শাক্ত পদাবলি MCQ একাদশ শ্রেণি বাংলা | ১ম সেমিস্টার
১। ‘বাউল’ শব্দটির উৎপত্তি ঘটেছে নিম্নোক্ত শব্দটি থেকে-
(ক) বাম
(খ) বাতুল
(গ) বাকল
(ঘ) বালু।
২। বাউল সম্প্রদায়ের উদ্ভব ঘটেছে আনুমানিক-
(ক) পঞ্চদশ শতকের শেষ বা ষোড়শ শতকের শুরুতে
(খ) ষোড়শ শতকের শেষ বা সপ্তদশ শতকের শুরুতে
(গ) সপ্তদশ শতকের শেষ বা অষ্টাদশ শতকের শুরুতে
(ঘ) অষ্টাদশ শতকের শেষ বা ঊনবিংশ শতকের শুরুতে।
৩। ‘বাউল’ শব্দের উপস্থিতি লক্ষ করা যায়-
(ক) কৃত্তিবাসের রামায়ণে
(খ) কাশীরাম দাসের মহাভারতে
(গ) মালাধর বসুর ‘শ্রীকৃয়বিজয়’-এ
(ঘ) বিজয়গুপ্তের মনসামঙ্গলে।
৪। কোন্ চৈতন্য জীবনীগ্রন্থে বাউল শব্দের প্রয়োগ আছে?
(ক) বৃন্দাবনদাসের চৈতন্যভাগবত
(খ) জয়ানন্দের চৈতন্যমঙ্গল
(গ) লোচনদাসের চৈতন্যমঙ্গল
(ঘ) গোবিন্দদাসের কড়চা।
৫। বাউলের দৃষ্টিতে মানুষের দেহই-
(ক) পরম সম্পদের বাসস্থান
(খ) চরম দেবতা
(গ) পরম দেবতার বাসস্থান
(ঘ) কোনোটিই নয়।
৬। বাউলদের প্রধান সাধ্যবস্তু-
(ক) ধনসম্পদ
(খ) পার্থিব সুখ
(গ) পরম দেবতা বা মনের মানুষ
(ঘ) পারলৌকিক সুখ।
৭। বাউলগানে মুখ্যত যে যন্ত্রটি ব্যবহার করা হয়-
(ক) একতারা
(খ) তবলা
(গ) হার
(ঘ) কোনোটিই নয়।
৮। ‘চৈতন্যচরিতামৃত’ গ্রন্থটি যার লেখা-
(ক) কৃষ্ণদাস কবিরাজ
(খ) বৃন্দাবনদাস
(গ) মালাধর বসু
(ঘ) বিজয় গুপ্ত।
৯। “বাউলকে কহিও লোকে হইল আউল। বাউলকে কহিও হাটে না বিকায় চাউল।”-উক্তিটি যে গ্রন্থে উল্লিখিত-
(ক) চৈতন্যচরিতামৃত
(খ) চৈতন্যভাগত
(গ) শ্রীকৃয়বিজয়
(ঘ) কোনোটিই নয়।
শাক্ত পদাবলি MCQ একাদশ শ্রেণি বাংলা | ১ম সেমিস্টার
১০। লালন ফকির সসম্ভবত কোন্ সময়কালে গান রচনা করেছিলেন-
(ক) সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধে
(খ) পঞ্চদশ শতাব্দীর শেষার্ধে
(গ) অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে
(ঘ) উনবিংশ শতাব্দীর প্রথমার্ধে।
১১। আধুনিক কালে কে প্রথম বাউলগান সংগ্রহ করেছিলেন?
(ক) মধুসূদন দত্ত
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর।
১২। বাউল সম্প্রদায়ের প্রাচীন ধারার প্রবর্তক ছিলেন-
(ক) জগমোহন
(খ) গোষ্ঠগোপাল দাস
(গ) গোঁসাই গোপাল
(ঘ) পাগলা কানাই।
১৩। কে একতারা বাজিয়ে বাউলগানের প্রচলন করেন?
(ক) পদ্মলোচন গোঁসাই
(খ) গোঁসাই গোপাল
(গ) পাগলা কানাই
(ঘ) আউলচাঁদ।
১৪। মুসলিম লোকসমাজে বাউলের অনুরূপ সহজ সাধনার পন্থাকে বলা হয়-
(ক) মারিফতি বা মুর্শিদি গান
(খ) ভাটিয়ালি
(গ) আলকাপ
(ঘ) ঝুমুর।
১৫। মারিফত’ শব্দের অর্থ-
(ক) পন্থা
(খ) ভক্তি
(গ) বাউল
(ঘ) প্রেম।
১৬। লালন ফকিরের জন্মসাল-
(ক) ১৭৭৫
(গ) ১৭৭৩
(খ) ১৭৭৪
(ঘ) কোনোটিই নয়।
১৭। “নবীর অঙ্গে জগৎ পয়দা হয়…”- ইসলামি রীতির এই গানটির রচয়িতা-
(ক) লালন শাহ ফকির
(গ) পদ্মলোচন গোঁসাই
(খ) ফকির পাঞ্চশাহ
(ঘ) কোনোটিই নয়।
১৮। ফকির পাঞ্চশাহের জন্ম যে জেলায়-
(ক) যশোর
(গ) কুষ্টিয়া
(খ) খুলনা
(ঘ) কোনোটিই নয়।
শাক্ত পদাবলি MCQ একাদশ শ্রেণি বাংলা | ১ম সেমিস্টার
১৯। “ত্রিবেনীর তীরে ধীরে সুধারে জোয়ার আসে…”-গানটি যার রচনা-
(ক) লালন ফকির শাহ
(খ) ফকির পাঞ্চশাহ
(গ) গগন হরজরা
(ঘ) কোনোটিই নয়।
২০। “আমারে দেও চরণতরী” গানটি যার রচনা-
(ক) ফকির পাঞ্চশাহ
(খ) লালন ফকির শাহ
(গ) গগন হরকরা
(ঘ) কোনোটিই নয়।
আরও পড়ুন – ধর্ম ও কুসংস্কার রচনা