরহ’-কে খণ্ড বলা হয়নি।
কারণ: (i) ‘রাধাবিরহ’ অংশের কাহিনি অন্যান্য খণ্ড থেকে সম্পূর্ণ পৃথক।
কারণ: (ii) ‘রাধাবিরহে’র বর্ণনা ও রচনারীতি এবং রসের ধারা একটু অভিনব।
(a) কারণ (i) ভুল, কারণ (ii) ঠিক
(b) কারণ (i) ও কারণ (ii) দুটোই ঠিক
(c) কারণ (i) ঠিক, কারণ (ii) ভুল
(d) কারণ (i) ও কারণ (ii) দুটোই ভুল
2. বিবৃতি : ‘শ্রীকৃষ্ণকীর্তন’-কে নাট্যধর্মী আখ্যান বলা হয়।
কারণ: (i) ঘটনাবিবৃতি, নাট্যরস ও গীতিরস- এই তিনটি বৈশিষ্ট্য এই কাব্যে দেখা যায়।
কারণ: (ii) কাব্য-কাহিনি প্রধানত নাট্যরসাশ্রয়ী বলে গতিবেগবহুল হয়েছে। আলে
(a) কারণ (i) ভুল, কারণ (ii) ঠিক
(b) কারণ (i) ও কারণ (ii) দুটোই ঠিক
(c) কারণ (i) ঠিক, কারণ (ii) ভুল
(d) কারণ (i) ও কারণ (ii) দুটোই ভুল
3. বিবৃতি : ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটিতে পৌরাণিক ও লৌকিক চিন্তার মেলবন্ধন ঘটেছে।
কারণ: (i) এই কাব্যে শ্রীকৃয় ও রাধিকার পৌরাণিক জীবনের কাহিনি বর্ণিত আছে।
কারণ: (ii) শ্রীকৃষ্ণ-রাধিকার লৌকিক জীবনকাহিনি কাব্যটিকে সুমধুর করেছে।
(a) কারণ (i) ভুল, কারণ (ii) ঠিক
(b) কারণ (i) ও কারণ (ii) দুটোই ঠিক
(c) কারণ (i) ও কারণ (ii) দুটোই ভুল
(d) কারণ (i) ঠিক, কারণ (ii) ভুল
4. বিবৃতি: বাংলা ভাষায় রচিত প্রাচীনতম কাহিনি কাব্য হল ‘শ্রীকৃষ্ণকীর্তন’।
কারণ: (i) জয়দেবের গীতগোবিন্দের ভাষা সংস্কৃত আর বিদ্যাপতির পদাবলির ভাষা কারো মতে ব্রজবুলি, কারো মতে মৈথিলি।
কারণ: (ii) শ্রীকৃষ্ণকীর্তনে রাধা-কৃষ্ণের লৌকিক জীবনকাহিনি বর্ণিত হয়েছে।
(a) কারণ (i) ভুল, কারণ (ii) ঠিক
(b) কারণ (i) ও কারণ (ii) দুটোই ঠিক
(c) কারণ (i) ঠিক, কারণ (ii) ভুল
(d) কারণ (i) ও কারণ (ii) দুটোই ভুল
5. বিবৃতি: বাংলা সাহিত্যের ইতিহাসে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থান লাভ করেছে।
কারণ: (i) চর্যাগীতি রচিত হওয়ার পর বাংলা সাহিত্যে অন্ধকার যুগ শুরু হয় এবং ‘শ্রীকৃষ্ণকীর্তন’ রচিত হওয়ার সঙ্গে সঙ্গে সেই অন্ধকার যুগ শেষ হয়।
কারণ: (ii) বৈয়ব পদাবলির ভিত্তি নির্মিত হয়েছিল এই কাব্যে।
(a) কারণ (i) ভুল, কারণ (ii) ঠিক
(b) কারণ (i) ও কারণ (ii) দুটোই ঠিক
(c) কারণ (i) ঠিক, কারণ (ii) ভুল
(d) কারণ (i) ও কারণ (ii) দুটোই ভুল
6. বিবৃতিঃ ‘শ্রীকৃষ্ণকীর্তন’ গ্রন্থটির আবিষ্কারক বসন্তরঞ্জন রায় কাব্যের প্রকৃত নাম জানতে পারেননি।
কারণ: (i) গ্রন্থটির প্রারম্ভ অংশের এবং সমাপ্তি অংশের কয়েকটি পৃষ্ঠা পাওয়া যায়নি।
কারণ: (ii) এই কাব্যের একখানা খণ্ডিত পুথি ছাড়া আর কোনো দ্বিতীয় অনুলেখন পাওয়া যায়নি।
(a) কারণ (i) ভুল, কারণ (ii) ঠিক
(b) কারণ (i) ও কারণ (ii) দুটোই ঠিক
(c) কারণ (i) ও কারণ (ii) দুটোই ভুল
(d) কারণ (i) ঠিক, কারণ (ii) ভুল
আরও পড়ুন – ভারতে প্রচলিত ভাষা পরিবার MCQ