শিক্ষাবিস্তারে গণমাধ্যম – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
- ভূমিকা
- গণমাধ্যম বলতে কী বোঝায়
- শিক্ষাবিস্তারে বেতারের ভূমিকা
- শিক্ষাবিস্তারে সংবাদপত্রের ভূমিকা
- শিক্ষাবিস্তারে দূরদর্শনের ভূমিকা
- শিক্ষাবিস্তারে চলচ্চিত্রের ভূমিকা
- উপসংহার
ভূমিকা
‘শিক্ষা আনে চেতনা’-শিক্ষা ছাড়া আমাদের জীবন কখনোই পরিপূর্ণ হয় না। শিক্ষা শেখায় কেবলমাত্র নিজের জন্য এ পৃথিবীতে বেঁচে থাকা নয়, সকলের মাঝে বেঁচে থাকা। সকলের জন্য বেঁচে থাকা, সকলকে নিয়ে চলতে শেখাই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য। যুগনায়ক বিবেকানন্দ বলেছেন- “Education is the manifestation of perfection already in man”-মানুষের অন্তর্জগতের যে শিক্ষা মনুষ্যত্ববোধে সহায়ক হয়, তা যেন অনেকটাই মানুষের চেতনায় বিরাজমান। শিক্ষা বলতে কেবলমাত্র পুঁথিগত শিক্ষা নয়, সার্বিক শিক্ষাই মানুষকে বৃহত্তর জীবনের পথে চালিত করে। গণশিক্ষায় ব্যক্তির চেয়ে সমষ্টির মূল্য অনেক বেশি, সমষ্টির শিক্ষাবিস্তারে গণমাধ্যমের বিশেষ ভূমিকা লক্ষণীয়।
গণমাধ্যম বলতে কী বোঝায়
প্রাচীনযুগে বা মধ্যযুগে তথা চর্যাপদ, মঙ্গলকাব্যের সময়কালে গণশিক্ষার মাধ্যম ছিল বিভিন্ন ধরনের ছড়া, ব্রতকথা, পাঁচালি, কথকথা প্রভৃতি। বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে গণমাধ্যম হিসাবে বেতার, সংবাদপত্র, চলচ্চিত্র, দূরদর্শন প্রভৃতি বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। সংবাদপত্র নানা সংবাদ পরিবেশন করে, বেতার ও দূরদর্শনের মাধ্যমে বিভিন্ন ধরনের সংবাদ, শিক্ষা-বিষয়ক নানা অনুষ্ঠান পরিবেশিত হয়, যা শিক্ষামাধ্যমরূপে কার্যকর ভূমিকা গ্রহণ করে।
শিক্ষাবিস্তারে বেতারের ভূমিকা
গণমাধ্যম হিসাবে শিক্ষাবিস্তারে বেতারের বিরাট ভূমিকা লক্ষ করা যায়। আধুনিক বিজ্ঞানের আবিষ্কার বেতারযন্ত্র নগর-উপনগরী-গঞ্জগ্রামের সীমা ছাড়িয়ে প্রত্যন্ত পল্লিতে পৌঁছে দেয় কত ধরনের সংবাদ, কত বিচিত্র অনুষ্ঠান ও নানা বৈচিত্র্যময় সঙ্গীতানুষ্ঠান। জ্ঞান-বিজ্ঞান, দর্শন, শিক্ষা-সংস্কৃতি, খেলাধুলা প্রভৃতি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের কোটি কোটি মানুষ একদিকে যেমন বিপুল আনন্দলাভ করে, তেমনি অন্যদিকে বিভিন্ন শিক্ষায় আলোকপ্রাপ্ত হয়। সাহিত্যবাসর, গল্পদাদুর আসর, কিশোরদের জন্য অনুষ্ঠান, সঙ্গীতশিক্ষার আসর, আবহবার্তা, সমীক্ষা প্রভৃতি বিচিত্রমুখী নানা অনুষ্ঠান প্রতিনিয়তই বিভিন্ন ধরনের শিক্ষায় মানুষকে শিক্ষিত করে তোলে। তাই শিক্ষাবিস্তারে গণমাধ্যম হিসাবে বেতারের ভূমিকা অনস্বীকার্য।
শিক্ষাবিস্তারে সংবাদপত্রের ভূমিকা
আধুনিক সভ্যতার অপরিহার্য অঙ্গ সংবাদপত্র। আমাদের মতো উন্নয়নশীল দেশে গণমাধ্যম হিসাবে সংবাদপত্রের ভূমিকা অনস্বীকার্য। সংবাদপত্রের মাধ্যমে দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারা যায়। সাবাদপত্রে প্রকাশিত হয়-দেশ-বিদেশের নানাবিধ রাজনৈতিক খবর, সাহিত্য-সংস্কৃতির আলোচনা, বেতার-দূরদর্শনের অনুষ্ঠানসূচী, ইতিহাস-অর্থনীতি-দর্শন-বিজ্ঞান-ভূগোল প্রভৃতি বিষয়ের প্রবন্ধ, আবহাওয়া সংবাদ, খেলাধুলা, সিনেমা-থিয়েটার- নাটক প্রভৃতি সম্বন্ধে আলোচনা এবং আরও নানাবিধ সংবাদ। এই সমস্ত সংবাদ আমাদের প্রতিদিনের প্রতিমুহূর্তের জীবনযাত্রাকে তুলে ধরে। সংবাদপত্র এমনই এক গণমাধ্যম যার মাধ্যমে জনমত গঠন করা যায়। দেশের রাজনৈতিক অবস্থার আদল-বদল ঘটে সংবাদপত্রে প্রকাশিত সংবাদের মাধ্যমে।
শিক্ষাবিস্তারে দূরদর্শনের ভূমিকা
"দূরকে করিলে নিকট বন্ধু পরকে করিলে ভাই"
-আধুনিক বিজ্ঞানের বিস্ময়কর অবদান দূরদর্শন। এটি এমন একটি প্রচারমাধ্যম যার মাধ্যমে গোটা পৃথিবী আজ আমাদের ঘরের মধ্যে এসে পৌঁছেছে। বেতারের মতো দূরদর্শনেও দেশ-বিদেশের খবর, সংবাদ সমীক্ষা, জ্ঞান-বিজ্ঞানের আলোচনা, নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বেতার তো কেবলমাত্র শ্রুতিগ্রাহ্য মাধ্যম, কিন্তু দূরদর্শনের পর্দায় দেখা যায় এই বিশ্বের যাবতীয় ঘটনাবলী। শিশু-কিশোর-যুবক-প্রৌঢ় সকলের জন্যই নানা অনুষ্ঠান পরিবেশিত হয়। টানটান উত্তেজনাপূর্ণ বিভিন্ন খেলা, নানা প্রতিযোগিতামূলক গান-বাজনার অনুষ্ঠান, বিজ্ঞান ও চিকিৎসা-বিষয়ক অনুষ্ঠান, কৃষিকথা- বিষয়ক অনুষ্ঠান, আবহাওয়ার পূর্বাভাস আমাদের জ্ঞানসমৃদ্ধ করে তোলে। শিক্ষাবিস্তারে এমন জীবন্ত মাধ্যম আর নেই বললেই চলে। গণমাধ্যম হিসাবে দূরদর্শনের জনপ্রিয়তা আজ সর্বাধিক।
শিক্ষাবিস্তারে চলচ্চিত্রের ভূমিকা
বিজ্ঞানের বিস্ময়কর অবদান চলচ্চিত্র যা গণমাধ্যম হিসাবে বিশেষ কার্যকরী ভূমিকা গ্রহণ করে। লোকশিক্ষার ক্ষেত্রে এবং জনসাধারণের মনোরঞ্জনের জন্য চলচ্চিত্র কয়েক দশক ব্যাপী ইতিবাচক ভূমিকা গ্রহণ করে চলেছে। চলচ্চিত্র যেমন মনোরঞ্জনকারী তেমনি নানা তথ্যচিত্রের মাধ্যমে আমরা যে জ্ঞানশিক্ষা লাভ করি তা আমাদের চলার পথের দিশা। গণচেতনার জাগরণে, নীতিশিক্ষাদানে, চরিত্রগঠনে, জনমত অনুভবে চলচ্চিত্র সুদূরপ্রসারী ভূমিকা গ্রহণ করে।
উপসংহার
সারা দেশব্যাপী যে সর্বশিক্ষা অভিযানের বিপুল কর্মযজ্ঞ চলছে সেগুলির উন্নতির জন্য গণমাধ্যমগুলির বিশেষ ভূমিকা আছে। তবে, আমাদের সতর্ক থাকতে হবে এইসব গণমাধ্যমগুলি যেন কেবলমাত্র ক্ষুদ্র ব্যবসায়িক স্বার্থ চরিতার্থ না-করে। বৃহত্তর সমাজ গঠনের লক্ষ্যে অটল ও অবিচল থাকতে হবে। শিক্ষা প্রসারে গণমাধ্যমগুলির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা মাথায় রেখেই বলতে হয়, শিক্ষা প্রসারে আমাদের দায়িত্ব সকলের, আমরা যেন কঠিন কর্তব্যের পথ থেকে বিচ্যুত না হই।
আরও পড়ুন –
১। পরিবেশ দূষণ ও তার প্রতিকার – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা
২। পরিবেশ রক্ষায় অরণ্য – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা
৩। পরিবেশ বনাম উন্নয়ন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৪। বিশ্ব উষ্ণায়ন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৫। বন্যপ্রাণী সংরক্ষণ – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৬। মানবজীবনে পরিবেশের প্রভাব – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৭। বিজ্ঞানচেতনার প্রসারের প্রয়োজনীয়তা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৮। বিজ্ঞানচেতনা ও কুসংস্কার – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৯। কম্পিউটার ও আধুনিক জীবন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১০। খেলাধুলার প্রয়োজনীয়তা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১১। দেশভ্রমণ – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১২। রক্তদান জীবনদান – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৩। বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৪। প্রাকৃতিক দুর্যোগে ছাত্রসমাজের ভূমিকা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৫। ভূমিকম্প – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৬। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৬। মাতৃভাষায় বিজ্ঞানচর্চা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৭। পঞ্চায়েতী ব্যবস্থা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৮। বৈচিত্র্যের মধ্যে ঐক্য – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৯। মোবাইল ফোনের সুফল-কুফল – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২০। আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২১। বাংলার উৎসব – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২২। যুদ্ধ নয়, শান্তি চাই – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২৩। প্লাস্টিক দূষণ-একটি ভয়াবহ সমস্যা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২৪। গাছ আমাদের বন্ধু – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা